Kushtian Mr & Mrs vlog

Kushtian Mr & Mrs vlog ----- LIFE IS NOT BED OF ROSE ----

--মা ১০ টা বছর হলো তোমার মুখটা দেখিনা! এখন দেশে চলে যাই প্লিজ?মা : তুই এতো নাটক জানিস । এখন মুখ দেখার দরকার নেই।  ছেলে :...
12/08/2023

--মা ১০ টা বছর হলো তোমার মুখটা দেখিনা! এখন দেশে চলে যাই প্লিজ?

মা : তুই এতো নাটক জানিস । এখন মুখ দেখার দরকার নেই।

ছেলে : মা তোমাকে দেখার জন্যে এই মন ব‍্যকুল হয়ে আছে।

মা : দেশে আসে কি করবি হ‍্যা! আরো ৩/৪ বছর থাক তোর ছোট বোনটার বিয়েটা শেষ হোক আগে?

ছেলে : যাই না মা প্লিজ! আমার আর ভালো লাগেনা এই প্রবাস জীবন।

মা : আশ্চর্য তুই দেশে এসে কি করবি শুনি।

ছেলে : এতো দিনে যতো টাকা ইনকাম করছি ওই গুলা দিতে একটা ব‍্যবসা করবো।

মা : কিসের টাকা হ‍্যা। তোই ওই টাকা আছে নাকি শুনি।

ছেলে : নেই মানে। আমি যে ১০ বছর টাকা পাঠাইলাম সেই টাকা কি করলে তোমরা।

মা : কি আবার করবো। তোকে বিদেশ পাঠাইছি মানুষের কাছে টাকা ধার নিয়ে। সেই টাকা শোধ করছি। আবার আমরা খাইছি। তোর ছোট ভাইকে একটা বাড়ি করে দিছে।

ছেলে : ওহ! কিন্তু মা তুমি যে বলেছিলে তোর একটি টাকা ও নষ্ট হয়নি। সব টাকা আমানত ভাবে আছে।

মা : বলছি তা বলছি।

ছেলে : আচ্ছা ঠিক আছে সমস্যা নেই। মা তোমার শরীর কেমন আছে। সুস্থ আছো তো। ঠিক ভাবে ওষুধ খাচ্ছো তো।

মা: হ‍্যা ভালো আছি। এখন ফোন কাট পরে কথা হবে।

ছেলে : মা তুমি জিঙ্গেস করবে না আমি কেমন আছি।

মা : বিদেশে কেউ খারাপ থাকে নাকি। সবাই তো ভালোই থাকে। এখানে জিঙ্গেস করার কি আছে।

ছেলে : ওহ সেটাও তো একটি কথা।

মা : আচ্ছা ফোন রাখ কাজে যা এখন!

ছেলে : মা আর একটু কথা বলিনা। প্লিজ? আমার ফোন কাটতেই ইচ্ছে করতেছে না। বলিনা আর একটু কথা।

মা : তোর কোন কাজ নেই দেখে আমার ও কজ নেই।

ছেলে : ওমা এমন করো কেনো। তোমার সন্তানের সাথেই তো কথা বলতেছো। বলোনা আর একটু কথা।

--ছেলের এই কথাটি শেষ হতে না হতেই মোবাইটি টু টু টু টু টূ কেটে যায়। আর বুঝার শেষ নেই ছেলের যে মা বিরক্ত হয়েছে।

--তাই ফোনটি কেটে দিয়েছে?

--মন খারাপ করে ছেলে কাজে চলে যায়। তো কাজে এসে দেখে আজ পামওয়েল তৈলের গাছ পরিষ্কার করতে হবে।

--মন দিয়ে গাছটি পরিক্ষার করতেছে হটাৎ একটি মারাত্মক বিষধর সাপ বের হয়ে তার পায়ে কামর দেয়। ছেলেটি বুজতে না পেরে কাজ করেই যাচ্ছে। যখন সেই সাপের বিষটা পুরা শরীরের এ বিস্তার হয়। তখন ছেলেটি বুজতে পারে তাকে সাপ কামর দিয়েছে। কিন্তু সেই সময় আর ছেলেটির কিচ্ছুটি করার ছিলো না। এর ঠিক ১০ মিনিট পরেই মারাত্মক বিষের প্রভাবে ছেলেটি মা-রা যায় সেখানেই!!

--এর পরে কিছু প্রবাসি তার ফোনে মায়ের ফোনে কল দেয় ওর ফোন নিয়ে।

--ফোনটি রিসিভ করার সাথে সাথেই ওই দিকে থেকে আওয়াজ আসতেছে।

--এই তোকে বলছি না এতো ফোন দিবিনা। বিদেশে শুখে আছিস তো কাজ কাম নেই তেমন। সব সময় ফোন দিতে হবে দেশে ।

--এই কথাটি শুনেই একজন এই পাশ থেকে বলে উঠে।

--খালা আম্মা আপনাকে আর কেউ ডিস্টাপ করবেনা। আপনার টাকা বানানোর মেশিন টা আজ পরিপূর্ণ ভাবে নষ্ট হয়েছে। আপনার সন্তান মা-রা গিয়েছে। আমার লাশ পাঠানোর ব‍্যবস্তা করতেছি। অন্তাত্ত তার মৃ'ত দেহ টাকে দেশের মাঠিতে কবর দিয়েন।

--কি হয়েছে আমার ছেলের!

