ওয়াল্ট বাংলা টিভি

ওয়াল্ট বাংলা টিভি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকুন
সত্য ও ন্যায়ের পক্ষে আমরা আছি আপনার পাশে

এনাম নাহার হাইস্কুল মোড় ব্যবসায়ী সমিতির নতুন কমিটি গঠিতসন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি :এনাম নাহার হাইস্কুল মোড় ব্যবসায়ী ...
27/06/2025

এনাম নাহার হাইস্কুল মোড় ব্যবসায়ী সমিতির নতুন কমিটি গঠিত
সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি :

এনাম নাহার হাইস্কুল মোড় ব্যবসায়ী সমিতির নতুন কমিটি গঠন উপলক্ষে এক সাধারণ সভা গত ২৬ জুন বৃহস্পতিবার বাদ এশা পূর্ব মোড়ে স্কুলের সামনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সমিতির সহ-সভাপতি জনাব মোঃ মনজুর হোসেন।

সমিতির সাধারণ সম্পাদক মোঃ মাইন উদ্দিন ও উপদেষ্টা মোঃ ইয়াসির আরাফাতের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় মোঃ আলী, মোঃ মামুনসহ স্থানীয় অনেক ব্যবসায়ী অংশ নেন এবং সমিতির কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

সভার সর্বসম্মতিক্রমে সাবেক সভাপতি জনাব আসিফ আকতারকে আহ্বায়ক এবং উপদেষ্টা জনাব ইয়াসির আরাফাতকে সদস্য সচিব করে নতুন কমিটি গঠন করা হয়।

নতুন কমিটির নেতৃত্বে ব্যবসায়ী সমিতির কার্যক্রম আরও সক্রিয় ও সুশৃঙ্খলভাবে পরিচালিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অংশগ্রহণকারী ব্যবসায়ীরা।

শিবের হাটের পচ্চিম পাশে মাইটভাঙ্গা ৮ নং ওয়ার্ডে (হাসেম মেম্বারের বাড়ির দরজায়) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেলিম পুকুরে ডুবে যায়।...
26/06/2025

শিবের হাটের পচ্চিম পাশে মাইটভাঙ্গা ৮ নং ওয়ার্ডে (হাসেম মেম্বারের বাড়ির দরজায়) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেলিম পুকুরে ডুবে যায়। প্রায়ই ১/দের ঘন্টা পর ফায়ার সার্ভিস কে খবর দিলে। ঘটনাস্থলে এসে পুকুর থেকে উদ্ধার করে তাকে।
পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তারেরা মৃ/ত্যু ঘোষণা করেন।(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

উল্লেখ্য যে সেলিম মূলত অটো ড্রাইভার ছিলেন এবং মাঝে মধ্যে দিনমজুর হিসেবেও কাজ করেন।

তার ৪ কন্যাসন্তান রেখে মৃ/ত্যুবরণ করেন।

অত্যন্ত ভদ্র একজন মানুষ ছিলেন,হে আল্লাহ আপনি ওনাকে জান্নাত বাসী করুণ 🤲।

ফটিকছড়িতে একের পর এক অনাকাঙ্ক্ষিত মৃ ত্যুঃ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি রেজিয়ার, তার মধ্যেই নিখোঁজ শিশু তাহিয়া!মোহ...
25/06/2025

ফটিকছড়িতে একের পর এক অনাকাঙ্ক্ষিত মৃ ত্যুঃ
২৪ ঘন্টা পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি রেজিয়ার, তার মধ্যেই নিখোঁজ শিশু তাহিয়া!
মোহাম্মদ জিপন উদ্দিন:

চট্টগ্রাম ফটিকছড়িতে খালে গোসল করতে গিয়ে রেজিয়া বেগম (৪৭) নামে এক মহিলা নিখোঁজের ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও এখনো তার কোন সন্ধান পাওয়া যায়নি। এদিকে তার মধ্যেই এ ঘটনার পরদিন হালদা নদীর পাড়ের এক বাসীন্দার শিশু কন্যা নিখোঁজ হয়েছেন।

