Sumon the Wanderer

Sumon the Wanderer Exploring the world, one adventure at a time. Travel blogger, adventurer, and lover of new places.

09/23/2025

ভ্যাঙ্কুভারের সবচেয়ে সুন্দর জায়গাগুলোর মধ্যে একটি হলো Stanley Park
এই পার্কটা ঘুরে দেখার সবচেয়ে ইউনিক অভিজ্ঞতা হলো ঘোড়ার গাড়িতে (Horse-Drawn Carriage) চড়ে ট্যুর করা

ঘণ্টাখানেকের এই রাইডে দেখা মেলে
পার্কের অসাধারণ প্রকৃতি।

পুরো ভ্লগে শেয়ার করেছি এই ট্যুরের অভিজ্ঞতা আর স্ট্যানলি পার্কের ইতিহাস।

09/16/2025

র‍্যাম্বো ফার্স্ট ব্লাড শুটিং লোকেশন ঘুরে এলাম!

সিলভেস্টার স্ট্যালোনের বিখ্যাত সিনেমা Rambo আসলে শুট হয়েছিল কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার ছোট্ট শহর Hope এ।

এই ভ্লগে দেখবেন:
Hope City – সিনেমার আসল লোকেশন
Othello Tunnels – একশো বছরের পুরনো টানেল, যেখানে শুট হয়েছিল চেজ সিন
Coquihalla River Provincial Park – প্রকৃতির অপরূপ সৌন্দর্য
Alexandra Bridge – ১৮৯৪ সালের ঐতিহাসিক সেতু

পুরো ভ্রমণটা যেন সিনেমার পর্দার ভেতরে ঢুকে যাওয়ার মতো।

ভ্যানকুভার থেকে ঘুরে এলাম Bridal Veil Falls আর Kawkawa Lake, Hope 🌊🏞️ঝরনার পানির ধারা যেন একেবারে বিয়ের ঘোমটার মতো, আর ল...
09/08/2025

ভ্যানকুভার থেকে ঘুরে এলাম Bridal Veil Falls আর Kawkawa Lake, Hope 🌊🏞️

ঝরনার পানির ধারা যেন একেবারে বিয়ের ঘোমটার মতো, আর লেকের শান্ত পরিবেশে সময় কাটানো ছিলো একেবারে অন্যরকম। সাথে ছোট্ট হোপ শহরের ভ্রমণ, যেটা Rambo মুভির শুটিংয়ের জন্য বিখ্যাত।

👉 পুরো ভ্রমণের ভিডিওটা দেখুন এখানে 👇
🎥 https://youtu.be/VJRwC9BzONc

আজকের ভ্লগে আমরা যাচ্ছি ভ্যানকুভার (Vancouver) থেকে হোপ (Hope BC)। পথে ঘুরে দেখেছি –🌊 Bridal Veil Falls – ব্রিটিশ কলম্বিয়ার অন্যতম সুন্দ....

4K তে দেখুন কানাডার ভিক্টোরিয়া ভ্রমন ইউটিউবে। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ❤️
08/27/2025

4K তে দেখুন কানাডার ভিক্টোরিয়া ভ্রমন ইউটিউবে। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ❤️

“ভিক্টোরিয়া ভ্রমণ” | Vancouver থেকে Victoria যাওয়ার এক অসাধারণ অভিজ্ঞতা।এই ভ্লগে থাকছে: • তাওয়াসান টার্মিনাল থেকে সোয়াটসবে প...

4K তে দেখুন সি টু স্কাই গোন্ডোলা ভ্রমন ইউটিউবে। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ❤️
08/21/2025

4K তে দেখুন সি টু স্কাই গোন্ডোলা ভ্রমন ইউটিউবে। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ❤️

আজকের ভ্রমণ আপনাদের নিয়ে যাবে ব্রিটিশ কলাম্বিয়ার অন্যতম আকর্ষণীয় জায়গা Sea to Sky Gondola, Squamish এ।এই যাত্রায় থাকবে –✨ Sky Gondola তে ....

কাওকাওয়া লেক ব্রিটিশ কলাম্বিয়ার হোপ শহরের কাছে এক মনোমুগ্ধকর প্রাকৃতিক লেক। এর চারপাশ জুড়ে পাহাড় আর ঘন সবুজ বন, আর লেকের...
08/20/2025

কাওকাওয়া লেক ব্রিটিশ কলাম্বিয়ার হোপ শহরের কাছে এক মনোমুগ্ধকর প্রাকৃতিক লেক। এর চারপাশ জুড়ে পাহাড় আর ঘন সবুজ বন, আর লেকের পানি এতটাই শান্ত ও স্বচ্ছ যে আকাশ আর গাছের প্রতিচ্ছবি ভেসে ওঠে। এখানে সাঁতার, কায়াকিং, মাছ ধরা বা শুধু লেকের ধারে বসে নিরবতা উপভোগ করার আলাদা এক অনুভূতি।

ওথেলো টানেল ভ্রমণ | ইতিহাস আর সিনেমার রোমাঞ্চ একসাথে!আজ ঘুরে এলাম ব্রিটিশ কলম্বিয়ার এক অসাধারণ স্থান — Othello Tunnels,...
08/06/2025

ওথেলো টানেল ভ্রমণ | ইতিহাস আর সিনেমার রোমাঞ্চ একসাথে!

আজ ঘুরে এলাম ব্রিটিশ কলম্বিয়ার এক অসাধারণ স্থান — Othello Tunnels, যা একদিকে প্রকৃতির অপার সৌন্দর্য আর অন্যদিকে কানাডার রেল ইতিহাসের নিদর্শন।

এই টানেলগুলো ১৯১৪ সালে কানাডিয়ান প্যাসিফিক রেলওয়ের অংশ হিসেবে নির্মাণ করা হয়েছিল Coquihalla Canyon-এর ভেতর দিয়ে ট্রেন চলাচলের জন্য। ভয়ঙ্কর পাহাড়, গর্জন করা নদী আর পাথুরে গিরিখাত পেরিয়ে নির্মাণ করা হয়েছিল এই অবিশ্বাস্য পথ।

এই জায়গাটি বিখ্যাত Sylvester Stallone-এর লিজেন্ডারি মুভি “Rambo: First Blood” (1982)-এর শুটিং লোকেশন হিসেবেও। এখানকার টানেল, রেললাইন আর পাহাড়ি দৃশ্যের মধ্যে দিয়ে দৌড়ে পালাচ্ছিল জন র‍্যাম্বো, আর আমরা আজ সেই পথেই হেঁটে ইতিহাস ছুঁয়ে এলাম।

এ যেন প্রকৃতি, ইতিহাস আর হলিউড একসাথে মিশে থাকা এক জাদুকরী অভিজ্ঞতা! 🏞️

Address

Vancouver, BC

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sumon the Wanderer posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share