Sylhet To Canada

Sylhet To Canada এই চ্যানেলের মাধ্যমে বিশ্বের সৌন্দর্য তুলে ধরা এবং বিভিন্ন প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা..

স্বাধীনতাবিরোধিতা ও জামায়াত–পাকিস্তান ইস্যুতে ফখরুলের কড়া সমালোচনাএক জনসভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বল...
11/15/2025

স্বাধীনতাবিরোধিতা ও জামায়াত–পাকিস্তান ইস্যুতে ফখরুলের কড়া সমালোচনা

এক জনসভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “শুধু স্বাধীনতাযুদ্ধের বিরোধিতা নয়, জামায়াত পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে হাত মিলিয়ে গণহত্যাও করেছে।” তাঁর এই বক্তব্য উপস্থিত জনতার মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে এবং সভাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

সমাবেশে বক্তৃতা দিতে গিয়ে তিনি অভিযোগ করেন, দেশের মানুষের অধিকার, ভোট এবং গণতন্ত্র আজ চরম সংকটে। ইতিহাস বিকৃত করার চেষ্টা চলছে এবং স্বাধীনতার চেতনাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের অপচেষ্টা অব্যাহত রয়েছে।
তিনি বলেন, যারা স্বাধীনতাযুদ্ধের সময় পাকিস্তানবাহিনীর পাশে দাঁড়িয়েছিল, তারা আজ আবার নতুনভাবে রাজনৈতিক মাঠে সুবিধা নেওয়ার চেষ্টা করছে। দেশের ভবিষ্যৎ রক্ষা করতে হলে জনগণকে সজাগ থাকতে হবে।

সমাবেশে বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতাকর্মীসহ বিপুল সংখ্যক স্থানীয় জনগণ অংশ নেন। বক্তারা সবাই বর্তমান জাতীয় রাজনীতির বিভিন্ন দিক তুলে ধরে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে জনগণের সম্পৃক্ততার আহ্বান জানান।

সভা শেষে নেতাকর্মীরা ‘গণতন্ত্রের জন্য ঐক্যবদ্ধ হওয়া’—এই অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

🎓 ১৫তম সার্ক মেধাবৃত্তি ২০২৫ 🎓বাংলাদেশের অন্যতম আকর্ষণীয় মেধা যাচাইয়ের প্ল্যাটফর্ম —সার্ক মেধাবৃত্তি পরীক্ষা আবারও অনুষ্...
11/15/2025

🎓 ১৫তম সার্ক মেধাবৃত্তি ২০২৫ 🎓
বাংলাদেশের অন্যতম আকর্ষণীয় মেধা যাচাইয়ের প্ল্যাটফর্ম —সার্ক মেধাবৃত্তি পরীক্ষা আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে!🏆
তারিখ ও সময়: ১৫ নভেম্বর ২০২৫, শনিবার। সকাল ১০:৩০ টা থেকে ১.০০ টা পর্যন্ত।
📚শ্রেণী: পঞ্চম ও অষ্টম
📘 বিষয়: বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্বপরিচয়
📝 পূর্ণমান: ১০০ (বহুনির্বাচনী = ৩০ + সৃজনশীল = ৭০)
📖 মাধ্যম: বাংলা
💰 পুরস্কার:
🥇 ১ম স্থান নগদ 💰 ১০,০০০ টাকাসহ নানা পুরস্কার 🎁 এবং ২য় থেকে ২০তম স্থান অর্জনকারীরাও পাবেন নগদ অর্থ 💵 ও আকর্ষণীয় পুরস্কার 🎁।
📍রেজিস্ট্রেশনের শেষ তারিখ: ০৯ নভেম্বর ২০২৫, বিকাল ২.০০ ঘটিকা ।
📍 রেজিস্ট্রেশন ফি:
৫ম শ্রেণি – ১০০ টাকা
৮ম শ্রেণি – ১৫০ টাকা
🏫 সার্ক ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের ২টি ক্যাম্পাস (রায়নগর ও শাহপরাণ) এর ইনফরমেশন জোন থেকে 📝 রেজিস্ট্রেশন ফরম সংগ্রহ করে, পূরণকৃত ফরম ও নির্ধারিত ফি 💵 জমা দিয়ে প্রবেশপত্র 🎫 সংগ্রহ করা যাবে।
📲 এছাড়াও বিকাশ ০১৭১৬-৭৭০১৬৩ (পার্সোনাল) নম্বরে রেজিস্ট্রেশন ফি সেন্ডমানি করে অনলাইনে 💻 অথবা হটলাইন নম্বরে ☎️ যোগযোগ সাপেক্ষে আবেদন এবং প্রবেশপত্র সংগ্রহ করা যাবে।
📚 এছাড়াও নিকটস্থ লাইব্রেরি থেকে ফরম সংগ্রহ করা যাবে।
📍 পরীক্ষায় অংশগ্রহনের জন্য প্রবেশপত্র বাধ্যতামূলক।

