মোরেলগঞ্জ নাবিক কল্যান ফান্ড পেজ

মোরেলগঞ্জ নাবিক কল্যান ফান্ড পেজ মোরেলগঞ্জ উপজেলা নাবিক কল্যান ফ্যান্ড

পুরুষ মানুষ বাবার লাশা কাদে নিয়েও কাদেনা আবার কোন এক ছলনাময়ী নারীর কারনে কেদে ফেলে।
23/02/2025

পুরুষ মানুষ বাবার লাশা কাদে নিয়েও কাদেনা আবার কোন এক ছলনাময়ী নারীর কারনে কেদে ফেলে।

26/01/2025
06/10/2024

অত্যান্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমাদের খুলনা বিভাগীয় নাবিক কল্যান সমবায় সমিতির কার্যকরি সদস্য মোঃ ফাহিম হোসেন ০৫-১০-২০২৪ইং তারিখ গুরতর এ্যাকসিডেন্ট করে সে এখন চট্টগ্রাম হসপিটালে চিকিৎসারত অবস্থায় আছেন। সকলে তার জন্য দোয়া করবেন।

29/09/2024

বন্দুরা তোরা কোথায় আজকে তোদের কথা মনে পড়ে হ্যাপি Frind ship day

27/09/2024

শরীরটা আর আগের মত ভালো চলছে না। অনেক খারাপ লাগছে। সকলে দোয়া করবেন আমার জন্য।

19/09/2024

হতাশ খুবই হতাশ কবে আসবে ২৬ তারিখ।

11/09/2024

আজকে আমরা যা দেখলাম একটা এষ্টাফ চাকরি দিয়ে ৩৫ হাজার টাকা ঘুশ খেয়েছে। এই ভিড়িও টা মনে হয় ভাইরাল হবে আর একটা পোস্ট দেখলালাম সেটা ভাইরাল হয়েছে। আমাদের শ্রমিক নেতাদের জোখে কি পড়েনা এই সব লোকদের বিচার করার কি দায়িত্ব নেই নেতাদের বর্তমানে ফ্রেসবুক প্লাটফর্মে এই সব ভিডিও ভাইরাল হলে। আপনি একজন জাহাজি শ্রমিক আপনার সমাজে মানুষ এই ভিডিও টা দেখতেছে এবং আপনাকে নিয়ে নোংরা কথা ভাভবে আপনি কি সমাজে মুখ দেখাতে পারবেন। পারবেন না আবার অনেকে নেতা পরিচয় দিয়ে আজেবাজে কথা বলে আজেবাজে কাজ করে এতে কিন্তুু আপনার আমার মান সম্মান নষ্ট হয়। আবার এইসব লোকদিয়ে আপনারা নাবিক সংগঠন এন নেতা বানান। এইসব নেতারা আপনার আমার খতি করতাছে এদেরকে সংগঠন থেকে বহিষ্কার করা না হলে।এরা খমতার বলে আবার এরকম কাজ করবে। সমাজে আমাদের মেরিনারদের কেউ ভালো চোখে দেখবেনা তাই আপনারা এদেরকে সংগঠন থেকে বহিষ্কার করুন। দুষ্ট গরুর চেয়ে সূন্য গোয়াল আনেক ভালো।

10/09/2024

আজকে আমাদের নাবিক পরিবার অবহেলিত লাঞ্চিত খুদার্থ আর কতদিন ধরে আমরা এভাবে অবহেলিত লাঞ্চিত হবো আমাদের সকলকে কাদে কাদ মিলিয়ে আমরা এই নাবিক পরিবারের পরিবর্তন করতে পারবো। আমরা কার দিকে তাকিয়ে রয়েছি এতোদিন কেউতো আমাদের পাসে নেই।সাধারণ কিছু লোকের কারনে আজ আমরা এই অবস্থানে কিন্তুু তাদেরকে চিনেও চিনিনা। তারা তাদের আখের গুছানোর জন্য মরিয়া হয়েছে তারা আমাদের সাধারন শ্রমিকদের কথা ভাবে না। আজ কত শ্রমিক ৫/৬ মাস বেতন বোনাস পায়না। তাদের পরিবার কিভাবে চলে আমরা কি তাদের কথা কেউ ভাবতেছি আসলে কেউ ভাবি না।আমরা যে যার পেটের চিন্তা বাড়ি গাড়ির চিন্তা করি।এই হলে কি আমাদের নাবিক পরিবার ভালো থাকবে। কিছু কিছু অসাধু লোকের কারনে আজ আমরা অবোহেলিত লাঞ্ছিত। আমাদের কি ঘুম ভাংবেনা। আসুন আমার সকলে মিলে নতুন কিছু করার চেষ্টা করি..........................................................................

07/09/2024

সাবধান যেকোন সময় ফেসবুকে দেবো তোমার ছবি সহ কই যাবা

29/08/2024

এম টি আবু-ছাদেক জাহাজের সুকানী নাছির ভাই আজ সন্দ্যায় মার গেছে ভাইয়ের জন্য সকলে দোয়া করবেন।

Adresse

Democratic Republic Of The

Téléphone

+8801914950350

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque মোরেলগঞ্জ নাবিক কল্যান ফান্ড পেজ publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Partager