
15/06/2025
বাঁশ গাছের তলায়... ............... আসুন আমরা একটা গল্প বলি আজ।. গল্পটা হলো জন্ম অন্ধ এক ব্যক্তির। তিনি জন্ম থেকে অন্ধ হওয়ায় জীবদ্দশায় অনেক কিছুই খেয়েছেন। কিন্তু দুধ খাননি কখনো।
হঠাৎ তার এক বন্ধু বললেন, দুধ খাওয়ার জন্য। অন্ধ বললেন দুধ এটা আবার কী রকম? বন্ধু বললেন দুধ হলো সাদা। অন্ধ বললেন সাদা সেটা আবার কী রকম? কারণ অন্ধ ব্যক্তি জানেন না আসলে কোন রঙ দেখতে কেমন। বন্ধুটি বললেন সাদা হচ্ছে বকের মত। অন্ধ বললেন বক আবার কী রকম? বন্ধুটি এবার তার ডান হাত বকের আকৃতির মত করে অন্ধের হাত বুলিয়ে দেখালেন বক এই রকম। অন্ধ বললেন, না আমি দুধ খাবো না। আমার গলায় আটকে যাবে!
চোখ থাকতেও যারা অন্ধ। তাদের কাছে সবই সাদা। কিন্তু যারা জন্ম থেকে অন্ধ তাদের কাছে অনেক কিছুই বকের মত। কারণ, এটা খেলে গলার কাঁটার মত আটকে যেতে পারে! অন্যায়কে ন্যায় বলে চালিয়ে দেওয়া, অবিচারকে বিচার বলে চালিয়ে দেওয়া, অবৈধকে বৈধ বলে চালিয়ে দেওয়া, সাদাকে কালো বলে চালিয়ে দেওয়া হয়তো কখনো কখনো সম্ভব। কিন্তু এটা দীর্ঘস্থায়ী হয় না এবং হবেও না।