👉 ১৫তম সার্ক মেধাবৃত্তি ২০২৫ -এ অংশ নিতে আজই রেজিস্ট্রেশন করুন!

🔗 অনলাইনে আবেদনের লিংক:
https://forms.gle/5vBoUHACGSbhUMy96

সার্ক ইন্টারন্যাশনাল কলেজ বাংলাদেশ
দর্জিপাড়া(রায়নগর)পূর্ব মিরাবাজার, সিলেট। মোবাইল: ০১৭৪২-৭৮৭৪৭৩
https://www.facebook.com/sicbd
www.sicb.edu.bd

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলার জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখছেন বাংলাদেশ আনজুমানে আল ইস...
11/15/2025

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলার জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখছেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ'র যুগ্ম মহাসচিব ড. মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী।

১৫ নভেম্বর ২০২৫ ইং
জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন, সিলেট।

11/15/2025

টিনএজারদের উড়াধুরা ড্যান্স!
বন্ধু খলিলের বড় মেয়ের মেহেদি সন্ধ্যা। তার ছেলে ইমরানের স্কুলের বন্ধুরা অনুষ্ঠানে এসেছিল। তারা আনন্দ করতে চাইলেও কিছুটা জড়তা কাটিয়ে উঠতে পারছিল না। তাই তাদের উৎসাহ দিতে, এবং পরিবেশটাকে আরও প্রাণবন্ত করতে আমরাও একটু আনন্দে সামিল হওয়ার চেষ্টা করেছি। উৎসব মানেই সবার মন খুলে হাসি–আনন্দ ভাগ করে নেওয়া।
টিনএজারদের আনন্দ উপভোগ দেখে নিজেদের নিয়ে গেছি সেই ছোট বলের স্মৃতিতে. ..

'সৌরভের আত্মহত্যা'মোবাইল ফোনে প্রেমিকার সাথে কথাকাটাকারি এক পর্যায়ে তাকে ভিডিও কলে রেখে আত্মহত্যা করেছেন ফরহাদ হোসেন সৌর...
11/14/2025

'সৌরভের আত্মহত্যা'

মোবাইল ফোনে প্রেমিকার সাথে কথাকাটাকারি এক পর্যায়ে তাকে ভিডিও কলে রেখে আত্মহত্যা করেছেন ফরহাদ হোসেন সৌরভ (২২ নামের এক যুবক। কক্সবাজারে বন্ধুদের সাথে বেড়াতে গিয়ে এ ঘটনাটি ঘটে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে কক্সবাজারের কলাতলী এলাকার হোটেল ওয়ার্ল্ড বিচের ৫০৭ নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সৌরভ সিলেট নগরীর দক্ষিণ সুরমার মনিপুর এলাকার মোহাম্মদ মতিউর রহমানের ছেলে।

পুলিশ জানিয়েছে, সৌরভসহ পাঁচ বন্ধু সিলেট থেকে কক্সবাজার ঘুরতে আসেন। তারা সবাই সিলেট এমসি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র। এ ঘটনার পর বাকি চার বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

সৌরভের বন্ধু আবির জানান, তারা পাঁচ বন্ধু দুপুরে ওই হোটেলে ওঠেন এবং রাতে কেনাকাটা করতে সৌরভকে কক্ষে রেখে চার বন্ধু বাইরে যান। কিছুক্ষণ পর সৌরভের প্রেমিকা শিপু ফোন দিয়ে জানায়, সৌরভ তাকে ভিডিওকলে রেখে আত্মহত্যা করছে।

