
10/01/2025
পাবলিক তুমি যদি বলো এতো বড় আল্লামা এতো বড় ডক্টর এতো বড় শায়খ এতো বড় মুফতি এতো বড় মুহাদ্দিস এতো শায়খুল হাদীস কি ভুল করতে পারে তো আমি বলব পাবলিক তুমি বলো শায়খুল হাদীস কি মানুষ আল্লামা কি মানুষ ডক্টর কি মানুষ শায়খ কি মানুষ পাবলিক তুমি যদি বলো হ্যা মানুষ তো আমি বলব পাবলিক তুমি বলো শয়তান কি মানুষ কে ধোকা দিতে পারে তুমি যদি বলো হ্যা পারে তাহলে সাদ সাহেবও ভুল করতে পারে তার অনুসারীরাও ভুল করতে পারে ভুল করে বলতে পারে ক্যামেরা ওয়ালা ফোন পকটে রেখে নামাজ পড়লে নামাজ শুদ্ধ হবে না জামাত শিবিরের প্রতিষ্ঠাতা আবুল আলা মৌদুদি সাহেবও ভুল করতে পারে তার অনুসারীরাও ভুল করতে পারে ভুল করে বলতে পারে সাহাবা গনের মধ্যে লুভলালসা ছিল শাহ ওলি উল্লাহ দেহলবির নামে মিথ্যা বলতে পারে
লা মাজহাবি নামদারি আহলে হাদিসরাও বলতে পারে যে শবেবরাতের রাতে মসজিদে ইবাদত করার চেয়ে বেস্যাখানায় থাকা ভালো ইমাম আবু হানিফার বিরুদ্ধে কথা বলতে পারে
তাহেরি মার্কা ভন্ডরাও ভুল করতে পারে ভুল করে বলতে পারে যে হাফিজুর রহমান সিদ্দিকী কাফির তাকে যে অনুসরণ করবে সেও কাফির আহলে কোরআনরাও ভুল করতে পারে ভুল করে বলতে পারে যে আমরা কোরআন মানি কিন্তু নবীর কথা হাদিস মানিনা আরও বলতে পারে যে কোরআন আল্লাহর সৃষ্টি আর হাদিস মানুষের সৃষ্টি
লেবাসদারি সুন্নিরাও ভুল করতে পারে ভুল করে বলতে পারে যে কোরআন হাদিস ছারা নবী সাঃ এর শানে কিয়াম না করলে কাফির তাবলীগের বিরুদ্ধে কথা বলতে পারে কথায় কথায় মানুষ কে কাফের বলে ফতোয়া দিতে পারে