CBN24

CBN24 CBN24 cbn24.ca কানাডার ২৪ ঘণ্টার সংবাদ জানায় বাংলায়

৫ আগস্ট ২০২৪। গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই ...
23/11/2025

৫ আগস্ট ২০২৪। গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই আওয়ামী সমর্থক তারকাদেরকে ‘ফ্যাসিস্টের দোসর’ আখ্যা দিয়ে অনেকটাই কোণঠাসা করে ফেলা হয়। ফলে আওয়ামী সমর্থক বেশিরভাগ তারকা চলে যান আড়ালে, কেউ কেউ পাড়ি জমিয়েছেন বিদেশেও।

বিনোদন দুনিয়ায় আলোচিত ‘ফ্যাসিস্টের দোসর’ তকমা পাওয়া তারকাদের নিয়ে নতুন করে শুরু হয়েছে আলোচনা। রাজনৈতিক পটপরিবর্তনের পর বিগত আওয়ামী সরকারের আমলে ক্ষমতাসীনদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এই তারকারা এখন রয়েছেন নাজুক অবস্থায়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, একসময় রাজনৈতিক সভা-মঞ্চে নিয়মিত উপস্থিতি ও প্রচারাভিযানে অংশ নেওয়া কয়েকজন তারকা বর্তমানে পর্দার আড়ালে চলে গেছেন। কেউ কেউ বিদেশে অবস্থান করছেন, আবার কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে সীমিত উপস্থিতি বজায় রাখছেন। অন্যদিকে, কয়েকজন আবার অভিনয় বা ব্যক্তিগত ব্যবসায় মনোযোগী হয়েছেন।

চলুন জেনে নেওয়া যাক, কোন তারকারা ফ্যাসিস্টের দোসর হিসেবে পরিচিতি লাভ করেছেন-

জুলাই বিপ্লবে শিক্ষার্থী ও সারা দেশের সাধারণ মানুষের সঙ্গে একাত্মতা প্রকাশ করে শোবিজ তারকারাও যখন রাজপথে নেমে এসেছিলেন, ঠিক তখন শোবিজে দেখা যায় বিভক্তি। শিল্পীদের একটি অংশ শিক্ষার্থীদের সঙ্গে রাজপথে থাকলেও, আরেক দল শেখ হাসিনা সরকারের পাশে দাঁড়িয়ে আওয়ামী লীগের প্রতি সমর্থন জানিয়েছিল।

চব্বিশের গণ-অভ্যুত্থানে ১৮ জুলাই রাজধানীর রামপুরায় বিটিভি ভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় চোখের জল ধরে রাখতে পারেননি শিল্পীদের একাংশ। বিটিভিতে আগুন দেওয়ার প্রতিবাদ জানাতে চব্বিশের ১ আগস্ট বিটিভি প্রাঙ্গণে হাজির হন সংস্কৃতি অঙ্গনের আওয়ামীপন্থি একঝাঁক তারকাশিল্পী। তাদের মধ্যে ছিলেন অভিনেতা ফেরদৌস, রিয়াজ, আজিজুল হাকিম, অভিনেত্রী নিপুণ, সোহানা সাবা, রোকেয়া প্রাচী, জ্যোতিকা জ্যোতি, নূনা আফরোজ, কণ্ঠশিল্পী শুভ্রদেব, নির্মাতা এসএ হক অলীক, প্রযোজক খোরশেদ আলম খসরুসহ আরও অনেকে। তাদের হাতে ছিল বিভিন্ন স্লোগানসংবলিত ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড। অগ্নিকাণ্ডে বিটিভির ক্ষয়ক্ষতি দেখে তাদের অনেকে অঝোরে কেঁদেওছিলেন। এর আগেও শেখ হাসিনার সমর্থনে বিটিভি ভবন পরিদর্শন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু, সারা যাকের, পিযূষ বন্দ্যোপাধ্যায়, গোলাম কুদ্দুস, ঝুনা চৌধুরী, গণমাধ্যম ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগর ও শাইখ সিরাজ প্রমুখ।

তাদের এই কান্না নিয়ে সেসময় প্রচুর সমালোচনা হয়েছিল, যা এখনো চলমান রয়েছে। গণঅভ্যত্থানের স্বপক্ষের লোকজন তাদেরকে ফ্যাসিস্টের দোসর আখ্যা দিয়ে বলতে থাকে, ‘নিহত ছাত্র-জনতার জন্য তাদের চোখে কোনো পানি ছিল না। তাদের চোখের পানি গড়িয়েছে ইট-পাথরের দেওয়ালের জন্য।’

