MLP Unick Fashion House

MLP Unick Fashion House Hi friends, I am Fahmida Jannat.I hve a page please follow me...

16/03/2025

সুবিধাভোগী মানুষ গুলো কখনো কৃতজ্ঞতা প্রকাশ করবেনা,বরং দোষারোপ করতে সর্বদা ব্যস্ত থাকবে।
এটাই বাস্তবতা।
এইধরনের মানুষ গুলো সবসময় কাছের হয়,আর তাই কষ্টটাও বেশি,আর তাই নিজেকে নিয়ে ভাবুন, নিজেকে সময় দিন দেখবেন পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ আপনি❤️

সামনে এক পিছনে আরেক মানুষগুলোই দিনশেষে সবার প্রিয় হয়ে থাকে!!
12/03/2025

সামনে এক পিছনে আরেক মানুষগুলোই দিনশেষে সবার প্রিয় হয়ে থাকে!!

10/03/2025
এমন বিচার দ্রুত কার্যকর করা -For-Justice  -female
10/03/2025

এমন বিচার দ্রুত কার্যকর করা
-For-Justice
-female

কিছু কিছু জিনিসের জন্য ব্রিটিশ ঢঙের আইনি স্টাইল না রেখে মধাযুগীয় কায়দায় শাস্তি অনেক বেশি এফেক্টিভ।

ধর্ষণ এরকম একটা জিনিস।

নতুন ল টা হতে হবে এমনঃ

ধর্ষণের আলাদা একটা ট্রাইব্যুনাল হবে যেটা ৩০ দিনের মধ্যে মামলা শেষ করবেই।

ঈদ হোক, বসন্ত হোক, নির্বাচন হোক - যা মন চায় হোক - ৩০ দিনেই ধর্ষণের মামলার রায় আসতে হবে।

যদি প্রমাণ হয় অপরাধ, প্রকাশ্যে ফাঁসি দেয়া হবে।

মানুষ দেখতে আসবে। ভিডিও করবে ফাঁসি টা ইচ্ছামত। লাইভ করবে, টিকটক করবে - দুনিয়া দেখবে ধর্ষণ করলে আমরা কিভাবে শাস্তি টা দেই।

সহজ ব্যপার।

নতুন বছর শুরু করতে পারেন যেভাবেশুরু হতে যাচ্ছে ২০২৪। একটি নতুন বছর। কিন্তু এ বছরেও যদি সেই পুরনো আপনিই থেকে যান, যদি আপন...
31/12/2023

নতুন বছর শুরু করতে পারেন যেভাবে

শুরু হতে যাচ্ছে ২০২৪। একটি নতুন বছর। কিন্তু এ বছরেও যদি সেই পুরনো আপনিই থেকে যান, যদি আপনার বয়স ছাড়া আর কিছু না বাড়ে তাহলে আর তা নতুন হলো কী করে? ২০২৪-এ আপনার জীবনটাকে নতুন করে সাজাতে এবং ব্যর্থতা দূরে সরিয়ে সাফল্যের পাল্লা ভারী করতে চাইলে এই কাজগুলো করুন-

১. রুটিন পরিবর্তন করুন

একঘেয়েমি ভেঙে নতুন করে রুটিন তৈরি করুন। আপনার রুটিনে নতুনত্ব এনে দিনগুলোকে পুনরুজ্জীবিত করুন। কাজ করার জন্য ভিন্ন উপায় বের করা, নতুন শখ অন্বেষণ করা বা ঘুমের রুটিনে পরিবর্তন করার মতো সহজ কিছু হতে পারে। যা আপনার আত্মাকে উৎসাহিত করে এবং উন্নত করবে। যেকোনো ছোট পরিবর্তনও জীবনকে একটি নতুন দৃষ্টিভঙ্গি এনে দিতে পারে।

