Nazmul’s Canada Talks

Nazmul’s Canada Talks I don’t use IMO or WhatsApp and do not provide visa services. I only share general information from IRCC. Stay aware of scammers.

🇨🇦 কানাডার জব ভিসায় নতুন কড়াকড়ি!আজকে (৬ অক্টোবর ২০২৫) সরকার জানিয়েছে, এখন থেকে স্থানীয় কানাডিয়ান আর PR দের চাকরির সুযোগ ...
10/07/2025

🇨🇦 কানাডার জব ভিসায় নতুন কড়াকড়ি!

আজকে (৬ অক্টোবর ২০২৫) সরকার জানিয়েছে, এখন থেকে স্থানীয় কানাডিয়ান আর PR দের চাকরির সুযোগ আগে দেওয়া হবে। তাই Temporary Foreign Worker (TFW) প্রোগ্রামের ব্যবহার কমানো হচ্ছে।

⚠️ নিয়ম ভাঙলে বড় জরিমানা – সর্বোচ্চ ১ মিলিয়ন ডলার পর্যন্ত, এমনকি কোম্পানি সরাসরি প্রোগ্রাম থেকে বাদ হয়ে যেতে পারে।

📉 নতুন পদক্ষেপ নেওয়ার পর থেকেই TFW আবেদন কমে গেছে প্রায় ৫০%, আর লো-ওয়েজ স্ট্রিমে কমেছে ৭০%।

🔍 ২০২৪–২৫ এ ১,৪৩৫ প্রতিষ্ঠান চেক করে ১০% অনিয়ম পাওয়া গেছে। কৃষি-নির্মাণ-ট্রাকিং-সি-ফুড খাতে বহু নিয়োগদাতাকে ব্যান করা হয়েছে।

👉 সরকারের টার্গেট একটাই: আগে কানাডিয়ানদের চাকরি, পরে বিদেশিদের নিরাপদ কর্মপরিবেশ।

সোর্স: Canada.ca

#কানাডাচাকরি

10/02/2025

🇨🇦 Caregiver PR 2025 Update!
কানাডায় বিদেশ থেকে Caregiver PR আবেদন
শুরুর আগেই বন্ধ হয়ে গেলো!

10/02/2025

কেয়ারগিভারদের জন্য দুঃসংবাদ! কানাডার বাইরে থেকে সরাসরি PR আবেদনের প্রোগ্রামটি খোলার আগেই বন্ধ করা হয়েছে! 🙄

10/01/2025

Canada PR 2025: Express Entry পয়েন্টের হিসাব ও টিপস |
CRS Points for Express Entry Explained

🇨🇦 প্রতারণা থেকে সাবধান!আমি শুরু থেকেই বলছি —👉 ভিসা প্রসেসিং করি না।👉 এই পেইজ ছাড়া আর কোনো পেইজ নেই।কিছু প্রতারক আমার ভি...
10/01/2025

🇨🇦 প্রতারণা থেকে সাবধান!

আমি শুরু থেকেই বলছি —
👉 ভিসা প্রসেসিং করি না।
👉 এই পেইজ ছাড়া আর কোনো পেইজ নেই।

কিছু প্রতারক আমার ভিডিও ব্যবহার করে ভুয়া পেইজ খুলে কানাডায় লোক আনার বিজ্ঞাপন দিচ্ছে। অনেক লোভী ও মূর্খরা তাদের টাকা দিয়ে প্রতারিত হচ্ছেন, পরে এসে এই পেইজে এসে গালাগাল করছেন। দায়ভার সম্পূর্ণ তাদের নিজের।

আমি ইমিগ্রেশন ল’ শেষ করেছি।
এই বছরের ডিসেম্বরে RCIC লাইসেন্স পাবো, আমার স্ত্রী তার আগেই পাবে কারণ তার RCIC এক্সাম শেষ। তখন অফিসিয়ালি কাজ শুরু করবো। তার আগে নয়।

যারা প্রতারিত হয়েছেন, নিজ দায়িত্বে পুলিশকে জানান।
এ বিষয়ে আমাকে বিরক্ত করলে সরাসরি ব্লক করা হবে।

ধন্যবাদ।

09/30/2025

কানাডায় Salmon মাছ ধরার অসাধারণ মুহুর্ত! 🇨🇦

09/27/2025

Lake Ontario 🇨🇦
আমার ছেলে আবদুর রহমান

09/27/2025

টরেন্টোতে এক বাংলাদেশী ভাই আছে।
Mcdonald's এর ম্যানেজার। মাঝেমধ্যে কাউকে রেফারেন্স দিলে উনি জবের সাপোর্ট দেন যদি কোটা খালি থাকে।

আজকে উনার সাথে দেখা। বললো মন টা খারাপ!
জিজ্ঞাসা করলাম কেনো ভাই কি হইছে।
উত্তর দিলো বাংলাদেশ ক্রিকেট কি বাজে খেলেছে দেখেছেন?