জানা যায়- ১৮ জুন উপজেলার কাঞ্চনগর ইউপির ২নং ওয়ার্ডের ধুরুং খালের কালাপানির মুখ এলাকায় বেলা ৩টার দিকে গোসল করতে যায় রেজিয়া বেগম। সেখান থেকে দীর্ঘক্ষণ তিনি না ফেরাতে পরিবারের লোকজন খুঁজতে গেলে খালের পাড়ে তার কাপড় থাকলেও তাকে আর পাওয়া যায়নি। বিষয়টি জানাজানি হলে স্থানীয় শতশত মানুষ খালে রাতভর হাতজাল সহ বিভিন্নভাবে তল্লাশি চালিয়ে খোঁজে বের করার চেষ্টা করে। তাতেও রেজিয়ার সন্ধান পাওয়া যায়নি। পরে ডুবুরি দল খোঁজাখোজি করে তারাও ব্যর্থ হয়ে ফিরে যায়। ১৯জুন এ রিপোর্ট লিখা পর্যন্ত (সন্ধ্যা-৭টা) রেজিয়ার সন্ধান পাওয়া যায়নি।

এদিকে এ ঘটনা শেষ না হওয়ার আগেই উপজেলার পূর্ব সুয়াবিল হালদা নদীর পাড়ের বাসিন্দা মানিক ড্রাইভারের দেড় বছরের শিশু কন্যা তাহিয়াকে খোঁজে পাওয়া যাচ্ছেনা। ১৯ জুন সকাল ১১টা থেকে ওই শিশু এখনো নিখোঁজ। স্থানীয়দের সন্দেহ সে কোন ভাবে নদীতে পড়ে গিয়েছে তা না হলে খোঁজে পাওয়া যেত। এ ঘটনার পর এলাকায় শোকের মাতম চলছে।

তবে এতেই শেষ নয়, বিগত কিছু দিনের মধ্যে হালদা নদী এবং ধুরুং খালে ৫টি দূর্ঘটনা ঘটেছে। তন্মধ্যে ৩টি ঘটনায় ৪জনের মৃত্যু হয়েছে এবং অন্য ২টি ঘটনায় ২জন এখনো নিখোঁজ রয়েছেন। এ ঘটনা গুলোর পর এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টির পাশাপাশি জনমনে ভয় বিরাজ করছে।

এ বিষয়ে কাঞ্চননগরের ভিডিপি দলনেতা সাজেদুল ইসলাম বলেন, "খালগুলোতে আপাতদৃষ্টিতে পানির গভীরতা কম মনে হলেও, এর তলদেশ অপ্রত্যাশিতভাবে গভীর বা অসম হতে পারে। এছাড়া, বর্ষায় উজানের পানি নেমে আসায় খালের প্রবাহ হঠাৎ বৃদ্ধি পায়, যা শক্তিশালী স্রোতের সৃষ্টি করে এবং অপ্রত্যাশিত টান তৈরি করতে পারে। এই অদৃশ্য বিপদ সম্পর্কে সাধারণ মানুষের অসচেতনতাও দুর্ঘটনার একটি বড় কারণ।"

হালদা পাড়ের বাসীন্দা কৃষক মো: সোহেল বলেন- ফটিকছড়ি হালদা এবং ধুরুং এ প্রতিবছর মানুষ মারা যায়। অনেকে বলে পানিতে ডুবে মারা যায়, তবে শুধু পানিতে ডুবে মারা গেলে লাশ স্রোতে ভেসে নিয়ে যাওয়ার কথা, কিন্তু ঘটনার কয়েক ঘন্টা পর ঠিকই একই জায়গায় লাশ পাওয়া যায় অথচ যে জায়গায় লাশ পাওয়া যায় সেখানে এর আগেও একাধিকবার খোঁজা হয়েছিল। এ মৃত্যু গুলোর পেছনে নিশ্চয় অদৃশ্য বা অলৌকিক কোন কারণ আছে।

