মাইজভাণ্ডার শরীফে বাগদাদ শরীফের সাজ্জাদানশীন, হযরত সৈয়দ আফিফ উদ্দিন জ্বিলানী। তাকে লালাগালিচা সংবর্ধনায় বরণ করেন হযরত সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারী। দুজনই প্রিয় নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং গাউছে পাক হযরত আবদুল ক্বাদির জ্বিলানী (কঃ) এর বংশধর। সুবহানআল্লাহ্। এখান থেকে বাগদাদ শরীফ ও মাইজভাণ্ডার শরীফ এবং ক্বাদেরিয়া ও মাইজভাণ্ডারী তরিকার গভীর সংযোগ ও ভাতৃত্ব আবারো স্পষ্ট হয়ে ফুটে উঠেছে।সুবহানআল্লাহ্।
মাশাআল্লাহ
এতো সুন্দর সাফা ও মারওয়া।
আমার মন বালো না অসাধারণ একটা নাতে রাসূল শায়ের মোহাম্মদ আকতার হোসেন কন্ঠে।,
না টেনে দেখবেন আশা করি সবার বালো লাগবে।
মাশাআল্লাহ আল্লাহর ঘরে এতো সুন্দর আযান শুনে মুগ্ধ হয়ে গেলাম।❤️❤️❤️
শাহ সূফী সৈয়দ ডক্টর সাইফুদ্দীন আহমেদ আল হাসানি ওয়াল হোসাইন আল মাইজভান্ডারি রওজা শরীফ জিয়ারতে সময়
মইনীয়া যুব ফোরাম ১০তম প্রতিষ্ঠ বার্ষিকি উপলক্ষ্যে শান্তি র্যালি ২০২৩ইং
কতদিন হলো নবীর রওজা দেখি না। নতুন নাত
মুহাম্মাদ আকতার হোসাইন
সাধারণ সম্পাদক মইনিয়া ইসলামি সাংস্কৃতিক ফোরাম বাংলাদেশ।
নবী বংশের ৩১তম আওলাদ, আওলাদে রাসুল আওলাদে গাউসুল আযম সায়্যিদ সাইফুদ্দিন আহম্মদ আল হাসানী ওয়াল হোসাইনী মাইজভান্ডারী, বাবাজান কেবলার সামনে শানে মোস্তফা (সঃ) করছেন বিদেশী মেহমান গন,,
ও মইনীয়া ইসলামী সাংস্কৃতিক ফোরাম শায়ের বিন্দুরা
কুড়িগ্রামের বন্যা কবলিত এলাকায় অসহায় মানুষের পাশে বাংলাদেশ সুপ্রিম পার্টির নেতৃবৃন্দ
বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান শাহ্সূফী সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারীর নির্দেশে ও পৃষ্ঠপোষকতায় বিএসপি’র উদ্যোগে কুড়িগ্রামের রৌমারি ও অলিপুর উপজেলার বিভিন্ন এলাকায় ২০০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। ২৮ জুন, মঙ্গলবার, পার্টির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দের কয়েকটি টিম ত্রাণ বিতরণ কাজে অংশ নেন। ত্রাণ বিতরণের সময় কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন খলিফা আসলাম হোসাইন, মো: শরিফুর রহমান, মোহাম্মদ ইকবাল হোসাইন, মো: ফরহাদ মুন্সি, সোহেল মাহমুদ ভুঁইয়া প্রমুখ।