Deshi furi tabatul

Deshi furi tabatul Hi i m tabassum, i am from Bangladesh i have to love vedio making, reels, showing any contained �

Hello Beautiful People good morning
07/26/2025

Hello Beautiful People good morning

07/25/2025
07/23/2025

মানুষ সব সময় তার অতীত মনে রাখা উচিত সে কোথা থেকে কি ভাবে আসছে,কে সাথে ছিল কে ছিল না, যে তার অতীত ভুলে যায় সে পুরো নিমকহারাম 🙄

06/25/2025

Good morning everyone

সুখের দাম খুব বেশি না তবে মানসিক শান্তির দাম অনেক বেশি, যা অর্থ দিয়ে কেনা যায় না! "
06/20/2025

সুখের দাম খুব বেশি না তবে মানসিক শান্তির দাম অনেক বেশি, যা অর্থ দিয়ে কেনা যায় না! "

06/07/2025

নিজেকে সরিয়ে নেওয়া মানে পরাজয় নয়!এটা এক ধরনের আত্মরক্ষা, আত্মসম্মানের ভাষা
একটা সময় ছিল, যখন মানুষ ধরে রাখার জন্য প্রাণপণে লড়ে গেছি।
মনে হতো, যার সঙ্গে সম্পর্ক—বন্ধুত্ব, আত্মীয়তা বা ভালোবাসা—তাকে হারানো মানে জীবনের একটা টুকরো হারিয়ে ফেলা।তাই চুপ করে সহ্য করতাম, গুরুত্ব না পেলেও পাশে থাকতাম, বুঝেও না বোঝার ভান করতাম।
ভাবতাম, হয়তো একদিন বুঝবে—আমার দেওয়া সময়, ভালোবাসা, উপস্থিতির মূল্য।

কিন্তু সময় শিখিয়েছে, কেউ যদি তোমাকে সত্যিই চায়, তাহলে তোমাকে ধরে রাখার চেষ্টা করে।যেখানে তুমি অনুপস্থিত হলেও কারো কিছু যায় আসে না, সেখানে তোমার উপস্থিতিরও আর কোনো অর্থ থাকে না।

আমি আজকাল বুঝি, চুপচাপ চলে আসাটাও এক ধরনের আত্মরক্ষা।
সবসময় যুদ্ধ করেই টিকে থাকতে হয় না, অনেক সময় নিজেকে সরিয়ে নেওয়াটাই সবচেয়ে সাহসী সিদ্ধান্ত হয়ে দাঁড়ায়।
কারণ, গুরুত্ব চাওয়ার মধ্যে কোনো ভুল নেই,
ভুল হলো—নিজেকে এমন জায়গায় ধরে রাখা, যেখানে তোমাকে গুরুত্ব দেওয়া হয় না।

অনেক সম্পর্কেই আমরা শুধু “অভ্যস্ত” হয়ে পড়ি।তাদের সঙ্গে মনের বন্ধন নয়, শুধুমাত্র অভ্যাসের শিকল।তারা ভুলে যায়—তুমি কতটা সময় দিয়েছো, কতবার নিজেকে পেছনে রেখে তাদের গুরুত্ব দিয়েছো,
আর তুমিও একসময় ভুলে যাও—তুমি নিজেও গুরুত্বপূর্ণ।আমি এখন আর কারো উদাসীনতায় কষ্ট পাই না।বরং নীরবে সরে আসি।কারণ, মুখ দেখিয়ে থাকাটা, ভালোবাসাহীন উপস্থিতি ধরে রাখাটা!আমার আত্মসম্মানের বিরুদ্ধে কাজ করে।

কেউ কেউ ভাবে—চলে আসা মানে দূর্বলতা।কিন্তু তারা বোঝে না, এই চলে আসার পেছনে কত রাত না ঘুমিয়ে থাকা,
কত নিজেকে প্রশ্ন করা, কত অশ্রু, কত অনুভূতির মৃত্যু লুকিয়ে আছে।এখন আমি যদি কাউকে ছেড়ে আসি, সেটা অপমান নয়,বরং নিজের প্রতি একটা গভীর ভালোবাসার বহিঃপ্রকাশ।
আমি শিখেছি নিজেকে ভালোবাসা শিখলে আর কেউ তোমাকে অবহেলা করতে পারে না।
কারণ তখন তুমি জানো, কে তোমার জন্য, আর কার জন্য তুমি শুধু অপশন।
এই সরে আসা, এই চুপ করে চলে যাওয়া—এটা কোনো নাটক নয়।এটা অনেক অভিজ্ঞতার ফল, অনেক চোখের পানি শুকিয়ে যাওয়ার পর তৈরি হওয়া এক শক্তি,
যার নাম নিজেকে ভালোবাসা 🌸😊
Copy post

