BCC Bangla সত্যের সন্ধানে BCC BANGLA সব সময় জনগণের পাশে।

জাকের পার্টি তার জন্মলগ্ন থেকে শুরু করে দীর্ঘ ৩৫ বছরের ইতিহাসে কোনো রাজনৈতিক জোটে কখনোই অন্তর্ভুক্ত হয়নি।
19/06/2025

জাকের পার্টি তার জন্মলগ্ন থেকে শুরু করে দীর্ঘ ৩৫ বছরের ইতিহাসে কোনো রাজনৈতিক জোটে কখনোই অন্তর্ভুক্ত হয়নি।

জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল স্যারের সাড়া জাগানো ১০টি বক্তব্য ।১) 'ক্ষমতার চেয়ে বড় কথা হলো জাতির ...
17/06/2025

জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল স্যারের সাড়া জাগানো ১০টি বক্তব্য ।

১) 'ক্ষমতার চেয়ে বড় কথা হলো জাতির কল্যান সাধন।

২) অন্যান্ন দলের রাজনীতি যেরকম আমাদের রাজনীতি সেরকম নয়, অন্য দলের রাজনীতি হচ্ছে ক্ষমতায় যাওয়া এবং গরিবের রক্ত চুষে খাওয়া, দেশের অর্থ আত্মসাৎ করা। কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে দেশের মানুষকে মুক্তি দেওয়া, নিজেদের সার্থ বিসর্জন দিয়ে একটি বিশাল জনশক্তি আলোকিত জনশক্তি তৈরি করে তাদেরকে ঐক্যবদ্ধ করে দেশবাসীর খেদমতে নিয়জিত করা।

৩) বাংলার স্বাধীনতা রক্ষার পাশাপাশি মুসলিম জাহানের মুক্তির জন্য, বিশেষকরে ফিলিস্তিনের ভাইবোনদের বাঁচানোর জন্য বাংলার মানুষ বুকের তাজারক্ত ঢেলে দেওয়ার জন্য প্রস্তত হয়ে আছে।

৪) ইসলামী বিশ্বব্যাংক গঠন করতে হবে, মুসলমানদের স্বার্থ সংরক্ষনের জন্য OIC কে জাতিসংঘের বিকল্প হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে এবং বিশ্বের ৫৭ টি মুসলিম দেশ নিয়ে সামরিক জোট গঠন করতে হবে।

৫) আমরা মানুষের অধিকার ফিরিয়ে দিতে চাই, যেখানে সবাই বাঁচবে সবাই হাসবে এমন একটা রাষ্ট্র আমরা প্রতিষ্ঠিত করতে চাই।

৬) রাষ্ট্রীয় অর্থ সম্পদ লুট করা বন্ধ করতে হবে, দেশের মানুষকে বাঁচাতে হবে – ১% মানুষের হাতে সম্পদ কুক্ষিগত করতে দেওয়া হবে না। এদেশের সবাই ধনী হোক এটা আমি চাই, কিন্তু যেই পথে এগোচ্ছে, সেই পথে ভবিষ্যৎ যে অন্ধকার, তাতে কোন সন্দেহ নাই।

৭) আমাদেরকে মানবিক মূল্যবোধের প্রতি নজর রাখতে হবে,এবং ধর্মের নাম করে যদি অধর্মের পদচারণা হয় তবে তা নির্মুল করতে হবে!"

৮) ঐক্যবদ্ধ না হলে
নিজেদের অস্তিত্ব টিকানো যাবে না।।

৯) 'প্রয়োজনে ঢাকা শহরে জনসমুদ্র করা হবে। আমার টাকা লাগেনা,আমার লোকজন আমাকে ভালোবাসে,তারা ভালোবেসে আমার ডাকে চলে আসবে।
জাকের পার্টি গরিব-দুঃখি মেহনতী মানুষের পার্টি,যদি পর্যাপ্ত পয়সা থাকতো তবে এতো লোক জরো হতো যে ঢাকা শহরে মানুষ যায়গা দেয়া যেতোনা!"

১০) পয়গম্বরদের অনুসারী হয়েছে গরীব লোক, অলীআল্লাহদের অনুসারী হয়েছে গরীব মানুষ, জান্নাতের মধ্যে মেরাজের রজনিতে রাসূল পাক (সঃ) বেশিরভাগ গরীব লোক দেখেছেন।

কারন, গরীব মানুষের পেটে ক্ষুদা থাকে, মন নরম থাকে, সরল থাকে, জটিলতা কম থাকে এবং সেজন্য গরীব মানুষ প্রতারিত হয় বেশি।
এই বাংলাদেশ স্বাধীন হয়েছিলোএকটি সোনার দেশ হিসেবে দেশকে গড়ে তুলার জন্য, এদেশে থাকবেনা কোন ক্ষুদা দারিদ্র্য থাকবেনা বঞ্চনা থাকবেনা অত্যাচার থাকবেনা রক্তপাত নিরাপত্তার মধ্যে সবাই ঘুমাবে। সবাই শান্তিতে থাকবে, প্রাচুর্য ভরপুর থাকবে আমার সোনার বাংলা আবার সোনার বাংলার মতো হাসবে।

#টেইকব্যাকবাংলাদেশ #জাকের_পার্টি #জাকের_পার্টির_চেয়ারম্যান #বিশ্ব_জাকের_মঞ্জিল #রাজনীতি #ইরান #ইজরাইল #ইরান_নিউজ #ইরান_খবর

