Sabina Kamal Digital Inc.

Sabina Kamal Digital Inc. To make your business decision fruitful, Sabina & Kamal are always here. You are not alone.
(1)

বর্তমান যুগে ব্যবসা মানে শুধু দোকান নয়—ব্যবসা মানে আইডিয়া, উদ্ভাবন ও প্রযুক্তির সঠিক ব্যবহার। একসময় ব্যবসা শুরু করতে ...
12/25/2025

বর্তমান যুগে ব্যবসা মানে শুধু দোকান নয়—ব্যবসা মানে আইডিয়া, উদ্ভাবন ও প্রযুক্তির সঠিক ব্যবহার। একসময় ব্যবসা শুরু করতে বড় মূলধন, দোকানঘর, কর্মচারী আর দীর্ঘ সময়ের প্রয়োজন হতো। কিন্তু আজকের প্রযুক্তিনির্ভর বিশ্বে একটি শক্তিশালী আইডিয়া আর স্মার্টফোনই একজন মানুষকে সফল উদ্যোক্তা বানাতে পারে।

প্রযুক্তি আমাদের শিখিয়েছে কীভাবে সীমাবদ্ধতাকে সুযোগে রূপান্তর করতে হয়। ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া, ডিজিটাল মার্কেটিং, ই-কমার্স ও অটোমেশন—এই সবকিছু মিলেই আজকের আধুনিক ব্যবসার ভিত্তি। এখন ব্যবসা করা মানে শুধু পণ্য বিক্রি নয়; ব্যবসা মানে সমস্যা সমাধান করা, মানুষের প্রয়োজন বোঝা এবং সেই অনুযায়ী সৃজনশীল সমাধান উপস্থাপন করা।

একজন সফল উদ্যোক্তা হওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মাইন্ডসেট। প্রযুক্তি আমাদের শিখিয়েছে কীভাবে বড় স্বপ্ন দেখতে হয়, কীভাবে ব্যর্থতা থেকে শিখে আবার ঘুরে দাঁড়াতে হয়। আজ ঘরে বসেই একজন মা, একজন ছাত্র, একজন চাকরিজীবী বা একজন প্রবাসী নিজের একটি ডিজিটাল বিজনেস গড়ে তুলতে পারে। সময় ও জায়গার সীমাবদ্ধতা আর বাধা নয়—বরং প্রযুক্তিই আমাদের স্বাধীনতা এনে দিয়েছে।

সফল উদ্যোক্তারা সুযোগের অপেক্ষা করে না, তারা সুযোগ সৃষ্টি করে। তারা জানে, আইডিয়াই সবচেয়ে বড় সম্পদ। প্রযুক্তি সেই আইডিয়াকে বাস্তবে রূপ দেওয়ার শক্তিশালী হাতিয়ার। যারা পরিবর্তনের সাথে নিজেকে মানিয়ে নিতে পারে, শেখার মানসিকতা ধরে রাখে এবং ধারাবাহিকভাবে কাজ করে—সাফল্য একদিন তাদের দরজায় কড়া নাড়বেই।

আজকের দুনিয়ায় ব্যবসা মানে স্বাধীনতা, নেতৃত্ব ও প্রভাব সৃষ্টি। আইডিয়া + প্রযুক্তি + সাহস = সফল উদ্যোক্তা। এখন সিদ্ধান্ত আপনার—আপনি কি শুধু চাকরির নিরাপত্তা খুঁজবেন, নাকি নিজের স্বপ্নের ব্যবসা গড়ে একজন সত্যিকারের উদ্যোক্তা হবেন?
#প্রবাসি

✔️✔️প্যাসিভ ইনকাম ক্রমাগত সক্রিয় কাজ ছাড়াই আর্থিক স্থিতিশীলতা প্রদান করে।এটি লক্ষ্য, শখ বা নতুন সুযোগ অনুসরণ করার স্বা...
12/25/2025

✔️✔️প্যাসিভ ইনকাম ক্রমাগত সক্রিয় কাজ ছাড়াই আর্থিক স্থিতিশীলতা প্রদান করে।এটি লক্ষ্য, শখ বা নতুন সুযোগ অনুসরণ করার স্বাধীনতা তৈরি করে।এটি দীর্ঘমেয়াদী স,ম্প,দ তৈরি করে এবং এ,ক,ক আ,য়ে,র উৎসের উপর নির্ভরতা হ্রাস করে।
মেসেঞ্জারে আমার সাথে নির্দ্বিধায় যোগাযোগ করুন।
www.sabinakamal.com

যারা মনে করেন online digital marketing business টা শুধু বাংলাদেশিরাই করে—তাদের জন্য বলছি, this is a global business।বিশ্...
12/24/2025

যারা মনে করেন online digital marketing business টা শুধু বাংলাদেশিরাই করে—তাদের জন্য বলছি, this is a global business।
বিশ্বের 100+ communities থেকে 270k+ people ঘরে বসেই এই business run করছে।

Business model দেখতে চাইলে email দিয়ে registration করে 149$ pay করে sign up করতে হবে। এর মাধ্যমে আপনি 3-hour workshop পাবেন, যেখানে পুরো business model explore ও research করার সুযোগ থাকবে। পছন্দ না হলে 30 days এর মধ্যে refund নিতে পারবেন।

