Daily Bonyface

Daily Bonyface Bony face news

09/08/2025

১২ আগষ্ট থেকে সারাদেশে ৭২ ঘন্টার পরিবহণ ধর্মঘট ঘোষণা

সারাদেশে ৭২ ঘন্টার পরিবহণ ধর্মঘট ঘোষণা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক শ্রমিক সমন্বয় পরিষদ। সড়ক পরিবহন আইন সংশোধনসহ ৮ দফা দাবিতে আগামী ১২ আগষ্ট সকাল ৬ টা থেকে ১৫ আগষ্ট সকাল ৬টা পর্যন্ত ৭২ ঘন্টা এ পরিবহন ধর্মঘট কর্মসূচি পালিত হবে।
আজ দুপুরে যশোরের বাংলাদেশ পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে এক সভা শেষে এ ঘোষণা দেয়া হয়। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির মহাসচিব সাইফুল আলম এ ঘোষণা দেন।
সভায় বরিশাল, খুলনা বিভাগ ও বৃহত্তর ফরিদপুর অঞ্চলের পরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় উল্লেখ করা হয়, সড়ক পরিবহন আইন-২০১৮ একটি কালো আইন। এ আইনের ৯৮ ও ১০৫ নং ধারাসহ অন্যান্য আমাদের সুপারিশকৃত ধারাগুলি সংশোধন করতে হবে। বাণিজ্যিক মোটরযানের ইকোনমিক লাইফ ২০ ও ২৫ বছর থেকে বৃদ্ধি করে ৩০ বছর পর্যন্ত বিবেচনা করতে হবে। বাজেটে বাণিজ্যিকভাবে চলাচলকারী যানবাহনের উপর আরোপিত দ্বিগুন অগ্রীম ট্যাক্স কমিয়ে পূর্বের ন্যয় বহাল রাখতে হবে।
মেয়াদ উত্তীর্ণ যানবাহন রাস্তা থেকে সরানোর জন্য সহায়ক হিসাবে বাণিজ্যিক রিকন্ডিশন যানবাহন আমদানীর মেয়াদ ৫ বছর থেকে বৃদ্ধি করে ১২ বছর করতে হবে। দূর্ঘটনা কবলিত গাড়ী থানায় আটক হলে ৭২ ঘন্টার মধ্যে মালিকের জিম্মায় দেওয়ার বিধান কার্যকর করতে হবে। মেয়াদ উত্তীর্ণ পুরাতন যানবাহনের জন্য স্ক্র্যাপ নীতিমালা তৈরী করতে হবে। মহাসড়কে তিন চাকার যানবাহন (অটো-টেম্পু, অটোরিক্সা) সহ বি,আর,টি,এ, কর্তৃক অ-অনুমোদনবিহীন হালকা যানবাহনের পৃথক লেনে চলাচলের ব্যবস্থা করতে হবে। এছড়া ড্রাইভিং লাইসেন্স ও নবায়ন দ্রুততার সাথে ডেলিভারী দিতে হবে এবং শ্রমিক ফেডারেশনের ১২ দফা দাবি বাস্তবায়ন করতে হবে।
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের খুলনা বিভাগের সভাপতি আনিসুর রহমান লিটনের সভাপতিত্বে সভায় বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি আব্দুর রহিম বক্স দুদু, মালিক শ্রমিক ঐক্য পরিষদ বরিশাল বিভাগের সাধারণ সম্পাদক ইউসুফ আলী বক্তব্য রাখেন।

সাইফুল আলম, মহাসচিব,
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি কেন্দ্রীয় কমিটি

যশোর সদর হাসপাতালে আয়েশা নামে একজন চিকিৎসাধীন রোগীর মৃ/ত্যু নিয়ে উত্তেজনা। স্বজনের অভিযোগ ডাক্তারের অবহেলায় চিকিৎসাধীন র...
08/08/2025