আবির আরও বলেন, বিষয়টি শুনে দরজা ভেঙে কক্ষে প্রবেশ করলে দেখতে পাই সৌরভ গলায় ফাঁস লাগিয়ে ঝুলে আছে। পরে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে সৌরভকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এব্যাপারে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, গত দুই দিন ধরে সৌরভ ও তার প্রেমিকা শিপুর মধ্যে মনোমালিন্য চলছিল। কথাকাটাকাটির এক পর্যায়ে ভিডিও কলের মধ্যেই সৌরভ আত্মহত্যা করে। নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং আইনি ব্যবস্থা গ্রহণের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

জামায়াত ত্যাগ করে বিএনপিতে যোগ—উপজেলা জুড়ে আলোচনার ঝড়১৩ নভেম্বর ২০২৫, সুপ্রভাত ঢাকা—জামায়াতে ইসলামী থেকে বেরিয়ে এসে একযো...
11/14/2025

জামায়াত ত্যাগ করে বিএনপিতে যোগ—উপজেলা জুড়ে আলোচনার ঝড়

১৩ নভেম্বর ২০২৫, সুপ্রভাত ঢাকা—
জামায়াতে ইসলামী থেকে বেরিয়ে এসে একযোগে ৩০ জন নেতা-কর্মীর বিএনপিতে যোগদান স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। সদ্য যোগদানকারীদের ফুলের মালা পরিয়ে স্বাগত জানান উপজেলা বিএনপির শীর্ষ নেতারা। বক্তৃতায় নেতারা বলেন, “তারা অনেক আগেই বুঝেছেন—সঠিক পথ ও গণতন্ত্রের রাজনীতি বিএনপির মধ্যেই রয়েছে।”

উপজেলা আমিরের বক্তব্যে বিষয়টি আরও স্পষ্ট হয়। তিনি বলেন—
“তারা আমাদের কেউ নয়। যারা সত্যিকারের জনমতের রাজনীতিতে বিশ্বাস করে, তারাই আজ এখানে এসেছে।”

স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকরা মন্তব্য করেছেন, এটি শুধু দলবদলের ঘটনা নয়—এটি একটি গভীর মনোভাবগত পরিবর্তনের প্রতিচিত্র। জামায়াতের অন্তর্দ্বন্দ্ব, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং প্রজন্মীক পরিবর্তন—সব মিলিয়ে এমন সিদ্ধান্তের প্রতি অনেকে আগ্রহী হয়ে উঠছেন।

নতুন যোগদানকারীরা বলেন,
“এভাবে সবাই একে একে দল ত্যাগ করে আলোর পথে আসবে একদিন।”

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। সাধারণ মানুষও আশা প্রকাশ করছে—গণতন্ত্র, ভোটাধিকার ও সুস্থ রাজনৈতিক পথচলা আরও শক্তিশালী হবে।

Banff Gondola, Alberta, Canada —ভূমি থেকে প্রায় ৭,৪৮৬ ফুট উঁচু পাহাড়শিখরে পৌঁছে যে দৃশ্য দেখা যায়, তা সত্যিই অবর্ণনীয...
11/14/2025

Banff Gondola, Alberta, Canada —
ভূমি থেকে প্রায় ৭,৪৮৬ ফুট উঁচু পাহাড়শিখরে পৌঁছে যে দৃশ্য দেখা যায়, তা সত্যিই অবর্ণনীয়। উচ্চতায় উঠলে পাতলা বাতাসের কারণে অনেকেই হালকা অক্সিজেনের ঘাটতি অনুভব করতে পারেন—যা এই রোমাঞ্চকর অভিজ্ঞতাকে আরও স্মরণীয় করে তোলে।

এই গন্ডোলাটি আপনাকে Sulphur Mountain–র উপরের স্টেশন পর্যন্ত নিয়ে যায়। নীচের স্টেশনের উচ্চতা ≈ 1,583 মিটার (5,194 ফুটি) এবং উপরের স্টেশন ≈ 2,281 মিটার (7,486 ফুট)
অর্থাৎ গণ্ডোলা প্রায় 698 মিটার (≈ 2,292 ফুটি) উঁচু থেকে ঊর্ধ্বে উঠছে।
উপরের স্টেশনে উঠে আপনি একদিকে শহর Banff, অন্য দিকে বিশাল রকি পর্বতমালা–সহ ৬টি পর্বতশ্রেণীর মনোমুগ্ধকর দৃশ্য দেখতে পাবেন।