বললাম খেলা তো গতকালকে ছিলো। উনি বললেন হ্যা আজকেও মন টা খারাপ! 🤣

আমারে জিগাইলো আপনি খেলা দেখেন না?
আমি বললাম না। আমি যদি ম্যাচ জিতেছে শুনি তখন খাবার খাওয়ার সময় ইউটিউবে হাইলাইটস দেখি! 🙄

09/23/2025

যুক্তরাষ্ট্রে বিদেশি কর্মীদের ভিসার ফি
১ লাখ ডলার করায়, অনেক কোম্পানি বিদেশি কর্মী নিতে চাইবেনা। ফলে তারা কানাডায় আসতে চাইবে, আর তাই কানাডার জব ভিসা হবে আরও প্রতিযোগিতাপূর্ণ!

২০২৫ সালে কানাডায় এসাইলাম আবেদন প্রায় ৪০% কমেছে! যুক্তরাষ্ট্রে সীমান্তে কঠোর নিরাপত্তা ও নীতির কারণে অবৈধ প্রবেশ অনেক কম...
09/22/2025

২০২৫ সালে কানাডায় এসাইলাম আবেদন প্রায় ৪০% কমেছে!
যুক্তরাষ্ট্রে সীমান্তে কঠোর নিরাপত্তা ও নীতির কারণে অবৈধ প্রবেশ অনেক কমে গেছে। এর প্রভাব পড়েছে কানাডাতেও।

🔹 ২০২৪ সালের প্রথম ৬ মাসে আশ্রয় আবেদন ছিল ৯১,৫৪০ → ২০২৫ সালে নেমে এসেছে ৫৭,৪৪০ (প্রায় ৪০% হ্রাস)।
🔹 মার্কিন সীমান্তে অনুপ্রবেশ কমেছে ৯০%
🔹 কানাডা সীমান্তে জুন মাসে গ্রেপ্তার কমেছে ৮১%
🔹 ২০২৩ সালে Roxham Road বন্ধ ও Safe Third Country Agreement বিস্তারের ফলে অনিয়মিত প্রবেশ আরও কমেছে।

সুত্রঃ National Post (Sep 22, 2025)

#কানাডা

09/22/2025

🇨🇦 কানাডায় পড়াশোনা শেষে
PGWP (Post-Graduation Work Permit) নিতে চাইলে অবশ্যই ফুল-টাইম স্টুডেন্ট স্ট্যাটাস বজায় রাখতে হবে!

শুধু দুই ক্ষেত্রে ফুল-টাইম না হয়েও PGWP মিলবে: অনুমোদিত Leave of Absence (মেডিকেল, ফ্যামিলি ইমার্জেন্সি, গর্ভাবস্থা বা স্কুল বন্ধ) নিলে বা শেষ সেমিস্টারে পার্ট-টাইম পড়লে।

গুরুত্বপূর্ণ শর্ত:
👉 Leave DLI অনুমোদিত হতে হবে, সর্বোচ্চ 150 দিন
👉 PGWP আবেদন সময়সীমা 180 দিন
👉 পারমিটের আগে আবেদন করলে ফুল-টাইম কাজ করা যাবে
👉এক্সপায়ার হলে 90 দিনে Status Restore করতে হ

যারা কানাডায় পড়াশোনা করছেন, তাদের জন্য এই তথ্য জানা খুব জরুরি। শেয়ার করে অন্যকে জানিয়ে দিন।

সূত্র: CIC NEWS

09/21/2025

ফিলিস্তিনকে স্বীকৃতি দিলো কানাডা, UK ও অস্ট্রেলিয়া।
ধন্যবাদ প্রধানমন্ত্রী মার্ক কার্নি।
দ্রুত যুদ্ধবিরতিতে চাপ দিন।

Address

Toronto, ON

Alerts

Be the first to know and let us send you an email when Nazmul’s Canada Talks posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nazmul’s Canada Talks:

Share