ধূসর বাংলা

ধূসর বাংলা Committed to Facilitating Innovation & Inclusivity to the society.

I am working as a Web Developer & Digital Marketing Consultant, specializing in the fields of Marketing Strategy & Execution, Web Design & Development, Social Media Marketing & Branding. Majority of my time, I spent designing and implementing marketing promotions for businesses such as Website Solutions, E-commerce, Marketing Automation Tools (ActiveCampaign), Social Media( Facebook Ads, Facebook Shop Setup, Youtube Marketing).

আমার জীবনে আমি সরকারি ইউনিভার্সিটির টিচারদের মত জোচ্চোর, ভন্ড আর নির্লজ্জ প্রজাতির প্রাণী কম দেখছি।এই শালারা বেশিরভাগই চ...
09/21/2025

আমার জীবনে আমি সরকারি ইউনিভার্সিটির টিচারদের মত জোচ্চোর, ভন্ড আর নির্লজ্জ প্রজাতির প্রাণী কম দেখছি।

এই শালারা বেশিরভাগই চাকরি নেয় টাকা দিয়ে।

সরকারি টাকায় পিএইচডি করে।

কোন না কোন ছাত্রীকে টিচার বানাইয়া বা বানানোর লোভ দেখাইয়া বিবাহ করে।

এরপর ক্যাম্পাসের বাসভবনে উঠে। যেখানে কারেন্ট যায় না। যেখানে ক্যান্টনমেন্টের মত নিরাপত্তা ব্যবস্থা। যেখানে খাবার থেকে শুরু করে সবকিছুর দাম কম।

এই নির্লজ্জের দল বেতন তুলে, ভাতা তুলে, সরকারের বাসায় থেকে বাংলাদেশের সর্বোচ্চ সুবিধা দিয়ে বাচ্চা মানুষ করে।

বাট এদের ইয়ে এতটাই দুর্বল যে এত সুবিধা পাইয়াও এদের বাচ্চারা হয় এদের মতোই বক্সোদ আর গর্ধভ।

বাংলাদেশের আর ১০ টা ছেলেমেয়ের সাথে পরীক্ষা দিয়ে চান্স পাওয়ার মত সন্তানও এরা পয়দা করতে পারে না।

পয়দা করে একেকজন নির্লজ্জ বেকুব।

এই বেকুবের দল সারা জীবন সরকারি বাসায় থাকে, সরকারের বেতনে চলে।

এরপর এডমিশনে এরা কী চায় জানেন?

কোটা।

টাকা দিয়ে পাওয়া চাকরি, সরকারি বাড়ি বা প্রজেক্ট এর টাকা দিয়েও এদের মন ভরে না।

এবার এদের অথর্ব ছেলে আর মেয়েকে এরা এডমিশনে অবৈধ সুবিধা নিয়ে ফেল করার পরেও ভর্তি করে।

একেকজন ফেল্টুস এসে ভর্তি হয় জেনেটিক্সে।

অথচ একজন রিকশাওয়ালার ছেলে পাশ করে ভালো মার্ক্স পেয়েও ভর্তি হতে পারে না।

কারন, তার বাবা রিক্সা চালায়।

রাজশাহী ইউনিভার্সিটির টিচার আর কর্মচারীরা শুনলাম আজ ছাত্রদের গায়ে হাত তুলেছে এই কোটার বিরোধিতা করার জন্য।

অবাক হইনি।

হাসিনার আমলে এরা ২ হাজার টাকার জন্য হলে হলে এরে ওরে শিবির বলে ধরাই দিত, প্রোভোস্ট হয়ে সামান্য কিছু ভাতা খাওয়ার লোভে।

২ হাজার টাকার জন্য এই ফকিন্নিরা পোলাপানকে পুলিশের হাতে তুলে দিত। এরা নিজেদের অথর্ব ছেলে মেয়েকে চান্স পাওয়ানোর জন্য মারামারি করবে এটাই স্বাভাবিক।

এই ছোটলোকের বাচ্চাদের শিক্ষক হিসেবে রেখে যত টাকা ঢালেন আর যাই করেন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার কোন চেঞ্জ আসবে না।

যেই কোটার জন্য হাসিনা পালাইলো, সেই কোটার এতদিন কবর হয়ে যাওয়ার কথা ছিল।

হয় নাই।

উল্টো এই কোটার বিরোধিতা করতে যাইয়া রাজশাহী ইউনিভার্সিটির পোলাপানকে আজ রক্তাক্ত হতে হলো আবার।

হাসিনার হাত থেকে তো মুক্তি পেয়েছি।

বাট ক্যাম্পাসে ক্যাম্পাসে গেড়ে বসা এই টিচার আর কর্মচারী নামধারী ছোটলোক আর ফকিন্নির বাচ্চাদের হাত থেকে আমরা মুক্তি পাব কবে?

