30/10/2025
বৈষম্য বিরোধী আন্দোলনের হত্যা মামলাসহ একাধিক মামলার আসামী ও হামলা করে হাতকড়াসহ পুলিশের কাছথেকে ছিনিয়ে নেওয়া আ.লীগ নেতা রিজ্জাকুল ইসলাম রাজুকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব। পরে পুলিশের কাছে সোপর্দ করে।
রিজ্জাকুল রহমান রাজু (৪৬) শিবগঞ্জ উপজেলার চক ভোলা খাঁ এলাকার বদর উদ্দিনের ছেলে। তিনি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সভাপতি।
শিবগঞ্জ থানা পুলিশ বৃহস্পতিবার দূপুর ২টায় আটকৃত আওয়ামী লীগে নেতাকে বগুড়া জেল হাজুতে প্রেরণ করেন। তার বিরুদ্ধে সরকারি কাজে বাধাদান ও পুলিশ আক্রান্ত মামলা ছাড়াও হত্যা ও নাশকতার প্রায় ১৬টি মামলা রয়েছে।
#শিবগঞ্জ #বগুড়া #দৈনিক_খবর_ময়দানহাট্রা_ইউনিয়ন_দাড়িদহ_বাজার_শিবগঞ্জ_বগুড়া