Love Guru Love Gide

15/03/2023
04/01/2023

- আমি যখন বারবার কল করে ভালোবাসি ভালোবাসি বলতাম, তুমি বলতে 'অতি ভক্তি কিন্তু চোরের লক্ষন।'🙂

- তাই আমি অতিরিক্ত কথা বলা বন্ধ করলাম।

~ আমি যখন সারাদিন কথা বলতে চাইতাম সময় দিতে বলতাম, তুমি বলতে 'সময়ের দাম দিতে শেখো!'🙂

- তাই আবেগ কন্ট্রোল করে সময়ের দাম দিতে শিখে নিলাম।🙂❤

- আমি যখন তোমার একটা কল বা ম্যাসেজ এর জন্য দীর্ঘ অপেক্ষা করতাম,তুমি বলতে 'বেশি আশা ভালো না!'🥰🖤

- তাই আমি আশা করা ছেড়ে দিয়ে অপেক্ষা করতে ভুলে গেলাম।🖤

~ আমি যখন তোমাকে নিয়ে খারাপ স্বপ্ন দেখে,সবার আগে ফোন করে তোমার খোঁজ নিতাম, তুমি ঠিক আছো কিনা? তুমি বলতে 'পাগলামী টা একটু কমাও!'❤

- নিজেকে তাই সুস্থ মস্তিষ্কের মানুষ হিসেবে গড়ে তুললাম।🙂

~ আমি যখন না খেয়ে অপেক্ষা করতাম এটা জানার জন্য তুমি খেয়েছো কিনা?
তুমি বলতে 'এতো ন্যাকামি ভাল্লাগেনা।'

তাই ন্যাকামি ছেড়ে নিজের মতামত কে তখন গুরুত্ব দিতে শিখলাম।

~ আমি যখন কান্নায় ভেঙ্গে পড়তাম তোমার অবহেলায়!
তুমি বলতে 'এত দূর্বল কেনো তুমি?'

তাই কান্না ছেড়ে নিজেকে শক্ত করে নিলাম।

কিছু দিন পর তুমি যখন চলে যেতে চাইলে
আমি বললাম যেতে পারো আটকাবো না!
তখন তুমি বুঝতে পারলে আমি বাস্তবতা শিখে গেছি।

হ্যাঁ, তুমি আমায় অনেক কিছু শিখিয়েছো,
এর জন্য ধন্যবাদ।

তবে তুমি হয়তো জানতে না,এই ন্যাকামি গুলোই
একটা সুন্দর ভালোবাসার ইতিহাস গড়ে তোলে।
তুমি জানতে না,এই পাগল মানুষগুলো মন থেকে ভালোবাসতে জানে।
তুমি হয়তো জানতে না,এই ছোট্ট ছোট্ট আবেগ গুলো থেকেই ভালোবাসা তৈরি হয়।
তুমি হয়তো জানতে না,আমি ভালোবাসি বলেই আমার গুরুত্বপূর্ণ সময় টুকু তোমায় দিতাম।

আজ আমিও একটা জিনিষ তোমাকে শেখালাম,
"সময় থাকতে মূল্য দিতে শিখো
কারন
অতিরিক্ত অভিমান নিয়ে যারা হারিয়ে যায়
তারা কখনো ফিরে আসে নাহ।"
@@@ Guru@@@

05/10/2022

মানুষ বড়ই আজব😢😢

ইতিহাস সাক্ষী নুনে কখনো পোকা ধরেনি,
কিন্তু মিষ্টিতে প্রতিদিন ধরে,পিপড়েও ছাড়ে না।।

মোমবাতি জ্বালিয়ে, মৃত মানুষকে স্বরণ করা হয়, আবার মোমবাতি নিভিয়ে, জন্মদিন পালন করা হয়।।

মানুষ সোজা পথে চলতে চায় না,
আর বাঁকা পথে সবাই আগ্রহি।।

নুপুরের দাম হাজার টাকা,
কিন্তু তার স্থান পায়ে।
টিপের দাম এক টাকা হলেও,
তার স্থান কপালে।

# এ জন্যই তো মদ বিক্রেতা কারো কাছে যেতে হয় না,
আর দুধ বিক্রেতা দুধ নিয়ে,
মানুষের ঘরের দুয়ারে দুয়ারে যেতে হয়।।

আমরা দুধ বিক্রেতা কে সর্বদা বলে থাকি,
দুধে পানি মেশাননি তো???
অথচ মদে মানুষেইরা পানি মিশিয়ে খায়🤔🤔🤔

উচিত ছিল ফজরের আজান শুনে,
ঘুম ভেঙ্গে নামাজে যাওয়ার,,
আর এখন রাত ভর জেগে, আজান শুনে ঘুমায়।

আজ পযন্ত মানুষকে একটু চিনতে পারলাম না,

জানোয়ারের বাচ্চা বললে মানুষ ক্ষেপে যায়,
অথচ বাঘের বাচ্চা বললে মানুষ খুশি হয়ে যায়।
অথচ, দুইটাই পশুর বাচ্চা।

মানুষ বড়ই আজব।।।

26/05/2022

#তোমার প্রথম যৌবনে যে ছেলেটা তোমার শরীরের প্রতিটা উপত্যকায় আঁকিবুঁকি করে দিয়ে গেছে
তার স্মৃতি তোমার কাছে জীবন্ত!