07/31/2025
১১৪ বছরের ঐতিহ্য : নওগাঁর এই মুসাফিরখানায় আজও থাকা-খাওয়া ফ্রিশতাধিক বছরের পুরনো একটি মুসাফিরখানা আছে উত্তরের জেলা নওগা...
07/24/2025

১১৪ বছরের ঐতিহ্য : নওগাঁর এই মুসাফিরখানায় আজও থাকা-খাওয়া ফ্রি
শতাধিক বছরের পুরনো একটি মুসাফিরখানা আছে উত্তরের জেলা নওগাঁয়। যেখানে এখনও ক্লান্ত পথিকের জন্য ফ্রিতে থাকা এবং খাওয়ার ব্যবস্থা করা হয়। চাইলে আপনিও ফ্রিতে থাকতে এবং খেতে পারবেন এখানে। বিষয়টি শুনে অবাক লাগারই কথা। এ যুগেও কি বিনামূল্যে থাকা এবং খাওয়া সম্ভব!
অবিশ্বাস্য মনে হলেও সত্য। ১১৪ বছরের ঐতিহ্যবাহী এই মুসাফিরখানাটি জেলার পোরশা উপজেলার প্রত্যন্ত এলাকা মিনা বাজারের অবস্থিত। যেখানে দূর-দুরান্ত থেকে আসা ক্লান্ত মানুষ নিরাপদে নিশ্চিন্তে রাত্রিযাপন করতে পারেন। দেওয়া হয় বিনামূল্যে খাবারও।
জানা যায়, মুসাফিরখানাটি ১৯০৮ সালে প্রতিষ্ঠা করেন পোরশার জমিদার খাদেম মোহাম্মদ শাহ্। সেসময় অন্য এলাকা থেকে কেউ আসলে কাজ শেষে ফিরে যাওয়াটা কষ্টের ছিল। এছাড়া কোথায় থাকবে বা কী খাবে তার কোনো ব্যবস্থা ছিল না। এজন্য জমিদার খাদেম মোহাম্মদ পোরশায় তার মঞ্জিলের পাশেই একটা মাটির বাড়ি বানিয়ে নাম দেন ‘মুসাফিরখানা’।

শিশুদের পো*ড়া গন্ধ শেষ না হতেই ভিক্ষার হাত পাততে হল !এটা আমাদের মত কিছু কন্টেন্ট ক্রিয়েটরের ব্যাবসা , আপনি আমাদের ব্যাবস...
07/24/2025

শিশুদের পো*ড়া গন্ধ শেষ না হতেই ভিক্ষার হাত পাততে হল !
এটা আমাদের মত কিছু কন্টেন্ট ক্রিয়েটরের ব্যাবসা , আপনি আমাদের ব্যাবসায়ও হাত দিলেন ......
বিষয়টা আপনার মর্যাদার সাথে গেল না ....
আবার মুছেও দিলেন ....
আপনি করের যে টাকাটা মাফ করিয়েছিলেন , এটাতো ঘোষণা দিয়ে দান করে দিতে পারতেন |
আপনার সন্তানের এ অবস্থায় আপনি কি করতেন 😢 #বাংলাদেশ

07/23/2025

🗳️ "পিআর নির্বাচন" মানে কী?

পিআর নির্বাচন মানে হলো —
"যত ভোট, তত আসন"।

---

🤔 ধরুন একটা উদাহরণ দেই:

একটা ক্লাসে ১০০ জন ছাত্র আছে। সবাই ভোট দিল ৩টা দলকে:

দল A: ৫০ জন ভোট দিল

দল B: ৩০ জন ভোট দিল

দল C: ২০ জন ভোট দিল

এখন সংসদে যদি ১০টা আসন থাকে, তাহলে পিআর পদ্ধতিতে আসন হবে এমনভাবে:

দল A পাবে ৫টা আসন (কারণ ৫০%)

দল B পাবে ৩টা আসন (কারণ ৩০%)

দল C পাবে ২টা আসন (কারণ ২০%)

👉 মানে যে দল বেশি ভোট পাবে, সে বেশি আসন পাবে — কিন্তু ছোট দলগুলাও কিছু না কিছু পাবে, যদি তারা ভোট পায়।

---

📌 পিআর পদ্ধতির সুবিধা:

সবাইকে সুযোগ দেয়।

যে দলগুলো ছোট, তারাও কিছু আসন পায়।

জনগণের ইচ্ছা অনুযায়ী সবার প্রতিনিধি নির্বাচিত হয়।

১১ টা বছর ধরে কেবল একটি সন্তানের জন্য পৃথিবীর কোথায় যাননি হাসান!! শুধু একটি সন্তানের জন্য স্ত্রী রাবেয়াকে নিয়ে দুনিয়...
07/23/2025

১১ টা বছর ধরে কেবল একটি সন্তানের জন্য পৃথিবীর কোথায় যাননি হাসান!! শুধু একটি সন্তানের জন্য স্ত্রী রাবেয়াকে নিয়ে দুনিয়ার সবচেয়ে উন্নত হাসপাতালগুলোতে দৌড়েছেন। শত চেষ্টার পর অবশেষে টেস্টটিউবের মাধ্যমে রাবেয়ার গর্ভে আসে সন্তান। সেই আনন্দে আত্মহারা হাসান।

