Nazmul’s Canada Talks

Nazmul’s Canada Talks I don’t use IMO or WhatsApp and do not provide visa services. I only share general information from IRCC. Stay aware of scammers.

🇨🇦 বিনিয়োগ করলেই কানাডা চলে যাওয়া যায়?না, বিষয়টা এতটা সহজ নয়।আপনি যদি কানাডায় ব্যবসার মাধ্যমে আসতে চান, প্রথমে বিজনেস আই...
07/06/2025

🇨🇦 বিনিয়োগ করলেই কানাডা চলে যাওয়া যায়?
না, বিষয়টা এতটা সহজ নয়।

আপনি যদি কানাডায় ব্যবসার মাধ্যমে আসতে চান, প্রথমে বিজনেস আইডিয়া শেয়ার করবেন, সেটা ভালো লাগলে পরবর্তী ধাপ জানানো হবে। এভাবে ধাপে ধাপে প্রক্রিয়া শেষ করেই পরিবারসহ কানাডা আসা সম্ভব। যা বেশ প্রতিযোগিতাপুর্ণ। এর জন্য দরকার সঠিক মানুষের সঠিক পরামর্শ।

সতর্ক থাকুন:
“গ্যারান্টি দিয়ে ভিসা/PR” — এসব কথায় প্রভাবিত হবেন না।

বি:দ্র: একজন লাইসেন্সড ইমিগ্রেশন কনসালট্যান্ট (RCIC) ছাড়া কেউ আপনাকে বৈধভাবে পরামর্শ বা সার্ভিস দিতে পারে না। কানাডার আইনে অবৈধ।

#কানাডাআসারসঠিকপথ

2025 Canada Student Visa নতুন নিয়ম — কত টাকা দেখাতে হবে ব্যাংকে? Proof of Funds এখন কত লাগবে?
07/05/2025

2025 Canada Student Visa নতুন নিয়ম —
কত টাকা দেখাতে হবে ব্যাংকে? Proof of Funds এখন কত লাগবে?

2025 Canada Student Visa নতুন নিয়ম — কত টাকা দেখাতে হবে ব্যাংকে? Proof of Funds এখন কত লাগবে?কানাডায় স্টাডি পারমিট আবেদনকারীদের জন্য অতিরি...

কানাডায় ২০২৫ সালের ১ সেপ্টেম্বর থেকে নতুন নিয়ম!স্টাডি পারমিটে $22,895 লিভিং খরচ দেখানো বাধ্যতামূলক যা আগে ছিল $20,635।এই...
07/05/2025

কানাডায় ২০২৫ সালের ১ সেপ্টেম্বর থেকে নতুন নিয়ম!
স্টাডি পারমিটে $22,895 লিভিং খরচ দেখানো বাধ্যতামূলক যা আগে ছিল $20,635।

এই অর্থ ১ বছরের টিউশন ফি ও ট্রাভেল খরচ বাদে আলাদা করে দেখাতে হবে।

🎓 উদাহরণ:
যদি আপনার টিউশন ফি বছরে $20,000 হয়, তাহলে মোট দেখাতে হবে আনুমানিক $45,395 CAD
($22,895 লিভিং + $20,000 টিউশন + $2,500 ট্রাভেল খরচ)

পরিবারের সদস্য অনুযায়ী অর্থপ্রমাণ: ২ জনে $28,502, ৩ জনে $35,040, ৪ জনে $42,543 এভাবে।

🇨🇦 আরও বেশি মানুষ কানাডা ছাড়ছেন!মাত্র ২০২৫ সালের প্রথম তিন মাসেই🔸 ২৭,০৮৬ জন নাগরিক ও পিআর হোল্ডার🔸 ২,০৯,৪০০ জন স্টুডেন্ট...
07/04/2025

🇨🇦 আরও বেশি মানুষ কানাডা ছাড়ছেন!
মাত্র ২০২৫ সালের প্রথম তিন মাসেই
🔸 ২৭,০৮৬ জন নাগরিক ও পিআর হোল্ডার
🔸 ২,০৯,৪০০ জন স্টুডেন্ট ও ওয়ার্কার দেশ ছেড়ে গেছেন!

যা আগের বছরের তুলনায় ৫৪% বেশি!

বিশেষজ্ঞরা বলছেন, এটা কেবল শুরু। সংখ্যাটা আরো বাড়বে।

কারা যাচ্ছে: ৬৫+ বয়সী, highly educated ইমিগ্র্যান্ট, আর যাদের সন্তান নেই — তারাই বেশি যাচ্ছেন।

🇨🇦 কারণ: খরচ বেশি, লাইফস্টাইল, অন্যদেশে নতুন সুযোগ।

সুত্র: Statistics Canada (StatCan)

07/04/2025

বয়স 40 পার হলেও কিভাবে কানাডায় স্থায়ী বসবাসের অনুমতি পাওয়া যেতে পারে তা নিয়ে একটা ভিডিও শীগ্রই করবো ইনশাআল্লাহ। কোন প্রশ্ন থাকলে কমেন্টসে জানাতে পারেন।
ধন্যবাদ

মাত্রই ২ বছর শেষ করলো আমার ছেলেটা।জীবনে অনেক বড় হও বাবা! সবাই দোয়া করবেন।  🇨🇦
07/04/2025

মাত্রই ২ বছর শেষ করলো আমার ছেলেটা।
জীবনে অনেক বড় হও বাবা! সবাই দোয়া করবেন।

🇨🇦

07/03/2025

রিসার্চ পেপার না থাকলে যে
স্কলারশিপ পাবেন না বিষয়টি ভুল।
জব অভিজ্ঞতা ও প্রজেক্ট যদি প্রফেসরের রিসার্চ ইন্টারেস্টের সাথে মিলে তাহলেও ইন্টারভিউতে ডাক পেতে পারেন। প্রফেসরকে মেইল দিতে হবে। কমেন্টসে.

