Digital Bangla News

Digital Bangla News Digital Bangla News founded on March 3, 2017 is your premier source for the latest news and insights from Bangladesh and beyond.

Our dedicated team of journalists delivers coverage on national, politics, business, sports, entertainment and so on. ডিজিটাল বাংলা নিউজ ডট কম সত্য প্রকাশে নির্ভীক, সর্বাধিক পঠিত একটি অনলাইন নিউজ পোর্টাল। ২০১৭ সালের মার্চ মাসের ৩ তারিখে শুরু হয় এর সত্য সন্ধানের পথ চলা।

ডিজিটাল বাংলা নিউজ ইনক্ এর পক্ষে মোহাম্মদ হাসান কর্তৃক ২৪৩৫ ডেনফোর্থ এভিনিউ, টরোন্টো, কানাডা থেকে প্রকাশিত পোর্টালটি সর্বদা বস্তু

নিষ্ঠ সংবাদ উপস্থাপনে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠার পর থেকেই। বাংলাদেশসহ বিশ্বের নানা প্রান্তে ঘটে যাওয়া সংবাদ পাঠকের জন্য সহজ, সাবলীল ও বোধগম্য করে পরিবেশনের দৃঢ় অঙ্গীকার নিয়ে ডিজিটাল বাংলা নিউজ ডট কম এগিয়ে চলেছে দৃপ্ত পদক্ষেপে। এই গণমাধ্যম সত্যতা, সূক্ষ্মতা, পক্ষপাতহীনতার মূলমন্ত্রে দীক্ষিত।

কুড়িগ্রামে ইট ভাঙা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে আপন দুই ভাইয়ের মৃত্যু কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ইট ভাঙা...
09/27/2025

কুড়িগ্রামে ইট ভাঙা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে আপন দুই ভাইয়ের মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ইট ভাঙা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার নাজিম খান ইউনিয়নের মমিন বকশি পাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো আব্দুল হক (৬৫) ও তাজরুল ইসলাম (৫৫)। তারা আপন দুই ভাই এবং রাজারহাট সদর ইউনিয়নের কৌলাস কুঠি এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহতরা কাজ শেষ করে ইট ভাঙা গাড়িতে করে বাড়ি ফিরছিলেন। এসময় নাজিম খান ইউনিয়নের মমিন বকশি এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এসময় একজন ঘটনাস্থলে মারা গেলেও অপরজনকে হাসপাতালে নেয়ার পথে তিনিও মারা যান।

রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আব্দুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ফুলবাড়ীতে দুর্গা পূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বিএনপি'র বস্ত্র বিতরণ কুড়িগ্রাম প্রতিনিধি : ২৭/০৯/২৫কুড়িগ্রামের ...
09/27/2025

ফুলবাড়ীতে দুর্গা পূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বিএনপি'র বস্ত্র বিতরণ

কুড়িগ্রাম প্রতিনিধি : ২৭/০৯/২৫

কুড়িগ্রামের ফুলবাড়ীতে শারদীয় দুর্গা পূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী দুস্থ নারী- পুরুষের মাঝে বস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকালে উপজেলার আব্দুল্লাহ বাজার এলাকায় কুটিচন্দ্রখানা ৪ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এ বস্ত্র বিতরণ উপলক্ষে মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাজাহান আলীর সভাপতিত্বে উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি লোকমান হোসেন সরকার, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক আরাবুর রহমান পাশা, সাবেক ছাত্রদল ও যুবদল নেতা সামছুজ্জামান হাসু, উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল খালেক, সদস্য সচিব অপুর্ব লাল সেন, ফুলবাড়ী সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মোজ্জাম্মেল হক মাস্টার, হিন্দু সস্প্রদায়ের নেতা পুতুল চন্দ্র সেন বক্তব্য রাখেন।

পরে সনাতন ধর্মালম্বী শতাধিক দুস্থ নারী-পুরুষের মাঝে বস্ত্র বিতারণ করা হয়েছে।

কুড়িগ্রামে ওসি প্রত্যাহার, প্রতিবাদে সচেতন মহলের মানববন্ধনকুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাট থানা পুলিশের ভারপ্রা...
09/26/2025

