17/06/2025
জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল স্যারের সাড়া জাগানো ১০টি বক্তব্য ।
১) 'ক্ষমতার চেয়ে বড় কথা হলো জাতির কল্যান সাধন।
২) অন্যান্ন দলের রাজনীতি যেরকম আমাদের রাজনীতি সেরকম নয়, অন্য দলের রাজনীতি হচ্ছে ক্ষমতায় যাওয়া এবং গরিবের রক্ত চুষে খাওয়া, দেশের অর্থ আত্মসাৎ করা। কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে দেশের মানুষকে মুক্তি দেওয়া, নিজেদের সার্থ বিসর্জন দিয়ে একটি বিশাল জনশক্তি আলোকিত জনশক্তি তৈরি করে তাদেরকে ঐক্যবদ্ধ করে দেশবাসীর খেদমতে নিয়জিত করা।
৩) বাংলার স্বাধীনতা রক্ষার পাশাপাশি মুসলিম জাহানের মুক্তির জন্য, বিশেষকরে ফিলিস্তিনের ভাইবোনদের বাঁচানোর জন্য বাংলার মানুষ বুকের তাজারক্ত ঢেলে দেওয়ার জন্য প্রস্তত হয়ে আছে।
৪) ইসলামী বিশ্বব্যাংক গঠন করতে হবে, মুসলমানদের স্বার্থ সংরক্ষনের জন্য OIC কে জাতিসংঘের বিকল্প হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে এবং বিশ্বের ৫৭ টি মুসলিম দেশ নিয়ে সামরিক জোট গঠন করতে হবে।
৫) আমরা মানুষের অধিকার ফিরিয়ে দিতে চাই, যেখানে সবাই বাঁচবে সবাই হাসবে এমন একটা রাষ্ট্র আমরা প্রতিষ্ঠিত করতে চাই।
৬) রাষ্ট্রীয় অর্থ সম্পদ লুট করা বন্ধ করতে হবে, দেশের মানুষকে বাঁচাতে হবে – ১% মানুষের হাতে সম্পদ কুক্ষিগত করতে দেওয়া হবে না। এদেশের সবাই ধনী হোক এটা আমি চাই, কিন্তু যেই পথে এগোচ্ছে, সেই পথে ভবিষ্যৎ যে অন্ধকার, তাতে কোন সন্দেহ নাই।
৭) আমাদেরকে মানবিক মূল্যবোধের প্রতি নজর রাখতে হবে,এবং ধর্মের নাম করে যদি অধর্মের পদচারণা হয় তবে তা নির্মুল করতে হবে!"
৮) ঐক্যবদ্ধ না হলে
নিজেদের অস্তিত্ব টিকানো যাবে না।।
৯) 'প্রয়োজনে ঢাকা শহরে জনসমুদ্র করা হবে। আমার টাকা লাগেনা,আমার লোকজন আমাকে ভালোবাসে,তারা ভালোবেসে আমার ডাকে চলে আসবে।
জাকের পার্টি গরিব-দুঃখি মেহনতী মানুষের পার্টি,যদি পর্যাপ্ত পয়সা থাকতো তবে এতো লোক জরো হতো যে ঢাকা শহরে মানুষ যায়গা দেয়া যেতোনা!"
১০) পয়গম্বরদের অনুসারী হয়েছে গরীব লোক, অলীআল্লাহদের অনুসারী হয়েছে গরীব মানুষ, জান্নাতের মধ্যে মেরাজের রজনিতে রাসূল পাক (সঃ) বেশিরভাগ গরীব লোক দেখেছেন।
কারন, গরীব মানুষের পেটে ক্ষুদা থাকে, মন নরম থাকে, সরল থাকে, জটিলতা কম থাকে এবং সেজন্য গরীব মানুষ প্রতারিত হয় বেশি।
এই বাংলাদেশ স্বাধীন হয়েছিলোএকটি সোনার দেশ হিসেবে দেশকে গড়ে তুলার জন্য, এদেশে থাকবেনা কোন ক্ষুদা দারিদ্র্য থাকবেনা বঞ্চনা থাকবেনা অত্যাচার থাকবেনা রক্তপাত নিরাপত্তার মধ্যে সবাই ঘুমাবে। সবাই শান্তিতে থাকবে, প্রাচুর্য ভরপুর থাকবে আমার সোনার বাংলা আবার সোনার বাংলার মতো হাসবে।
#টেইকব্যাকবাংলাদেশ #জাকের_পার্টি #জাকের_পার্টির_চেয়ারম্যান #বিশ্ব_জাকের_মঞ্জিল #রাজনীতি #ইরান #ইজরাইল #ইরান_নিউজ #ইরান_খবর