যশোর সদর হাসপাতালে আয়েশা নামে একজন চিকিৎসাধীন রোগীর মৃ/ত্যু নিয়ে উত্তেজনা। স্বজনের অভিযোগ ডাক্তারের অবহেলায় চিকিৎসাধীন রোগীর মৃ/ত্যু।

যশোর সদর হাসপাতালে আয়েশা নামে একজন রোগীর চিকিৎসাধীন অবস্থায় মৃ/ত্যু হয়েছে। রোগীর স্বজনদের অভিযোগ ডাক্তারের অবহেলায় চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টায় আয়েশার মৃত্যু হয়। এঘটনায় রোগীর স্বজনদের মাঝে উত্তেজনা সৃষ্টি হলে হাসপাতাল কতৃপক্ষ কোতয়ালী মডেল থানায় খবর দিলে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে।

31/07/2025

যশোর মনিরামপুর নেংগুড়াহাট বাজারে ১২নং শ্যামকুড় ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং সদ্য নির্বাচিত সুন্দলপুর মহিলা আলিম মাদ্রাসা কমিটির সদস্য হাজাম মিন্টু ও সুমন জনতার হাতে ক*ট এবং বাকি ২০/২৫ জন মোটরসাইকেল যোগে পালিয়ে যায়,
স্থানীয় বিভিন্ন সূত্রে জানায় তারা বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে সকল প্রকারের অপ*রাধমূলক কর্মকা*ন্ডের সাথে জড়িত

30/07/2025

সংবিধান বাঁচাও দেশ বাঁচাও কে সামনে রেখেই একটি সাংবাদিক সম্মেলন করলেন।

আজ ৩০ শে জুলাই বুধবার, ২৯ শে জুলাই মঙ্গলবার, সংবিধান বাঁচাও ও দেশ বাঁচাও এর দাবি নিয়ে, কলকাতা প্রেসক্লাবে একটি সাংবাদিক সম্মেলন করলেন।

সাংবাদিক সম্মেলন উপস্থিত ছিলেন, প্রখ্যাত সমাজকর্মী শ্রী হর্ষ মান্দার এবং শ্রী নাদিম খান সহ অন্যান্যরা।

তাহারা জানান বিজেপি শাসিত রাজ্যে, বাঙ্গালীদের উপর অমানবিক নির্যাতন, পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার, তাদেরকে মিথ্যা ভাবে বাংলাদেশে নিয়ে গিয়ে আটক করে রাখা, অবিলম্বে বন্ধ হোক।

তাহারা আরো বলেন, যে ধর্মের মানুষ ,যে ভাষার মানুষ ,যে দেশের মানুষ হোক, তাহাদের ভারতবর্ষে থাকার অধিকার আছে, কোনো ভাবে জোর জুলুম করা যাবে না, আজ পরিযায়ী শ্রমিকরা পেটের জ্বালায় বিভিন্ন দেশে কাজ করতে গিয়ে হেনস্তা হচ্ছেন তাদেরকে বাংলাদেশী রোহিঙ্গা বলে জেলে পাঠানো হচ্ছে,

আরো জানান কটক ,ভুবনেশ্বর, পারাদ্বীপে প্রায় ৩২ থেকে ৩৩ লক্ষ বাঙালী বাস করে, তাদের সাথে ভারতের নিবিড় সম্পর্ক রয়েছে,তবে এটাও জানান, হয়তো বাঙ্গালীদের যে নিয়ম তুলে ধরেছেন, তাহাদের মধ্য থেকে রোহিঙ্গাদের আলাদা করতে গিয়ে কিছু অঘটন ঘটতে পারে, তবে সকল বাঙালী রোহিঙ্গা নয়, তাই সেই দিকেও সরকারকে নজর রাখতে হবে, রোহিঙ্গা বলে বিদেশে কাজ করতে যাওয়া পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার করা চলবে না,

