
06/08/2025
পৃথিবীর সবচেয়ে সুন্দর বর্ডার – যেখানে সীমান্ত মানেই বন্ধুত্ব! 🇺🇸❤️🇨🇦
কখনো ভেবেছো, একটা সীমান্ত কাঁটাতার, অস্ত্র আর বিভাজনের প্রতীক না হয়ে ভালোবাসা আর সৌন্দর্যের রেখা হয়ে উঠতে পারে?
এই ছবিটার দিকে ভালো করে তাকাও।
বাঁ দিকে Detroit, USA
ডানে Windsor, Canada
আর মাঝখানে শান্তভাবে বয়ে চলা Detroit River —
যেন দুই দেশের হাত ধরে এগিয়ে যাওয়া এক নীল গল্প…
কোনো দেয়াল নেই, যুদ্ধ নেই,
শুধু দুটি শহর—দুই দেশ—দুটি হৃদয়—আর একটি সেতু
যার নাম Ambassador Bridge —
যা প্রতিদিন হাজার মানুষের যাত্রা নয়,
দুই দেশের মৈত্রীর গল্প বয়ে আনে।
📍 এই বর্ডার শেখায়:
"সীমান্ত মানেই বিভাজন নয়,
সীমান্ত মানে একে অপরকে জানার সুযোগ।"
এমন দৃশ্য শুধু চোখে দেখা যায় না,
মনের মধ্যে থেকে যায় আজীবন।
--
🌍 এই বর্ডারটা শুধু পৃথিবীর মানচিত্রে আলাদা দেশ চিহ্নিত করে না,
এটা আমাদের শেখায় কেমন করে দেশ ভিন্ন হলেও মন এক হতে পারে।