
17/06/2025
এই যে, আপনি আমারে ভুইলা গেলেন,
ভুল করেও মনে পড়ে না আমারে।
আমারে মনে রাখার কি-
কোনো কারণই ছিলো না আপনার কাছে?
ভুইলা যাওয়া অনেক কিছুই তো-
আমাদের হুটহাট মনে পইড়া যায়।
আমি কি মনে পড়ি না আপনার?
আপনারে জন্য যে আমার এই পরাণ কান্দে, দিবা-রাত্রি-
এই কান্দনের শব্দ কি আপনি শুনতে পান?
আচ্ছা, আপনার জন্য আমার কেন কান্দন আসে?
কেন আপনারে আমার মনে পড়ে?
রাইত নাই, দিন নাই-চোখ সারাক্ষণ ঝাপ্সা হইয়া থাকে,
চোখের কোনায় পানি জমে থাকে;
এ যেন চোখ নয়, ঝর্নাধারা।
আমার এই ঝর্না কি থামবে না?
আমি কি আপনারে ভুলুম না?
যেমন কইরা সব ভুইলা, আপনে আছেন সুখে-
আপনারে না ভুইলা আমি কেন থাকি দুঃখে?