এই workshop-এ আপনাকে পরিষ্কারভাবে বোঝানো হয়—
• ব্যবসাটা কীভাবে কাজ করে
• কী ধরনের service দেওয়া হয়
• কোন লেভেলে কতটা income করা যায়
• কী কী training নিতে হবে
• আপনার জন্য যে mentor ও coach assign করা হবে, তারা কারা কোন কোন প্রডাক্ট available
• এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ—এই business টি আদৌ MLM বা pyramid কিনা

এই workshop শেষ করার পরই আপনি নিজে সিদ্ধান্ত নেবেন, আপনি এই business-এ enroll করবেন কি না।

Business শুরু করতে চাইলে 51(41 year offline & now 10years online)বছরের পুরোনো company থেকে product কিনে তাদের system-এর সাথে partnership করতে হবে। এতে আপনি পাবেন your own website, income generate করার জন্য sales funnel, এবং social media-তে business run করার জন্য automation system।

পরবর্তীতে paid FB advertising / attraction marketing এবং mentorship support এর মাধ্যমে services provide করা হয়।

🟢আমার কাজ কী হবে? আমি কীভাবে income generate করবো?

✅আপনার কাজ মূলত online digital marketing।
আপনি company-র দেওয়া system, website, sales funnel ও automation tools ব্যবহার করে অনলাইনে business run করবেন।

Income generate করবেন যেভাবে:

• Digital platform (Facebook, Instagram, etc.) এ marketing করে
• Interested people-দের workshop / system-এর দিকে guide করে
• Company-র product & service promote করে
• Follow-up, attraction marketing ও paid advertising ব্যবহার করে

এই পুরো process-এ আপনাকে step-by-step training, mentorship ও support দেওয়া হবে।
অর্থাৎ আন্দাজে নয়—proper system আর guidance দিয়েই income generate করবেন।

আর এই সব কিছুতে আপনাকে help করবে আপনার জন্য assign করা mentor & coach।

অনলাইন বিজনেসে আসার আগে সময়কে শুধু দৌড়ের মতো কাটাতাম, কিন্তু উপভোগ করতে শিখিনি। সকাল থেকে রাত—কাজ, দায়িত্ব আর চিন্তার ভি...
12/20/2025

অনলাইন বিজনেসে আসার আগে সময়কে শুধু দৌড়ের মতো কাটাতাম, কিন্তু উপভোগ করতে শিখিনি। সকাল থেকে রাত—কাজ, দায়িত্ব আর চিন্তার ভিড়ে নিজের জন্য, পরিবারের জন্য কিংবা মনের শান্তির জন্য সময়ই থাকত না। মনে হতো, জীবন মানেই শুধু সংগ্রাম।
কিন্তু অনলাইন বিজনেস আমার এই ধারণাই বদলে দিয়েছে।
আজ বুঝি, সময় শুধু পার করার বিষয় নয়—সময় উপভোগ করার নামই জীবন। অনলাইন বিজনেস আমাকে শিখিয়েছে কীভাবে স্মার্টভাবে কাজ করে সময়কে নিজের পক্ষে আনতে হয়। এখন পরিবারকে সময় দিতে পারি, নিজের স্বপ্নগুলোকে ছুঁতে পারি, আর কাজের মাঝেও প্রশান্তি খুঁজে পাই।
এই প্ল্যাটফর্ম আমাকে দিয়েছে ফ্রিডম, ফ্লেক্সিবিলিটি আর আত্মসম্মান। সময়ের ওপর নিজের নিয়ন্ত্রণ ফিরে পেয়েছি—এটাই সবচেয়ে বড় অর্জন। আজ যদি অনলাইন বিজনেস না করতাম, হয়তো কখনোই বুঝতাম না সময় কতটা মূল্যবান এবং সুন্দর হতে পারে।
ধন্যবাদ অনলাইন বিজনেস, তুমি শুধু আয় দাওনি—তুমি আমাকে জীবন উপভোগ করতে শিখিয়েছো।

12/19/2025
হাদিনামা... যার জন্য কাঁদছে পুরো বাংলাদেশ Osman Hadi - ওসমান হাদি কে হিংসা করার অনেক কারন আছে। এরকম সম্মান আল্লাহ না চাই...
12/19/2025

হাদিনামা... যার জন্য কাঁদছে পুরো বাংলাদেশ
Osman Hadi - ওসমান হাদি কে হিংসা করার অনেক কারন আছে। এরকম সম্মান আল্লাহ না চাইলে কেউ পাইনা৷ এই স্বলসময়ের জার্নিতে আল্লাহ তাকে যে সম্মান দুনিয়ার এই জীবনে দিয়েছেন দোয়া করি আল্লাহ যেন মানুষ হিসেবে করা তার ভুলভ্রান্তি ক্ষমা করে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন.

ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।শহীদ শরীফ উসমান হাদী😢😢আল্লাহ তায়ালা তাকে শহীদের সর্বোচ্চ মর্যাদা দান করুন,জান্নাতু...
12/18/2025

ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
শহীদ শরীফ উসমান হাদী😢😢আল্লাহ তায়ালা তাকে শহীদের সর্বোচ্চ মর্যাদা দান করুন,
জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকামে স্থান দিন,
এবং তাঁর পরিবার–পরিজনকে এই কঠিন শোক সইবার সবর ও শক্তি দান করুন@topfans

Address

Toronto, ON
M1L3E8

Alerts

Be the first to know and let us send you an email when Sabina Kamal Digital Inc. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sabina Kamal Digital Inc.:

Share