এসব প্রতারকদের বিজ্ঞাপন দেখলে বলবেনএকটা কানাডিয়ান বউও চাই নইলে যাবো না! 😂😂বি:দ্র: এদের ফাদে পড়বেন না। এগুলো প্রতারণা। ক...
07/02/2025

এসব প্রতারকদের বিজ্ঞাপন দেখলে বলবেন
একটা কানাডিয়ান বউও চাই নইলে যাবো না! 😂😂

বি:দ্র: এদের ফাদে পড়বেন না। এগুলো প্রতারণা। কানাডায় শুধুমাত্র নিজের যোগ্যতায় আবেদন করে জব পেলেই আসা যায় জব ভিসায়।

কানাডাতে থেকেও মন খুলে ফেসবুকে কিছুই লিখতে পারতাম না যদি পরিবারকে হয়রানি করে।এই হিংস্র হায়েনাদের কখনোই ভুলবো না আমি।সকল ...
07/01/2025

কানাডাতে থেকেও মন খুলে ফেসবুকে
কিছুই লিখতে পারতাম না যদি পরিবারকে হয়রানি করে।
এই হিংস্র হায়েনাদের কখনোই ভুলবো না আমি।

সকল শহীদদের আল্লাহ শান্তিতে রাখুন।
জুলাই! আমাদের জুলাই। জাতির মুক্তির জুলাই।

কালকে হয়তো কাফনের দোকানের কাপড় শেষ হবে"
নয়তো মিষ্টির দোকানের মিষ্টি "......!!

06/29/2025

🇨🇦🇺🇸 হার্ভার্ড ও টরন্টো বিশ্ববিদ্যালয়ের যুগান্তকারী সিদ্ধান্ত!
যদি ট্রাম্প প্রশাসনের ভিসা নিষেধাজ্ঞা কার্যকর হয়, তবে হার্ভার্ডের আন্তর্জাতিক শিক্ষার্থীরা পড়াশোনা চালিয়ে যেতে পারবে কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ে!

১. Harvard Kennedy School ও Toronto Munk School একত্রে বিকল্প শিক্ষা প্রোগ্রাম চালু করবে

২. ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে গা***Za যুদ্ধের প্রতিবাদে অংশ নেয়া শিক্ষার্থীদের তথ্য না দেয়ায় হার্ভার্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেয় ট্রাম্প। বিদেশী শিক্ষার্থীদের ভর্তি বাতিল করা হয়।

৩. টরন্টোতে ক্লাস হবে, শিক্ষার্থীরা পাবেন একই মানের শিক্ষা

এই সিদ্ধান্ত হার্ভার্ডে পড়া অনেক বিদেশি শিক্ষার্থীর জন্য নতুন আশার আলো। কারণ টরন্টো বিশ্ববিদ্যালয় বিশ্বের সেরা কিছু বিশ্ববিদ্যালয়ের একটি।

সুত্র: Fox News

06/29/2025

কানাডার আদিবাসীরা প্রায় ১৫,০০০–২০,০০০ বছর আগে এশিয়া থেকে বেরিং ল্যান্ড ব্রিজ হয়ে আলাস্কা দিয়ে ঢুকে কানাডায় বসতি স্থাপন করেন।

আজও কানাডার নাগরিক হবার অনুষ্ঠানে মনে করিয়ে দেয়া হয় সবার আগে কারা কানাডায় এসেছিলো।

ভিডিও তে তাদের ব্যবহৃত ৭/৮ হাজার বছর আগের জিনিসপত্র দেখা যাচ্ছে কানাডার একটি জাদুঘরে

🇨🇦 ২০২৫ সালের প্রথম ৬ মাসে এক্সপ্রেস এন্ট্রিতে সবচেয়ে বেশি আমন্ত্রণ পেয়েছে যারা ফ্রেঞ্চ ভাষায় দক্ষ!১৮,৫০০ জন পেয়েছেন কান...
06/28/2025

🇨🇦 ২০২৫ সালের প্রথম ৬ মাসে এক্সপ্রেস এন্ট্রিতে সবচেয়ে বেশি আমন্ত্রণ পেয়েছে যারা ফ্রেঞ্চ ভাষায় দক্ষ!

১৮,৫০০ জন পেয়েছেন কানাডায় স্থায়ীভাবে বসবাসের আমন্ত্রণ (ITA)! এবার নিশ্চয়ই বুঝতে পারছেন, কানাডা বর্তমানে ফ্রেঞ্চ ভাষাকে কতটা গুরুত্ব দিচ্ছে।

👉 ফ্রেঞ্চ জানলে শুধু CRS স্কোরই বাড়ে না, আলাদা ড্রতেও সুযোগ পাওয়া যায় — এমনকি কম স্কোরেও!
👉 ফ্রেঞ্চ শিখে কানাডা যাওয়া এখন আগের চেয়ে সহজ।

ফ্রেঞ্চ ভাষা শিখে কিভাবে কানাডা যাবেন বিস্তারিত ভিডিওতে:
https://youtu.be/JFhs6BFlXDw

Address

Toronto, ON

Alerts

Be the first to know and let us send you an email when Nazmul’s Canada Talks posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nazmul’s Canada Talks:

Share