News365 Drowning Is My Hobby ❤️
I Love Drowning ❤️
All Time Support Me Place🙏 Video Creators

🚨🚨| ম্যাচ খেলতে রওনা দিয়েছে নেইমার ও টিম সান্তোস। ✨🏟️আগামীকাল বাংলাদেশ সময় ভোর ৫:০০ টায় দেস্পোরতিভো ফেরোভিয়ারার বিপক্ষে ...
10/07/2025

🚨🚨| ম্যাচ খেলতে রওনা দিয়েছে নেইমার ও টিম সান্তোস। ✨🏟️

আগামীকাল বাংলাদেশ সময় ভোর ৫:০০ টায় দেস্পোরতিভো ফেরোভিয়ারার বিপক্ষে একটি ফ্রেন্ডলি ম্যাচ খেলবে সান্তোস।


Md Rajjak

সর্বকালের সেরা নাম্বার নাইন 💗❤️‍🩹
10/07/2025

সর্বকালের সেরা নাম্বার নাইন 💗

❤️‍🩹

ইনস্টাগ্রামে ব্যাপক জনপ্রিয় ভারতের আসামের কন্যা অর্চিতা ফুকান এবার নাম লেখাচ্ছেন নীল সিনেমায়
10/07/2025

ইনস্টাগ্রামে ব্যাপক জনপ্রিয় ভারতের আসামের কন্যা অর্চিতা ফুকান এবার নাম লেখাচ্ছেন নীল সিনেমায়

❗️টনি ক্রুস: "আমিও ১৭ বছর বয়সে প্রথম দলে যোগ দিয়েছিলাম, কিন্তু আমি লামিন ইয়ামালের লেভেলে ছিলাম না। সে যা করছে তা পাগল...
10/07/2025

❗️টনি ক্রুস: "আমিও ১৭ বছর বয়সে প্রথম দলে যোগ দিয়েছিলাম, কিন্তু আমি লামিন ইয়ামালের লেভেলে ছিলাম না। সে যা করছে তা পাগলামি। আমি পারফরম্যান্সে ধারাবাহিকতার কথা বলছি, কারণ প্রতিভাটা স্পষ্ট। সে স্পেশাল, কারণ কঠিন মুহূর্তে সে এগিয়ে যায়। এবং এটি, ১৭ বছর বয়সে স্বাভাবিক নয়।"

যখন রাইভাল দলের লিজেন্ড প্রশংসা করে তখনও কিছু মানুষ লামিনের বয়স আসলেই ১৭ কিনা এগুলা নিয়া আলোচনা ভিন্ন খাতে নিতে চায়। যাদের ফুটবল দেখার বয়সটা একটু লম্বা তারা মনে করতে পারবেন, একসময় মেসিকে খাটো করার জন্য কিছু মানুষ ন্যারেটিভ বের করছিলো যে মেসি ড্রিবল করে সময় নষ্ট করে এবং এই সুযোগে প্রতিপক্ষ ডিফেন্সিভ লাইনে ফিরে আসার সময় পায়। এরচেয়ে ডিরেক্ট পাস দেয়া প্লেয়ার বেশি কাজের, এমনকি মেসির সাথে ইস্কোর তুলনা দেয়ার দিনও মনে পরে।

এই সিজনে আর্সেন ওয়েংগার, জিদান, ক্রুসসহ বহু লিজেন্ডারি প্লেয়ারে্র কাছ থেকে প্রশংসা পাইছে। এই যে কেউ কেউ আইসা বলেন যে শুধু লা মাসিয়ার প্লেয়ার দেখে, আর বার্সার পিআর ভালো দেখে লামিন হাইপ পায়, তা এইসব মানুষকে কি বার্সা টাকা খাওয়াইছে বলে মনে হয়? লামিনের প্রশংসা করার পেছনে এদের কি স্বার্থ থাকতে পারে!

একসময় জাতীয় পর্যায়ে স্টেডিয়াম কাঁপানো দুই জমজ বোন Anuching Mogini   আর Anai Mogini  যেন আজ বিস্মৃতির অতলে হারিয়ে গেছে। ত...
10/07/2025

একসময় জাতীয় পর্যায়ে স্টেডিয়াম কাঁপানো দুই জমজ বোন Anuching Mogini আর Anai Mogini যেন আজ বিস্মৃতির অতলে হারিয়ে গেছে। তারা ছিলেন দেশের নারী ফুটবলের প্রথম সারির তারকা, দেশের পতাকা বুকে নিয়ে মাঠে লড়েছেন, জয় এনে দিয়েছেন—তবুও আজ তারা কোথায়? কেউ কি খোঁজ নেয়? বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) কি জানে, কী অবস্থা এখন তাদের স্বপ্ন, ভবিষ্যৎ আর ক্যারিয়ারের?

