
27/02/2025
জীবনে চলার পথে আমরা সবাই কোনো না কোনো চরিত্রে অভিনয় করি। কখনো দায়িত্ববান, কখনো নিঃস্বার্থ, কখনো কঠোর, আবার কখনো মায়াবী। সময় ও পরিস্থিতির দাবিতে আমাদের মানসিকতা, ভাবভঙ্গি, এমনকি আবেগও বদলে যায়। কখনো বন্ধু, কখনো অভিভাবক, কখনো শিক্ষক, কখনো ছাত্র। প্রত্যেকটা রূপই আমাদের জীবনের অংশ। কিন্তু আসল কৌশল হলো, কখন কোন চরিত্রে থাকা উচিত, সেটার সঠিক বোধ থাকা।
বহুরূপী হওয়া দোষের কিছু নয়, যদি সেটা পরিস্থিতির প্রয়োজন মেটাতে হয়।
#অভিনয় #রূপালি_পর্দা
Madhumita Ghosh Mandal
゚ #কথা_যা_মনকে_ছোঁয়