কানাডা ভিসা আপডেট

কানাডা ভিসা আপডেট Catharines, Ontario, Canada

🇨🇦 Canada,USA. ভিসা সম্পর্কে কোনো ইনফরমেশন জানতে চাইলে অথবা প্রোসেসিং করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ,
যেকোনো ভিসা সম্পর্কে তথ্য দিয়ে সহায়তা করে থাকি।
বি দ্রঃ বাজে কমেন্ট করবেন না।

Locations.

অল্প খর‌চে ৪৫ দি‌নে কানাডা কা‌জের ভিসা, ৭.% খরচ কোম্পা‌নীর বহন করবে । কারা আছেন আগ্রহী।অনলাইনে আবেদনের লিংক কমেন্টে...
02/03/2025

অল্প খর‌চে ৪৫ দি‌নে কানাডা কা‌জের ভিসা,
৭.% খরচ কোম্পা‌নীর বহন করবে । কারা আছেন আগ্রহী।
অনলাইনে আবেদনের লিংক কমেন্টে...

01/30/2025
01/09/2025
01/08/2025

আলহামদুলিল্লাহ, কাতার দোহা প্রবাসী একজন বাংলাদেশী এপ্লিকেন্টের কানাডার ম্যানিটোবা প্রভিন্সে ট্রান্সপোর্টেশন জব হয়েছে। ট্রান্সপোর্টেশন কানাডার এসেন্সিয়াল ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত, এপ্লিকেন্ট পরবর্তীতে ফ্যামিলিসহ পার্মানেন্ট রেসিডেন্সিতে এপ্লিকেশন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা ব্যাচেলর ডিগ্রী, কাতারে ৭ বছর অভিজ্ঞতা ও IELTS ৬ স্কোর ছিল। কানাডার বিভিন্ন রুরাল কমিউনিটিতে অনেক জব ভেকেন্সি আছে। যোগ্যতা ও ল্যাংগুয়েজ প্রফিসিয়েন্সি থাকলে আজই এপ্লিকেশন করতে পারেন।
স্টার্ট আপ বিজনেসে ১০০,০০০ ডলার ইনভেস্টে ফ্যামিলিসহ পার্মানেন্ট রেসিডেন্সি এবং অন্ট্রাপ্রিনিয়ার ৫০,০০০ ডলার ইনভেস্টে বিজনেস ওয়ার্ক পারমিট করা যাচ্ছে। কানাডাতে ইমিগ্রেশন ও জবের জন্য IELTS ও শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। যোগ্যতা অনুযায়ী কানাডিয়ান স্ট্যান্ডার্ড সিভি ও কভার লেটার তৈরী করে ল্যাংগুয়েজ প্রফিসিয়েন্সিসহ ওয়েবসাইটে জবের এপ্লাই করুন। কানাডা ইমিগ্রেশন, বিজনেস, স্টার্ট আপ, সেলফ এমপ্লয়েড, উদ্যোক্তা, কেয়ারগিভার, জব অফার, LMIA, ওয়ার্ক পারমিট, ভিজিট ভিসা সম্পর্কে প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে প্রশ্ন করুন, উত্তর দেয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। সবাই সুস্থ থাকুন, আল্লাহ সবার ভালো করুন।
ডাঃ তানভীর, RCIC, কানাডা, ফ্রি সেমিনার অফিস ফেব্রুয়ারি ৭, ৮ এবং ফেস টু ফেস এপয়েন্টমেন্ট ফেব্রুয়ারি ৭-২২, ২০২৫, তারিখ।
রেজিস্ট্রেশনের জন্য

কানাডাতে ২০২৫ সালে চারটি নতুন ইমিগ্রেশন প্রোগ্রাম চালু হচ্ছে - কেয়ারগিভার, ওয়েস্ট ম্যানিটোবা, রুরাল কমিউনিটি, ফ্রাঙ্কোফো...
01/05/2025

কানাডাতে ২০২৫ সালে চারটি নতুন ইমিগ্রেশন প্রোগ্রাম চালু হচ্ছে - কেয়ারগিভার, ওয়েস্ট ম্যানিটোবা, রুরাল কমিউনিটি, ফ্রাঙ্কোফোন। আগ্রহীরা ল্যাংগুয়েজ প্রফিসিয়েন্সি ও যোগ্যতাসহ এপ্লিকেশনের চেষ্টা করতে পারেন।

স্টার্ট আপ বিজনেসে ১০০,০০০ ডলার ইনভেস্টে ফ্যামিলিসহ পার্মানেন্ট রেসিডেন্সি এবং অন্ট্রাপ্রিনিয়ার ৫০,০০০ ডলার ইনভেস্টে বিজনেস ওয়ার্ক পারমিট করা যাচ্ছে। কানাডাতে ইমিগ্রেশন ও জবের জন্য IELTS ও শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। কানাডিয়ান স্ট্যান্ডার্ড সিভি ও কভার লেটার তৈরী করে ল্যাংগুয়েজ প্রফিসিয়েন্সিসহ ওয়েবসাইটে জবের এপ্লাই করুন। কানাডা ইমিগ্রেশন, বিজনেস, স্টার্ট আপ, সেলফ এমপ্লয়েড, উদ্যোক্তা, কেয়ারগিভার, জব অফার, LMIA, ওয়ার্ক পারমিট, ভিজিট সম্পর্কে প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে প্রশ্ন করুন, উত্তর দেয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। সবাই সুস্থ থাকুন, আল্লাহ সবার ভালো করুন।