তাদের সময়েও দেশের জয়ের গান গাওয়া হতো, তারা যখন মাঠে থাকতেন তখনও হাজারো সমর্থক গর্জে উঠত। অথচ সময়ের স্রোতে আজ তারা বিস্মৃত। নতুন নাম এসেছে—
Mitul Marma , Rupna Chakma , Monika Chakma , Sukanta Tripura , Ritu Porna Chakma , বিটশেক চাকমা। আজ তারাই গর্বের প্রতীক, জয় এনে দিচ্ছে দেশের ফুটবলে। কিন্তু তাদের ভবিষ্যৎও কি সেই পুরনো গল্পের মতো হারিয়ে যাবে? কোনো গ্যারান্টি কি আছে?

এই দেশেই, এই সমাজেই এক সময় বলা হয়েছিল—"উপজাতি", "চুংচাং", "চীনা", "বিচ্ছিন্নতাবাদী"। বিশেষ করে পাহাড়ে আদিবাসী-বাঙালি দাঙ্গার সময় আদিবাসী ফুটবলারদের জাতিগত পরিচয় নিয়েই করা হয়েছিল বিদ্বেষমূলক মন্তব্য। যারা দেশের হয়ে খেলেছেন, তাদেরই দেশ থেকে আলাদা করে দেওয়ার আহ্বান জানানো হয়েছে। যারা দেশের গর্ব, তাদেরই দেশের শত্রু বানানো হয়েছে।

আর যখন কোচ পিটার বাটলারের সময় কিছু আদিবাসী খেলোয়াড় তাদের প্রশিক্ষণ পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছিল, তখন তাদের বিরুদ্ধে চলেছিল সামাজিক মাধ্যমে বিষোদগার। কেউ বলেছে, এরা অবাধ্য, আবার কেউ সরাসরি হুমকি দিয়েছে ধর্ষণের মতো বর্বর কথা বলে। যেন খেলোয়াড় না, যেন মানুষই না—শুধু জাতিগত পরিচয়ের কারণে তারা লক্ষ্যবস্তু।

এই ঘটনাগুলো কেবল ফুটবলের বা খেলাধুলার বিষয় না, বরং আমাদের সামগ্রিক রাষ্ট্রচিন্তা, সমাজের মূল্যবোধ আর জাতিগত বৈষম্যের নগ্ন বাস্তবতা। আদিবাসী খেলোয়াড়েরা যখন দেশের পতাকা হাতে জিতে আসে, তখন তারা “আমাদের” হয়; আর একটু বিতর্ক, একটু ব্যর্থতা ঘটলেই তারা হয়ে ওঠে “ওরা”।

এটা শুধু আনুচিং-আনাইয়ের গল্প নয়, বরং প্রতিটি পাহাড়ি, আদিবাসী খেলোয়াড়ের জন্য এক সতর্ক বার্তা। রাষ্ট্র যদি আজ না জাগে, সমাজ যদি না বোঝে, তাহলে কালের গর্ভে হারিয়ে যাবে আরও অনেক সম্ভাবনা, আরও অনেক গর্ব। সম্মান আর সহমর্মিতা ছাড়া কোনো জয়ই দীর্ঘস্থায়ী হয় না। তাদের পাশে দাঁড়ানো, তাদের স্বপ্নকে বাঁচিয়ে রাখার দায়িত্ব এখন আমাদের সবার।

Copyright By Valentina Tripura

মিরপুরে মাত্র ১২ হাজার টাকায় দুই কক্ষের একটি সাধারণ ফ্লাটে ভাড়া থাকছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলঅস্ট্রেলিয়ায় ...
09/07/2025

মিরপুরে মাত্র ১২ হাজার টাকায় দুই কক্ষের একটি সাধারণ ফ্লাটে ভাড়া থাকছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল

অস্ট্রেলিয়ায় পরিবারসহ বসবাসরত এই সাবেক অধিনায়কের সম্পর্কে অনেকের ধারণা ছিল, বোর্ডের দায়িত্বে আসার পর তিনি হয়তো রাজধানীর কোনো অভিজাত পাঁচতারা হোটেল কিংবা অ্যাপার্টমেন্টে থাকবেন।কিন্তু সবাইকে চমকে দিয়ে বুলবুল বেছে নিয়েছেন একেবারেই সাধারণ জীবনযাপন। বোর্ডের সুযোগ-সুবিধা না নিয়ে তিনি সিদ্ধান্ত নিয়েছেন রাজধানীতে তার এক নিকটাত্মীয়ের বাসার কাছাকাছি একটি সাধারণ ফ্ল্যাটেই থাকবেন।