শুধু তাই নয়, আওয়ামীপন্থি সেসব শিল্পী খুলেছিলেন ‘আলো আসবেই’ নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ। এ গ্রুপে দুই শতাধিক সংস্কৃতি কর্মী ছিলেন। যারা জুলাই বিপ্লবের পুরোটা সময় শেখ হাসিনার পক্ষ নিয়ে জুলাই আন্দোলনের বিরোধিতা করে গেছেন। সাবেক তথ্যপ্রতিমন্ত্রী আরাফাতের সমন্বয়ে এ গ্রুপের অ্যাডমিন ছিলেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও অভিনেতা ফেরদৌস আহমেদ, রিয়াজ, সাজু খাদেম ও অভিনেত্রী শামীমা তুষ্টি। গ্রুপের অন্য সদস্যদের মধ্যে ছিলেন- অভিনেত্রী অরুণা বিশ্বাস, তানভীন সুইটি, জ্যোতিকা জ্যোতি, রোকেয়া প্রাচী, সোহানা সাবা, সুবর্ণা মুস্তাফা, বিজরী বরকতুল্লাহ, স্বাগতা, শমী কায়সার, আশনা হাবীব ভাবনা, উর্মিলা শ্রাবন্তী কর, হৃদি হক, দীপান্বিতা মার্টিন, নূনা আফরোজ, মেহের আফরোজ শাওন, সঙ্গীতা মেখাল, শাহনূর, অভিনেতা আজিজুল হাকিম, রওনক হাসান, জামশেদ শামীম, খান জেহাদ, ফজলুর রহমান বাবু, আশরাফ কবীর, সাইমন সাদিক, জায়েদ খান, ঝুনা চৌধুরী, লিয়াকত আলী লাকি, সাইফ খান, স্মরণ সাহা, সায়েম সামাদ, মিলন ভট্ট, নির্মাতা বদরুল আনাম সৌদ, মাসুদ পথিক, জুয়েল মাহমুদ, মুশফিকুর রহমান গুলজার, এসএ হক অলীক প্রমুখ। এদের মধ্যে অনেকেই এখনো ফেসবুকে সক্রিয়ভাবে ও প্রকাশ্যে জুলাই আন্দোলনের বিরোধিতা করছেন।

অভিনয়শিল্পী সংঘের সভাপতি অভিনেতা আহসান হাবিব নাসিম ও সাধারণ সম্পাদক অভিনেতা রওনক হাসান কোটা সংস্কার আন্দোলনের নামে মুক্তিযোদ্ধাদের অসম্মান করা হচ্ছে, এমন দাবি করে বিবৃতি দিয়ে প্রকাশ্যে শেখ হাসিনার পাশে দাঁড়িয়েছিলেন। এ ছাড়া অনেকেই শেখ হাসিনার পদত্যাগের ‘এক দফা দাবি মানি না’ বলেও ফেসবুকে পোস্ট করেছেন।

এ ছাড়া আন্দোলনে বেশ কিছু তারকাশিল্পী ছিলেন নীরব ভূমিকায়। এর মধ্যে রয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী, মীর সাব্বির ও অভিনেত্রী তারিন জাহানও, নুসরাত ফারিয়া তো স্বয়ং হাসিনার রূপেই আবির্ভূত হয়েছিলেন। এ তালিকায় ছিলেন চিত্রনায়ক আরেফিন শুভও।

চলুন এবার জেনে নেওয়া যাক- ‘ফ্যাসিস্টের দোসর’ তকমা পাওয়া এই তারকারা এখন কে কোথায় রয়েছেন-

আওয়ামীপন্থী বেশিরভাগ তারকায় এখন রয়েছেন অনেকটা আত্মগোপনে। কেউ কেউ চুপি চুপি কাজও করছেন। আবার অনেকেই ইতোমধ্যে পাড়ি জমিয়েছেন বিদেশের মাটিতে। দুয়েকজনকে যেতে হয়েছে জেল হাজতেও।

আওয়ামী লীগের সংসদ সদস্য চিত্রনায়ক ফেরদৌস ভারতে পাড়ি জমিয়েছেন বলে জোর গুঞ্জন রয়েছে। অপর দিকে জায়েদ খান পাড়ি জমিয়েছেন আমেরিকায়। শুধু জায়েদ খান নয়, আমেরিকায় পাড়ি জমিয়েছেন চিত্রনায়ক সাইমন সাদিক, মাহিয়া মাহি, পিকলু খান, এসএহ হক অলিকসহ আরও বেশ কয়েকজন তারকা।