একটা কথা জানা দরকার কটকের পরে দ্বিতীয় রাজধানী হচ্ছে কলকাতা, এখানে বিভিন্ন ভাষাভাষির মানুষ বাস করে কিন্তু সেটা শান্তিপূর্ণভাবে, উভয় দেশের সকল মানুষের মিলনস্থল হচ্ছে কলকাতা। সবকিছু মাথায় রেখেই সরকারকে এগিয়ে যেতে হবে,যাতে বাঙালিরা অত্যাচারিত না হয়। সাথে সাথে বাংলা ভাষার দিকে ও নজর রাখতে হবে, বাংলা ভাষা বাদ দিয়ে কোন কিছু সম্ভব পর নয়।

রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ

25/07/2025

যশোর কালেক্টরেট মসজিদ কমপ্লেক্স মার্কেট কাপড় ব্যবসায়ী অ্যাসোসিয়েশনে মঈন উদ্দিন টেনিয়া সভাপতি রূপান্তর প্রতিবেদক: যশোর কালেক্টরেট মসজিদ কমপ্লেক্স মার্কেট কাপড় ব্যবসায়ী অ্যাসোসিয়েশনে মঈন উদ্দিন টেনিয়া সভাপতি নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বি দুজন প্রার্থীই সমান ভোট পেয়েছেন। শুক্রবার সংগঠনটির নির্বাচনে ভোট গণনার শেষে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা তালবাড়িয়া ডিগ্রি কলেজের ভূগোল বিভাগের সহকারি অধ্যাপক ইবাদত হোসেন। এ সময় উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মোহাম্মদ ইসাহক, নির্বাচন কমিশনার গ্রামের কাগজের প্রকাশক ও সম্পাদক মবিনুল ইসলাম মবিন, নির্বাচন কমিশনার প্রেসক্লাব যশোরের সম্পাদক এস এম তৌহিদুর রহমান প্রমুখ।ইবাদত হোসেন জানান, যশোর কালেক্টরেট মসজিদ কমপ্লেক্স মার্কেট কাপড় ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের ত্রি-বার্ষিক নিবাচনে সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ২২৮ ভোটারের মধ্যে ২২৭ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। ছয়টি ভোট বাতিল হয়েছে। একজন ভোটার অনুপস্থিত ছিলেন। নির্বাচনে সভাপতি পদে মঈন উদ্দিন টেনিয়া ১৩৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বি রেজানুল করিম ৮৩ ভোট পেয়েছেন। সহ-সভাপতি পদে ইনসান আলী ১২২ ও নুরুল ইসলাম ১২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাদের প্রতিদ্বন্দ্বি প্রার্থী আব্দুল জলিল শিকদার ১০৩ ও রবিউল হোসেন ৯৮ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক নেছার আহম্মেদ মুন্না ও আব্দুর রউফ ভুঁইয়া দুজনই সমান ভোট পেয়েছেন। তাদের ভোটের সংখ্যা ১১০। সহ-সাধারণ সম্পাদকের দুইটি পদে ইমরান হোসেন ১২৫ ও অহিদুল ইসলাম ১২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাদের প্রতিদ্বন্দ্বি প্রার্থী ইসমাইল হোসেন ১০০ ও রহিম হোসেন রাজ ৯৬ ভোট পেয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে সবুজ তালুকদার ১২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বি প্রার্থী ইলিয়াস হোসেন বাবু ১০২ ভোট পেয়েছেন। প্রচার সম্পাদক পদে ফিরোজ মোড়ল ১২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বি প্রার্থী সামিনুল ইসলাম ৯৫ ভোট পেয়েছেন। কোষাধ্যক্ষ পদে মনিরুল ইসলাম ১২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বি প্রার্থী আব্দুস সালাম ৯৩ ভোট পেয়েছেন।

প্রয়াত নকশাল পন্থী নেতা আজিজুল হকের মরদেহ-- মরণোত্তর দেহ দানের জন্য-- মেডিকেল কলেজের হাতে তুলে দিলেন।আজ ২২শে জুলাই  মঙ্...
22/07/2025

