24/02/2025
মেয়েদের জন্য বিশেষ সতর্কবার্তা ⚠️
প্রিয় বোনেরা! নিজের নিরাপত্তার জন্য সর্বদা সতর্ক থাকুন!
🔴 স্কুল-কলেজ বা কোচিংয়ে আসা-যাওয়ার সময় জনসমাগমপূর্ণ রাস্তা ব্যবহার করুন। প্রয়োজনে পরিবারকে জানান কোন রুটে যাচ্ছেন।
🔴 সন্ধ্যার পর একা বাইরে বের হওয়া এড়িয়ে চলুন। খুব জরুরি হলে পরিবারের কাউকে সঙ্গে রাখুন।
🔴 রিকশা, অটো, সিএনজি বা বাসে ওঠার আগে নিশ্চিত করুন সেখানে অন্য নারী যাত্রী আছেন কিনা। একা হলে অন্য যানবাহন নিন।
🔴 মোবাইল ফোন ব্যবহার সীমিত করুন। রাস্তায় হাঁটার সময় বা বাহনে বসে মোবাইল স্ক্রিনে না তাকিয়ে চারপাশে খেয়াল রাখুন।
🔴 অপরিচিত স্থানে একা যাওয়া থেকে বিরত থাকুন। প্রয়োজন ছাড়া ঘোরাঘুরি বন্ধ রাখুন।
🔴 পরিবার ও কাছের মানুষদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখুন। বিপদে দ্রুত সহায়তা পাওয়া সহজ হবে।
✅ নিজেকে সুরক্ষিত রাখুন, আত্মবিশ্বাসী হন, এবং কখনোই ভয় পাবেন না! 💪🔥