চিত্রনায়িকা নিপুণ রয়েছেন দেশেই। মাঝে বিদেশে পাড়ি জমাতে চাইলেও বিমান বন্দরে তাকে আটকে দেওয়া হয়। শেষে ফিরে আসেন।

রোকেয়া প্রাচী দেশেই রয়েছেন- শুধু তাই নয়, আবির্ভূত হয়েছেন সাহসী নারীর ভূমিকায়। রোকেয়া প্রাচী সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের পক্ষে সোচ্চার রয়েছেন। অন্তর্বর্তী সরকারের নানা সমালোচনাতেও সিদ্ধহস্ত তিনি।

এদিকে ‘মুজিব: একটি জাতির রুপকার’ সিনেমায় শেখ হাসিনার চরিত্রে অভিনয় করা নুসরাত ফারিয়াকে সম্প্রতি গ্রেপ্তার করা হয়েছিল। পরে তাকে ছেড়েও দেওয়া হয়।

শুধু তাই নয়, আলো আসবেই গ্রুপের সোহানা সাবা ও মেহের আফরোজ শাওনকে গোয়েন্দা পুলিশ ধরে নিয়ে গিয়েছিল। পরে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। দুজনেই এখন ঢাকায় রয়েছেন, এবং দুজনেই নানা অসংগতির বিরুদ্ধে সোচ্চার ভুমিকা পালন করছেন।

অপরদিকে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে শিল্পকলা একাডেমির পরিচালকের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তিনি এখন দেশেই অবস্থান করছেন। এদিকে আওয়ামী লীগের সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ বেগম দেশেই ছিলেন। সম্প্রতি তাকে গ্রেপ্তার করা হয়েছে।

আওয়ামী লীগের সভাসমাবেশে সক্রিয় ছিলেন চিত্রনায়ক রিয়াজ। গত বছরের ৭ আগস্ট তিনি বিদেশে চলে যাওয়ার চেষ্টা করেছিলেন বলে খবর পাওয়া যায়। কিন্তু বিমানবন্দর থেকে তাকে ফেরত পাঠানো হয়, এমন একটি প্রতিবেদন সে সময় বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছিল। এরপর আর প্রকাশ্যে দেখা যায়নি তাকে। তিনি কোথায় আছেন, কেমন আছেন- জানা যায়নি কিছুই। একটি বিশেষ সূত্রের খবর, রিয়াজ ঢাকাতেই আছেন। তবে প্রকাশ্যে আসছেন না।

‘আলো আসবেই’ গ্রুপে যুক্ত ছিলেন চিত্রনায়িকা অরুণা বিশ্বাস। আর সেখানে তার পরামর্শ ছিলো, ছাত্রদের ওপর গরম পানি ছিটানোর। এসব কথার স্ক্রিনশট ভাইরাল হলে তীব্র সমালোচনার সৃষ্টি হয় অভিনেত্রীকে ঘিরে। এরপর দেশের পট পরিবর্তন হলে গোপনে কানাডা পাড়ি দেন অরুণা বিশ্বাস- এমনই খবর মেলে। এখন পর্যন্ত সেখানেই অবস্থান করছেন বিতর্কিত এই অভিনেত্রী। জানা গেছে, বহু বছর আগে থেকেই তিনি কানাডার নাগরিকত্ব পেয়েছেন। সেখানে শুধু তিনি একাই নন, তার মা, ছেলে, ভাই ও তার পরিবার স্থায়ীভাবে বসবাস করেন।

আওয়ামী লীগের কেন্দ্রীয় মহিলাবিষয়ক উপ-কমিটির সদস্য ছিলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী উর্মিলা শ্রাবন্তী কর। আওয়ামী লীগ ঘনিষ্ঠ ও গ্রেফতারকৃত সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসানের অবৈধ ব্যবসার সঙ্গে উর্মিলার জড়িত থাকার অভিযোগ ওঠে। ঘটনার পর থেকে উর্মিলা শ্রাবন্তী কর আত্মগোপনে রয়েছেন এবং তার মোবাইল ফোন বন্ধ আছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক উপ-কমিটির সদস্য ছিলেন জনপ্রিয় অভিনেত্রী শমী কায়সার। ছিলেন ই-ক্যাবের সভাপতিও। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় করা একটি হত্যাচেষ্টা মামলায় ২০২৪ সালের ৫ নভেম্বর রাতে উত্তরার বাসা থেকে আটক করা হয় শমী কায়সারকে। গত ১১ আগস্ট হাইকোর্ট তাকে জামিন দেয়। এখন দেশেই রয়েছেন তিনি।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নেত্রী ছিলেন জনপ্রিয় অভিনেত্রী তারিন জাহান। সরকার পতনের পর থেকেই আড়ালে রয়েছেন তিনি। খবর রয়েছে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে দেশ থেকে পালিয়ে আত্মগোপনে রয়েছেন। যদিও অপর একটি সূত্র জানিয়েছে, দেশেই আত্মগোপনে রয়েছেন তারিন। অভিনেত্রীর অবস্থান নিশ্চিত না হওয়া গেলেও নিয়মিত ফেসবুকে সরব তিনি। প্রতিনিয়ত সরকারবিরোধী পোস্ট করেন নিজের ফেসবুকে।

