Travel, Life & Educational vlog

Travel, Life  & Educational vlog Never forget where you come from.
(3)

Roots are what support us and ...The phrase "growing roots without forgetting where one came from" কখনও ভুলে যেও না তুমি কোথা থেকে এসেছো। শিকড়ই আমাদের সমর্থন করে এবং ..."কোথা থেকে এসেছো তা ভুলে না গিয়ে শিকড় গজানো"

12/13/2025

সাপ্তাহিক ছুটির দিন, তবু কাজ চলমান—শীতের বরফ সরিয়ে স্বস্তির পথ তৈরি। ছুটি আছে, থেমে নেই কাজ ❄️ It's a weekend, but work continues—clearing the way for relief by removing winter snow. There's a holiday, work doesn't stop ❄️

বরফের মধ্যে কিসের ছাপ?
12/08/2025

বরফের মধ্যে কিসের ছাপ?

এক সময় প্রিয় বাড়িটি স্মৃতি নিয়ে দাঁড়িয়ে থাকবে আপন মহিমায়।
11/24/2025

এক সময় প্রিয় বাড়িটি স্মৃতি নিয়ে দাঁড়িয়ে থাকবে আপন মহিমায়।

11/23/2025

আজকে তিশমা জাইমা কানাডার বাড়ির ফ্রন্ট ইয়ার্ডের ঝরে পড়া পাতা পরিষ্কার করে তিন বস্তা পাতা ভরেছে।
বিদেশে বিশেষ করে কানাডা,আমেরিকায় শরৎকালের শেষের দিকে ঝরে পড়া পাতা পরিষ্কার করাটা একটি গুরুত্বপূর্ণ কাজ, কারণ পরিষ্কার না করলে তা পচে ছত্রাক এবং কীটপতঙ্গের জন্ম দিতে পারে। অনেক দেশে, যেমন কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্রে, এই জমে থাকা পাতা পরিষ্কার না করলে স্থানীয় কর্তৃপক্ষ জরিমানা করতে পারে। এই কারণে, শরৎকালের শেষের দিকে শীতকালের শুরুতে জমে থাকা পাতা নিয়মিত পরিষ্কার করা হয়।
বিদেশে, বিশেষ করে কানাডা,আমেরিকা ও ইউরোপের কিছু দেশে, বাড়ির সামনের অংশ (যেমন ড্রাইভওয়ে ও ফুটপাত) পরিষ্কার রাখা একটি সাধারণ নিয়ম। এতে বাড়ি এবং রাস্তার চারপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা হয় এবং এটি নাগরিক দায়িত্বের অংশ। পাতা ঝেড়ে পরিষ্কার না করলে জরিমানার মুখে পড়তে হতে পারে। এর মূল কারণ হলো, এই দেশগুলোতে পরিচ্ছন্নতার নিয়ম কঠোরভাবে পালন করা হয়, যা কেবল জরিমানার জন্যই নয়, বরং একটি সুস্থ ও সুন্দর পরিবেশ বজায় রাখার জন্যও জরুরি।
゚viral

Address

Toronto, ON

Alerts

Be the first to know and let us send you an email when Travel, Life & Educational vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Travel, Life & Educational vlog:

Share