
07/06/2025
🇨🇦 বিনিয়োগ করলেই কানাডা চলে যাওয়া যায়?
না, বিষয়টা এতটা সহজ নয়।
আপনি যদি কানাডায় ব্যবসার মাধ্যমে আসতে চান, প্রথমে বিজনেস আইডিয়া শেয়ার করবেন, সেটা ভালো লাগলে পরবর্তী ধাপ জানানো হবে। এভাবে ধাপে ধাপে প্রক্রিয়া শেষ করেই পরিবারসহ কানাডা আসা সম্ভব। যা বেশ প্রতিযোগিতাপুর্ণ। এর জন্য দরকার সঠিক মানুষের সঠিক পরামর্শ।
সতর্ক থাকুন:
“গ্যারান্টি দিয়ে ভিসা/PR” — এসব কথায় প্রভাবিত হবেন না।
বি:দ্র: একজন লাইসেন্সড ইমিগ্রেশন কনসালট্যান্ট (RCIC) ছাড়া কেউ আপনাকে বৈধভাবে পরামর্শ বা সার্ভিস দিতে পারে না। কানাডার আইনে অবৈধ।
#কানাডাআসারসঠিকপথ