‘মুজিব-একটি জাতির রূপকার’ সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করে চিত্রনায়ক আরিফিন শুভও বনে যান ফ্যাসিস্টের দোসর। তিনি দেশেই রয়েছেন, কাজও করছেন। তবে তার পূর্বাচলের সরকারি বরাদ্দের প্লটটি বাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকার।

আওয়ামী ঘরানার অনেক জনপ্রিয় তারকা দেশে থাকলেও ইদানিং কাজ পাচ্ছেন না তারা। রাজনৈতিক কারণে অনেক জনপ্রিয় তারকা কোণঠাসা হওয়ায় অনেকটাই থমকে গেছে শোবিজ অঙ্গন। অনেকেই মন্তব্য করেছেন— তারকাদের রাজনীতিতে অংশ নেওয়া ঠিক নয়। তবে যেটাই হোক না কেন, সব ধরনের প্রতিবন্ধকতা দূর করে সবার অংশগ্রহণে আবারও চাঙা হয়ে উঠুক শোবিজ অঙ্গন— এমনটাই প্রত্যাশা বিনোদনপ্রেমীদের।

#সুদীপ্ত সাইদ খান

বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে যে ইতিবাচক পরিবর্তনের ধারা তৈরি হচ্ছে, এই প্রেস বিজ্ঞপ্তি তারই একটি উজ্জ্বল উদাহরণ। আশা ক...
19/11/2025

বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে যে ইতিবাচক পরিবর্তনের ধারা তৈরি হচ্ছে, এই প্রেস বিজ্ঞপ্তি তারই একটি উজ্জ্বল উদাহরণ। আশা করি, ভবিষ্যতে যে দলই ক্ষমতায় আসুক না কেন—তারা এই ইতিবাচক ও গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির চর্চা অব্যাহত রাখবে এবং আরও সমৃদ্ধ করবে।

আওয়ামী লীগের মন্ত্রী, উপদেষ্টা ও নেতাদের কিংবা ওই সময়ের উচ্চপদস্থ কর্মকর্তাদের ফোনকলের রেকর্ড আপনারা অনেকেই শুনেছেন। এক...
19/11/2025

আওয়ামী লীগের মন্ত্রী, উপদেষ্টা ও নেতাদের কিংবা ওই সময়ের উচ্চপদস্থ কর্মকর্তাদের ফোনকলের রেকর্ড আপনারা অনেকেই শুনেছেন।

একটা জিনিশ খুব কমন। শেখ হাসিনাকে কেউ কিছু বলতে পারছেন না। ভয় পাচ্ছেন। এ ওকে বলছেন আপনি বলেন, ও একে বলছেন, আপনি বলুন। কেউ বলতে পারছেন না। এই ভয়টা কীসের?

শেখ হাসিনা সবার কাছ থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছিলেন। করোনার সময় বছর দুয়েক নাকি তিন চারজন ছাড়া শেখ হাসিনার চেহারা কেউ সরাসরি দেখেনি।

আওয়ামী লীগের বেশিরভাগ লোক জানতো না, শেখ হাসিনা কীভাবে ক্ষমতা টিকিয়ে রেখেছেন। তারা শুধু জানতো সব সমস‍্যার সমাধান তাদের নেত্রীর কাছে আছে।

একটা অদৃশ‍্য ক্লোজ সার্কেল মেনটেন করতেন তিনি।
এই সার্কেলের বেশিরভাগ লোককে আওয়ামী লীগাররাও চিনতো না। এই সার্কেলে পেশাদার খুনিরা ছিলেন। শেখ হাসিনাসহ পুরো সার্কেলকে সবাই ভয় পেত। সাধারণ মানুষের চেয়ে বেশি ভয় পেত।
জুলাই আগস্ট আন্দোলন শেখ হাসিনা সামাল দিতে পারবেন না, এটা আওয়ামী লীগের কেউ শেষ দিন পর্যন্ত ভাবেনি।