২. সোশ্যাল মিডিয়া ডিটক্স

সোশ্যাল মিডিয়ার অবিরাম আকর্ষণ আমাদের মূল কাজ থেকে মনোযোগ সরিয়ে দেয়। বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে আমাদেরকে দূরে সরিয়ে একটি অবাস্তব দুনিয়ায় বুঁদ করে ফেলে। নিজেকে আশেপাশের পরিবেশের সঙ্গে পুনরায় সংযোগ করিয়ে দিতে স্ক্রীন-ফ্রি মুহূর্ত তৈরি করুন। ডিজিটাল বিশ্ব থেকে সংযোগ বিচ্ছিন্ন করলে আপনি ভুলে যাওয়া শখগুলিকে পুনরায় আবিষ্কার করার, প্রিয়জনের সঙ্গে বন্ধন বা আনন্দের মুহূর্তগুলো উপভোগ করার সুযোগ পাবেন।

৩. আগামী বছরের লক্ষ্য তালিকাভুক্ত করুন

আসন্ন বছরের জন্য অর্থপূর্ণ লক্ষ্যগুলোর তালিকা তৈরি করুন। এই উদ্দেশ্যগুলোকে সুনির্দিষ্ট, পরিমাপযোগ্য, অর্জনযোগ্য, প্রাসঙ্গিক এবং সময়সীমাবদ্ধ করুন। হতে পারে তা নতুন দক্ষতা শেখা, ফিটনেস বাড়ানোতে মনোযোগী হওয়া বা আপনার কর্মজীবনে অগ্রগতি। সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করলে তা আপনার জীবনের গতিপথে দিক-নির্দেশনা দিতে কাজ করবে।

৪. প্রতিদিনের কাজ নির্দিষ্ট করুন

আপনার লক্ষ্যগুলোকে কার্যযোগ্য পদক্ষেপে রূপান্তর করা গুরুত্বপূর্ণ। নিজেকে প্রতিদিনের কাজগুলোতে ব্যস্ত রাখুন যা আপনাকে লক্ষ্য পূরণে সাহায্য করবে। প্রতিদিন এভাবে কাজ করতে থাকলে উল্লেখযোগ্য অর্জনের পথ প্রশস্ত হবে। এই ছোট ও পরিচালনাযোগ্য কাজগুলো ক্রমবর্ধমানভাবে গতিশীলতা তৈরি করবে, যা আপনাকে আকাঙ্খা পূরণের দিকে নিয়ে যাবে।

৫. মন ও শরীর ফিট রাখুন

মননশীলতার চর্চা স্বচ্ছতা ও প্রশান্তির অনুভূতি নিয়ে আসে। আপনার দৈনন্দিন রুটিনে কিছু সময় কেবল নিজের জন্য রাখুন। আপনার শরীরকে অলস থাকতে দেবেন না। ব্যায়াম, যোগব্যায়াম বা দ্রুত হাঁটার মাধ্যমে নিজেকে ফিট রাখুন। শারীরিক কার্যকলাপ শুধুমাত্র আপনার শরীরকে ভালো রাখে না বরং আপনার মানসিক সুস্থতাকেও পুনরুজ্জীবিত করে। নতুন বছরে পরিবর্তন আনতে চাইলে এই কাজগুলো করতেই হবে।

04/12/2023

তোমার অনুপস্থিতি বড্ড বেশি
কষ্ট দেয় আমায়😔
তোমার একটু হাসি সারাদিনের
শান্তি খুঁজে পাই!!😍

মিস ইউ

আসসালামু আলাইকুম,, কেমন আছেন আপনারা,,,নিজের ব্যাক্তিগত সমস্যার জন্য দীর্ঘ সময় পেইজের বাহিরে ছিলাম।আপনাদের ভালোবাসা নিতে ...
01/06/2023

আসসালামু আলাইকুম,,
কেমন আছেন আপনারা,,,
নিজের ব্যাক্তিগত সমস্যার জন্য দীর্ঘ সময় পেইজের বাহিরে ছিলাম।
আপনাদের ভালোবাসা নিতে আবারও আসলাম।
সবাই পাশে থাকবেন, সাপোর্ট করবে।

Adresse

Brahmanbara, Dhaka
Democratic Republic Of The

Téléphone

+8801786210410

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque MLP Unick Fashion House publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Contacter L'entreprise

Envoyer un message à MLP Unick Fashion House:

Partager