--আপনার সন্তান আর এ পৃথিবীতে নেই। ও কে সাপ কামর দিয়ে ছিলো সেখানেই মা-রা গিয়েছে।

--এই কথাটি শুনেই মা কান্না করতে থাকে।

--আর এই দিকে কিছু প্রবাসি মিলে তার মৃ'ত দেহটায় টেপ পেছিয়ে দেশে পাঠিয়ে দেয়।

( আমরা এই প্রবাসিকেই ঘৃনা করি। এই প্রবাসিকেই নাটকবাজ বলি। এরাই নকি অযোগ্য মানুষ । আমি হাসিব বলি এটাই হলো দেশের খাটি সোনা। এরাই দেশের রত্ন। এটাই দেশের একটি শক্তি! )

ভালোবাসা নিও প্রিয় প্রবাসি ভাইয়েরা আমার 💝

★সত্য ঘটনা অবলম্বনে★
★সমাপ্ত★
৷ ৷ ৷ ৷৷ #সংগ্রহীত

11/08/2023

👉একটি শিক্ষণীয় গল্প 👈

স্বামী ঘরে ঢুকেই দেখল,স্ত্রী কাঁদছে।
কারণ জানতে চাইলে বলল, আমাদের বাড়ির গাছটি থেকে কয়েকটি চড়ুই আমাকে দেখে ফেলেছে।
অথচ তখন আমার মুখ ঢাকা ছিলনা।
এ কারণে আল্লাহ যদি আমাকে পাকড়াও করেন, তখন যে আমার কোন উপায় থাকবে না গো।

স্ত্রীর সতীত্ব এবং আল্লাহ ভীতি দেখে খুশিতে স্বামী তার কপালে চুমু খেলো এবং কাঠুরে এনে গাছটি কেটে বিক্রি করে দিল।

কিছুদিন পর কর্মস্হল থেকে স্বামী একদিন একটু তাড়াতাড়ি বাসায় ফিরে দেখল, তার স্ত্রী আপন প্রেমিকের কোলে লেপটে পড়ে আছে।

এতে স্বামী মর্মাহত হল, কিন্তু টু শব্দটি না করে কিছু প্রয়োজনীয় আসবাবপত্র নিয়ে সে একবারে তার শহর ছেড়ে চলে গেল।

বহুদূরের এক লোকালয়ে পৌঁছে দেখল, রাজপ্রাসাদের সামনে জনগণের ঢল নেমেছে।
সে একজনকে জিজ্ঞেস করল, এখানে এত মানুষ কেন?

জবাব এলো সুলতানের রত্নভাণ্ডার চুরি হয়ে গেছে তাই।

এর খানিক পর সে দেখল, রাস্তা দিয়ে বুযুর্গমতন একজন হেটে যাচ্ছেন, তবে স্বাভাবিক নয়, আঙুলের ওপর ভর দিয়ে।

সে তার ব্যাপারে জিজ্ঞেস করলে জানল, তিনি এই শহরের সবচেয়ে বড় বুযুর্গ।

পায়ের আঘাতে কোন পিঁপড়া মারা যেতে পারে, এই ভয়ে তিনি সবসময় এভাবেই হাঁটেন।

খুব পরহেজগার মানুষ, আল্লাহর সামনে জবাবদিহিতার ভয়ে তার কিছু আমল দেখলে আপনি এর চেয়ে বেশি অবাক হবেন।

একথা শুনে গৃহত্যাগী লোকটি চেঁচিয়ে উঠে বলল, আমি চোর চিনে ফেলেছি।

আমাকে সুলতানের কাছে নিয়ে চলুন।
সে সুলতানকে বলল, কথিত ঐ বুযুর্গই
আপনার রত্নভান্ডার চুরি করেছে।
এরপর দীর্ঘ তদন্তের পর গৃহত্যাগীর দাবিই সত্য
প্রমাণিত হল।

সুলতান জানতে চাইল, তুমি কি করে বুঝলে যে,
সে ই চোর?

গৃহত্যাগী বলল................

যখন তুচ্ছ/অপ্রয়োজনীয় বিষয়েও কাউকে বড় রকমের সাধুতা জাহির করতে দেখবেন, তখন বুঝবেন তার এই সাধুতাই আসলে একটা মুখোশ!🎭

#সংগৃহীতL

Sobai bondhu hote pare na
14/09/2022

Sobai bondhu hote pare na

Happy valentine's Day my all friends ❤️❤️❤️
14/02/2022

Happy valentine's Day my all friends ❤️❤️❤️

09/02/2022

ভাবছি একটা কিডনি বিক্রি করব
fact
শখ পূরণ

08/02/2022

😃😃😄😄😁😁

07/02/2022

kabir,
pabel,and
@ Mia MD sujon
My beloved friend welcome my page.❤️❤️❤️

06/02/2022
24/01/2022

Good morning everyone. যদি আমাদের ভিডিও গুলো ভালো লাগে অবশ্যই আমাদের পেজটি ফলো দিবেন দয়া করে।
Kushtian Mr & Mrs vlog

21/01/2022

হায়রে হায়রে হায়, শীতের ভিতরে কেমনে আইসক্রিম খায়।😯😯😯

Adresse

Kushtia
Democratic Republic Of The
KUSHTIA

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque Kushtian Mr & Mrs vlog publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Partager