তিনি যেদিন থেকে মানুষ মারা শুরু করলেন সেদিন থেকে অনেক নেতা নাকি ভেবেছিলেন, একটা নতুন ধরনের শাসনব্যবস্থার সূত্রপাত ঘটেছে। দমনমূলক এই ব‍্যবস্থা চলবে আগামী পাঁচ বছর।

হাজার খানেক ছাত্রজনতা ১২/১৪ দিনে শহীদ হওয়ার পর আওয়ামী ঘনিষ্ঠ একজন সাংবাদিককে আমি ফোন দিয়েছিলাম। বলেছিলাম, ভাই এত হত‍্যা করে কি ক্ষমতায় থাকা যায়?

তিনি বলেছিলেন, একজন উচ্চপদস্থ ব‍্যক্তি শেখ হাসিনাকে হত‍্যাকাণ্ড বন্ধের পরামর্শ দিতে গিয়েছিলেন। কথা শুনে শেখ হাসিনা তাকে বের করে দিয়েছিলেন।
ওই সাংবাদিককে ওই ব‍্যক্তি বলেছিলেন, শেখ হাসিনা শেষ দিকে রক্তের নেশায় আসক্ত হয়ে পড়ছিলেন।
তাকে অত‍্যধিক শান্ত মনে হতো। স্বভাবসুলভ প্রগলভতা বা ক্ষেপে যাওয়ার বদলে আস্তে আস্তে অল্প কথা বলতেন।

কেউ কেউ মনে করতেন, শেখ হাসিনা পাগল হয়ে গিয়েছেন। কী এক অজানা প্রতিহিংসা তার ওপর ভর করেছে।

@ মাহবুব মোর্শেদ

বাবা হাউমাউ করে কাঁদছে আর অস্বাভাবিক আচরণ করতেছে, কি হয়েছে এখনো বুঝে উঠতে পারতেছে না, কোনো সেন্স নাই। বড় ভাই নির্বাক।মর্...
14/11/2025

বাবা হাউমাউ করে কাঁদছে আর অস্বাভাবিক আচরণ করতেছে, কি হয়েছে এখনো বুঝে উঠতে পারতেছে না, কোনো সেন্স নাই। বড় ভাই নির্বাক।

মর্মান্তিক এক ঘটনা ঘটে গেছে গতকাল রাতে।

মিরপুরের ৩ বন্ধু; সাইয়াফ, নাহিয়ান ও অজ্ঞাত আরেকজন। ৩ বন্ধুকে টাকার লোভ দেখিয়ে পলাতক লীগের একটা গ্রুপ কনভিন্স করায় বাসে আগুন দেবার জন্য।

লোভে পড়ে ৩ জনই রাজি হয়ে যায়। কথা ছিলো সেই টাকা দিয়ে তিন বন্ধু মিলে করবেন পার্টি!

আব্দুল্লাহ সাইয়াফ মিরপুর নেভাল একাডেমি কলেজের ২য় বর্ষের শিক্ষার্থী, রুদ্র মোহাম্মদ নাহিয়ান ঢাকার স্বনামধন্য একটি ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্র।

চুক্তিমতো রাত সাড়ে ৯টার দিকে মিরপুর বেড়িবাঁধে একটি বাসে আগুন দেয তারা। আগুন দেখে স্থানীয় জনতা ধাওয়া দেয় ৩জনকে।

ধাওয়া খেয়ে বাঁচার জন্য সাইয়াফ নদীতে ঝাঁপ মারে ব্রিজ থেকে। নাহিয়ানকে দৌঁড়ে ধরে ফেলে জনতা। আরেকজন পালিয়ে যায়।

সাঁতার না জানা সাইয়াফ ছটফট করতে করতে নদীতেই ডুবে মৃত্যুবরণ করে।

সামান্য কিছু টাকার লোভে আগুন দিতে গিয়ে নিজের জীবনটাই শেষ করে দিলো এরা।

এরাতো তবুও শিক্ষিত ছেলে-পেলে, লীগ আগুন সন্ত্রাস করে মানুষ পুড়িয়ে মারার জন্য টোকাইদেরকেই বেশি ভাড়া করছে। ককটেল ফুটানোর জন্য জনপ্রতি ৫ হাজার করে দিচ্ছে। ৫০০ করে দিচ্ছে মিছিলে যোগ দিতে। নেশাখোরদের কাছে ৫০০ টাকাই অনেক সারাদিনের নেশার টাকার জন্য।

বিদেশ বসে লুটের টাকা খরচ করতেছে দেশের মানুষকে পুড়িয়ে মারার জন্য। এ কেমন রাজনীতি?