কুড়িগ্রামে ওসি প্রত্যাহার, প্রতিবাদে সচেতন মহলের মানববন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম লিংকনকে কুড়িগ্রাম পুলিশ লাইনে প্রত্যাহার করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫সেপ্টেম্বর) বিকালে উপজেলার ট্রাফিক মোড় এলাকায় রাজারহাট সর্বস্তরের মানুষের ব্যানারে মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহবায়ক ও প্রেসক্লাব রাজারহাট এর সভাপতি আব্দুল কুদ্দুস, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আনিছুর রহমান লিটন, রাজারহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, শিক্ষক সমিতির সভাপতি মকবুল হোসেন, জেলা এনসিপির সংগঠক মোজাম্মেল হক বাবু, এনসিপির রাজারহাট উপজেলা শাখার যুগ্ম আহবায়ক রাশেদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজারহাট শাখার আহবায়ক তোফয়েল ও পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব রতন রায় প্রমূখ।

বক্তারা বলেন-রাজারহাট উপজেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি ওসি নাজমুল আলমের নেতৃত্বে উন্নতি হচ্ছে। ঠিক সেই সময় তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে রাতারাতি তাকে রাজারহাট থানা থেকে প্রত্যাহার করে কুড়িগ্রাম পুলিশ লাইনে নেয়া হয়। ফলে রাজারহাট উপজেলায় আবারও মারাত্মতভাবে আইনশৃঙ্খলা বিঘ্নিত হতে পারে বলে ধারনা করছে রাজারহাটের সচেতন মহল।

তারা আরও বলেন, ইতিমধ্যে তিনি মানবিক পুলিশ হিসেবে রাজারহাটবাসীর হৃদয় জয় করতে পেরেছেন। তাই তাকে পূনরায় রাজারহাট থানায় যোগদান করার জন্য কুড়িগ্রাম পুলিশ সুপারসহ উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

সিরাজগঞ্জে ফুলজোড় নদীর ওপর ফুটওভার ব্রিজ নির্মাণে মতবিনিময় সভামোঃ পারভেজ সরকার-সিরাজগঞ্জের রায়গঞ্জে ফুলজোড় নদীর উপর ফুট ...
09/26/2025

সিরাজগঞ্জে ফুলজোড় নদীর ওপর ফুটওভার ব্রিজ নির্মাণে মতবিনিময় সভা

মোঃ পারভেজ সরকার-সিরাজগঞ্জের রায়গঞ্জে ফুলজোড় নদীর উপর ফুট ওভার ব্রিজ নির্মাণের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভায় ব্রিজ নির্মাণ ছাড়াও সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা ও নদীর তীর সংলগ্ন সৌন্দর্যবর্ধনসহ একাধিক উন্নয়ন পরিকল্পনা উপস্থাপন করা হয়।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে ধানগড়া বাজার চত্বরে আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ নজরুল ইসলাম।

সভায় প্রধান অতিথি ছিলেন রায়গঞ্জের কৃতি সন্তান, মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মো. সাইফুল্লাহ পান্না। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. আনোয়ার হোসেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী, প্রকল্প পরিচালক, নির্বাহী প্রকৌশলী, রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. হুমায়ুন কবির, সহকারী কমিশনার (ভূমি) ও রায়গঞ্জ পৌরসভার প্রশাসক মো. মাসুদ রানা এবং স্থানীয় জনপ্রতিনিধিরা।

সভায় বক্তারা বলেন, ফুলজোড় নদীর উপর ফুট ওভার ব্রিজ নির্মাণ শুধু এলাকার যোগাযোগব্যবস্থায় নয়, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নেও নতুন দিগন্ত উন্মোচন করবে। তারা একই সঙ্গে সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা, নদীর তীরের সৌন্দর্যবর্ধন, সড়ক নির্মাণ ও সংস্কারসহ বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

ফুলজোড় নদীর ওপর ফুটওভার ব্রিজ নির্মাণ হলে স্থানীয় জনগণের দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে এবং চলাচলে সুবিধা বাড়বে। একই সঙ্গে স্থানীয় অর্থনীতি ও শিক্ষার্থীদের যাতায়াতেও ইতিবাচক পরিবর্তন আসবে।

স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকাবাসীর উপস্থিতিতে মতবিনিময় সভা প্রাণবন্ত হয়ে ওঠে।

অতিথিরা এসব প্রস্তাব বাস্তবায়নে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন এবং রায়গঞ্জকে টেকসই উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলতে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

ফুলবাড়ীতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ কুড়িগ্রাম প্রতিনিধি : ২৬.০৯.২৫কুড়িগ্রামের ফুলবাড়ীতে জুলাই সনদের আইনগত ভিত্তি ...
09/26/2025

ফুলবাড়ীতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কুড়িগ্রাম প্রতিনিধি : ২৬.০৯.২৫

