13/07/2025
গল্প কথা!💔
হটাৎ একদিন অনেক অসুস্থ হয়ে গেলাম বুকের ব্যথাটা বেড়ে গেল, কোনভাবেই কমছে না চিনচিন করে ব্যথা আরও বেড়ে গেল,, বাসা থেকে বাহির হলাম ডক্টর এর কাছে যাব! আমার পাশের সিটে এক ভদ্র মহিলা বসে আছে,, ওর এন্ড্রয়েড ফোনটা হাতের মধ্যে একটু পর পর মেসেজ আসে আরও খুব মুচকি হাসি দেয়,, আমি জিজ্ঞেস করলাম আপু নিশ্চয় বয়ফ্রেন্ড নক করে সেই জন্য এতো খুশী হুম। সে, আবারও মুচকি হেসে বলল এক সময় সে আমার বয়ফ্রেন্ড ছিল, তবে বর্তমানে এখন সে আমার স্বামী! কথা টা শুনে নিজে একটু কষ্ট পেলাম, এক বুক যন্ত্রণা নিয়ে বাসা থেকে বাহির হলাম অথচ জিজ্ঞেস করার মতো কেউ নেই, কোথায় আছি কেমন আছি! নিজের অজান্তেই চোখ দিয়ে পানি পড়তে থাকলো, পাশের সিটের আপুটা জিজ্ঞেস করে কি বেপার আপু, আপনার কি বুক ব্যথা বেশি আমি কি আপনার সাথে হসপিটাল যাব! চোখের পানি মুছতে মুছতে বললাম আপু চোখে পাপড়ি পরছে তেমন কিছু না,, অসুস্থ হইলে শুধু মেডিসিন এ ভালো করে না কাছের মানুষের কেয়ার ভালোবাসা ও সুস্থ হয়ে উঠে।
তারপর বাকিটা রাস্তায় ওর স্বামীর গল্প শুনতে শুনতে আমি যেন ডিপ্রেশনে পরে গেলাম, ভিতরে ভিতরে বুকটা তীব্র যন্ত্রণায় ছটফট করি মহিলাকে বুঝতে দেইনা,, আর শুধু হুম হুম করে যাচ্ছি।
ওর গল্পটা ছিল প্রেগনেন্সির ডেলিভারির সময়ে হাজবেন্ড হুট করে এসেই ওকে সারপ্রাইজ দিল, আপুটা বলে আল্লাহ পাক আমাকে এমন একজন স্বামী দিছেন চোখের আড়াল হওয়া যায় না, পাগলের মতো খুঁজে সারাক্ষণ কলে থাকে, ভালোবাসা কত সুন্দর তাদের না দেখলেই বুঝতাম না!
আর এমন এক পোড়া কপাল নিয়ে দুনিয়ায় আসলাম মরে গেলেও আফসোস করার মতো কেউ নেই, 😭
আর কি-না ভালো সময় একসাথে ঘুরাঘুরি হটাৎ সারপ্রাইজ এসব দুঃস্বপ্ন দুঃস্বপ্ন দুঃস্বপ্ন 😭😭😭