মানুষ পুড়িয়ে মারার রাজনীতিই কি লীগের প্রধান অস্ত্র? ময়মনসিংহে রাতে বাসে আগুন দিয়ে ঘুমন্ত চালককে পুড়িয়ে অঙ্গার করে ফেলেছে লীগ সন্ত্রাসীরা, বিভিন্ন জায়গায় আরো অনেক দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি।

জুলাইয়ে সহস্র মানুষকে খু*ন করেছে, হাজার হাজার মানুষকে পঙ্গু-অঙ্গহারা করে দিয়েছে, এখনো তাদের রক্ত ক্ষুধা মিটেনি। আরো রক্ত চায় তারা। দেশের মানুষের রক্ত আর লাশ দেখা ছাড়া ইন্ডিয়া পলাতক ডাইনিটার ঘুম হয় না।

এরা দেশের মানুষের কাছে নিকৃষ্ট ও ঘৃণার পাত্র হয়েই বেঁচে থাকতে চায়, এদের সংশোধনের সুযোগ নেই।

30/10/2025

আমি বলছিলাম, শেখ হাসিনার ভয়েসটা ক্লোন ভয়েস, রিয়েল না।
হাসিনা হয়ে কথা বলে অন্য কেউ।

স্ট্রোক করার পর তার একে তো মুখ বাঁকা হয়ে যায়, আর দ্বিতীয়ত সে কোমায় চলে যায়।

ফলে তার যে কথা আমরা শুনি, এগুলো সে না। সেটা পরশু আমার একটা পোস্টে উল্লেখ করি।

পোস্টটা ভাইরাল হওয়ার পর লোকজন এক ধাপ বাড়িয়ে, হাসিনাকে মেরে ফেলে।

যাই হোক, হাসিনা আবারও একটা অডিও দিয়ে বলে - সে বেঁচে আছে। তার কোনো অসুখ হয় নাই। গত ৭ মাসে তার কাঁশিও হয় নাই। তাও কিন্তু ভিডিও না, অডিও।

কাল রয়টার্স একটা সাক্ষাৎকার ছাপে হাসিনার।

মজার ব্যাপার হলো, রয়টার্সকে হাসিনা অডিও কলেও সাক্ষাৎকার দেয়নি।

কীভাবে দিয়েছে জানেন?

ইমেইলে।

রয়টার্টাস ইমেইল পাঠিয়েছে,
হাসিনা মেইলের রিপ্লাই করে তার উত্তর পাঠিয়েছে।

রয়টার্সকে ইভেন অডিও সাক্ষাৎকারও সে দেয়নি।

নেতাকর্মীদের যে অডিও দিয়ে সে কথা বলে, রয়টার্সকে সেই অডিও দেয়ার সাহসও সে করেনি।

কী মনে হয়? কেন?

Collected!

২০১৩ সালের ৪ ডিসেম্বর, ঐদিন শুধু সাজেদুল ইসলাম সুমনকে র‍্যাব বসুন্ধরার একটা বাসা থেকে তুলে নেয়নি, তুলে নিয়ে গিয়েছে সুমনে...
24/10/2025

২০১৩ সালের ৪ ডিসেম্বর, ঐদিন শুধু সাজেদুল ইসলাম সুমনকে র‍্যাব বসুন্ধরার একটা বাসা থেকে তুলে নেয়নি, তুলে নিয়ে গিয়েছে সুমনের আরো ৫ বন্ধুকে। এছাড়া ও ঐ রাতেই শাহীনবাগ এলাকা থেকে তুলে নিয়ে যাওয়া হয় আরো দুই বিএনপি নেতাকে। যারা কেউই আর ফেরেনি।

সাজেদুল ইসলাম সুমন ছিলেন ঢাকা মহানগর ২৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। সুমনের ছিলো দুই মেয়ে, গুম হবার সময় ছোট মেয়েটার বয়স ছিলো ২ বছর। মেয়েটা এখনো বিশ্বাস করে ওর বাবা মালিবাগের ওদের অন্য বাসায় গিয়েছে, ওর বাবা ফিরবে। সুমনের বাবা নেই, মা সুমনকে হারিয়ে পাগলপ্রায়।