তার এই সিদ্ধান্ত ইতোমধ্যেই ক্রিকেট অঙ্গনে ও ভক্তদের মধ্যে প্রশংসিত হচ্ছে, যা তার সাদাসিধে জীবনযাপন ও ক্রিকেটের প্রতি দায়বদ্ধতারই পরিচায়ক

আজ রাতে ৩ টার পরেও তোমার মুখে এই মিষ্টি হাসিটা দেখতে চাই। শাবি আলান্সোর অধীনে রিয়াল মাদ্রিদ কোন পথে এগোবে তার প্রথম এবং...
09/07/2025

আজ রাতে ৩ টার পরেও তোমার মুখে এই মিষ্টি হাসিটা দেখতে চাই। শাবি আলান্সোর অধীনে রিয়াল মাদ্রিদ কোন পথে এগোবে তার প্রথম এবং প্রধান পরীক্ষা শুরু হবে আজকেই। এই পরীক্ষাটা ভালোভাবে উতরে যেতে পারলেই বলতে পারবো আমাদের ২৫/২৬ মৌসুম হতে যাচ্ছে সাফল্যমন্ডিত।

এই হাসিটা শেষ পর্যন্ত অটুট রাখতে নিজেদের সর্বোচ্চটা দিও ক্যাপ্টেন। 🙏

Md Rajjak

🇦🇷 লিওনেল মেসির ক্যারিয়ারের ৯০০ গোলে পৌঁছাতে আরও ৩২টি গোল এবং ৪০০ অ্যাসিস্ট করতে আরও ১৫টি অ্যাসিস্ট প্রয়োজন।অসাধারণ!  ...
09/07/2025

🇦🇷 লিওনেল মেসির ক্যারিয়ারের ৯০০ গোলে পৌঁছাতে আরও ৩২টি গোল এবং ৪০০ অ্যাসিস্ট করতে আরও ১৫টি অ্যাসিস্ট প্রয়োজন।

অসাধারণ!
#মেসি #ফুটবল

আমাদের এশিয়ার এক ছেলে দক্ষিণ কোরিয়া থেকে উত্তর লন্ডনের হৃদয়ে সন হিউং মিন কেবল একজন ফুটবলার নন, তিনি টটেনহ্যামের আত্মা।এশ...
09/07/2025

আমাদের এশিয়ার এক ছেলে দক্ষিণ কোরিয়া থেকে উত্তর লন্ডনের হৃদয়ে সন হিউং মিন কেবল একজন ফুটবলার নন, তিনি টটেনহ্যামের আত্মা।

এশিয়ার একমাত্র প্লেয়ার হিসেবে বিশ্বের সেরা লীগ প্রিমিয়ার লীগে গোল্ডেন বুট জয়ী প্লেয়ার সন। Performance অনুযায়ী এই ছেলেটাকে নিয়ে কখনোই তেমন আলোচনা হয়না।

ক্যারিয়ারে চোখ ধাধানো অনেক গোল+ হেট্টিক রয়েছে সনের। প্রিমিয়ার লীগ ইতিহাসের টপ ১০টি গোলের একটি রয়েছে সনের রান গোল।

গতিও আছে বেশ এমবাপ্পে -ভিনিদের থেকে কম নয়,টটেনহ্যামকে কখনো কখনো একা গোল-এ্যাসিস্ট করে ম্যাচ জেতানোর ভূমিকা রাখে।

সন এশিয়ার না হয়ে যদি ইউরোপ, লাতিনের বড় কোনো দেশের হত অনেক হাইপ থাকতো।

একবার ভেবে দেখুন সন একজন ইউরোপীয়ান তাহলে ট্রান্সফার মার্কেটে তাকে নিয়ে কি পরিমান হাইপ উঠতো, কিন্তু আফসোস সন একজন এশিয়ান আর তাই তাকে নিয়ে মিডিয়ায় কোনো হাইপ নাই।গোল করলেও পোস্ট চোখে পড়ে না মিডিয়ার। যেনো এক আড়ালের হিরো।

যেখানে যোগ্যতার চেয়ে কয়েকগুণ বেশি দামে ট্রান্সফার হতে দেখি শুধু মাত্র নামের পাশে ইংলিশ শব্দটি থাকে বলে।জন্ম ইংল্যান্ড বলে সেখানে সনরা অবহেলিত ফুটবল ট্রান্সফার মার্কেটে।শুধু এশিয়ান প্লেয়ার এরজন্য কারণ নেই মহাদেশীয় ফুটবলের গৌরব।

সবকিছু ছাপিয়ে অধিনায়ক হিসেবে টটেনহামকে ইউরোপা কাপ জিতিয়ে এখন সন টটেনহামের লিজেন্ড।

সন এশিয়ার গর্ব,আমাদের ভাই।শুভ জন্মদিন এশিয়ান প্লেয়ার রোনালদো। 🐐

Adresse

Democratic Republic Of The

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque News365 publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Partager