সন্তানের সুস্থ ডেলিভারির জন্যে স্ত্রীকে বাংলাদেশ থেকে বিশ্বের সবচেয়ে উন্নত দেশ যুক্তরাষ্ট্রে পাঠিয়ে দেন তিনি। শুধু তা-ই নয়, পৃথিবীর সব খ্যাতিমান ডাক্তারদের তত্বাবধানে রাখেন রাবেয়াকে। শুধুমাত্র একটি সন্তানের জন্য কতো চেষ্টা তাদের! কতো রকমের চেষ্টা!

হঠাৎ একদিন রাবেয়ার গ'র্ভের শি'শুর হা'র্টবিট বেড়ে যায় এবং জরুরি সি'জারের প্রয়োজন হয়। রাত ১১টার দিকে আ'কষ্মিক তাপমাত্রা বৃদ্ধি পায় রাবেয়ার, প্রায় অ'জ্ঞান হয়ে যান। ডাক্তাররা সিজারের প্রস্তুতি নিতে নির্দেশ দেন, কারণ শি'শুর হার্টবিট অনিয়মিত হয়ে পড়েছে।

হাসান কাতারে কর্মরত, টেলিফোনে জানতে পারেন অবস্থার গু'রুতরতা—সে মা'নসিকভাবে বি'ধ্বস্ত হয়ে পড়েন, রাবেয়ার জীবনের নিরাপত্তায় গভীর উ'দ্বেগ কাজ করে। এমন সময় হাসান শুনছেন, অ'জ্ঞানপ্রায় গর্ভবতী রাবেয়া চি/ৎকার করে বলছেন, “প্লি'জ, বাঁ/চাও আমার বাচ্চাটিকে…”।

অবশেষে ১১ বছরের অপেক্ষার অবসান ঘটে তাদের। হাসান-রাবেয়া দেখতে পান এক ন'বজাত কন্যার মুখ। নাম রাখেন— রোজাবেল।

কিন্তু ভাগ্যের লিখন ক'জনই বা পাল্টাতে পারে? পৃথিবীর সকল হাসপাতাল জয় করে জন্ম নেওয়া রোজাবেল হার মানল মাইলস্টোন কলেজের কাছে। তখন সে মেহরিন ম্যামের ক্লাস করছিল মনোযোগ দিয়ে। হঠাৎ বি/কট শব্দে থ'মকে গেলো পৃথিবী। বিমান এসে আ'ছড়ে পড়লো স্কুলের উপর।

না, রোজাবেল নেই। হাসান-রাবেয়ার একমাত্র সন্তান পু/ড়ে অ'ঙ্গার হয়ে গেছে। ঢাকা মেডিকেল হাসপাতালের বার্ন ইউনিটের সামনে দাঁড়িয়ে আছেন হাসান—কোলের ভিতর রোজাবেলের পো'ড়া দে;হ।।

১৭ বছরে দেশটাকে মহা আকাশে নিয়ে গেছে,একটা পুরনো F-7,যেটা আকাশে থাকার কথা না ২০২৫ সালে।যে প্রশিক্ষণ বিমান নির্মাণাধীন একটা...
07/21/2025

১৭ বছরে দেশটাকে মহা আকাশে নিয়ে গেছে,

একটা পুরনো F-7,যেটা আকাশে থাকার কথা না ২০২৫ সালে।
যে প্রশিক্ষণ বিমান নির্মাণাধীন একটা বিল্ডিং এর রডের সাথে ধাক্কা খেয়ে দুর্ঘটনায় পতিত হয়। দুর্নীতির প্রতীক হিসাবে উড়ছে, কারণ দুর্নীতি আকাশ ছুঁয়েছে ।

ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির আকাশে মারা যাননি।

তিনি মরে গিয়েছিলেন আরও আগে, যখন বিমানের হাজার কোটি টাকার বাজেট চুরি হয়েছিল।

যখন ১৯৭৬ সালের বিমান দিয়ে আজও ট্রেনিং করানো হচ্ছিল।

তাঁকে বাঁচার সুযোগ দেওয়া হয়নি।

সিস্টেম তাঁর জন্য কিছু রাখেনি শুধু ঝুঁকি আর পুরনো লোহা ছাড়া,

আজ শুধু একজন পাইলট না,
নিচে থাকা নিষ্পাপ শিক্ষার্থীরাও জীবন হারিয়েছে😭
এই মৃত্যু দুর্ঘটনা নয়,এটা ব্যর্থতা,এটা দুর্নীতি, এটা জাতির সাথে বিশ্বাসঘাতকতা।

Address

80 Corporate Drive, Suite 311
Toronto, ON
M1H3G5

Website

Alerts

Be the first to know and let us send you an email when ধূসর বাংলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ধূসর বাংলা:

Share