কুড়িগ্রামের ফুলবাড়ীতে জুলাই সনদের আইনগত ভিত্তি ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকালে উপজেলার কাছারি মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে কাছারি মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়।

ফুলবাড়ী উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল মালেকের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়াত ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন।

এসময় বাংলাদেশ জামায়াত ইসলামী ফুলবাড়ী উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা আব্দুর রহমান, শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি মাওলানা সেকেন্দার আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ফুলবাড়ীতে টেকসই বেড়ি বাঁধ নির্মাণের দাবীতে মানববন্ধনফুলবাড়ী (কুড়িগ্রাম)প্রতিনিধি : ২৫/০৯/২৫কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদ...
09/25/2025

ফুলবাড়ীতে টেকসই বেড়ি বাঁধ নির্মাণের দাবীতে মানববন্ধন

ফুলবাড়ী (কুড়িগ্রাম)প্রতিনিধি : ২৫/০৯/২৫

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীর তীব্র ভাঙন থেকে চর গোরকমন্ডল গ্রাম রক্ষার জন্য টেকসই বেড়ি বাঁধ নির্মাণের দাবীতে প্রখর রোদ উপেক্ষা করে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নে চর গোরকমন্ডল গ্রামে ধরলা নদীর তীব্র ভাঙন রোধে একটি টেকসই বেড়ি বাঁধ নির্মাণের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে চরগোরকমন্ডল গ্রামের পাঁচ শতাধিক নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এ মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, ফুলবাড়ী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুল, নাওডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবর রহমান মজি, সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মুসাব্বের আলী মুসা, জেলা জামায়াতের সুরা সদস্য রফিকুল ইসলাম, নাওডাঙ্গা ইউনিয়ন জামায়াতের সভাপতি সামশুল হুদা বাবুল মাষ্টার, সাধারণ সম্পাদক হাফেজ মো: জাহিদুল ইসলাম, প্রধান শিক্ষক আব্দুস সালাম, চরগোরকমন্ডল ওয়ার্ডের ইউপি সদস্য আয়াজ উদ্দিন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আজিজুল ইসলাম, নারী প্রতিনিধি নাজমা আকতার, বেসরকারি সংস্থার প্রতিনিধি আরিফ সিদ্দিকি, গ্রীন ভিলেজের পরিচালক আব্দুর রশিদসহ স্থানীয় গণমাধ্যমকর্মীগণ।

মানববন্ধনে বক্তারা বলেন, চর গোরকমন্ডল গ্রামে চলতি বর্ষা মৌসুমে প্রায় তিন মাস ধরে ধরলা নদীর তীব্র ভাঙ্গন চলছে। এতে বাঁশঝাড়, সুপারির বাগান, ফসলি জমি সহ প্রায় চারশ বিঘা জমি নদীগর্ভে বিলীন হয়েছে। গৃহহীন হয়ে পড়েছে প্রায় অর্ধশতাধিক পরিবার।

এছাড়াও হাট-বাজার, শিক্ষা প্রতিষ্ঠান, বন্যা আশ্রয় কেন্দ্র, মসজিদ মাদ্রাসা সহ ভাঙন হুমকিতে রয়েছে শতশত হেক্টর আবাদি জমি। তাই এই জনপদের মানুষের জীবন-জীবিকা রক্ষায় একটি টেকসই বেড়িবাঁধ নির্মান অতীব জরুরী। তারা জরুরী ভিত্তিতে চর গোরকমন্ডল গ্রাম রক্ষার জন্য একটি টেকসই বাঁধ নির্মাণের দাবী জানান।

ফুলবাড়ীতে বউ-শাশুড়ি মেলা অনুষ্ঠিতফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি : ২৪/০৯/২৫কুড়িগ্রামের ফুলবাড়ীতে বর্ণাঢ্য আয়োজন জমজমাট বউ-...
09/24/2025