RCIC, কানাডা, ফ্রি সেমিনার অফিস এপ্রিল ৭, ৮ এবং ফেস টু ফেস এপয়েন্টমেন্ট এপ্রিল ৭-২২, ২০২৫, তারিখ।

রেজিস্ট্রেশনের জন্য

( সময় সকাল ১০ টা থেকে বিকাল ৬ টা)

কানাডা🇨🇦আজকে লিখছি আমার স্বপ্ন পূরনের গল্প। কানাডা ওয়ার্ক পারমিটে আমার পুরো প্রসেসিং স্টেপ বাই স্টেপ লিখলাম।হাতে ৫ মাস স...
01/05/2025

কানাডা🇨🇦
আজকে লিখছি আমার স্বপ্ন পূরনের গল্প। কানাডা ওয়ার্ক পারমিটে আমার পুরো প্রসেসিং স্টেপ বাই স্টেপ লিখলাম।
হাতে ৫ মাস সময় নিয়ে নামলে যথেষ্ট। বাংলাদেশ থেকে ICI হতে প্রফেশনাল শেফ লেভেল ওয়ান শেষ করে চলে যায় দুবাতে। দুবাইতে ছিলাম এক বছর ডাউনটাউনে একটা 5 স্টার হোটেলে শেফ ছিলাম। ২০২২ এ ঠিক করলা যাবো। কানাডিয়ান IRCC ওয়েভ সাইট গেটে নিজে নিজে সব ডকুমেন্টস রেডি করলাম। ডকুমেন্টস : সিভি কানাডিয়ান স্টাইলে, ওয়ার্ক এক্সপেরিয়েন্স সার্টিফিকেট, একাডেমি সার্টিফিকেট, দুবাই ভিসার কপি,পাসপোর্ট স্কেন কপি, ছবি হোয়াইট ব্যাকগ্রাউন্ডের,দুবাইয়ের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এগুলোই মূল ডকুমেন্টস।
এরপর শুরুকরলাম কানাডিয়ান গভমেন্ট ওয়েভ সাইট Canadian Jobbank এ আমার প্রফেশন অনুযায়ী চাকরি খোঁজা। ২২টা মতো কোম্পানিতে সিভি ইমেইল করে এপ্লাই করি যার মধ্যে ৭ টা কোম্পানি থেকে রিপ্লাই আসে। যার মধ্যে The Wastin Toronto হোটেলে টএকটা শর্ট ইন্টারভিউ দিলাম ওরা ২দিন পর রিপ্লাই দিয়ে আমাকে কনফার্ম করলো।এর পর ওরা LMIA ডকুমেন্টসের জন্য এপ্লাই করে দিল যার ফী ১০০০ কানাডিয়ান ডলার আমি পেমেন্ট করি। ১ মাসের মধ্যে LMIA এপ্রুভ ডকুমেন্টস চলে আসল এর কিছুদিনর মধ্যে ওয়ার্ক পারমিটও চলে আসছে।পরে IRCC ওয়েব সাইটে GC একাউন্ট ডকুমেন্টস আপলোড করি এপ্রুভালের পর ভিসা ফী পে করি এর পর বায়োমেট্রিকের জন্য VFS গ্রোবালে সিডিউল নিয়ে বায়োমেট্রিক সম্পন্ন করি। বায়োমেট্রিক দেওয়ার ২৮ দিনের মাথায় মেডিকেল টেস্টের জন্য ইমেইল [ মেডিক্যাল রিকুয়েষ্ট আসা মানে ভিসা ৭০% এপ্রুভ ] এর ১০ দিনের মধ্যে পাসপোর্ট সাভমিটের ইমেইল পাই। পাসপোর্ট জমা দেওয়ার ১২ দিন পর ভিসা সহ পাসপোর্ট কালেক্ট করি এর মধ্য দিয়ে আমার কানাডা আসার স্বপ্ন সত্যি হয় জীবনের ২৪ বছর বয়সে। আলহামদুলিল্লাহ আজ অনেক সুখে আছি ভালো লাইফ স্টাইল লিট করতেছি যা আল্লাহর কাছে সবসময় চেয়েছিলাম।
আমার সর্ব মোট খরছ হয়েছিল মাত্র ৩ লাখ টাকা।

12/28/2024

Irving lumber and sawmill employees work in some of the most technologically advanced facilities in North America. Our organization is committed to the safet...

12/28/2024

Address

Toronto, ON

Telephone

+8801917675769

Website

Alerts

Be the first to know and let us send you an email when কানাডা ভিসা আপডেট posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share