প্রয়াত নকশাল পন্থী নেতা আজিজুল হকের মরদেহ-- মরণোত্তর দেহ দানের জন্য-- মেডিকেল কলেজের হাতে তুলে দিলেন।

আজ ২২শে জুলাই মঙ্গলবার, হৃদরোগে আক্রান্ত হয়ে আজিজুল হকের মৃত্যু হয় সল্টলেকের একটি হাসপাতালে সোমবার। আজ তার মরদেহ নিয়ে কলেজস্ট্রিট কফি হাউসের সামনে আনা হয় এবং সেখানে একে একে শেষ শ্রদ্ধা জানান, মরদের সাথে সঙ্গে ছিলেন তাহার কন্যা অগ্নিহোত্রী শাহেদা। এছাড়াও
উপস্থিত ছিলেন কমরেড বাসুদেব আচারিয়া, দেবাঞ্জন দে, কমরেড রবীন্দ্র দেব, শ্রদ্ধা জানাতে আসেন বুক সেলার্স অফ গিল্ডের সুধাংশু শেখর দে, সহ অন্যান্য নেতা-নেত্রীরা। ৮৫ বছর বয়সে চির বিদায় নিলেন নকশাল পন্থী লড়াকু নেতা আজিজুল হক।
গভীরভাবে শোক প্রকাশ করেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তাহার উদ্দেশ্যে একটি বার্তা পাঠান।

আজ বেলা একটা নাগাদ, লাল স্যালুট ও গানের মধ্য দিয়ে শেষ বিদায় জানালেন এবং মরণোত্তম দেহ দানের জন্য তার দেহ মেডিকেল কলেজে হাসপাতাল এর হাতে তুলে দিলেন। তিনি জীবিত অবস্থায় তাহার চোখ ও দেহ দান করে গিয়েছিলেন, তাই আজ সকলের চোখের জলে শেষ বিদায় জানিয়ে দিলেন, লালস্যা লুটের মধ্য দিয়ে, আজিজুল হক অমর রহে, তোমায় আমরা ভুলছি না ভুলবো না।

যিনি নকশাল আন্দোলন করতে গিয়ে দীর্ঘ সময় জেলে কাটিয়েছিলেন, পুলিশের হাতে বহু অত্যাচার সহ্য করেছিলেন এবং নকশাল বাড়ি আন্দোলনের অন্যতম নেতা ছিলেন,

তাহার জন্ম ১৯৪২ সালে হাওড়া জেলার উলবেরড়য়া মহকুমার রণমহল গ্রামে, রাজনৈতিক আন্দোলনে জড়িয়ে নিজের বাবার বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়ে গরীবদের মধ্যে জমি বিলিয়ে দিয়েছিলেন আজিজুল হক। কলকাতায় পড়তে এসে, 17 বছর বয়সে কমিউনিস্ট পার্টির সদস্য পদ লাভ করেন , এবং আন্দোলনের মিছিলে যোগ দিতে গিয়ে আহত হয়েছিলেন। সময় গণআন্দোলনে জ্যোতি বসুর ঘনিষ্ঠ হয়ে উঠলেও রাজনৈতিক লাইনে বাংলার মুখ্যমন্ত্রীর বিরোধিতা করতেন।

এরপর নকশালবাড়ি আন্দোলনের পর সুন্দরবন এলাকায় সংগঠনের কাজে হাত দেন , ১৯৭০ সালে ব্যাপক পুলিশি ধরপাকরে গ্রেপ্তার হন আজিজুল হক, কিন্তু জেলের মধ্যে প্রতিবাদ চালাতে ভুলেননি, তিনি প্রতিবাদ করে গেছেন।
১৯৭৭ সালে বামফ্রন্ট সরকার ক্ষমতায় আসার পর তিনি জেল থেকে মুক্তি পান,

