Parbez Hossain

Parbez Hossain একদিন আমিও সুখী হব

কারণ আমার মা বাবা আমার জন্য দোয়া করেন🇧🇩🇨🇦🇧🇩

প্রিয় মানুষ — এই শব্দটাই যেন একরাশ মায়া, একরাশ অনুভব।কিছু কথা বলি —প্রিয় মানুষ মানে সে-ই,যাকে দেখলেই বুকের ভেতর হঠাৎ শ...
10/29/2025

প্রিয় মানুষ — এই শব্দটাই যেন একরাশ মায়া, একরাশ অনুভব।

কিছু কথা বলি —

প্রিয় মানুষ মানে সে-ই,
যাকে দেখলেই বুকের ভেতর হঠাৎ শান্তি নেমে আসে,
কথার ফাঁকে যার নীরবতাও ভালো লাগে।
রাগ, অভিমান, হাসি—সব কিছুই তার সঙ্গে ভাগ করে নিতে ইচ্ছে করে।

সে হয়তো সব সময় পাশে থাকে না,
কিন্তু তার উপস্থিতি ছুঁয়ে থাকে প্রতিটি মুহূর্তে।

প্রিয় মানুষ মানে—একটা অভ্যেস,
একটা প্রিয় ঠিকানা,
একটা চেনা নিরাপত্তা,
আর একরাশ নির্ভরতা। N🌸

10/25/2025

প্রেমের শুরুটা কিন্তু চোখের মাধ্যমে হয়😊
আর তার মাশুল কিন্তু আবার সেই চোখ দিয়েই দিতে হয়..N 😢

এই দুইটা মেয়ে নাকি বর্তমান ছেলে জাতির কেরাশ৷ প্রথমডারে দেইখা ছোটবেলার একটা কথা মনে পইড়া গেলো৷ যে না সাধের চেহারা! নাম র...
10/22/2025

এই দুইটা মেয়ে নাকি বর্তমান ছেলে জাতির কেরাশ৷ প্রথমডারে দেইখা ছোটবেলার একটা কথা মনে পইড়া গেলো৷ যে না সাধের চেহারা! নাম রাখছে পেয়ারা৷ এই মাইয়ার লাইগা একটা পোলার জীবন গেলো৷

আর পরেরডারে দেইখা চিন্তা করতেছি একটা হিরুঞ্চির বউ এমন সুন্দর হইলো কেমনে! পরে আমার বন্ধু ঠ্যাঙা ফারুক কইলো, "বন্ধু জগতটা চলে ট্যাকার উপ্রে৷ পোলার ট্যাকা থাকলেই চলে৷ এখন পোলা হিরুঞ্চি নাকি মালুঞ্চি ঐডা কোনো বিষয় না"

আমিও মাথা নাড়াইয়া কইলাম, ঠিকই৷

10/16/2025
10/14/2025

অনেক চিন্তা করে দেখলাম এইবার জাতীয় নির্বাচনে যে দল ক্রিকেট নিষিদ্ধ করবে তাকেই ভোট দেবো। সাথে কেউ থাকলে আওয়াজ দেবেন।

Thank you  Prime Minister Mark Carneyfor taking this bold step. 🇨🇦🇨🇦🇵🇸🇵🇸
09/21/2025

Thank you Prime Minister Mark Carneyfor taking this bold step. 🇨🇦🇨🇦🇵🇸🇵🇸

09/06/2025

At Taste of Bangladesh Fair. balam

চুলের স্টাইলে কোন ছাড় নেই...পুরুষ মানুষ আটকায় তার পছন্দের নাপিতের কাছে 😂🥹জাতির প্রশ্নের আজ উত্তর দিলাম!
08/11/2025

চুলের স্টাইলে কোন ছাড় নেই...
পুরুষ মানুষ আটকায় তার পছন্দের নাপিতের কাছে 😂🥹
জাতির প্রশ্নের আজ উত্তর দিলাম!

08/10/2025

ভুতুড়ে জমিদার বাড়ি দেখতে গেছিলাম.... ২৫৩ গোছলাম...
দারোয়ান: স্যার এই বাড়িতে আমি ৩০০ বছর যাবৎ আছি কোনদিন ভু'ত দেখিনাই, আপনি ভ'য় পাইয়েন না!

07/31/2025

কাউকে ছোট করতে যেও না ,তাহলে তুমি নিজেই ছোট হয়ে যাবে !

07/22/2025

ইমাম ইবনুল কাইয়্যিম (رحمه الله) বলেছেন,

চারটি জিনিস যা হৃদয়কে আনন্দ দেয়–
১. প্রিয়জনের দিকে তাকানো।
২. নীল আকাশের দিকে তাকানো।
৩. প্রবাহিত জলের দিকে তাকানো।
৪. সবুজের দিকে তাকানো।

যাদ আল-মাআদ থেকে সংক্ষিপ্ত | পৃষ্ঠা ৬১৪।

Address

Toronto, ON

Alerts

Be the first to know and let us send you an email when Parbez Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Parbez Hossain:

Share

Category