
03/27/2024
২০১৬ সালে টরন্টো থিয়েটার ফোকস্, পেইস এবং দ্যা ম্যাক এন্টারটেইনমেন্ট আয়োজিত পাঁচ দিনব্যাপী থিয়েটার এবং স্ক্রিপ্ট রাইটিং ওয়ার্কশপ। যমুনা নাটকটিকে কেন্দ্র করে আয়োজিত এই ওয়ার্কশপে অংশগ্রহণ করেছিলেন টরন্টোর বিভিন্ন বয়সের নাট্যকর্মী এবং নাট্যপ্রেমীরা। অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ দিয়েছেন বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত মাসুম রেজা, যমুনা নাটকের লেখিকা এবং অভিনেত্রী সেলিনা শেলী, নাট্যকর্মী ইমামুল হক এবং রিয়াজ মাহমুদ জুয়েল।
Happy World Theater Day