08/10/2024
অনেক দিন ধরে একটা কথা বলতে খুব ইচ্ছে করছে। আজকে বলতেই হবে আর চেপে রাখতে পারলাম না অনেক দিন হলো স্কুল জীবন শেষ করেছি। সরি কেউ আবার ভাব্বেন না পড়ালেখা শেষ করে বুড়ো কাকু একটা আমি😅। বিষয় টা তা না আমি আসলে পড়া লেখা বাদ দিছি ক্লাস 9এই। তো টপিকে ফেরা জাক☺️।স্কুলে জেই সময় কাটিয়েছি তা আসলেই অমূল্য। আপনার জিবনের জমানো সব অর্থ দিয়েও হইতো আর তা খুজে পাওয়া সম্ভব হবে না😄। কিন্তু এখানে একটা মজার বিষয় জানেন কি 😄। আমি আমার লাইফে সুধু একটা স্কুল থেকে বিদায় নিছি। তবুও ক্লাস 5এই প্রাইমারি শিক্ষার পর। এখন আপনারা হইতো বলবেন এখানে মজার কি আছে 🙄। আসলে আপনারা ভেবে দেখেন ক্লাস 5এ ছোট ছিলাম তখন হইতো এইসব বিচ্ছেদ বা এমন ইমশোনস কাজ করার কথা না। আর আপনারা আজকের এই ইয়াং জেনারেশনে এসে বিচ্ছেদের স্বাদ টা হইতো অন্য রমক ভাবে পালটে যাবে। কিন্তু একটা কথা কি জানেন। আমি আজ পর্জন্ত কাউকে বিদায় নিয়ে কাদতে দেখিনি😊। কিন্তু আমি অই যে ছোট্ট বেলার ক্লাস 5এর বিদায় তখন পুরো এক রাত না খেয়ে না ঘুমিয়ে কেদে পার করেছিলাম😄। অনেকের কাছে হাস্যকর মনে হতে পারে। কিন্তু তার চাইতে বড়ো কথা কি জানেন? আমি এখনো কারো স্কুল জিবনের বিদায়ের পোস্ট দেখলে ঠিক আগের মতো কাদি বলবো না, কিন্তু অনেকাটা কাদো কাদো অবস্থা হয়ে জাই। আসলে ছোট থেকেই আমার emotions একটু বেশি। তাই নিজের না অন্যের কথা ভেবেই খুব খারাব লাগে প্লাস কান্না চলে আসে 😅। জারা জারা ফুল পোস্ট টা পরছেন তারা সকলেই স্কুল জিবনের কথা এখনো ভোলে নাই😅। তাদের জন্য ভালো বাসা রইলো।
আর Tnx সবাই কে এর বেশি কিছু দেয়ার মতো নাই আমার কাছে emotions ছাড়া😔🥀
আর হে জারা জারা স্কুল জিবনের সৃতি একবার হলেও ফিল করতে চান তাদের জন্য আমি bodmais polapan সাজেস্ট করবো সময় হলে একবার দেখবেন খুব ভালো লাগবে আপনার। মনে পরে যাবে স্কুল জিবনের সব সৃতি😊
আর হে সম্ভব হলে একটি কমেন্টে আপনার স্কুল জিবনের একটি গল্প আমাদের উপহার দিতে পারেন😊🫵