দুরত্বে যে পুরুষের প্রেম তৈরী হয়েছিলো তার জন্য অবশিষ্ট জায়গা রাখেনি হৃদপিণ্ড!

#যে ছেলেটা একদিন সাঁতার কেটে গেছে তোমার নুনের সমুদ্রে, দক্ষ কৃষকের মতো চাষাবাদ করেছে উর্বর জমি
তাকে তোমার প্রেমিক মনে হয়?

#যে পুরুষ টা প্রথম বার হাত ধরার অনুমতি চেয়ে কাপিয়েছিলো অনামিকা,
তাকে তুমি অপ্রেমিক উপাখ্যান দিয়েছো?

তুমি নারী, তুমি কামুক!
আমি তোমাকে ঈশ্বরী ভেবে ভুল করেছিলাম!
সেবার তোমাকে প্রেমিকা ভেবে হৃদপিণ্ডের মৃত্যুদ্বন্ড দিয়েছিলাম।

~শুনছো?
Love Guru

26/05/2022

"হাসিখুশি থাকো ... যেভাবেই হোক ... মন খারাপ ?? ... শরীর খারাপ ?? ... ডিপ্রেসনে ভুগতেছো ?? ... যত যা-ই হোক, মুখে একটা হাসি ফুটিয়ে রাখো !!

কি দরকার গোটা দুনিয়াকে দেখানোর যে তুমি ভালো নেই ... হয়তো বিশ্বাস করবে না, কিন্তু তোমার গোমড়া মুখ দেখে চার পাশের অনেকেই মনে মনে আনন্দ পায় ... মানুষ বরাবরই অন্যের ভালো দেখতে পারে না !!

তোমার মন খারাপ করা চেহারা, তোমার ডিপ্রেসনে মোড়ানো কথা কিংবা স্ট্যাটাস দেখে তোমার শত্রুরাও মজা পায় ... কি দরকার ফ্রি তে এদের আনন্দ দেয়ার ??

তার চেয়ে বরং হাসি-খুশি থাকো ... মিথ্যেমিথ্যি না ... সত্যি সত্যি ... ব্যস্ত থাকো ... যা ভালো লাগে, সেটা নিয়েই ব্যস্ত থাকো ... ভালো থাকতে বেশি মানুষ লাগে না ... ফ্রেন্ড সার্কেল হোক, ভাইবোন হোক কিংবা কেউ না না থাকলে তুমি একাই ঘুরতে বের হয়ে যাও ... প্রিয় খাবারটা পেট ভরে খাও ... প্রিয় গানটা শুনতে শুনতে ব্যস্ত রাস্তায় হাঁটতে থাকো ...সূর্যাস্তের দিকে চেয়ে থাকো ... জোছনার আলো মুঠোয় নিয়ে বাড়ি ফেরো !!

ভালো থাকতে যা যা করা লাগে, তাই-ই করো ... তবুও মন খারাপ করে থাকা নিষেধ ... এসব চলবে না ... তোমার যে শত্রুটাকে তোমার অসহ্য লাগে, তার দিকে তাকিয়ে একটা এ-গাল ও-গাল হাসি দেও ... বিশ্বাস করো, তার কানের নিচে চড় দিলেও সে এত কষ্ট পাবে না, যতটা কষ্ট পাবে তোমার ভালো থাকা দেখে !!

আর যারা কাছের মানুষ আছে, তারাও তোমার হাসিখুশি থাকা দেখে আরো বেশি ভালো থাকবে ... হাসি সংক্রামক ... দেখবা, তোমাকে দেখে দেখে তারাও হিহি করে হাসা শুরু করবে !!

শত্রুর প্রতি প্রতিশোধ নিতে হলেও হাসো ... বন্ধুকে হাসাতে হলেও হাসো ... নিন্দুকেরা 'পাগল' বলবে, 'ছাগল' বলবে ... বলুক ... তারা হাসতে পারে না, তারা হাসতে জানে না, তারা ভালো থাকতে জানে না ... তারা শুধু হিংসা করতে জানে !!

হাসতে শিখো ... ভালো থাকতে শিখো ... নিজেকে নিজেই ভালো রাখতে শিখো ... বিশ্বাস করো, তোমার কাউকে লাগবে না ... ভালো থাকতে কাউকে লাগে না ... নিজেকে লাগে শুধু ... নিজের ইচ্ছাটুকু লাগে শুধু !!"

26/05/2022

Hallo bundura kamon a*o sobay

13/05/2022
13/05/2022
12/05/2022

Love give Allah

12/05/2022

Adresse

Democratic Republic Of The

Téléphone

+8801738219410

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque Love Guru publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Partager