টিকিটের দাম ডায়নামিক মূল্য হয়ে থাকে: সময়, মৌসুম ও বিক্রয়ের উপর নির্ভর। সাধারণভাবে প্রাপ্ত তথ্য অনুযায়ী একটি “পুরনো” সাধারণ প্রবেশ টিকিট ৬০ কানাডিয়ান ডলার থেকে শুরু হয়।
উদাহরণস্বরূপ, “বালতি + হটস্প্রিংস + গণ্ডোলা” প্যাকেজ ধরনের ক্ষেত্রে বড়দের জন্য মূল্যের শুরু ~ $89 CAD থেকে।
অর্থাৎ, আপনার উদ্দেশ্য যদি শুধুই উপরের স্টেশন পর্যন্ত যাওয়া হয়, সাধারণ রেট হিসেবে প্রায় CAD 60-75 হতে পারে। (বাংলাদেশি টাকায় বা আমেরিকান ডলারে রূপান্তর ভেদে ভিন্ন হতে পারে।)

কখন উপরে যাওয়া যায়:গণ্ডোলা দেখভাল ও রক্ষণাবেক্ষণের জন্য একটা নির্দিষ্ট বন্ধ সময়ও রয়েছে। উদাহরণস্বরূপ: ২০২৫ সালের জন্য ১১ নভেম্বর থেকে ২১ নভেম্বর পর্যন্ত সার্বিক রক্ষণাবেক্ষণের কারণে বন্ধ থাকবে।
সাধারণভাবে বসন্ত থেকে শীত পর্যন্ত (প্রায় প্রতিদিন) চলমান থাকে, তবে সময়সীমা ও শেষ রাইড-ডাউন সময় মৌসুম অনুযায়ী বদলায়।
পর্যটকদের ক্ষেত্রে বিকেল বা সূর্যাস্তের সময় বিশেষভাবে প্রস্তাবিত — কারণ আলো, পরিবেশ আর মানুষের ভিড় কম থাকে।

ভ্রমণ পরামর্শ:আগামেই অনলাইনে টিকিট কিনুন – বিশেষ করে উচ্চ মৌসুমে (জুলাই-আগস্ট) জায়গা দ্রুত শেষ হয়।
শীর্ষ (summit) এলাকায় আবহাওয়া বেশ ঠান্ডা হতে পারে, তাই পাতলা জ্যাকেট বা শীতবস্ত্র সঙ্গে রাখাই ভালো।
গাড়ি নিয়ে যাওয়া হলে পার্কিং সীমিত; শহর থেকে পাবলিক ট্রান্সপোর্ট বা শাটল বেশি সুবিধাজনক।
যদি সূর্যাস্ত বা রাতের অভিজ্ঞতা চান (বিশেষ আলো বা “NightRise” ইভেন্টের জন্য), সেই সময় বেছে নিন — খুব মনোমুগ্ধকর হতে পারে।

মো ইকবাল হোসেন
টরন্টো, কানাডা

স্বপ্ন বড়, পথও দীর্ঘ—তবু এগিয়ে যেতে হবে।কিছু চাওয়াতে তো দোষ নেই! সবাই তাদের মতো দাবি-দাওয়া তোলে, তাই আমরাও বললাম—যদি...
11/14/2025

স্বপ্ন বড়, পথও দীর্ঘ—তবু এগিয়ে যেতে হবে।
কিছু চাওয়াতে তো দোষ নেই! সবাই তাদের মতো দাবি-দাওয়া তোলে, তাই আমরাও বললাম—যদি কখনো মিলে যায়!