সুমনের মায়ের ডাকের সাথে এমন শত শত মায়ের ডাক শুনতে পেয়ে সাজেদুল সুমনের বোন, আজ থেকে ১২ বছর পূর্বে গুম হওয়া পরিবারের সদস্যদের নিয়ে প্রতিষ্ঠা করে "মায়ের ডাক" নামক প্রতিষ্ঠান। যে প্রতিষ্ঠান গুম হয়ে যাওয়া প্রতিটি পরিবারের হয়ে দেশে বিদেশে সংবাদ সম্মেলন, মানবন্ধন সহ নানা প্রতিবাদ কর্মসূচি চালিয়ে গিয়েছে। " গুম হওয়া পরিবার গুলোর আর্তনাদ এই সংগঠন পৌছে দিয়ে আন্তর্জাতিক মহল পর্যন্ত। স্বয়ং আমেরিকার রাষ্ট্রদূত, জাতিসংঘের প্রতিনিধি সানজিদা তুলির বাসায় "মায়ের ডাকের " কার্যালয়ে সফর করেছে।

সেই সানজিদা তুলি ঢাকা ১৪ আসনে ধানের শীষের প্রার্থী। সানজিদা তুলি হয়তো আর্থিক দিক দিয়ে তার নিকটতম প্রার্থীগুলোর থেকে অনেক পিছিয়ে, কিন্তু তার সংগ্রাম অন্য সব প্রার্থীর থেকে যোজন যোজন এগিয়ে।

বিবিসি বাংলা: আপনি জুলাইয়ের সময়ের কথা বলছিলেন। সে সময়ের হত্যাকাণ্ডের কথা বলছিলেন। সেই জুলাই গণভুত্থানে ক্ষমতাচ্যুত আওয়াম...
07/10/2025

বিবিসি বাংলা: আপনি জুলাইয়ের সময়ের কথা বলছিলেন। সে সময়ের হত্যাকাণ্ডের কথা বলছিলেন। সেই জুলাই গণভুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ব্যাপারে আপনার আপনাদের বা বিএনপির অবস্থানটা কী আসলে?

তারেক রহমান: দেখুন, আমি ১৭ বছর যাবত প্রবাস জীবনে আছি। ওয়ান ইলেভেন, তথাকথিত ওয়ান ইলেভেন সরকারের সময় যেই শারীরিক নির্যাতন আমার উপরে হয়েছিল তারপরে চিকিৎসার জন্য আমি এই দেশে আসি।

আমি যখন এখানে আসি, আমার ভাইকে আমি রেখে এসেছিলাম ছোট ভাইকে। আমি যখন এই দেশে আসি আমার সুস্থ মাকে আমি রেখে এসেছিলাম। একটি ঘর রেখে এসেছিলাম। যেই ঘরে আমি এবং আমার ছোট ভাই বড় হয়েছি। যেই ঘরে আমার বাবার স্মৃতি ছিল। যেই ঘরে আমাদের দুই ভাইয়ের সন্তানরা জন্মগ্রহণ করেছিল। যেই ঘরে আমার মায়ের বহু স্মৃতি ছিল।

সেই স্মৃতিগুলোকে ভেঙে চুড়ে ধুলায় মিশিয়ে দেওয়া হয়েছে। যে ভাইকে আমি রেখে এসেছিলাম সেই ভাই এখন আর নেই। যেই সুস্থ মাকে রেখে এসেছিলাম সেই সুস্থ মা এখন সুস্থ নেই। শুধু অসুস্থই নন, উনার উপরে মানসিক এবং শারীরিক নির্যাতনও করা হয়েছে।

আমি আমার পরিবারের যেই কাহিনী আপনাদের সামনে তুলে ধরলাম। এটিকে আপনারা কাহিনী বলুন, বা সংগ্রাম বলুন যেটাই বলুন না কেন, এটি শুধু আমার কাহিনী না, বা আমার পরিবারের কাহিনী না। এরকম কাহিনী বাংলাদেশের শত না, হাজার হাজার পরিবারের।

যে পরিবারের বাবা, যে পরিবারের ভাই, যে পরিবারের স্বামী তার ঘরবাড়ি ধ্বংস করে দেওয়া হয়েছে, হ্যান্ডকাফ পারা অবস্থায় হাসপাতালের বারান্দায় মারা গিয়েছে, তা না হলে হ্যান্ডকাফ পারা অবস্থায় জেলের ভিতরে মারা গিয়েছে, সহায় সম্পত্তি ধ্বংস করে দেওয়া হয়েছে- এই সকল অন্যায়, এই সকল হত্যা, এই সকল নির্যাতনের জন্য যারা দায়ী, যারা এসবের হুকুম দিয়েছে, তাদের প্রত্যেকের বিচার হতে হবে।

এটি প্রতিশোধের কোন বিষয় নয়। এটি ন্যায়ের কথা। এটি আইনের কথা। অন্যায় হলে তার বিচার হতে হয়। কার সম্পর্কে কী মনোভাব সেটি গুরুত্বপূর্ণ নয়