ফুলবাড়ীতে বউ-শাশুড়ি মেলা অনুষ্ঠিত

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি : ২৪/০৯/২৫

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বর্ণাঢ্য আয়োজন জমজমাট বউ-শাশুড়ি মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪সেপ্টেম্বর) দিনব্যাপী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র সংলগ্ন বালারহাট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ মেলা অনুষ্ঠিত হয়। ফুলবাড়ী পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে, ল্যাম্ব হাসপাতালের বাস্তবায়ন ও জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) অর্থায়নে ব্যতিক্রমী এ বৌ শ্বাশুড়ির মেলার আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসেবে বউ শ্বাশুড়ির মেলার উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা (পরিবার পরিকল্পনা) সহকারী পরিচালক মো: মেজবাহ উদ্দিন
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আনোয়ার হোসেন, মেডিকেল অফিসার (মা ও শিশু স্বাস্থ্য)পরিবার পরিকল্পনা মোছা : ফেরদৌসী খাতুন, প্রজেক্ট অফিসার (ল্যাম্ব) বাদল এক্কা, জেলা এসআরএইচ কো-অডিনেটর ড: সমাশ্রী রায়।
এ সময় আরও উপস্থিত ছিলেন নাওডাঙ্গা ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক রাঘবীর চন্দ্র বর্মন, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো: নুর ইসলাম, পরিবার কল্যাণ পরিদর্শীকা মোছা : খাদিজা খাতুন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে কুড়িগ্রাম জেলা (পরিবার পরিকল্পনা) সহকারী পরিচালক মো: মেজবাহ উদ্দিন বলেন, ‘বউ-শাশুড়ির সম্পর্ককে আরও ঘনিষ্ঠ ও সহযোগিতামূলক করার পাশাপাশি নারীদের স্বাস্থ্যসচেতন করার লক্ষ্যে এ মেলার মূল উদ্দেশ্য। পরিবার পরিকল্পনা ও মাতৃস্বাস্থ্য বিষয়ে সচেতনতা গড়ে উঠলে পরিবার ও সমাজ উভয়ই উপকৃত হবে।

অংশগ্রহণকারী বউ নুরনাহার ও শাশুড়ি জমিলা বেগমসহ অনেকেই বলেন, ‘আগে আমরা লজ্জা ও সংকোচের কারণে গর্ভকালীন স্বাস্থ্যবিষয়ক আলোচনা শাশুড়ির সঙ্গে করতাম না। এ মেলার মাধ্যমে আমরা মা ও শিশুর সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে পারলাম। এ ধরনের মেলা শুধু পারিবারিক সম্পর্কের দূরত্ব কমায় না, নারীর স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির মাধ্যমে একটি সুস্থ প্রজন্ম গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করছি।

মেলায় পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য, প্রাতিষ্ঠানিক ডেলিভারির গুরুত্ব, কিশোর-কিশোরীদের স্বাস্থ্যসেবা, প্রসবপূর্ব ও প্রসবোত্তর সেবা, জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধ, ফিস্টুলা ও অন্যান্য স্ত্রীরোগ বিষয়ে পরামর্শ ও সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

এ ছাড়া স্বাস্থ্যসেবা নিশ্চিতে মেলায় ছিল পরিবার পরিকল্পনা পরামর্শ কর্নার, ডায়াবেটিস ও রক্ত পরীক্ষা কর্নার, ফিস্টুলা কাউন্সেলিং কর্নার, ভায়া (জরায়ুমুখ ক্যানসার) পরীক্ষা কর্নার, প্রসবপূর্ব ও প্রসবোত্তর সেবা কর্নার ও কিশোরী কর্নার। দিনব্যাপী এই মেলায় বিভিন্ন বয়সী প্রায় আড়াই শতাধিক বউ-শাশুড়ি অংশ নেন।

ফিলিস্তিন কে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার আহ্বান স্পেনের
09/23/2025

ফিলিস্তিন কে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার আহ্বান স্পেনের

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সোমবার জাতিসংঘে ফিলিস্তিন রাষ্ট্রকে পূর্ণ সদস্যপদ দেওয়ার আহ্বান জানিয়ে...

কুড়িগ্রামে নানা বাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু
09/23/2025

কুড়িগ্রামে নানা বাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরীর কচাকটায় ডোবার পানিতে ডুবে আয়শা (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে....

09/23/2025

মহাখালীতে পেট্রল পাম্পে বিস্ফোরণ, বার্ন ইনস্টিটিউটে ভর্তি ৭

নতুন অতিথির সুখবর দিলেন ক্যাটরিনা কাইফ
09/23/2025

নতুন অতিথির সুখবর দিলেন ক্যাটরিনা কাইফ

২০২১ সালে রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারার মনোরম জায়গায় বলিউডের আলোচিত অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও অ...

রাকসুর পর এবার পেছাল চাকসু নির্বাচন
09/23/2025

রাকসুর পর এবার পেছাল চাকসু নির্বাচন

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের তারিখ পিছিয়ে আ...

Address

Toronto, ON

Alerts

Be the first to know and let us send you an email when Digital Bangla News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Digital Bangla News:

Featured

Share