10/29/2025
প্রিয় মানুষ — এই শব্দটাই যেন একরাশ মায়া, একরাশ অনুভব।
কিছু কথা বলি —
প্রিয় মানুষ মানে সে-ই,
যাকে দেখলেই বুকের ভেতর হঠাৎ শান্তি নেমে আসে,
কথার ফাঁকে যার নীরবতাও ভালো লাগে।
রাগ, অভিমান, হাসি—সব কিছুই তার সঙ্গে ভাগ করে নিতে ইচ্ছে করে।
সে হয়তো সব সময় পাশে থাকে না,
কিন্তু তার উপস্থিতি ছুঁয়ে থাকে প্রতিটি মুহূর্তে।
প্রিয় মানুষ মানে—একটা অভ্যেস,
একটা প্রিয় ঠিকানা,
একটা চেনা নিরাপত্তা,
আর একরাশ নির্ভরতা। N🌸