20/08/2024
জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরের নাম পরিবর্তন ১২০০ কোটি টাকা দিয়ে কেনো হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর করা হইছে জানলে আপনি চমকে উঠবেন ।
জিয়া আর্ন্তজাতিক বিমান বন্দরের নতুন নাম করা হয়েছে হযরত শাহ জালাল আর্ন্তজাতিক বিমান বন্দর। আর্ন্তজাতিক নিয়ম অনুসারে সব বিমান
বন্দরকে সংকেতিক অর্থাৎ সংক্ষিপ্ত নামে ডাকা হয়, পাইলটরাও নিজেদের
কথোপকথনে সেই কোড নেম ব্যবহার করেন।
নাম বদলের বিভিন্ন পোস্ট থেকে পাওয়া কিছু মজার তথ্য
কিরিটি রায় বলেছেন: Hazrat Shahjalal International Airport সংক্ষেপে
Hazrat = Ha , Shahjalal=S , International=In , Airport = A
অর্থাৎ কোড নেম = HASINA বাংলায় মানে হাসিনা ।
এবার আসুন পাইলটদের কথোপকথন শুনি
কন্ট্রোল টু ককপিট,
ইউ আর ক্লিয়ার টু ল্যান্ড অন হাসিনা।
কন্ট্রোল টু ককপিট, হাসিনা ইজ রেডি/ক্লিয়ার, ইউ আর অলসো
ক্লিয়ার টু এন্টার হাসিনা।
বৃষ্টির কারনে রানওয়ে ভেজা থাকলে পাইলট ও কন্ট্রোল এর
মধ্যে কথোপকথন শুনেন কন্ট্রোল টু ককপিট. প্লিজ এ্যপ্রোচ HASINA ফ্রম বিহাইন্ড, দ্যাট সাইড ইস ক্লিয়ার্ড ফর ইওর এ্যপ্রোচ। টু আদার ফ্লাইটস আর ।এ্যপ্রোচিং ফ্রম ফ্রন্ট। আনলোড এ্যস ফাস্ট এ্যস ইউ ক্যান এ্যন্ড ক্লিয়ার দা ওয়ে ফর দ্যা নেক্সট ফ্লাইট। ফোর আদার আর ওয়েটিং এ্যাট টুয়েনটি থাউসেন্ড ফিট এ্যান্ড উইল এ্যপ্রোচ এ্যাস সুন এ্যাস ইউ থ্রি ফিনিশড আনলোডিং।
আদার ফ্লাইটস হু আর ওয়েটিং, উই উইল বি ক্লোসিং HASINA ফর সাম
রেস্ট এ্যাস বোথ ফ্রন্ট এ্যান্ড রিয়ার রানওয়েস আর ওল্ড এ্যন্ড ক্যান নট
হ্যান্ডেল দিস মেনি এ্যপরোচেস ইন সাচ সর্ট টাইম। ইউ অল আর ডাইভার্টেড টু SAHARA (সাহারা) (ShAH Amanat Regional Airport or ShAH Amanat (RA.) airport ), বোথ ফ্রন্ট এ্যান্ড রিয়ার রানওয়েস সুড বি এ্যাভেইলেবল ফর এ্যপরোচ এ্যান্ড আনলোড।
আন্তর্জাতীক বিমানবন্দর হিসাবে জিয়া নামটা খুবই চমৎকার ছিল। কেননা বিমানবন্দরের নাম সংক্ষিপ্ত হওয়া ইটসেল্ফ এ্যা বেনিফিট।
আবার জিয়ার এই নাম পরিবর্তনে নাকি ১২০০ শত কোটি টাকা বাড়তি খরচ করতে হয়েছে যা দিয়ে দেশের সব কয়টি উপজেলা সহ প্রায় সারা দেশের সরকারী অফিসগুলোতে সোলার প্যানেল বসানো যেত। যেমন ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে সোলার পাওয়ার বসানো হয়েছে যাতে খরচ হয়েছে ১ কোটি টাকা। সুতরাং বিমানবন্দরের নাম বদলের টাকা দিয়ে দেশের ১২০০ সরকারী অফিস সোলার সিস্টেমের আওতায় আনা যেত ।
-সংগৃহীত সার্কাজম পোস্ট হিসেবে