Climate Channel

Climate Channel Climate TV Channel CTC is a Canadian Public Service Television in English and Bengali.

বাংলাদেশ ব্যাংক নতুন নকশায় ৫০০ টাকার নোট বাজারে আনবে।"বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য" সিরিজের অংশ হিসেবে...
12/08/2025

বাংলাদেশ ব্যাংক নতুন নকশায় ৫০০ টাকার নোট বাজারে আনবে।

"বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য" সিরিজের অংশ হিসেবে, নোটটি প্রথমে ব্যাংকের মতিঝিল অফিসে ইস্যু করা হবে, এরপর সারা দেশের অন্যান্য শাখায়ও এটি চালু হবে, মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে একই সিরিজের ১০০০, ১০০, ৫০ এবং ২০ টাকার নতুন নোট চালু করেছে। গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের স্বাক্ষরিত ৫০০ টাকার নোটটি বাজারে প্রচলিত মুদ্রার সর্বশেষ সংযোজন।

নকশা বৈশিষ্ট্য::
১৫২ মিমি × ৬৫ মিমি পরিমাপের এই নতুন নোটটি মূলত সবুজ। সামনের দিকে কেন্দ্রীয় শহীদ মিনার দেখানো হয়েছে এবং পটভূমিতে জাতীয় ফুল শাপলা রয়েছে, অন্যদিকে বিপরীত দিকে বাংলাদেশ সুপ্রিম কোর্ট ভবন রয়েছে। এর জলছাপে রয়েল বেঙ্গল টাইগারের মুখ, "৫০০" সংখ্যা এবং বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম রয়েছে।

নিরাপত্তা বৈশিষ্ট্য::
নোটটিতে ১০টি নতুন নিরাপত্তা বর্ধিতকরণ রয়েছে। ডানদিকে মুদ্রিত '৫০০' কাত হলে সবুজ থেকে নীল রঙ পরিবর্তন করে। আলোর বিপরীতে ধরা হলে লাল-সোনালি পেঁচানো নিরাপত্তা সুতা "৫০০ টাকা" প্রকাশ করে।

অ্যাক্সেসিবিলিটি বৈশিষ্ট্য::
পাঁচটি উঁচু বৃত্ত দৃষ্টি প্রতিবন্ধীদের সাহায্য করে, অন্যদিকে ইন্টাগ্লিও প্রিন্টিং কিছু জায়গায় স্পর্শকাতর অনুভূতি তৈরি করে। অতিবেগুনী আলোর নিচে, শাপলা এবং রঙিন কাগজের তন্তু জ্বলজ্বল করে এবং আলোর সামনে ধরা হলে "৫০০" স্পষ্টভাবে দৃশ্যমান হয়।

পুরানো নোটের বৈধতা::
বাংলাদেশ ব্যাংক নিশ্চিত করেছে যে নতুন নোট প্রচলনে প্রবেশের পরেও বিদ্যমান সমস্ত কাগজের নোট এবং মুদ্রা বৈধ থাকবে।

সংগ্রহকারীদের জন্য, ৫০০ টাকার একটি নমুনা নোটও জারি করা হয়েছে এবং এটি মিরপুরের মুদ্রা জাদুঘর থেকে পাওয়া যাবে।

জুলাই গণ-অভ্যুত্থানের পরের এক বছরে অল্পসংখ্যক মানুষের আয় বেড়েছে। খরচ বেড়েছে বেশির ভাগের। সাধারণ মানুষের আয়রোজগারের ব্যবস...
12/08/2025

জুলাই গণ-অভ্যুত্থানের পরের এক বছরে অল্পসংখ্যক মানুষের আয় বেড়েছে। খরচ বেড়েছে বেশির ভাগের। সাধারণ মানুষের আয়রোজগারের ব্যবস্থা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার যে কাজ করেছে, তাতে বেশির ভাগ মানুষ সন্তুষ্ট নন।

