Nazmul’s Canada Talks

Nazmul’s Canada Talks I don’t use IMO or WhatsApp and do not provide visa services. I only share general information from IRCC. Stay aware of scammers.

🇨🇦 নতুনরা কানাডার জব মার্কেটে যেভাবে সফল হবে:কীভাবে এগোবেন?🔹 কেবল ডিগ্রি বা সনদ নয়, আপনার সৃজনশীলতা, কানেকশন আর সঠিক সার...
09/16/2025

🇨🇦 নতুনরা কানাডার জব মার্কেটে যেভাবে সফল হবে:

কীভাবে এগোবেন?
🔹 কেবল ডিগ্রি বা সনদ নয়, আপনার সৃজনশীলতা, কানেকশন আর সঠিক সার্টিফিকেশনও জরুরি।

🔹 অযথা শত শত আবেদন না করে, প্রতি সপ্তাহে ২–৩টি চাকরির জন্য টার্গেটেড, কাস্টমাইজড আবেদন করুন।

🔹 আপনার LinkedIn প্রোফাইল আপডেট করুন।
🔹 সিভিকে প্রফেশনাল ও ATS-friendly করুন।

🔹 ৭০% চাকরিই সাধারণ বিজ্ঞাপনে প্রকাশিত হয় না। তাই সঠিক মানুষদের সাথে কানেকশন তৈরি করুন।

🔹 OACETT-এর মতো প্রফেশনাল সংগঠনে যোগ দিন।

মনে রাখবেন, স্ট্র্যাটেজি + প্রেজেন্টেশন + নেটওয়ার্কিং = কানাডিয়ান জব মার্কেটে সাফল্য।

সূত্র: CIC NEWS

চান্দা ভাইয়ের সাথে ঘুরাঘুরি! 🤣Family Entertainment Bd ❤️
09/16/2025

চান্দা ভাইয়ের সাথে ঘুরাঘুরি! 🤣

Family Entertainment Bd ❤️

🇨🇦
09/14/2025

🇨🇦

09/12/2025

Apple Picking

09/12/2025
🇨🇦 ২০২৬ সালের বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু হতে যাচ্ছে!👉 ভিসা কার্ডধারীরা ১০–১৯ সেপ্টেম্বর পর্যন্ত প্রি-সেল লটারিতে অংশ ন...
09/10/2025

🇨🇦 ২০২৬ সালের বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু হতে যাচ্ছে!

👉 ভিসা কার্ডধারীরা ১০–১৯ সেপ্টেম্বর পর্যন্ত প্রি-সেল লটারিতে অংশ নিতে পারবেন।
👉 মোট ১০৪টি ম্যাচের জন্য প্রি-সেল ড্র হবে।

🎟️ টিকিটের দাম
• গ্রুপ স্টেজ ম্যাচ: $82 থেকে শুরু
• ফাইনাল ম্যাচ: $9,200 পর্যন্ত
• একেকজন সর্বোচ্চ প্রতি ম্যাচে ৪টি, সর্বোচ্চ ১০ ম্যাচ)।

টিকিট কেনা হবে লটারির মাধ্যমে, এবং ভাগ্যবানদের ইমেইলে জানানো হবে। পরবর্তী ধাপে “Early Ticket Draw” অক্টোবর–ডিসেম্বরের মধ্যে হবে।

⚠️ FIFA জানিয়েছে, চাহিদার উপর নির্ভর করে দাম আরও বাড়তে পারে। তাই যারা স্বপ্নের বিশ্বকাপ সরাসরি মাঠে উপভোগ করতে চান, তাদের এখন থেকেই প্রস্তুত থাকা দরকার!

09/06/2025

২০২৫ সালের প্রথম ছয় মাসে কানাডা সরকার মাত্র ৩৬,৪১৭ স্টাডি পারমিট ইস্যু করেছে।
যা গত ১০ বছরের মধ্যে সর্বনিম্ন!

🇨🇦 Manitoba PNP Draw  #253! Manitoba Provincial Nominee Program (MPNP) ড্রতে  মোট ৩,৩৪৭ জন প্রার্থীকে Letter of Advice t...
09/06/2025

🇨🇦 Manitoba PNP Draw #253!

Manitoba Provincial Nominee Program (MPNP) ড্রতে মোট ৩,৩৪৭ জন প্রার্থীকে Letter of Advice to Apply (LAA) ইস্যু করেছে।

📅 তারিখ: ৪ সেপ্টেম্বর, ২০২৫।

✅ Skilled Worker(Citizens of Ukrain): ১,৪৬৬ জন
✅ International Education Stream: ১,৮৬৬ জন
✅ Skilled Worker Stream: ১৫
✅ Express Entry-linked: ৪১৫ জন

Manitoba তাদের অর্থনীতিকে শক্তিশালী করার জন্য skilled workers, international graduates এবং specialized candidates দের স্বাগত জানাচ্ছে।

09/04/2025

🇨🇦 নতুন এক্সপ্রেস এন্ট্রি ড্র – ফ্রেঞ্চ ভাষাভিত্তিক ক্যাটাগরি

📅 তারিখ: ৪ সেপ্টেম্বর ২০২৫
📌 ক্যাটাগরি: French language proficiency
📩 আমন্ত্রণপত্র ইস্যু: ৪,৫০০ জন
🎯 ন্যূনতম CRS কাট-অফ: ৪৪৬

যারা ফরাসি ভাষায় দক্ষ, তাদের জন্য কানাডায় স্থায়ীভাবে বসবাসের সুযোগ আরও বেড়ে গেলো। এই ড্র-তে প্রচুর আমন্ত্রণপত্র ইস্যু করা হয়েছে এবং CRS স্কোরও তুলনামূলক কম।

বিস্তারিত ভিডিওতে:
https://youtu.be/JFhs6BFlXDw

🇨🇦 কানাডার বিজনেস ইমিগ্রেশন এখন বড় সংকটে!মূল চ্যালেঞ্জগুলো:🔹 প্রসেসিং টাইম প্রায় ৫২ মাস, অপেক্ষায় আছে ১৮,০০০।🔹 PR রিফিউজ...
09/01/2025

🇨🇦 কানাডার বিজনেস ইমিগ্রেশন এখন বড় সংকটে!

মূল চ্যালেঞ্জগুলো:
🔹 প্রসেসিং টাইম প্রায় ৫২ মাস, অপেক্ষায় আছে ১৮,০০০।
🔹 PR রিফিউজাল রেট ৭৩%–৮৫% (২০২৩-এ ছিল ১০%)।
🔹 Work Permit রিফিউজাল রেট ৭৭%, বৈধ পারমিট আছে ৩,৩৪৫ জনের।

নতুন নিয়মে প্রতি বছর PR আসন ৫,০০০ থেকে কমে ১,০০০ হবে এবং প্রতিটি সংস্থা সর্বোচ্চ ১০টি আবেদন জমা দিতে পারবে।

যারা কানাডায় বিজনেস ভিসায় আসতে চায় তাদেরকে নিউজটা শেয়ার করে জানিয়ে দিবেন। ধন্যবাদ

সূত্র: Toronto Star

#কানাডায়ব্যবসা

Address

Toronto, ON

Alerts

Be the first to know and let us send you an email when Nazmul’s Canada Talks posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nazmul’s Canada Talks:

Featured

Share