জেলের বাইরে বেরিয়ে তৈরি করেন চারুম মজুমদার পন্থী সিপিআই (এমএল) দ্বিতীয় কেন্দ্র কমিটি, দীর্ঘ পাঁচ ছয় বছর এই কেন্দ্র কমিটি গেরিলা পদ্ধতিতে লড়াই চালিয়ে যান বাংলা বিহারের বিস্তীর্ণ এলাকায়, ১৯৮২ সালে ফের গ্রেফতার হন আজিজুল হক, জেলের মধ্যে অকথ্য অত্যাচার চালানো হয় বলে আজিজুলের ওপর অভিযোগ উঠে, খবর পেয়ে দেখা করতে যান তদানীন্তন দুই মন্ত্রী দেবব্রত বন্দ্যোপাধ্যায় ও যতীন চক্রবর্তী। দুজনেই আজিজুল কে প্যারোলে মুক্তি দেওয়ার পক্ষে সওয়াল করে, ১৯৮৯ সালে দ্বিতীয় বারের জন্য মুক্তি পান এরপর থেকে তাকে আর রাজনৈতিক মহলে দেখা যায়নি।, তারপর থেকেই তিনি পত্রিকায় লেখা শুরু করেন, এই লেখা ১৮ বছর পরে পুস্তিকাকারে প্রকাশিত হয়, জেলের মধ্যে বন্দিদের উপর কিভাবে অত্যাচার করা হয়েছিল তাহার কাহিনী তুলে ধরেন। সিঙ্গুর নন্দীগ্রামের সময় বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে বিরোধিতা লেও অন্য লেখকদের মতো তাল মেলাননি। তিনি ছিলেন চিন্তাবিদ ও লেখক।

সেই লড়াকু নকশাল পন্থী নেতা আজিজুল হক, দীর্ঘদিন ধরে বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন, এমনকি কোনভাবে বাড়িতে পড়ে হাত ভেঙে গিয়েছিল সেই থেকেই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং সল্টলেকের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবশেষে একুশে জুলাই চির তোরে বিদায় নিলেন , যিনি কোনদিন রাজনৈতিক জীবনে কখনো মাথা নত করেননি। আজ সকলে এক যোদ্ধা কে হারালো,

রিপোর্টার , সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ

অমর একুশে জুলাই -শহীদ স্মরণে শ্রদ্ধাঞ্জলি জানালেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। আ...
21/07/2025

অমর একুশে জুলাই -শহীদ স্মরণে শ্রদ্ধাঞ্জলি জানালেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আজ একুশে জুলাই, শহীদ দিবস, ঠিক দুপুর ১২ টায়, কলকাতা ভিক্টোরিয়া হাউস এর সামনে, একুশে জুলাই শহীদ মঞ্চে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় এর উপস্থিতিতে, শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করলেন।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সি, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন, দেবাশীষ কুমার, শোভন দেব চট্টোপাধ্যায়, শশী পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্য, সায়নী ঘোষ, সায়ন্তিকা ব্যানার্জি, অতীন ঘোষ, মালা রায়, নয়না বন্দ্যোপাধ্যায়, মিমি, সহ অন্যান্য মন্ত্রী, বিধায়ক ,সাংসদ সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, পৌর মাতা ,পৌরপিতা সহ অন্যান্য নেতৃবৃন্দ।

মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদিও দুপুর একটায় মঞ্চে প্রবেশ করেন তার আগে থেকেই তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতা নেতৃবৃন্দরা তাদের বক্তব্য তুলে ধরেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় আসার সাথে সাথেই শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি শুরু হয়। একে একে সকলে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানান,

একুশে জুলাই কে কেন্দ্র করে কয়েক দিন ধরে বিভিন্ন জেলা থেকে তৃণমূল সদস্যরা আসতে শুরু করেন এবং তারা বিভিন্ন জায়গায় রাত্রি যাপন করেন, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তাদের সমস্ত ব্যবস্থা করা হয়।