"যে নারী অসম্ভব ভালোবাসতে জানেসে নারী ঘৃণা ও করতে পারে""যে নারী রাগ করে বারবারহারিয়ে গিয়েও ফিরে আসতে পারে""সে নারী প্রচন...
03/20/2025

"যে নারী অসম্ভব ভালোবাসতে জানে
সে নারী ঘৃণা ও করতে পারে"
"যে নারী রাগ করে বারবার
হারিয়ে গিয়েও ফিরে আসতে পারে"
"সে নারী প্রচন্ড অভিমান নিয়ে
চিরতরে হারিয়ে যেতেও পারে"
"যে নারী অল্পতে কেঁদে ফেলে
সে নারী প্রচন্ড আঘাত নিয়ে "
"ঠাই দাড়িয়ে থাকতেও পারে
"যে নারী বারবার অবহেলিত হচ্ছে
সে নারী অবহেলা করতেও জানে"
"নারীকে ততোটাও তুচ্ছ ভেবোনা
যতটা ভালোবাসা যায় ততোটা কঠিনও হওয়া যায়," "" কারণ যে রাঁধে সেই চুল ও বাধে

01/05/2025

দীপিকা পাড়ুকোণের একটা খুব সুন্দর সাক্ষাৎকার দেখেছিলাম, যেখানে উনি বললেন- they always say men stay where they find peace but I would say women give peace where they treated right. ঠিকভাবে ট্রিট করলে কেউ আপনাকে ছেড়ে যাবেনা, যাবে তখন যখন আপনি মিসবিহেভ করবেন আবার পরক্ষনেই বলবেন- আমি তোমাকে ভালবাসি। সে ধান্ধায় পড়ে যাবে- এই লোক কি আমাকে ভালবাসে নাকি বাসেনা?

এইক্ষেত্রে আমার সহজ সূত্র একটাই। জীবনে কাউকে ছেড়ে চলে আসার সবচেয়ে সুন্দর সময় হচ্ছে যখন আপনি বুঝবেন আপনার আত্মসম্মানবোধ আপনাকে বলছে- তুমি এর বেশী অপমান নিতে পারবানা।
আপনি যা ডিজার্ভ করেন না সেটা বারবার হতে থাকলে শুধু এক পা পিছিয়ে আসেন, সুন্দর করে তাকিয়ে দেখেন- আপনার আত্মসম্মানবোধ কি অক্ষত আছে?
যদি না থাকে তাহলে সেই সম্পর্ক আপনার জন্য না।
মানুষ ভালবাসে, প্রেমে পড়ে, বিয়ে করে, সংসার করে মূলত নিজেকে শান্তিতে রাখতে। যে প্রেম, বিয়ে, সংসার আপনাকে শান্তি দেবেনা- সেটা আপনার জন্য না, কারণ আপনার আত্মসম্মানবোধ আপনাকে শান্তিতে থাকতে দিচ্ছেনা।
ভুল বন্ধুর চেয়ে যেমন বন্ধুহীন থাকা ভালো, অশান্তির সম্পর্কে থাকার চেয়ে এইজন্যই একা থাকা ভালো।অবশ্য যদি আত্মসম্মানবোধহীন থাকতে চান, তাতেও ক্ষতি নেই।
যার আত্মসম্মানই নাই, সে শান্তি আর অশান্তির পার্থক্য বুঝবে কেমন করে- বলেন?

09/24/2024

winter is calling

Call now to connect with business.

Address

Toronto
Toronto, ON
M4C

Alerts

Be the first to know and let us send you an email when Deshi furi tabatul posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Deshi furi tabatul:

Share

Category