09/28/2025
মেয়েদের জীবনে এমন একটা সময় আসে যখন চাইলেও সে তার জব কনটিনিউ করতে পারেনা, আর সেটা হলো সন্তান জন্ম দেয়ার পরের সময়টুকু। অনেকের হয়তো ফ্যামিলী সাপোর্ট থাকে, কিন্তু তারপর ও কতরকম মানসিক চাঁপের মধ্যে যে কাজ করতে হয় এটা একমাত্র সেই জানে। অনেকে শেষমেশ জবটাই ছেরে দিতে বাধ্য হয়। অনেকেতো সন্তানদের জন্য জব করার কথা চিন্তাই করে না।
কিন্তু যুগ বদলেছে। উপার্জন করতে যে শুধু জব করতে হবে এমনটা জরুরী নয়। ঘরে বসে বাচ্চাদেরকে সময় দিয়েও জপার্জন সম্ভব। আমাদের ডিজিটাল বিজনেসটিও এমন একটি বিজনেস😊
🍁বাচ্চাদের সময় দিয়ে বিজনেসটি করা যায়।
🍁বিজনেসটি করতে কোন নির্দিষ্ট সময় অথবা স্থানের প্রয়োজন নেই। ইন্টারনেট ব্যাবহার করে যে কোন স্থান থেকে, নিজের পছন্দ মত সময়ে করা যায়।
🍁এটি করতে আমাদের কারো কাছে কোন পন্য বিক্রি করতে হচ্ছে না।
🍁পূর্ব কোন অভিজ্ঞতার ও প্রয়োজন নেই।
🍁এছাড়াও আছে সম্পূর্ন ভিডিওবেস প্রশিক্ষণ যা আপনাকে সোশাল মিডিয়ার ব্যবহার শেখানোর পাশাপাশি আপনাকে ব্যবসায় পূর্ণ সহযোগিতা করবে।
🍁২৫টিরও বেশি দেশের মানুষ বর্তমানে সফলভাবে বিজনেসটি চালিয়ে যাচ্ছে।
🍁সরকারকে কর প্রদান করে করা হয় বলে এটি একটি হালাল বিজনেস।
নিজের কম্ফোর্ট জোন থেকে কিছু করতে চাইলে মেসেজ করুন🌺🌺 www.sabinakamal.com