আজকে সকাল থেকেই কিছু মানুষ মঞ্চের সামনে আসতে শুরু করেন, কিন্তু হাইকোর্টের নির্দেশ থাকায় কোনরকম মিছিল সকাল ন'টা থেকে ১১ঃ০০ টা পর্যন্ত সভাস্তলে আসতে পারেননি, তারা বিভিন্ন স্টেশনে অপেক্ষা করতে থাকেন, সকাল এগারোটা বাজার সাথে সাথে, বিভিন্ন স্টেশন থেকে ও জেলা থেকে বিভিন্ন রাস্তা ধরে, নানা রকম প্রশেসনের মধ্য দিয়ে মঞ্চের সামনে আসতে শুরু করেন, প্রত্যেক এর কন্ঠে জয় ধ্বনিত হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় এর জয়, মা মাটির মানুষের জয় ,মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় , প্রশাসনের তরফ থেকেও সমস্ত রকম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া থাকে।, যাতে সুশৃংখল ভাবে মিছিল মঞ্চের সামনে পৌঁছাতে পারে, সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।

এমনকি বেশ কয়েকটি অনুসন্ধান অফিস খোলা হয় যেখানে কোনরকম অসুবিধে হলে তৃণমূল সদস্যরা সেখানে অভিযোগ জানাতে পারেন।, এছাড়াও খোলা হেলথ ক্যাম্প, জলের ব্যবস্থা, এমনকি কোনরকম শারীরিক অসুবিধা হলে ডাক্তাররাও উপস্থিত ছিলেন, তবে আজকে প্রচন্ড গরমে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন, এমনকি অক্সিজেন দিতেও দেখা যায়। তবে কোনরকম বড় কিছু দুর্ঘটনা ঘটে নি,

সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, আপনি এক গরীব মানুষের ১০০ দিনের টাকা আটকেছেন, গায়ের জোরে, বেশ কিছু প্রকল্প বন্ধ করে দিয়েছেন, ভেবেছেন পশ্চিমবাংলায় গরীব মানুষকে জব্দ করবেন, মা মাটি মানুষের সরকারকে আপনি কোনদিনও জব্দ করতে পারবেন না, বাঙ্গালীদের রাজবংশী বলে জেলে আটকে দিচ্ছেন, ভোটার কার্ড বাতিল করছেন, বাঙ্গালীদের মুখ থেকে বাংলা ভাষাকে বন্ধ করার জন্য আমি আইন প্রণয়ন করছেন ,যে বাংলায় কবি ,সাহিত্যিক , শিল্পীরা জন্মেছেন, তাদেরকে আপনি অপমান করছেন, অপেক্ষা করুন আর মাত্র ১০ মাস বাকী, তারপর আপনাকে জয় বাংলা বলাবো, পদ্মফুলকে ধুয়ে পুঁছে উবড়ে ফেলে ২৬ শে খেলা হবে, বাংলা থেকে বিজেপিকে ধুয়ে পুছে সাফ করে দেব, আজ আপনি জয় দুর্গা জয় মা কালী বলছেন, এটাই তৃণমূলের জয়, আদিবাসী, তফসিলি,শ্রমিক, কৃষক সবার জয়, হয় মা মাটির মানুষের জয়। জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়, এখান থেকেই আমাদের তৃণমূল কর্মীরা শপথ নেবে, ২৬ এর ভোটে বিজেপি শেষ। ‌ কত আমি বাঙ্গালীদের অপমান করবেন বিদ্রুপ করবেন করে নিন। আমরা তাদের পাশে আছি, মা মাটির মানুষ পাশে আছে।