প্রথম আলোর উদ্যোগে করা ‘গুরুত্বপূর্ণ সামাজিক-রাজনৈতিক বিষয়ে জাতীয় জনমত জরিপ-২০২৫’-এ এই মতামত উঠে এসেছে। প্রথম আলোর জন্য জরিপটি করেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান কিমেকারস কনসাল্টিং লিমিডেট।

এনইআইআর সংস্কারে রাজি বিটিআরসি, ৯ ডিসেম্বর পর্যন্ত অবরোধ স্থগিতন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) ব্যবস্...
12/08/2025

এনইআইআর সংস্কারে রাজি বিটিআরসি, ৯ ডিসেম্বর পর্যন্ত অবরোধ স্থগিত
ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) ব্যবস্থার সংস্কারে সম্মতি দেওয়ায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সামনে থেকে চলমান অবরোধ ৯ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করেছেন দেশের মোবাইল ফোন ব্যবসায়ীরা। তবে এনইআইআর সংস্কারের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত দেশের সকল মোবাইল ফোন মার্কেট বন্ধ থাকবে।

রবিবার রাত পৌনে ৯টার দিকে বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল মো. এমদাদ উল বারীর আশ্বাসের ভিত্তিতে অবরোধ স্থগিতের সিদ্ধান্ত ঘোষণা করা হয়।
তিনি জানান, এনইআইআর সংক্রান্ত সব জটিলতা নিরসনে বিটিআরসিতে এক যৌথ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা, অর্থ উপদেষ্টা, এনবিআর চেয়ারম্যান, বাণিজ্য সচিব, মোবাইল ফোন ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশন এবং মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি)-এর প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

ব্যবসায়ীরা আশা প্রকাশ করেছেন, আলোচনার মাধ্যমে এনইআইআর ইস্যুর কার্যকর সমাধান বের হবে এবং বাজারে স্থিতিশীলতা ফিরে আসবে।

কখনো ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, কখনো আবুধাবি টি-টেন, কদিন পর আবার আইএল টি-টোয়েন্টি। একের পর এক ফ্র্যাঞ্চাইজি আসর খেলে বে...
12/08/2025

কখনো ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, কখনো আবুধাবি টি-টেন, কদিন পর আবার আইএল টি-টোয়েন্টি। একের পর এক ফ্র্যাঞ্চাইজি আসর খেলে বেড়াচ্ছেন সাকিব আল হাসান। আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকা বাংলাদেশের সফলতম তারকা বললেন, দেশের মাটিতে বিদায়ী সিরিজ খেলার আশায় নিজেকে ফিট রাখতেই এখনো খেলে যাচ্ছেন। তবে পেশাদার ক্রিকেটে একদম শেষ প্রান্তে চলে আসা সাকিব জানালেন, খেলা থামলেও রাজনীতি চালিয়ে যাবেন তিনি।

12/08/2025
পেঁয়াজ আমদানির জন্য শেষ পর্যন্ত ভারতকেই বেছে নিল সরকার। কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আজ...
12/07/2025

পেঁয়াজ আমদানির জন্য শেষ পর্যন্ত ভারতকেই বেছে নিল সরকার। কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আজ রোববার ভারত থেকে ১ হাজার ৫০০ টন পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে।

আমদানি অনুমতিকে সংক্ষেপে আইপি বলা হয়। মোট ৫০ জন আমদানিকারককে এ আইপি দেওয়া হয়। তবে কোনো আমদানিকারকই ৩০ টনের বেশি পেঁয়াজ আমদানি করতে পারবেন না। আবার কেউ দ্বিতীয়বারের জন্য আমদানির আবেদন করতে পারবেন না। আমদানির অনুমতির বা আইপির মেয়াদ থাকবে ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত।

