
09/29/2025
স্মৃতিচারণ : আলহাজ্ব শেখ মোঃ মকন মিয়া
#শেয়ার করে এই ক্ষনজন্মা কর্মবীরের জীবন ও সমাজ কর্মের কথা নতুন প্রজন্মের সবার কাছে পৌঁছে দিন,প্লিজ।
সিলেটের বিশিষ্ট রাজনীতিবিদ, শালিশ ব্যক্তিত্ব ও দক্ষিণ সুরমার কৃতি সন্তান মোল্লারগাঁও ইউনিয়নের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শেখ মোঃ মকন মিয়া। তিনি ১৯৯৮ সাল থেকে ২০২১ সালের ইউনিয়ন পরিষদের নির্বাচনের পূর্ব পর্যন্ত প্রায় ২৩ বছর চেয়ারম্যান হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।
মোল্লারগাঁও ইউনিয়নের নেতৃত্বের ধারাবাহিকতায় স্বাধীনতার পূর্বে (১৯৬৩–১৯৬৭) পঞ্চায়েত কমিটির প্রধান ছিলেন হাজী তমিজ উল্লাহ। স্বাধীনতার পর প্রথম নির্বাচিত চেয়ারম্যান ছিলেন নুরুল ইসলাম দলা মিয়া (১৯৭৩–১৯৭৭)। এরপর পর্যায়ক্রমে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন—
• আব্দুল মজিদ জায়গীরদার (১৯৭৭–১৯৮৪)
• আব্দুল মালিক সারো মিয়া (১৯৮৪–১৯৮৯)
• হাজী মুজিবর রহমান (১৯৮৯–১৯৯৮)
* আলহাজ্জ্ব শেখ মোঃ মখন মিয়া (১৯৯৮-২০২৩)
প্রায় দীর্ঘ ২৩ বছর মোল্লারগাঁও ইউনিয়নের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন শেখ মো মকন মিয়া।
তিনি তেলীরাই গ্রামের মরহুম আলহাজ্ব শেখ মোহাম্মদ তফুর আলীর সুযোগ্য সন্তান। দুই ছেলে ও পাঁচ মেয়ের জনক শেখ মো মকন মিয়া ২০২৩ সালের ১৬ এপ্রিল বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
শেখ মো মকন মিয়া শুধু জনপ্রতিনিধি নন—তিনি ছিলেন সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি, দক্ষিণ সুরমা নাগরিক কমিটির সভাপতি, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের পৃষ্ঠপোষক সদস্য এবং অসংখ্য সামাজিক-সাংস্কৃতিক ও ব্যবসায়ী সংগঠনের সাথে জড়িত ছিলে।
রাজনৈতিক জীবনে তিনি বিএনপির সাথে যুক্ত ছিলেন। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং মৃত্যুর পূর্ব পর্যন্ত সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ছিলেন।
একজন শালিশ বিচারক হিসেবে তাঁর সুনাম ছিল সর্বজনবিদিত। মানুষের দ্বন্দ্ব-সংঘাত মেটাতে দিন-রাত নিরলসভাবে ছুটে বেড়াতেন। সমাজে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠায় তাঁর অবদান অনন্য। শিক্ষা বিস্তারে স্কুল, মাদ্রাসা ও কলেজ প্রতিষ্ঠায়ও তিনি ছিলেন অগ্রণী ভূমিকা পালনকারী।
তিনি ছিলেন সহজ-সরল, নিরহংকার ও পরোপকারী এক মানুষ। যেকোনো সমস্যার সমাধানে সবসময় অগ্রণী ভূমিকা নিতেন। রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক কিংবা ধর্মীয় অনুষ্ঠান—সবখানেই তাঁর সমান বিচরণ ছিল।
আমার ব্যক্তিগত অভিজ্ঞতায়, সিলাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে (২০০৮–২০১৬) দায়িত্ব পালনকালে তাঁর সহকর্মী হওয়ার সুযোগ পেয়েছিলাম।প্রতিমাসের উপজেলা উন্নয়ন সমন্বয় সভা, শালিশ বিচার বা সামাজিক-সাংস্কৃতিক অনুষ্ঠান—প্রায় সব জায়গায় তাঁর সাথে দেখা হতো। তিনি আমাকে স্নেহ করতেন, মূল্যবান পরামর্শ দিতেন। কাছ থেকে দেখেছি—তিনি ছিলেন সাদাসিধে, নিরহংকার ও মানবিক গুণাবলির অধিকারী একজন অসাধারণ মানুষ।
শেখ মকন মিয়া সমাজের যে কোন ছোট-বড় সমস্যার সমাধানে দ্রুত এগিয়ে যেতেন। তাঁর উপস্থিতি মানেই ছিল সমাধানের নিশ্চয়তা। একজন জনপ্রতিনিধি হিসেবে তিনি ছিলেন আমাদের অভিভাবক, ব্যবসায়ীদের অবিসংবাদিত নেতা এবং সমাজের শান্তি-শৃঙ্খলার রক্ষক।
তাঁর মতো একজন কর্মবীরের মৃত্যু আমাদের জন্য গভীর শোকের। তবে তাঁর কর্মগুণ ও সেবার স্মৃতি আমাদের মাঝে চিরকাল বেঁচে থাকবে।
মহান আল্লাহ পাক তাঁর জীবনের সব ভুল-ত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করুন—আমিন।
স্মৃতিচারণে…..
মোঃ ইকবাল হোসেন
সাবেক চেয়ারম্যান,
সিলাম ইউনিয়ন পরিষদ
দক্ষিণ সুরমা, সিলেট।
#বি:দ্রষ্টব্য— জনাব আলহাজ্ব শেখ মো মখন মিয়া চেয়ারম্যান সাহেব সম্পর্কে আমার লেখায় তথ্যগত কোন ভুল কারো কাছে ধরা পডলে দয়াকরে কমেন্টের মাধ্যমে জানাবেন প্লিজ।আমি সাথে সাথে সংশোধন করে নিবো।