21/09/2025
এমনিতেই মানসিক ভাবে খুবই দূর্বল.! এর উপর নানা মিথ্যা তথ্য সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হচ্ছে..!
এবার মূল ঘটনা বলি,
আমার বাচ্চা ১ টা থেকে ২ টা কাশি দিলেই আমি ডক্টর মেইনটেইন করেছি..! ডক্টর যেভাবে পরামর্শ দিয়েছে , তাকে সেভাবেই রাখার আপ্রাণ চেষ্টা করেছি..! ডক্টর কখনোই তাকে অসুস্থ বলে জানায়নি , তবে একবার তাকে এন্টিবায়োটিক দেয়া হয়েছিলো বুকে গড়-গড় শব্দের জন্য এবং তাকে এন্টিবায়োটিক কোর্স কমপ্লিট করানোর পরে আবার ডক্টর এর কাছে নিয়ে গেলে , ডক্টর বলেন "ইনশা-আল্লাহ,ঠিক হয়ে যাবে"..!
আমি একদিন স্বপ্নে দেখলাম , আমার শ্রদ্ধেয় পিতা আমার বাচ্চাকে অনেক আদর করছেন..! সে তাকে কোলে নিয়ে , বুকে নিয়ে চুমু খাচ্ছেন..! তারপর আমি বাচ্চার মা'কে বলি , যেহেতু আমার পিতার কবর বি-বাড়িয়ায় আর আমার প্রোগ্রাম এর শিডিউল বেশিরভাগ ঐদিকে , তাই তুমি আমার ছেলেকে নিয়ে বাড়িতে ঘুরে আসো এবং আমার আব্বা আর ছেলের নামে একটা দোয়া'র আয়োজন করো এবং এতিম বাচ্চাদের খাওয়া দাওয়া করাও যেহেতু আমার আব্বা কে স্বপ্নে দেখেছি..! সেই সুবাদে, আমার বাচ্চার মা ও তার পরিবার নিয়ে মহানগর এক্সপ্রেসের ফার্স্ট-ক্লাস কেবিন-এ তারা বি-বাড়িয়া যায়..! বি-বাড়িয়া পৌছানোর দুই দিন পর তার কাশি শুরু হয় , তারপর সাথে সাথে তার মা তাকে বি-বাড়িয়া একটা প্রাইভেট হসপিটালে নিয়ে যায়.. এবং ডক্টর এর পরামর্শে ঔষধ খাওয়ানো হয়..! কাশি শুরু হওয়ার দেড় দিন অতিক্রম হলে , তার কাশি আরও বেড়ে যায়..! তারপর গ্রামের দাদী-নানী রা তাকে ২ ফোটা তুলসীর রস খাওয়ায়..! এবং আবারো তার মা তাকে নিয়ে বি-বাড়িয়া প্রাইভেট হসপিটালে যায়..! ডক্টর তাকে আরও কিছু ঔষধ এবং এন্টিবায়োটিক দেয়..! তার একদিন পর , তার কাশি বন্ধ না হওয়ায় আবারো হসপিটাল নিয়ে যাওয়া হয় এবং তাকে সেখানে ভর্তি করানো হয়..! বিভিন্ন পরীক্ষা করার পর ডক্টর বললেন যে আমার ছেলের নিউমোনিয়া হয়েছে তাকে আরও ভালো কোন হসপিটালে নিয়ে যান..! তখনই আমরা সাথে সাথে চট্টগ্রাম মেট্রো-পলিটনে নিয়ে আসি..! এবং সেখানে তাকে পি-আইসিউ তে নেওয়া হয়..! চট্টগ্রাম মেট্রো-পলিটনে নেওয়ার পর ,পরের দিন ডক্টর বললেন , আমার বাচ্চার ব্লাডে প্রচুর ইনফেকশন আছে..! তারপর আইসিউতে চিকিৎসা চলাকালীন সে-ই ইনফেকশন তার ব্রেইন কে আঘাত করে..! তারপর আমরা আরও উন্নত চিকিৎসার ব্যবস্থা করি এবং ধীরে ধীরে এতটাই বেড়ে গেলো ইনিফেকশন , এত উন্নত চিকিৎসাতেও আমার বাচ্চার জীবন বাচাতে পারেনি..!! কারণ , হুকুম উপর-ওয়ালার..! তিনি আমার বাচ্চা কে আমার কোল থেকে নিয়ে গিয়ে আমাকে পরীক্ষা করেছেন..!
অবশেষে , স্বপ্নের ব্যাখা অনুযায়ী আমার বাচ্চা
"সারমাদ মাঈনুদ্দীন সাহান" কে তার দাদার পাশে দাফন করা হয়..! সে সেখানেই চির-নিদ্রায় শায়িত হয়েছে..!
সে হয়তো আমার কোলে আর কখনো ফিরবেনা.. কিন্তু সে আমাকে গর্বিত করেছে..! কারণ তার মা-বাবা'র নতুন পরিচয় হয়েছে ,
"আমরা একজন জান্নাতী শিশু'র পিতা-মাতা"
মালিক মওলা রহমান , আপনি আমার বাচ্চা কে গোলাম বলে কবুল করুন..!