এদিকে এসব ঘটনা ঘটার পর পর প্রশাসনের পক্ষ থেকে কোন ধরনের সহযোগিতা পাওয়া যায়না। ফায়ার সার্ভিসের টিম গেলেও তারা পানিতে না নেমে চট্টগ্রাম থেকে ডুবুরিদের নিয়ে আসেন, ২-৩ ঘন্টা পর ডুবুরি দল আসলেও ততোক্ষণে শুধুমাত্র লাশটিই পাওয়া যায়। আবার অনেক সময় লাশ ও পাওয়া যায়না। এ ব্যাপারে সমাজকর্মী নাজমুল তারেক বলেন- নদী খাল বেষ্টিত ফটিকছড়ি হওয়াতে বর্ষা মৌসুমে এসব নদী খাল এলাকার মানুষ থাকে অত্যন্ত ঝুঁকির মধ্যে। কেউ যখন ডুবে যায় বা হারিয়ে যায় তাদের তৎক্ষণাৎ উদ্ধার করা যায়না ডুবুরি দলের অভাবে। এমন কোন নজীরও নেই যে খালে বা নদীতে নিখোঁজের পর কাউকে জীবিত উদ্ধার করতে পারার।

এমন ভয়াবহ পরিস্থিতিতে এলাকার সচেতন মহল স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের প্রতি দ্রুত পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানিয়েছেন সাধারণ মানুষ। তারা খালের ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন, জনসচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনে ঝুঁকিপূর্ণ স্থানে গোসল বা চলাচলের উপর নিষেধাজ্ঞা জারির কথা বলছেন। ফটিকছড়ির খালগুলো স্থানীয়দের জীবনযাত্রার অবিচ্ছেদ্য অংশ হলেও, সাম্প্রতিক ঘটনাবলী প্রমাণ করছে এগুলো এখন মরণফাঁদে পরিণত হচ্ছে। দ্রুত কার্যকরী পদক্ষেপ না নিলে ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী।

সন্দ্বীপে মাওলানা শামসুদ্দিনের ঘরে ভোরে ডা*কা'তির চেষ্টাসন্দ্বীপ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মহসিন মার্কেট এলাকার চাঁন ফকি...
25/06/2025

সন্দ্বীপে মাওলানা শামসুদ্দিনের ঘরে ভোরে ডা*কা'তির চেষ্টা

সন্দ্বীপ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মহসিন মার্কেট এলাকার চাঁন ফকিরের বাড়িতে আজ (২৫ জুন) ভোরে এক চাঞ্চল্যকর ডাকা'তির চেষ্টার অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, মাওলানা শামসুদ্দিন ফজরের আযানের পর প্রতিদিনের মতোই মসজিদের উদ্দেশ্যে রওনা দেন। ঘর থেকে বের হওয়ার ৩-৪ মিনিটের মধ্যেই মুখোশধারী এক সশস্ত্র ব্যক্তি ছুরি হাতে ঘরে প্রবেশ করে।

ঘরে থাকা মাওলানার স্ত্রী হঠাৎ ছুরি হাতে মুখোশধারীকে দেখে হতবিহবল হয়ে পড়েন। তার চিৎকার থামাতে আগন্তুক ব্যক্তি তার গলা চে'পে ধরে ছুরি চালানোর চেষ্টা করলে, সাহস করে তিনি ডা*কা'তের হাত ধরে ফেলেন। এ সময় বাইরে আরও ৩-৪ জন সহযোগী অবস্থান করছিল বলেও দাবি করেন তিনি।

ধ্ব'স্তাধ্ব'স্তির শব্দে পাশের রুমে ঘুমিয়ে থাকা ছেলে সাইফুদ্দিন জেগে উঠলে, ডা*কা'ত দল পালিয়ে যায়। এ ঘটনায় কেউ গুরুতর আহত না হলেও এলাকাজুড়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দা জানান, “গত ৫-৬ মাস ধরে মাওলানার ছেলে সাইফুদ্দিন এলাকার নিরক্ষর মানুষদেরকে বিনামূল্যে কোরআন শিক্ষা দিয়ে আসছেন এবং ম'দ-গা'জা সেবনের বি'রো'দ্ধে জনসচেতনতা সৃষ্টি করছেন। এতে এলাকার কেউ ক্ষুব্ধ হয়ে থাকতে পারে।”

এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। তবে এলাকাবাসীর দাবি, দ্রুত তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হোক।

25/06/2025

আমার সেরা স্টার প্রেরককে আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। সহায়তা করার জন্য অনেক ধন্যবাদ!

