Fahim ব্যক্তিগত পেইজ

Fahim ব্যক্তিগত পেইজ সবাই যদি বিশ্বস্ত বন্ধু চায় তাহলে.!

আমার মতো বেইমান কই যাবে?💀

এই যে, আপনি আমারে ভুইলা গেলেন,ভুল করেও মনে পড়ে না আমারে।আমারে মনে রাখার কি-কোনো কারণই ছিলো না আপনার কাছে?ভুইলা যাওয়া অনে...
17/06/2025

এই যে, আপনি আমারে ভুইলা গেলেন,
ভুল করেও মনে পড়ে না আমারে।

আমারে মনে রাখার কি-
কোনো কারণই ছিলো না আপনার কাছে?
ভুইলা যাওয়া অনেক কিছুই তো-
আমাদের হুটহাট মনে পইড়া যায়।
আমি কি মনে পড়ি না আপনার?

আপনারে জন্য যে আমার এই পরাণ কান্দে, দিবা-রাত্রি-
এই কান্দনের শব্দ কি আপনি শুনতে পান?
আচ্ছা, আপনার জন্য আমার কেন কান্দন আসে?
কেন আপনারে আমার মনে পড়ে?

রাইত নাই, দিন নাই-চোখ সারাক্ষণ ঝাপ্সা হইয়া থাকে,
চোখের কোনায় পানি জমে থাকে;
এ যেন চোখ নয়, ঝর্নাধারা।
আমার এই ঝর্না কি থামবে না?

আমি কি আপনারে ভুলুম না?
যেমন কইরা সব ভুইলা, আপনে আছেন সুখে-
আপনারে না ভুইলা আমি কেন থাকি দুঃখে?

16/06/2025

ওদের চোখে তুমি ম'দ খাও তুমি অমানুষ"
ওরা রক্ত খায় — ওরা মানুষ 😊

19/05/2025

তুমি আবারো ফিরতে চাইবে কোথাও প্রেম খুঁজে না পেয়ে ,
আর আমি আবারো বেহায়ার মতো তোমাকে গ্রহণ করবো; শুধু একবার নয় বরাবর ।
আর হ্যাঁ এবার তোমাকে গ্রহণ করার সাথে সাথেই আমি খুঁড়ে রাখবো একটি সাড়ে তিন হাত কবর!

মানুষ তো কত কিছু পোষে শখ করেপাখি পোষে কুকুর ও বিড়াল ছানা পোষে আরো কত কি বিচিত্র কিছু।কিন্তু আমি কি পুষি জানো?আমি পুষি দ...
10/03/2025

মানুষ তো কত কিছু পোষে শখ করে
পাখি পোষে কুকুর ও বিড়াল ছানা পোষে আরো কত কি বিচিত্র কিছু।
কিন্তু আমি কি পুষি জানো?
আমি পুষি দুঃখ
বেশ অবাক হচ্ছ তাই না হ্যাঁ আমি পুষি দুঃখ
আমার পা হতে কেসাগ্র পযন্ত ধুধু জলের মত দুঃখ আর দুঃখ আমি পুষি দুঃখ 🙂

27/02/2025

অপেক্ষার মৃত্যু নেই মায়াবতী—
যখন ইচ্ছা হবে এসো ভালবাসি ভালবাসবো!

27/02/2025

তারা জিগায়, তুমি কি ওরে মরণের আগ পর্যন্ত ভালোবাসবা?

আমি হাসি, আমার কবরের পাশে ওকে নিয়া কথা বইলো, দেখবা কিভাবে আমি জীবিত হইয়া উঠি!

23/02/2025

তোমাকে ছাড়া যদি ভালোই থাকতাম!তাহলে এতদিনে অন্য কাউকে খুঁজে নিতাম।😅❤️‍🩹

20/02/2025

তোমার অবহেলায় নষ্ট হচ্ছে এ বুক,ধরছে অজানা সব মরনব্যাধী অসুখ🙂

15/02/2025

ফাঁসি নিবো এমন সাধ্য নাই, তাই তোমার চলে যাওয়াটা মৃত্যু ভেবে বসে আছি..! ❤️‍🩹

11/02/2025

আমি মসজিদে দেখছি যে নামজ পরলে জান্নাত মিলে
মন্দিরে দেখছি পুজা করলে মঙ্গল মিলে
বিদ্যালয়ে লেখা আছে পড়াশোনা করলে শিক্ষা মিলে
তারপর রেষ্টুরেন্ট এ লেখা আছে খাওন মিলে
ফার্মেসী তে লেখা আছে ঔষধ মিলে
কিন্তু আমি এমন কোথাও লেখা পাইলাম না যেখানে আপনাকে মিলে আপনি কইতে পারেন আমি কই গেলে আপনারে পাইতাম 🙂?

11/02/2025

আমাকে মদ খেতে দাও!

এই মসজিদে বসেই, নইলে এমন যায়গা দেখাও যেখানে আল্লাহ নেই.😊

10/02/2025

আমার অবস্থা দেখে ডাক্তার হঠাৎ বলে উঠলো এই বয়সে কিসের এতো টেনশন আমি উওরে কিছুই বলতে পারি নি😊

Adresse

Chittagong
Democratic Republic Of The
4200

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque Fahim ব্যক্তিগত পেইজ publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Contacter L'entreprise

Envoyer un message à Fahim ব্যক্তিগত পেইজ:

Partager