Canada Sangbad

Canada Sangbad কানাডার বাঙালীদের খবর, তাদের জন্যে খবর I

বাংলায় কানাডার সংবাদ। কানাডাবাসী বাংলা ভাষাভাষীদের জন্যে এই কানাডা সংবাদ। তাদের খবর, তাদের জন্যে কানাডার খবর বাংলায় পরিবেশনের জন্যে এই পাতা। যেহেতু এই পাতার জনপ্রিয়তা ক্রমান্বয়ে বাড়ছে কেউ যদি এই পাতার জন্যে volunteer হিসেবে খবর পাঠাতে চান, আমাদের কাছে পাঠিয়ে দিন, আমরা একটুখানি দেখে তারপর পোস্ট করে দেব।

সৃষ্টিশীলতা !
04/19/2025

সৃষ্টিশীলতা !

03/20/2025
২০২৫ সালের জানুয়ারি মাসে প্রদত্ত কানাডার অভিবাসন সংক্রান্ত সময়কালঃ   *  নাগরিকত্ব : নাগরিকত্ব অনুমোদনে সময় লাগবে ৭ মাস...
01/12/2025

২০২৫ সালের জানুয়ারি মাসে প্রদত্ত কানাডার অভিবাসন সংক্রান্ত সময়কালঃ

* নাগরিকত্ব : নাগরিকত্ব অনুমোদনে সময় লাগবে ৭ মাস I

* স্থায়ী বাসিন্দা কার্ড বা PR কার্ড : নতুন PR কার্ডের জন্য সময় লাগবে ২২ দিন, এবং PR কার্ড নবায়নের জন্যে ২৮ দিন।

* পারিবারিক স্পনসরশিপ: কানাডার বাইরে থেকে স্পাউসাল স্পনসরশিপে সময় লাগে ১০ মাস, এবং কানাডার ভিতরে থেকে সময় লাগে ২৪ মাস।

* অর্থনৈতিক অভিবাসন: কানাডিয়ান এক্সপেরিয়েন্স ক্লাসে ৫ মাস, ফেডারেল স্কিলড ওয়ার্কার প্রোগ্রামে ৬ মাস, এবং প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামে ৬ মাস লাগবে।

* অস্থায়ী বসবাস: ভিজিটর ভিসা, স্টাডি পারমিট এবং ওয়ার্ক পারমিটের প্রক্রিয়াকাল দেশ ভেদে ভিন্ন হয়।

* আপডেটের ফ্রিকোয়েন্সি: নাগরিকত্ব, পারিবারিক স্পনসরশিপ এবং অর্থনৈতিক অভিবাসনের প্রক্রিয়াকাল মাসিক আপডেট হয়, আর অস্থায়ী বসবাস এবং PR কার্ডের সময়সীমা সাপ্তাহিক আপডেট হয়।

* IRCC-এর অফিসিয়াল ওয়েবসাইটে সবচেয়ে নির্ভুল তথ্য চেক করা যায়।

কানাডার অন্টারিও প্রদেশের লন্ডন শহরে অবস্থিত ফ্যানশও কলেজের নার্সিং বিভাগের ২য় বর্ষের নিখোঁজ শিক্ষার্থীর মৃতদেহ এলাকার ল...
01/08/2025

কানাডার অন্টারিও প্রদেশের লন্ডন শহরে অবস্থিত ফ্যানশও কলেজের নার্সিং বিভাগের ২য় বর্ষের নিখোঁজ শিক্ষার্থীর মৃতদেহ এলাকার লেকের সৈকতে (পোর্ট ব্রুস) পাওয়া গেছে। ফ্যানশও কলেজের এই শিক্ষার্থী, নিধুয়া মুক্তাদির (১৯), গত ৪ ডিসেম্বর, ২০২৪ থেকে নিখোঁজ ছিলেন বলে রিপোর্ট করা হয়েছিল।

নিধুয়া মুক্তাদিরকে সর্বশেষ দেখা গিয়েছিল তার আগের দিন হক ক্লিফ রোডে, পোর্ট স্ট্যানলি থেকে প্রায় পাঁচ কিলোমিটার উত্তর-পূর্বে। এলাকায় বৃহৎ পরিসরের তল্লাশি অভিযান চালানো হয়েছিল, যাতে ওপিপি ডাইভার ও ড্রোন ব্যবহার করা হয়।