11/13/2025

হামজা চৌধুরী’র ইনজুরিতে কিউবা মিশেলের অভিষেক # #বাংলাদেশ #ফিফা #নেপাল #ফুটবল

11/13/2025

নেপাল শেষ মুহূর্তে গোল করে বাংলাদেশের বিজয় ঠেকিয়ে দিল।জয়ের একেবারে কাছাকাছি গিয়ে বাংলাদেশ-নেপাল ম‍্যাচ ড্র হওয়াতে দর্শকরা হতাশা এবং ক্ষোভ নিয়ে গ‍্যালারি ত‍্যাগ করলেন। #বাংলাদেশ #নেপাল #ফুটবল #ফিফা

🇨🇦 সিএন টাওয়ার: কানাডার গৌরব, টরন্টোর প্রতীককানাডার হৃদয় টরন্টো শহরের অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন হলো সিএন টাওয়ার (CN Tower...
11/13/2025

🇨🇦 সিএন টাওয়ার: কানাডার গৌরব, টরন্টোর প্রতীক

কানাডার হৃদয় টরন্টো শহরের অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন হলো সিএন টাওয়ার (CN Tower) — যা শুধু কানাডার নয়, বিশ্বের অন্যতম উঁচু স্থাপনার একটি। এটি আধুনিক প্রকৌশল দক্ষতা, স্থাপত্যশৈলী এবং কানাডার অগ্রগতির প্রতীক হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত।

সিএন টাওয়ারের নির্মাণ শুরু হয়েছিল ১৯৭৩ সালে এবং শেষ হয় ১৯৭৬ সালে। “CN” শব্দটির অর্থ Canadian National, যা মূলত কানাডিয়ান ন্যাশনাল রেলওয়ের সংক্ষিপ্ত রূপ।
এই টাওয়ারটি নির্মাণের মূল উদ্দেশ্য ছিল যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং টেলিভিশন ও রেডিও সিগন্যাল সম্প্রচারে উন্নত মান নিশ্চিত করা।

তিন বছরের কঠোর পরিশ্রমের পর এটি ১৯৭৬ সালে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়, এবং দীর্ঘ ৩২ বছর ধরে (২০০৭ সাল পর্যন্ত) এটি বিশ্বের সর্বোচ্চ স্থাপনা হিসেবে রেকর্ড ধরে রাখে।

সিএন টাওয়ারের মোট উচ্চতা ১,৮১৫ ফুট (৫৫৩.৩ মিটার)। এটি কানাডার মধ্যে এখনো সর্বোচ্চ স্থাপনা হিসেবে স্বীকৃত।
টাওয়ারের শীর্ষে উঠে পুরো টরন্টো শহর, অন্টারিও লেক এবং অনুকূল আবহাওয়ায় এমনকি যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সীমান্ত পর্যন্ত দেখা যায়।

পর্যটকদের জন্য টাওয়ারের উপরের অংশে রয়েছে বিশেষ Observation Deck, যেখানে দাঁড়িয়ে ৩৬০° কোণে টরন্টোর মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করা যায়।

প্রতিদিন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে হাজার হাজার পর্যটক সিএন টাওয়ার ভ্রমণে আসেন। টাওয়ারের উপরে উঠতে খরচ হয় প্রায় ৫৪ কানাডিয়ান ডলার।
ভ্রমণকারীরা কাচের ফ্লোরে দাঁড়িয়ে নিচের শহরের দৃশ্য উপভোগ করতে পারেন — যা অনেকের জন্য রোমাঞ্চকর অভিজ্ঞতা।
এছাড়াও, টাওয়ারের শীর্ষে অবস্থিত ৩৬০ রেস্টুরেন্ট ধীরে ধীরে ঘুরে টরন্টোর পূর্ণাঙ্গ দৃশ্য প্রদর্শন করে, যা এক অবিস্মরণীয় অভিজ্ঞতা হিসেবে থেকে যায় দর্শনার্থীদের স্মৃতিতে।

সিএন টাওয়ার শুধু একটি স্থাপনা নয় — এটি কানাডার গর্ব, ঐতিহ্য ও প্রযুক্তিগত সক্ষমতার প্রতীক।
প্রতিবছর লাখো পর্যটক এখানে ভ্রমণ করে, ছবি তোলে, স্মৃতি ধারণ করে এবং সেই অভিজ্ঞতা নিজের দেশে নিয়ে যায়।

