Shohan Islam

Shohan Islam The more you learn to say 'no' the more you will be able to focus on the important tasks for yourself

22/05/2025

Gmail হ্যাক হলে বা লগ-ইন না করতে পারলে কি করবো???
Gmail এর পাসওয়ার্ড জানার পরো লগ-ইন করা যায়না, কিংবা জিমেইলের পাসওয়ার্ড ভুলে গেলেও কোনোভাবেই লগ-ইন হচ্ছেনা!!
এই ঝামেলাটা তো অনেকের-ই হয়, I guess!!
Gmail-এর এসব ঝামেলা থেকে মুক্ত থাকতে কি করতে হবে , এটাই অনেকের প্রশ্ন?
- একটা সহজ সমাধান হচ্ছে "Gmail দিয়ে একটা ইউটিউব চ্যানেল খোলা থাকতে হবে"!
ব্যাপারটা অদ্ভুত না?
কিন্তু বাস্তবতা হচ্ছে, জিমেইলের আন্ডারে যদি কোনো ইউটিউব চ্যানেল থাকে, তখন জিমেইল টা খুব সহজেই রিকভারি করা সম্ভব!
আর এর বাইরে, জিমেইলের Backup Email, Passkey , Skip Password When Possible, 2 step verification phones (আরেকটা two factor চালু না করলেও হবে) এসব চালু রাখলেও ৭০-৮০% টাইমেই রিকভারি করা যায়!
আর সব চেষ্টা করেও ব্যর্থ হলে, এবং জিমেইল দিয়ে কোনো YouTube channel থাকে , তবে ১০০% রিকভারি সম্ভব!!!
আর YouTube Channel এর Channel Id টা কোথাও সেইভ করে রাখার চেষ্টা করবেন, এতে যদি এমন-ও হয় আপনার ইউটিউব চ্যানেল গায়েব হয়ে গেছে আবার জিমেইলেও ঢুকতে পারছেন না, তখন চ্যানেল আইডির সাহায্যে পুরো জিনিসটাই সমাধান সম্ভব হবে তখন!!
জিমেইল রিকভারির জন্য, Different Devices থেকে ফরগেট পাসওয়ার্ড বা Try Another দিয়ে চেষ্টা করলে একটা রিকভারি অপশন পাওয়া যায়, তাও না হলে ইউটিউব লাইভ চ্যাটে কমিউনিকেশন করেও হেল্প নেওয়া যেতে পারে।

Adresse

Democratic Republic Of The

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque Shohan Islam publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Partager