অন্টারিও প্রভিনশিয়াল পুলিশ মঙ্গলবার (৭ জানুয়ারী ২০২৫) জানিয়েছে যে গত শনিবার ওয়ানিটা সৈকতে এক নাগরিকের পাওয়া মৃতদেহটি ৪ ডিসেম্বর লন্ডন থেকে নিখোঁজ ১৯ বছর বয়সী একজনের। তবে সেই সময় পর্যন্ত পুলিশ মৃত ব্যক্তির নাম প্রকাশ করেনি।পুলিশ মৃত্যুর পরিস্থিতি তদন্ত করছে, তবে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড হিসেবে সন্দেহ করা হচ্ছে না,” বলে অন্টারিও প্রভিনশিয়াল পুলিশ জানিয়েছে।

নিধুয়ার ভাই আব্রাহাম মুক্তাদির স্থানীয় সংবাদপত্র "দি লন্ডন ফ্রী প্রেস"কে ফোনে নিশ্চিত করেছেন যে পুলিশ পরিবারকে তার বোনের মৃতদেহ পাওয়া যাওয়ার খবর জানিয়েছেন। বোন সম্পর্কে বলতে গিয়ে ভাই আব্রাহাম তাকে একজন মানসিক দিক দিয়ে শক্ত এবং সাহসী হিসেবে উল্লেখ করেছেন। মাত্র দু'দিন আগে মুক্তাদিরের মা আশা প্রকাশ করেছিলেন তার মেয়ে জীবিত অবস্থায় ফিরে আসবে।“আমার মনে হচ্ছে আমি একটা দুঃস্বপ্ন দেখছি, এবং আমি জেগে উঠে দেখবো সব ঠিক আছে,” নিথুয়া মুক্তাদিরের এর মা' সামিনা নাসরিন চৌধুরী স্থানীয় সংবাদ পত্র "দি লন্ডন ফ্রী প্রেস" কে বলেছিলেন।

টরন্টোর অধিবাসী মা' নাসরিন চৌধুরী বলেন, তিনি শেষবার ২৯ নভেম্বর তার মেয়ের সাথে ফোনে কথা বলেছেন এবং সেটি ছিল একটি “সুন্দর কথোপকথন।” “তাকে সেদিন বিষণ্ণ মনে হয়নি,” “বরং সে খুব খুশি ছিল। সাধারণত, ফোনে কথা বলার সময় সে এতটা উৎসাহী থাকত না। কিন্তু সেদিন সে খুব উৎসাহী ছিল।” নাসরিন চৌধুরী তার মেয়েকে ৯ বছর বয়সে বাংলাদেশ থেকে কানাডায় নিয়ে এসেছিলেন।

Holiday MarketDecember 7, 20249 AM - 4 PM93 Birchmount Road
11/27/2024

Holiday Market
December 7, 2024
9 AM - 4 PM
93 Birchmount Road

কানাডা ডে ২০২৪ - ডেন্টোনিয়া পার্ক।
07/06/2024

কানাডা ডে ২০২৪ - ডেন্টোনিয়া পার্ক।

Downtown Toronto.
06/16/2024

Downtown Toronto.

Toronto City Hall.
06/14/2024

Toronto City Hall.

Know Thyself!
06/02/2024

Know Thyself!

গতকাল বিকেলে নবাগত বাংলাদেশী সমাগমে ব্যস্ত টরন্টোর বাঙ্গালীপাড়া ড্যানফোর্থ ও ভিক্টোরিয়া পার্ক এলাকা !
06/02/2024

গতকাল বিকেলে নবাগত বাংলাদেশী সমাগমে ব্যস্ত টরন্টোর বাঙ্গালীপাড়া ড্যানফোর্থ ও ভিক্টোরিয়া পার্ক এলাকা !

Address

Toronto, ON

Alerts

Be the first to know and let us send you an email when Canada Sangbad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Canada Sangbad:

Share