সিএন টাওয়ার কানাডার আধুনিক উন্নয়ন, স্থাপত্যশৈলী ও পর্যটনের এক উজ্জ্বল নিদর্শন।
টরন্টো সফর মানেই সিএন টাওয়ার ভ্রমণ — এটি শুধুমাত্র একটি টাওয়ার নয়, বরং কানাডার জাতীয় গৌরবের প্রতীক।

কবে আসছে মালয়েশিয়া থেকে Dipankar Das Dip এর মরদেহ...এম এ ওয়াহিদ চৌধুরীঃসিলেটের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার ও সম্ভাবনাময় উ...
11/13/2025

কবে আসছে মালয়েশিয়া থেকে Dipankar Das Dip এর মরদেহ...

এম এ ওয়াহিদ চৌধুরীঃ
সিলেটের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার ও সম্ভাবনাময় উদীয়মান তরুণ শিক্ষার্থী দীপঙ্কর দাস দীপ'র মৃত্যুর খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ বিভিন্ন মিডিয়ায় পৌঁছার পর সিলেটজুড়েই নেমে এসেছে শোকের ছায়া।

মালয়েশিয়ায় গিয়ে হার্ট অ্যাটাকে মারা গেলেন পিতা মাতার আদরের বড়ো ছেলে দীপঙ্কর দাস দীপ। বুধবার (১২ নভেম্বর) ভোরে সেখানের এক হাসপাতালে মারা যান একুশ বছরের এই তরুণ।উচ্চ শিক্ষার জন্য গত মাসেই মালয়েশিয়া গিয়েছিলেন সিলেটের গোপালটিলার বাসিন্দা দীপ।

দীপের আকস্মিক মৃত্যুতে তার স্বজন-বন্ধুদের পাশপাশি সাধারণ মানুষজনও দীপের এমন মৃত্যুতে আফসোস করছেন। পাশপাশি সকলেরই প্রশ্ন কবে দেশে ফিরবে দীপের মরদেহ।

দীপের পরিবার সিলেটের গোপালটিলায় থাকেন। তবে তাদের মূল বাড়ি হবিগঞ্জের বাহুবলের পুটিজুড়িতে । তার বাবা দিব্যোজ্যোতি দাস। দুই ভাইয়ের মধ্যে বড় দীপ।দীপের মৃত্যুর খবরে তার বন্ধু ও স্বজনদের অনেকে বুধবার দিনভর তাদের গোপালটিলার বাসায় ভীড় করেন।

তবে দীপের মরদেহ কবে ফিরবে তা নিশ্চিত করে জানাতে পারেননি কেউ। শোকে মূহ্যমান দীপের বাবা-মায়ের সাথেও কথা বলাও সম্ভব হয়নি। তবে দীপের বন্ধুরা জানিয়েছেন, সব প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ দেশে আসতে ২/৩ দিন সময় লাগবে।

দীপের ঘনিষ্ট ও সিলেটের আরেক কন্টেন্ট ক্রিয়েটর নুরুল আমিন জনি জানিয়েছেন, মালেশিয়ায় কথা বলেছি দীপের পাশের ভাইয়ের সাথে। উনি বলেছেন সকল কাগজ পত্রের কাজ প্রায় শেষ।
সব কিছু ঠিক থাকলে আগামী ২দিনের ভিতর আমাদের দীপ দেশে পৌছাবে।

বুধবার রাতে দীপের পরিবারকে স্বান্তনা দিতে তাদের বাসায় ছুটে আসেন সিলেট-১ আসনে জামায়াতের প্রার্থী মাওলানা হাবীবুর রহমান। তাদের বাসা থেকে বেরিয়ে হাবীবুর রহমান বলেন, লাশ দেশে আনার প্রস্তুতি শুরু করেছে পরিবার। এ ব্যপোরে কোন সহায়তা লাগবে আমরা তা করতে প্রস্তুত আছি।

আর সিলেট-১ আসনের বিএনপির প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বিকেলে জানিয়েছেন, মালয়েশিয়ায় দীপের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। দ্রুতই তার লাশ দেশে আসবে। এবং দেশে তাঁর কৃত্যানুষ্ঠান সম্পন্ন হবে।

Address

Robinson Avenue
Toronto, ON

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sylhet To Canada posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sylhet To Canada:

Share