13/07/2025
জীবন থেকে নেয়া
পার্ট ১
ফেইসবুক এ যখন দেখি কাজিন রা আনন্দ করছে, খালা মামা চাচা চাচীরা একসাথে ঘুরতে যাচ্ছে, ফ্যামিলি গেট টুগেদার হচ্ছে,একটু খারাপ লাগে। কিন্তু আফসোস হয়না।
আমার লাইফের কখনো কোন কিছু নিয়ে আফসোস হয়না।
আমি পরিশ্রমে বিশ্বাসি একজন মানুষ।
তারচেয়ে বড় বিষয় আমি এটা বিশ্বাস করি,দুনিয়াতে একা আসছি একা যেতে হবে।
আমাকে এতটা স্ট্রং বানিয়েছে আমার বাবা মা।
আমার মা একটু বেশি ইমোশনাল , কিন্তু আমার বাবা অনেক পরিশ্রমি।
আমার জীবনের আইডল মানতাম আমার দাদা(বাবার বাবা) এর পর আমার বাবা। যদিও দুইজনই আত্মীয় স্বজন নিয়ে চলতে পছন্দ করেন। কিন্তু আমি দুধের মাছি দের থেকে অনেক দূরে রাখি নিজেকে।
তাই যাদের আত্মীয় ,বন্ধু বান্ধব খবর নেয়না, মন খারাপ করবেন না।
পরিশ্রম করে নিজেকে এমন জায়গায় নিয়ে জান , যেন আপনাকে দেখে তাদের আফসোস হয়