01/04/2024
"আজ নিজের দিকে তাকালে বড্ড বেশি আফসোস হয়, মায়া ও হয়, কি ছিলাম আর কি হয়ে গেলাম! মাঝে মাঝে মনে হয় আগে ভালো ছিলাম, সাদাসিধা ভোলাভালা, চোখের নিচে ছিলো না কোনো কালশিটে দাগ, ছিলো না মাথা ভর্তি কোনো দুশ্চিন্তা। অথচ এই মানুষের ভিড়ে নিজেকেই যেনো নিজে চিনতে পারছি না। আয়নার সামনে নিজের প্রতিচ্ছবি দেখে নিজের প্রতি অনেক আফসোস হয়! 💔😢😢😢
"দীর্ঘশ্বাস ছেড়ে নিজেকে ছুয়ে বিষন্নতায় ভাবি, আমিতো এমন হতে চাইনি, তবে কেনো এমন হলো? কিছু জিনিস যেনো আমাদের হাতে থাকে না, এক প্রকারের কেনো যেনো হয়ে যায়, এই স্বার্থপর মানুষের ভিড়ে আমায় শক্ত হতে বাধ্য করেছে। আজ এই চোখ বড্ড ক্লান্ত, হাপিয়ে উঠেছে বাস্তবতার মুখোশে, জল গুলো শুখিয়ে চৈত্রের মতো খা খা, আহ নিজেকে চিনতে বড্ড ভয় হচ্ছে, নিজের সামনে যেনো কোনো মতে দাড়াতে পারছিনা, মনে হচ্ছে এ যেনো আমি না। নিজেকে নিজেই মরা হাতির মত ভাবছি। মরার পর নাকি হাতির মূল্য লাখ টাকা। সবার কাছে এখন আমারও দেখছি তেমনি অবস্থা, কখনো কোথাও মূল্য পাইনি..! 😢💔💔💔
"যখন বিদেশে ছিলাম তখন আমার নাম ছিল কামলা। দেশের মানুষও সম্মান দিত না। আজ পরিবারও দিলো না। যাক এখন আমি সব চাহিদা কিংবা দায়িত্বের বোঝা থেকে হাজার মাইল দুরে। এখন শুধু ঘুম হবে খুব শান্তির ঘুম। কবরে প্রথম নিঃসঙ্গ মুহূর্তগুলো বড় ভয়ংকর! দাফনশেষে আপনজনেরা একা রেখে চলে যাবে। তাদের চলে যাওয়ার শব্দ শুনব কিন্তু কিছুই করতে পারব না। তারপর হয় চিরশান্তি না হয় চির অশান্তি..! 😢😢😢💔💔