আম্মুর রাজ পুত্রর

সুকর্ণা আক্তার ইপ্সিতা—ভোলা সরকারি কলেজের ছাত্রী। ছাত্রদলের নেত্রী। সাধারণ ঘরের মেয়ে। আব্বা অটো চালান।একজীবনের রক্ত-ঘাম ...
25/06/2025

সুকর্ণা আক্তার ইপ্সিতা—ভোলা সরকারি কলেজের ছাত্রী। ছাত্রদলের নেত্রী। সাধারণ ঘরের মেয়ে। আব্বা অটো চালান।

একজীবনের রক্ত-ঘাম দিয়ে মেয়েকে বড় করেছেন, মানুষের মতো মানুষ বানাতে চেয়েছেন। ইপ্সিতা শুধু মেয়ে ছিলেন না, ছিলেন এক বাবার শেষ ভরসা, একটি পরিবারের স্বপ্ন, এই রাষ্ট্রের এক অপূর্ণ প্রতিশ্রুতি।

কিন্তু ১৭ই জুন, কর্ণফুলী-৪ লঞ্চে সেই মেয়েকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। চিরকুট লিখে লঞ্চ থেকে ঝাঁপ দিয়েছেন—না কি ফেলে দেওয়া হয়েছে, সেটাও এখনো নিশ্চিত না।

লঞ্চের দুই স্টাফ গ্রেফতার হলেও, এর পেছনের দানবেরা এখনো ধরাছোঁয়ার বাইরে।

কিন্তু প্রশ্ন হলোঃ

এই মেয়েটা কে? সে কি একদিনে ভেসে আসা একটা নাম?

না, সে ছিল ছাত্রদলের আঞ্চলিক নেত্রী, বিএনপির রাজনীতিতে সরাসরি যুক্ত।

এইসব "রুট লেভেলের" কর্মীরাই তো মাঠে-ময়দানে গণমানুষের প্রতিনিধিত্ব করেছে। তাদের ঘাম, তাদের রক্তে, তাদের গলায় স্লোগানে দল বেঁচে থেকেছে,আন্দোলন জোরদার হয়েছে।

কিন্তু আজ?

আজ এই মেয়েটার জন্য ছাত্রদল, বিএনপি—কারো গর্জন নেই, নেই কোন কেন্দ্রীয় কর্মসূচি, নেই কোন সংগঠিত প্রতিবাদ, নেই কোন বিকট অবস্থান।

আমরা দেখি "তত্ত্ব", আমরা শুনি "রূপকথার বয়ান"—কিন্তু ইপ্সিতাদের জন্য বাস্তবে কিছুই ঘটে না।

আমরা কী জবাব দেবো ইপ্সিতার আব্বাকে?

যিনি কাঁদছেন, দ্বারে দ্বারে ঘুরছেন মেয়ের ছবি হাতে নিয়ে বলে যাচ্ছেন, “আমি অটো চালাই, আমি গরীব—আমি কি বিচার পাবো?”

আমরা কি তার চোখে তাকিয়ে বলবো,"না চাচা, আপনি গরীব মানুষ, আপনার মেয়ে সাধারণ কর্মী—তার জন্য আমরা ব্যস্ত হতে পারি না"?

এই কি আমাদের রাজনীতি? এই কি আমাদের মূল্যবোধ?

