Dola's KhutiNati

Dola's KhutiNati This is a personal vlog page. I am a cyclist, Musician, teacher and a traveler.

13/07/2025

জীবন থেকে নেয়া
পার্ট ১

ফেইসবুক এ যখন দেখি কাজিন রা আনন্দ করছে, খালা মামা চাচা চাচীরা একসাথে ঘুরতে যাচ্ছে, ফ্যামিলি গেট টুগেদার হচ্ছে,একটু খারাপ লাগে। কিন্তু আফসোস হয়না।

আমার লাইফের কখনো কোন কিছু নিয়ে আফসোস হয়না।

আমি পরিশ্রমে বিশ্বাসি একজন মানুষ।

তারচেয়ে বড় বিষয় আমি এটা বিশ্বাস করি,দুনিয়াতে একা আসছি একা যেতে হবে।

আমাকে এতটা স্ট্রং বানিয়েছে আমার বাবা মা।
আমার মা একটু বেশি ইমোশনাল , কিন্তু আমার বাবা অনেক পরিশ্রমি।

আমার জীবনের আইডল মানতাম আমার দাদা(বাবার বাবা) এর পর আমার বাবা। যদিও দুইজনই আত্মীয় স্বজন নিয়ে চলতে পছন্দ করেন। কিন্তু আমি দুধের মাছি দের থেকে অনেক দূরে রাখি নিজেকে।

তাই যাদের আত্মীয় ,বন্ধু বান্ধব খবর নেয়না, মন খারাপ করবেন না।

পরিশ্রম করে নিজেকে এমন জায়গায় নিয়ে জান , যেন আপনাকে দেখে তাদের আফসোস হয়

06/07/2025

যারা তসিবা কে নিয়ে এত কথা বলছেন,সে সিলেটের মান সম্মান নষ্ট করে ফেলছে, একবার ভাবুন তো তাকে প্রোগ্রামে কোন জেলার মানুষ রা নেন?
লন্ডন, কানাডা, আমেরিকাতে তাকে কারা প্রোগ্রামে নেন?
সে কয়টা শো অন্য জেলায় করে?
এখন আসি আসল কথায়, মানুষের উপর আংুল তোলার আগে নিজেদের কর্মের কথা ভাবুন। যারা প্রোগ্রামে গিয়ে তার গানে নাচেন তারাও সমান পাপের ভাগিদার, যারা তাকে পে করছেন তারাও সমান পাপের ভাগিদার।

নিজেদের কে পরিবর্তন করুন মানুষের উপর আংুল তোলার আগে।
আর সিলেটের মান সম্মান এত চলে যাচ্ছে,মাজারে গিয়ে যারা নাচানাচি করে, তাদের বিরুদ্ধে কিছু বলার সাহস হয়না কেন? কারন সেখানে অনেক বড় সিন্ডিকেট আছে। তাদের ধারে কাছে যাওয়ার সাহস নাই।

তসিবার পেইজ এ,ইউটিউবে লাখ লাখ ফলোয়ার সিলেটরই মানুষ।

আমি নিজে একজন শিল্পি।
জীবনে মনে হয়না তার গাওয়া কোন গান শুনেছি।
কারণ সে কখনো সুরে গায়না।

নিজে ঠিক তো দুনিয়া ঠিক।
আসুন আগে নিজেদের বদলাই,নিজেদের দেখার দৃষ্টি বদলাই।

21/06/2025

Happy music day

17/06/2025

অটো পাসের দেশ , নাম তার বাংলাদেশ

দেশেরতো নয়গো দোষ,দোষ শিক্ষাব্যবস্থার
তারউপর আছে দোষ, আমার তোমার সবার

জাতি এখন নড়বড়ে , উঠতে বসতে আন্দোলন করে
সো called জেঞ্জিদের দমিয়ে রাখতে হলে ফোন, ইলেকট্রনিকক্স, মোটর বাইক নিন জব্দ করে

এই বুঝি দেশ প্রেম, নেই কোন সময় জ্ঞ্যান
সৈরাচার পালিয়েছে রেখে গেছে চেলা
এখন সময় রুখে দাঁড়াবার, বাবধনেরা সামলা ঠেলা

লেখক: দোলা
ছন্দ: আবারো দোলা
পাবলিকেশন: দোলার ফেইসবুক
ভার্শন: ০১

15/06/2025

বাবা দিবসে আমার বাবার পছন্দের অনেকগুলো গানের কয়েকটি গান গাওয়ার চেষ্টা
ভুল ত্রুটি মার্জনীয়

15/06/2025

বাবার টাকা নয়
বাবা থাকাটা জরুরী
🥰

08/06/2025

কি চেয়েছিলাম আর কি হোলো 😔😔😔

My new toy and started playing 😎
24/05/2025

My new toy and started playing 😎

06/02/2025

ঠাকুমার ঝুলি কার কার পছন্দ

03/02/2025

Daily vlog | শনিবারের খোলা বাজার

02/02/2025

Uk tour of my father

26/01/2025

Adresse

Mobile

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque Dola's KhutiNati publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Contacter L'entreprise

Envoyer un message à Dola's KhutiNati:

Partager