
28/05/2025
🛑 Google Pay ❌ vs ✅ Google Wallet — আসল সত্যটা জানেন?
সামাজিক মাধ্যমে অনেকে বলছেন "Google Pay আসছে", "Google Wallet চালু হচ্ছে", কেউ আবার খুশিতে উৎসব শুরু করে দিচ্ছে! 😅
কিন্তু ভাইসাহেব, একটু থামেন! আগে পুরো ব্যাপারটা পরিষ্কার করে জেনে নিন 👇
🔸 Google Pay (GPay)
এটা একটা ইন্টারন্যাশনাল পেমেন্ট সিস্টেম, অনেকটা PayPal বা বিকাশের মতো, যেটার মাধ্যমে আপনি অনলাইন পেমেন্ট, ফ্রিল্যান্সিং ইনকাম রিসিভ করা, বা অন্যকে টাকা পাঠানো—এসব কাজ করতে পারেন।
❌ কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, বাংলাদেশ ব্যাংকের নিয়মের কারণে GPay এখনই বাংলাদেশে আসছে না।
যেমন PayPal এখনো আসে নাই, GPay-ও তাই আসবে না সহজে।
🔸 Google Wallet
✅ এটা একটা ডিজিটাল কার্ড হোল্ডার। আপনার ব্যাংকের ডুয়েল কারেন্সি কার্ড, লয়্যালটি কার্ড, মেট্রো কার্ড—এসব সংরক্ষণ করে রাখার সুবিধা দেয়।
👉 কিছু দেশে এই Wallet দিয়ে NFC পেমেন্ট করা যায়, তবে বাংলাদেশে তা এখনও সীমিত।
🇧🇩 বাংলাদেশে Google Wallet আসলেও হয়তো শুধু আপনার ব্যাংকের কার্ড অ্যাড করে BDT পেমেন্ট করা যাবে—তাও যদি আপনার ফোনে NFC থাকে।
⚠️ যা Google Wallet দিয়ে আপনি করতে পারবেন না:
✖️ বিকাশের মতো টাকা পাঠানো
✖️ অনলাইন ফ্রিল্যান্স পেমেন্ট রিসিভ
✖️ PayPal-এর বিকল্প হিসেবে ব্যবহার
📌 তাই বিভ্রান্ত না হয়ে, আগে সঠিক তথ্য জানুন — তারপর উচ্ছ্বাস প্রকাশ করুন! 😄
আসলে, Google Wallet খুবই সীমিত সুবিধার একটি টুল, যা শুধু নির্দিষ্ট কিছু ব্যবহারকারীর কাজে আসতে পারে।