যারা রুট লেভেলের কর্মীর কান্না শুনে না, তাদের জন্য ক্ষমতা একদিন পাথরের মতো ভারী হবে।

ইপ্সিতা একার না। সে এই দেশের সব নিপীড়িত মেয়ের মুখ, সে সব বাবার চোখের পানি, সে আমাদের রাজনীতির আয়নাঃ যেখানে আজ গরীব, নারী, কর্মী; তিনটিই অদৃশ্য।

ইপ্সিতা হত্যার বিচার চাই না। শুধচাই জবাবদিহি, চাই রাজনৈতিক দায়িত্ববোধ, আর চাই গরীবের চোখের পানিকে পুঁজি করে রাজনীতি না করার প্রতিশ্রুতি।

আবর আমিরাতে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন বাংলা টিভির নবম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।
25/06/2025

আবর আমিরাতে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন বাংলা টিভির নবম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত২৩শে জুন ২০২৫  রোজ সোমবার বিকাল সাড়ে পাঁচটায় সাউথ আ...
25/06/2025

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত
২৩শে জুন ২০২৫ রোজ সোমবার বিকাল সাড়ে পাঁচটায় সাউথ আফ্রিকা জোহানসবার্গের ফোসবার্গের ঘরোয়া রেষ্টুরেন্টে উপমহাদেশের প্রাচীন রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

উক্ত প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাউথ আফ্রিকা আওয়ামী লীগ,আওয়ামী যুবলীগ ও বাংলাদেশ ছাত্রলীগের বিভিন্ন প্রভিন্স/শহর ইউনিট/শাখার নেতৃবৃন্দ।
জয় বাংলা জয় বঙ্গবন্ধু।

বসুন্ধরা পাবলিক স্কুল এন্ড কলেজ চত্ত্বরে রংপুর রাইডার্স কাটিয়েছে অন্যরকম এক বিকেল। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে 'বস...
25/06/2025

বসুন্ধরা পাবলিক স্কুল এন্ড কলেজ চত্ত্বরে রংপুর রাইডার্স কাটিয়েছে অন্যরকম এক বিকেল। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে 'বসুন্ধরা স্পেশাল চাইল্ড ফাউন্ডেশন' আয়োজন করে 'এসো মিলি সবে প্রাণের উৎসবে- ২০২৫'। রংপুর রাইডার্সের ক্রিকেটার, কোচিং প্যানেল ও টিম ম্যানেজমেন্ট এর সদস্যরা এই বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সাথে সময় কাটিয়ে ফেরার সময় তাদের হাতে তুলে দেয় বিশেষ গিফট প্যাক!

বরিশাল জেলাস্থ আগৈলঝাড়া উপজেলায় ডক্টরস্ এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), ঢাকা মেডিকেল কলেজ শাখা ও বরিশাল জেলা শাখার উদ্...
25/06/2025

বরিশাল জেলাস্থ আগৈলঝাড়া উপজেলায় ডক্টরস্ এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), ঢাকা মেডিকেল কলেজ শাখা ও বরিশাল জেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয়। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় কেন্দ্রীয় ড্যাবের সদ্য সাবেক সভাপতি ডাঃ হারুন আর রশিদ, কোষাধ্যক্ষ ডাঃ জহিরুল ইসলাম সাকিল ও সিনিয়র যুগ্ম মহাসচিব ডাঃ মেহেদি হাসানের নির্দেশনায় এই কর্মসূচী বাস্তবায়ন করেন ঢাকা মেডিকেল ছাত্রদল সভাপতি ও ড্যাব ঢাকা মেডিকেল কলেজ শাখার সহ দপ্তর সম্পাদক ডা: গোলাম মোর্শেদ সজীব। এ সময় উপস্থিত ছিলেন ডাঃ মেহেদি হাসান নাঈম এবং স্থানীয় বিএনপির নেতা মনু খান, হেমায়েত তালুকদার, সালমান রিপন সহ অনেকে। অনুষ্ঠানের সমন্বয় করেন ডা: মীর রাশেখ আলম অভি ও কেন্দ্রীয় ড্যাবের সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক ডাঃ সাজিদ ইমতিয়াজ। অনুষ্ঠান শেষে উপজেলার বিভিন্ন জায়গায় ১০০ ফলজ বৃক্ষরোপন ও উপহার হিসেবে দেয়া হয়।

ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনে উলামায়ে কেরামদের এগিয়ে আসতে হবে:জমিয়ত সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক আজ ১৭ জুন মঙ্গলবার জমি...
25/06/2025

ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনে উলামায়ে কেরামদের এগিয়ে আসতে হবে:জমিয়ত সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক

আজ ১৭ জুন মঙ্গলবার জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক জামিয়া মাদানিয়া আঙ্গুরা মুহাম্মদপুর, বিয়ানীবাজার , সিলেটে আগমন উপলক্ষে ছাত্র জমিয়ত জামিয়া শাখা এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।

জামিয়া শাখার সভাপতি মাওলানা আব্দুল খালিক কাসিমী'র সভাপতিত্বে ও সহ সভাপতি মাওলানা ফরহাদ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জমিয়তের প্রধান উপদেষ্টা মুফাক্কিরে ইসলাম আল্লামা শায়খ জিয়া উদ্দিন।

সংবর্ধিত অতিথির বক্তব্য মাওলানা উবায়দুল্লাহ ফারুক বলেন, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনে উলামায়ে কেরামের ভূমিকা অপরিসীম। তাই উলামায়ে কেরামেরদের এগিয়ে আসতে হবে। রাষ্ট্র সংস্কারের কাজে উলামায়ে কেরাম থাকতে হবে। সব সেক্টরে উলামায়ে কেরামের প্রতিনিধি থাকলে ইসলাম বহির্ভূত কোনো কাজ কেহ করতে পারবেনা।

এছাড়াও বক্তব্য রাখেন জমিয়তের সহকারী মহাসচিব মাওলানা জয়নুল আবেদীন, সিলেট মহানগর জমিয়তের সভাপতি মাওলানা মুখলিছুর রহমান, বিয়ানীবাজার উপজেলা জমিয়তের সাবেক সভাপতি মাওলানা আসআদ উদ্দিন আল মাহমুদ, উপস্থিত ছিলেন সিলেট জেলা উত্তরের সাধারণ সম্পাদক মুফতী এবাদুর রহমান, সিলেট মহানগর জমিয়তের সিনিয়র সহ সভাপতি মাওলানা নেজাম উদ্দিন, সহ সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম, কানাইঘাট উপজেলা জমিয়তের সহ সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রাজ্জাক, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল কাদির, অর্থ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, সদস্য মাহমুদ হুসাইনসহ জামিয়ার আসাতিযায়ে কেরাম।

সংক্ষিপ্ত সফরে নরসিংদীতে এলেন ড. মিজানুর রহমান আজহারীপ্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ও দাঈ, ড. মিজানুর রহমান আজহারী সংক্ষিপ্ত ...
25/06/2025

সংক্ষিপ্ত সফরে নরসিংদীতে এলেন ড. মিজানুর রহমান আজহারী

প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ও দাঈ, ড. মিজানুর রহমান আজহারী সংক্ষিপ্ত সফরে নরসিংদী এসেছেন । তিনি তাঁর প্রতিষ্ঠিত সামাজিক ও মানবিক সংগঠন হাসানাহ ফাউন্ডেশন-এর কার্যক্রমের উদ্দেশ্যে এ সফর করেন।

২৩ জুন সোমবার দুপুর ১২টায় নরসিংদী ক্লাব প্রাঙ্গণে তিনি উপস্থিত হন এবং সেখানে নরসিংদীর বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী স্কলার সালাউদ্দীন আহমেদ মাক্কী, নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী, নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক নাসির আহমেদ রিগান, বিশিষ্ট যুবনেতা আব্দুল কাইয়ুমসহ জেলার আরও অনেক বিশিষ্টজন।

ড. আজহারীর উপস্থিতিতে নরসিংদীর ইসলামপ্রেমী ও সচেতন নাগরিকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস পরিলক্ষিত হয়। তিনি মানবসেবামূলক কার্যক্রমে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান এবং নৈতিক ও আদর্শ সমাজ গঠনে হাসানাহ ফাউন্ডেশনের ভুমিকার কথা তুলে ধরেন।

Adresse

চট্টগ্রাম আগ্রাবাদ
Democratic Republic Of The

Téléphone

+971566792087

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque ওয়াল্ট বাংলা টিভি publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Partager