আজকের মঞ্চে প্রধান বক্তা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, যাদের প্রতি শ্রদ্ধা জানাতে এই মঞ্চ ও সমাবেশ, তাদের পরিবারের কাছে প্রথমে আমরা কৃতজ্ঞ উপস্থিত হওয়ার জন্য, আজ শহীদদের পরিবারেরাও উপস্থিত হয়েছেন মঞ্চে, তিনি মঞ্চে তীব্র ভাবে আক্রমণ করলেন বিজেপি সরকারের বিরুদ্ধে, বাংলা ভাষা ও এন আর সি কে নিয়ে, শহীদ স্মরণে এসে তিনি বিভিন্ন প্রকল্প তুলে ধরেন, এবং কোন প্রকল্পে মানুষ কতটা উপকৃত হয়েছেন, পরিবার উপকৃত হয়েছেন, তার হিসাবও দেন, তিনি বলেন প্রধানমন্ত্রী ১০০ দিনের কাজ বন্ধ করে দিয়েছেন , আমরা কর্মশ্রী প্রকল্প করে ২৭ লক্ষ মানুষকে কাজ দিয়েছি। ৪০% বেকারত্ব কমিয়েছি, শিক্ষাশ্রী তে এক কোটি ২৫ লক্ষ ছাত্রী উপকৃত, এসি ওবিসি সার্টিফিকেট পেয়েছে দু কোটিরও বেশি মানুষ, কন্যাশ্রী পি এইচ এ ৭ লক্ষ ৬৫ হাজারেরও বেশি, তফসিলি বন্ধু পেয়েছেন ১০ লক্ষ ৩৫ হাজারেরও বেশি। স্বাস্থ্য সাথী কার্ডে উপকৃত হয়েছেন ৫০ লক্ষরও বেশি মানুষ, বার্ধক্য ভাতা পেয়েছেন ৩৩ লক্ষ ১৯ হাজারেরও বেশি, এইভাবে বিভিন্ন প্রকল্পে মানুষ উপকৃত হয়েছেন, কিন্তু আপনি বছরে ২২ কোটি চাকরি সংস্থান দেবেন বলেছিলেন দিতে পারেননি , তৃণমূল কংগ্রেস যা বলে তা করে দেখায়, আপনি মানুষকে ভাওতা দিতে থাকেন,

উপরন্তু বাঙ্গালীদের উপর অত্যাচার, হিংসা নামিয়ে আনছেন, রোহিঙ্গা বলে আটকে রাখছেন, ভোটার কার্ড বাতিল করছেন, যারা ৫০ বছর ধরে বাংলায় বাস করছেন তাদের ভোটার কার্ডও বাতিল করছেন।, বাংলাদেশী বলে পাঠিয়ে দিচ্ছেন বাংলাদেশে, ৯০ লক্ষ ভোটার কার্ড আমি বাতিল করেছেন, এন আর সির নামে, আমরা এই শহীদ স্মরণ ৩৩ বছর ধরে করে চলেছি, এখান থেকেই বিভিন্ন প্রকল্প প্রতিবছর ঘোষণা করেছি তার একটি ও বন্ধ হয়নি। মা মাটির সরকার সেই প্রকল্প চালিয়ে যাচ্ছে।

একটা কথা জেনে রাখবেন তৃণমূল কংগ্রেসের জন্ম এমনি হয়নি।, বহু ঘাত প্রতিঘাত ও‌ লড়াই এর মধ্য দিয়ে তৃণমূলের জন্ম হয়েছে, তাই অন্যায় করলে ও অন্যান্য বললে তৃণমূল ছেড়ে কথা বলে না, সাপের মতো আচরণ করলে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিই, আমাদের বাংলায় তফসিলি, মুসলিম, আদিবাসী সকল সম্প্রদায়ের মানুষ বাস করে, কিন্তু আমরা কারো পায়ে কামড় দিতে যাই না।