এক সপ্তাহের ব্যবধানে খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজের দাম ১৫০ টাকা ছাড়িয়ে যাওয়ার কারণে গতকাল শনিবার বিজ্ঞপ্তি দিয়ে কৃষি মন্ত্রণালয় জানিয়েছিল, পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছিল, গত ১ আগস্ট থেকে যেসব আমদানিকারক আইপির জন্য আবেদন করেছেন, তাঁরাই পাবেন এই সুযোগ।

12/07/2025

নজর কেড়েছে ক্রিয়েটিভ প্রোমোশনাল

বাংলাদেশী ফিজিশিয়ানসএন্ড ডেন্টিস্টস অ্যাসোসিয়েশন কানাডার ফ্যামিলি নাইট আগামী ১৩ই ডিসেম্বর
12/07/2025

বাংলাদেশী ফিজিশিয়ানসএন্ড ডেন্টিস্টস অ্যাসোসিয়েশন কানাডার ফ্যামিলি নাইট আগামী ১৩ই ডিসেম্বর

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় জামায়াতে ইসলামী কী কী করেছিল, তা মনে রাখার জন্য আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্য...
12/07/2025

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় জামায়াতে ইসলামী কী কী করেছিল, তা মনে রাখার জন্য আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ‘কেউ কেউ বলে যে একবার দেখুন না এদের (জামায়াত)। তাদের তো দেশের মানুষ ১৯৭১ সালেই দেখেছে। তারা লাখ লাখ মানুষকে শুধু হত্যাই করেনি, তাদের সহকর্মীরা কীভাবে মা-বোনদের ইজ্জত পর্যন্ত লুট করেছিল, এই কথাটি আমাদের মনে রাখতে হবে।’

আজ রোববার বিকেলে ঢাকার ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এ কথা বলেন। তিনি লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘একটু স্ট্যাবল’ হয়েছে বলে জানিয়েছেন দলটির শীর্ষস্থানীয় নেতা মির্জা আব্বাস।...
12/07/2025

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘একটু স্ট্যাবল’ হয়েছে বলে জানিয়েছেন দলটির শীর্ষস্থানীয় নেতা মির্জা আব্বাস।

রাজধানীর মালিবাগে মিজ জিয়ার সুস্থতা কামনা করে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

মি. আব্বাস বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত কঠিন অবস্থায় আছে। আপনাদের দোয়ায় হয়তো আজকে একটু স্ট্যাবল হয়েছেন খবর পেয়েছি।”

এদিকে, বাংলাদেশের কয়েকটি টেলিভিশনে মিজ জিয়ার শারীরিক অবস্থা নিয়ে প্রকাশিত খবরে বলা হয়েছে, তার সিটিস্ক্যান করা হয়েছে এবং রিপোর্ট স্বাভাবিক।

ভোজ্যতেলের দাম বাড়ানো হয়েছে বাংলাদেশে। সোমবার থেকে এই মূল্যবদ্ধি কার্যকর করা হবে।রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জ...
12/07/2025

ভোজ্যতেলের দাম বাড়ানো হয়েছে বাংলাদেশে। সোমবার থেকে এই মূল্যবদ্ধি কার্যকর করা হবে।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অংএল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে দাম সমন্বয় করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী এখন বোতলজাত সয়াবিন তেল কেজি প্রতি ১৯৫ টাকা যা আগের থেকে ছয় টাকা বেড়েছে।

খোলা সয়াবিন তেল ১৭৬ টাকা, আগের থেকে সাত টাকা বেড়েছে।

খোলা পাম তেল প্রতি লিটার ১৬৬ টাকা এবং পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম ৩৩ টাকা বাড়িয়ে ৯৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

12/07/2025

বরিশালে হেনস্থার শিকার ফুয়াদ | CTC News

Address

376 Birchmount Road
Toronto, ON

Telephone

+14372248833

Website

http://ctctv.net/

Alerts

Be the first to know and let us send you an email when Climate Channel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Climate Channel:

Share

Category