সূত্র: বিবিসি বাংলা

বুদ্ধিমানরা কখনো সব জায়গায় হিরো সাজতে যায় না। বাংলাদেশের প্রত্যেকটা ব্যাটসম্যানের সাইফের আজকের এই ইনিংস থেকে অনেক কিছু শ...
05/10/2025

বুদ্ধিমানরা কখনো সব জায়গায় হিরো সাজতে যায় না। বাংলাদেশের প্রত্যেকটা ব্যাটসম্যানের সাইফের আজকের এই ইনিংস থেকে অনেক কিছু শিখার আছে।

১৫ তম ওভারে রশিদ খান যখন বল করতে আসে তখন বাংলাদেশের ১০৯ রান। জিততে আরও ৩৫ রানের প্রয়োজন। সাইফ রশিদ খানকে সুযোগ না দিয়ে পুরো ওভারটা মেইডেন দিলেন। রশিদকে একবারের জন্য ও হিট করতে যান নাই। রশিদকে চার ছক্কা মেরে হিরো সাজতে গিয়ে দলকে বিপদে ফেলে দিয়ে আসেন নাই।

সাইফের প্রতি বিরক্ত হয়ে রশিদ তার ওভার শেষে সাইফকে স্লেজিং ও করেছিলো। সাইফ জানতো তার স্ট্রং জোন কোথায়। যখন পেসাররা আসলো তখন সে তার হিরো গিরি দেখিয়ে দিলো। এটাকেই বলে প্রপার গেইম সেন্স। বাংলাদেশের খুব কম প্লেয়ারদের দেখেছি এমন ম্যাচিউরিটি দেখাতে।

রশিদকে টানা ৬টা ডট দেওয়ার পরেও সাইফ ১৬৮.৪২ স্ট্রাইক রেটে ৬৪ রান করেছে। সাইফের আজকের ইনিংসটা আমাকে মুগ্ধ করেছে। সাইফ যেন হারিয়ে না যায় এবং আমাদেরকে যেন হতাশার সাগরে না ভাসায় সেটাই এখন প্রার্থনা।

গর্ব আমাদের একজন Shahidul Alam আছেন, যে বীরের মতো পতাকা হাতে নিয়ে দেশের নাম উজ্জ্বল করেছে। ❤️🇧🇩
03/10/2025

গর্ব আমাদের একজন Shahidul Alam আছেন, যে বীরের মতো পতাকা হাতে নিয়ে দেশের নাম উজ্জ্বল করেছে। ❤️🇧🇩

29/09/2025

NCP Diaspora Alliance Canada

সাকিব ফ‍্যানবয়রা আজ কোন দিকে যাবে ঠিক বুঝতে পারছে না। বেটিং করে ক্রিকেট থেকে নিষিদ্ধ হওয়া, সোনা চোরাচালান ও শেয়ার বাজার ...
28/09/2025

সাকিব ফ‍্যানবয়রা আজ কোন দিকে যাবে ঠিক বুঝতে পারছে না। বেটিং করে ক্রিকেট থেকে নিষিদ্ধ হওয়া, সোনা চোরাচালান ও শেয়ার বাজার কেলেঙ্কারি করে কোটি কোটি টাকা উর্পাজন করা সাকিবের রাজনীতিতে আসার মূল কারণ ছিলো দুটি - টাকার প্রতি সীমাহীন লোভ এবং তার কালো টাকাকে সুরক্ষিত রাখা। সে ভালো ক্রিকেটার ছিলো কিনা এই আলোচনা এই খানে অপ‍্রাসঙ্গিক। খুনী স্বৈরাচারীণীর জন্ম দিনের শুভেচ্ছা জানানোর মত এইরকম নীতিহীন ও বিবেকহীন কাজ এই ধরণের লোভীর পক্ষেই সম্ভব।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে গা*জায় গণহ*ত্যাকারী নেতানিয়াহুর ভাষণের সময় ওয়াকআউট করে বাংলাদেশসহ অধিকাংশ দেশ।
26/09/2025

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে গা*জায় গণহ*ত্যাকারী নেতানিয়াহুর ভাষণের সময় ওয়াকআউট করে বাংলাদেশসহ অধিকাংশ দেশ।

Address


Alerts

Be the first to know and let us send you an email when CBN24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to CBN24:

  • Want your business to be the top-listed Media Company?

Share

CBN

CBN, কানাডায় বাংলাদেশের মুখপত্র

www.cbn24.ca

E-mail: [email protected]