মুনিমার উঠোন / Munimar Uthon

মুনিমার উঠোন / Munimar Uthon "আমারই চেতনার রঙে পান্না হল সবুজ
চুনি উঠল রাঙা হয়ে।"

10/21/2024

#পাতা ঝরার দিনে
কবিতা -পাতা ও পথিক
কবি -শরীফ হাসান
কন্ঠে - মুনিমা

03/10/2024

মন ভালো নেই
মহাদেব সাহা
আবৃত্তি : মুনিমা শারমিন

12/03/2023

সবুজ শাড়িতে লাল রক্তের ছোপ
মারুফ রায়হান
অন্যস্বর টরেন্টো ও অন্যথিয়েটার টরন্টো আয়োজিত ১৬ দিনব্যাপী বিজয় উৎসব "দ্রোহ এনেছে বিজয় '৭১" এর প্রথম দিনের অনুষ্ঠানের একটি অংশ।

11/05/2023
11/05/2023

আজ একমাস হলো তিনি চলে গেলেন। সত্যিকারের মানুষ চলে গেলেন। আমাদের আশ্রয়, আমাদের কবি আসাদ চৌধুরী চলে গেলেন।
কবি, সাহিত্যিক হয়তো অনেকেই হতে পারেন। কিন্তু সত্যিকারের মানুষ হওয়া তো সহজ নয়। তিনি সত্য মানুষ ছিলেন।
তাঁর সম্পর্কে কিছু বলতে গেলে সব ছাপিয়ে ব্যাক্তিগত কথাই চলে আসে।
কবিরা কোথাও যান না। থেকে যান তাঁর সৃষ্টিতে।

কিন্তু সাহিত্য কর্মের বাইরে যে মানুষটাকে খুব কাছ থেকে চিনতাম, জানতাম তাঁকে আর কোথাও খুঁজে পাচ্ছিনা আমরা। শহর জুড়ে শুধু শূন্যতা আর শূন্যতা। আর কখনো কারো কাছ থেকে বাবার উষ্ণতা পাবো না এখানে । আব্বাকে ভীষণ মিস করে কারো পায়ের কাছে বসলে, কেউ বলবে না আর... "বোকা মেয়ে, বাবা তো আছেন। বাবা সব দেখছেন। "
আজ তাঁর জন্মদিন। প্রিয় কবি এবং পিতৃসমতুল্য সত্য মানুষ আসাদ চৌধুরীর জন্য অন্তরের অন্তস্তল থেকে গভীর শ্রদ্ধা এবং ভালবাসায় আমার এই নিবেদন। অনন্তলোকে ভালো থাকুন কবি🙏🙏

09/16/2023

আমাদের ভাই বোনদের বেড়ে ওঠাটা ছিলো খুব সাধারণ। কিন্তু তারমধ্যে যে অসাধারণ কিছু ছিলো তখন বুঝিনি। এখন বুঝতে পারি।
বাবা মার কল্যাণে আমরা রবীন্দ্রনাথ এবং নজরুলকে সাথে নিয়ে বেড়ে উঠেছি। ছোটবেলায় এই কবিতাটা বাবার মুখে এতো শুনেছি যে শেষের চার লাইন মাথা এবং মনের মধ্যে গেঁথে গিয়েছিল। তখন থেকেই অসাধারণকে ছাপিয়ে খুব সাধারণ একজন হবার ইচ্ছে হতো। এখনো সেই চেষ্টাই চলছে...

"মোর নাম এই বলে খ্যাত হোক
আমি তোমাদেরই লোক,
আর কিছু নয়,
এই হোক শেষ পরিচয়। "

কিছু ভুল ত্রুটি রয়েই গেলো। তবু সময় করে শুনলে খুব খুশি হবো 💕🙏💕

09/06/2023

আমি মানুষটা যেন কেমন! খানিকটা খামখেয়ালি, দ্বিধাগ্রস্ত, বিক্ষিপ্ত চিন্তাধারার। এখনই যে কাজটা খুব যত্ন নিয়ে ধৈর্য্য নিয়ে, মনযোগ দিয়ে করছি সেই কাজটাই শেষ হবার পর অর্থহীন লাগে। মনে হয় ঠিক মতো হলো না। আরও সুন্দর হতে পারতো। অথবা মনে হয় কেনই বা এসব করা!!

এতো কথা বলছি আমার ফেসবুক পেইজ বা ইউটিউব চ্যানেল খোলা প্রসঙ্গে। যারা একটু আধটু আমার আবৃত্তি পছন্দ করেন বা শুনতে চান তারা প্রায়শই বলেন মুনিমা আপনার নিজের কোনো চ্যানেল বা পেইজ নেই কেন? যেখানে গিয়ে আপনাকে শুনতে পারি। তখনই মনে হয় আচ্ছা খুলেই ফেলি একটা পেইজ, ইউটিউব চ্যানেল। গুছিয়ে রাখি নিজের কাজ গুলোকে। পরক্ষণেই সব অর্থহীন লাগা শুরু হয়।

এ ব্যাপারে আমাকে প্রথম সাহস যুগিয়েছিল আমার খুব প্রিয় বন্ধু, বছর তিনেক আগে। তখন ছিলো কোভিড -১৯ এর দু:সহ সময়। খুব কবিতা পড়ছিলাম। বন্ধুটি বললো "এতো কাজ করছো গুছিয়ে করছো না কেন?" ও বলার আগ পর্যন্ত ভাবিইনি কখনো এভাবে।
তারপর আবার দোটানায় কেটে গেল কয়েকটা বছর।

এবার সিদ্ধান্ত নিয়েছি আসবো নিজের কিছু কাজ নিয়ে। থাকবো... যতদিন অর্থহীন না লাগে।

" মুনিমার উঠোন / Munimar Uthon"

এই আঙ্গিনায় আমার আবৃত্তির সাথে সাথে যে সব অল্পস্বল্প সৃজনশীল কাজ করি সেগুলোও রাখার চেষ্টা করবো।
বন্ধুদের কাছে একটাই চাওয়া আমার পেইজটি ফলো করে, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।

যাদের কাছে কৃতজ্ঞ বিভিন্ন কারণে....

Ahmed Hossain ভাইয়া আমার আবৃত্তি ও অভিনয়ের শিক্ষাগুরু। যার কাছে পেইজের নামটাও চেয়ে নিয়েছি প্রায় একবছর আগে।

Mortoza Shoeb ভাই যিনি আমার সব সময়ের
অনুপ্রেরণা ।

Jakia Jasmin যে আমাকে প্রথম বিশ্বাস যুগিয়েছে।

আর ঘরের মানুষ Badruddoza Siddiquee যার সহযোগীতা ছাড়া আমি আসলে কিছুই না।

পেইজ:
https://www.facebook.com/profile.php?id=61550725543959&mibextid=ZbWKwL

ইউটিউব :
https://youtube.com/?si=QgWND_2l6H7Aw9Pq

ইন্সটাগ্রাম:
https://instagram.com/munimaruthon?igshid=OGQ5ZDc2ODk2ZA==

Address

Toronto, ON

Website

Alerts

Be the first to know and let us send you an email when মুনিমার উঠোন / Munimar Uthon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share