আরো একটা কথা জেনে রাখবেন, আমরা যদি আপনার আইনের মধ্য দিয়ে, জেলে যেতে হয় তাও আমরা বৃক্ষ হয়ে জন্মাবো, আর ডাল পালা ছড়িয়ে পড়বে সারা বাংলায়,
বাংলার মানুষ জবাব দেবে কাকে চায়, আসছি ২০২৬ এর নির্বাচন, মাঝে কয়েকটা মাস, আবার বাংলার মানুষ আপনাকে উচিত শিক্ষা দেবে,
আমি বাংলা দখল করেছি, আবার করব ২০২৬-এ, এমনকি ইন্ডিয়াও দখল করবো, জনগণ বিজেপির পদ্মফুলকে উপড়ে ফেলে দেবে, আমি বাঙালীর দুর্গোপূজাকে বন্ধ করতে চেয়েছেন, জগন্নাথ মন্দির কে কেন্দ্র করে বিভিন্নভাবে আক্রমণ করেছেন, কিন্তূ আটকে রাখতে পারেননি, আমাকে কোন কিছুতেই আটকে রাখতে পারবেন না, আজ সাধারণ মানুষ ও তৃণমূল সদস্যরা, জগন্নাথ ধাম কাঁদে করে মঞ্চে এসে উপস্থিত হয়েছেন। শুধু তাই নয় মায়েরা লক্ষী ভান্ডার সঙ্গে করে এনেছেন, লক্ষ্মী ভান্ডার চায়। তাই তৃণমূল সরকার কোনো প্রকল্প বন্ধ করতে দেবেনা, আজ বিভিন্ন জেলা থেকে লক্ষ লক্ষ তৃণমূল কর্মী এসে উপস্থিত হয়েছেন।

পশ্চিমবঙ্গ, সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ

17/07/2025

জুলাই গ*ণহ*ত্যা*র বিচার, বিএনপি ও দেশ নিয়ে ষ*ড়*য*ন্ত্রের প্র*তিবাদসহ বিভিন্ন দাবিতে জাতীয়তাবাদী যুবদলের জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার বিকাল ৪ টায় ঈদগাহ্ ময়দান থেকে বি*ক্ষো*ভ মিছিল বের হয়। বি*ক্ষো*ভ মি*ছিলের নেতৃত্ব দেন ও নেতাকর্মীদের উদ্দেশ্যে গঠনতন্ত্র মূলক বক্তৃতা দেন বিএনপি'র কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জননেতা অনিন্দ্য ইসলাম আমিত।
Bangladesh Nationalist Party-BNP Daily Bonyface Jashorer Alo - যশোরের আলো
#রাজনীতি

17/07/2025

জুলাই গ*ণহ*ত্যা*র বিচার, বিএনপি ও দেশ নিয়ে ষ*ড়*য*ন্ত্রের প্র*তিবাদসহ বিভিন্ন দাবিতে জাতীয়তাবাদী যুবদলের জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার বিকাল ৪ টায় ঈদগাহ্ ময়দান থেকে বি*ক্ষো*ভ মিছিল বের হয়। বি*ক্ষো*ভ মি*ছিলের নেতৃত্ব দেন ও নেতাকর্মীদের উদ্দেশ্যে গঠনতন্ত্র মূলক বক্তৃতা দেন বিএনপি'র কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জননেতা অনিন্দ্য ইসলাম আমিত।

গোপালগঞ্জে নি,হ,ত ,,,,৪ জনদীপ্ত সাহা, রজমান কাজী, সোহেল রানা ও ইমন
16/07/2025

গোপালগঞ্জে নি,হ,ত ,,,,৪ জন
দীপ্ত সাহা, রজমান কাজী, সোহেল রানা ও ইমন

16/07/2025

গোপালগঞ্জে নি%হ' ত _৪
দীপ্ত সাহা, রজমান কাজী, সোহেল রানা ও ইমন

গোপালগঞ্জে নিহত ৪দীপ্ত সাহা, রজমান কাজী, সোহেল রানা ও ইমন
16/07/2025

গোপালগঞ্জে নিহত ৪
দীপ্ত সাহা, রজমান কাজী, সোহেল রানা ও ইমন

Adresse

Daka

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque Daily Bonyface publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Partager