লক্ষ লক্ষ নেতা-কর্মীদের উপস্থিতিতে জাকের পার্টির ঈদ উল আযহার মহা জামাত অনুষ্ঠিত। লক্ষ লক্ষ নেতা-কর্মীদের উপস্থিতিতে বিশ্...
07/06/2025

লক্ষ লক্ষ নেতা-কর্মীদের উপস্থিতিতে জাকের পার্টির ঈদ উল আযহার মহা জামাত অনুষ্ঠিত।
লক্ষ লক্ষ নেতা-কর্মীদের উপস্থিতিতে বিশ্ব জাকের মঞ্জিল বাইশ রশি পাক দরবার শরীফে জাকের পার্টির ঈদ উল আযহার মহা জামাত অনুষ্ঠিত হলো।

জাকের পার্টির সংগ্রামী ছাত্র নেতা মিজান ভাইয়ের জেল মুক্তি পান আজ।মিজান ভাইকে শুভেচ্ছা জানান -জনাব, শামীম হায়দার, মহাসচিব...
28/05/2025

জাকের পার্টির সংগ্রামী ছাত্র নেতা মিজান ভাইয়ের জেল মুক্তি পান আজ।
মিজান ভাইকে শুভেচ্ছা জানান -জনাব, শামীম হায়দার, মহাসচিব জাকের পার্টি।
জনতো মুরাদ হোসেন জামাল, অতিরিক্ত মহাসচিব জাকের পার্টি।
জনাব, রবিউল ইসলাম রবি সাধারণ সম্পাদক জাকের পার্টি ছাত্র ফ্রন্ট।

শোক সংবাদ!জাকের পার্টি কৃষক ফ্রন্টের  যুগ্ম সাধারন সম্পাদক  এস এম মফিজ উদ্দিন ( মফিজ ভাই)  আজ রাত ৯ টায় উত্তরা আজমপুর সড়...
27/05/2025

শোক সংবাদ!
জাকের পার্টি কৃষক ফ্রন্টের যুগ্ম সাধারন সম্পাদক এস এম মফিজ উদ্দিন ( মফিজ ভাই) আজ রাত ৯ টায় উত্তরা আজমপুর সড়ক দুর্ঘটনায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন,আল্লাহ তায়ালা প্রিয় ভাই কে জান্নাত বাসি করুন ,অত্যান্ত ভালো মনের এক জন মানুষ ছিলেন ,পরিবার বর্গ সবাই কে ধৈর্য ধারন করার তৌফিক দান করুণ আমিন।

১৮ই বৈশাখ দিনে কি ঘটাইলেন রব্বানা - https://youtu.be/EHMevSdKL3sSong: 18th BAISHAKHLyrics & Tune: MAWLANA MAINUDDIN AHME...
25/04/2025

১৮ই বৈশাখ দিনে কি ঘটাইলেন রব্বানা - https://youtu.be/EHMevSdKL3s

Song: 18th BAISHAKH
Lyrics & Tune: MAWLANA MAINUDDIN AHMED ANSARI
MAWLANA SADDAM HOSSAIN & MD ALAMIN HOSSAIN
Editor: Foysal Howladar
Presents By: Zaker Media & Ansari TV

24/04/2025

🇧🇩৩০শে এপ্রিল আমরা কেবল একটা জমায়েত করব না - আমরা ইতিহাস সৃষ্টি করব।আমরা এক হৃদয়,এক আত্মা হয়ে দাঁড়াবো।
ড. সায়েম আমীর ফয়সল।

একটি শোক সংবাদ ,মাওলানা এমদাদুল ইসলাম তিনার বাবা কিছুক্ষণ আগে এন্তেকাল করেছেন,ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন🥲
28/02/2025

একটি শোক সংবাদ ,
মাওলানা এমদাদুল ইসলাম তিনার বাবা কিছুক্ষণ আগে এন্তেকাল করেছেন,
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন🥲

16/02/2025

টঙ্গিতে ২গ্রুপ মিলে যতো লোক হয়, তার থেকে ১০০গুন লোক হয় বিশ্বজাকের মঞ্জিলের এক উরশে।

জাকের পার্টি দুলালপুর ইউনিয়ন আয়োজিত পবিত্র ইসলাম জলছা, শিবপুর, নরসিংদী জেলা।
25/12/2024

জাকের পার্টি দুলালপুর ইউনিয়ন আয়োজিত
পবিত্র ইসলাম জলছা, শিবপুর, নরসিংদী জেলা।

আগামীকাল, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, দুপুর ১টায় NEWS24 টিভিতে রিজার্ভের বর্তমান অবস্থান নিয়ে লাইভে উপস্থিত থাকবে, ড. সায়েম ...
23/12/2024

আগামীকাল, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, দুপুর ১টায় NEWS24 টিভিতে রিজার্ভের বর্তমান অবস্থান নিয়ে লাইভে উপস্থিত থাকবে, ড. সায়েম আমীর ফয়সল, সিনিয়র ভাইস চেয়ারম্যান, জাকের পার্টি।

সকলকে দেখার আমন্ত্রণ।

Adresse

Dhaka
Democratic Republic Of The
BANGLADESH

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque BCC Bangla publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Contacter L'entreprise

Envoyer un message à BCC Bangla:

Partager