24/10/2025
📚📦Unboxing Video 📷
📌পাঠকের মন্তব্য 👇🏻
আজ কে হাতে পেলাম তাই একটু দেখাতে---
লোক কে দেখাতে ঠিক ভালো লাগে না।তবে লোকে দেখুক এটা ভালো লাগে। লোক কি ভাববে সেটা বড়ো কথা নয়, লোকে কি বুঝলো এটা বড়ো কথা। আমিত্ব কথাটা আমি আমার মতন বুঝি। জীবনে ইতি হয়ে যাওয়া তো এখন'ই নয়, মানে যখন লিখছি তখন তো হচ্ছি না। ইতি হলে ঘুমের মধ্যে হবো, কি হয়তো কাল সকালে, অথবা কবে হবো ঠিক জানি না। এখন যখন ইতি হলাম না,তবে আমরা কেনই বা করব না নিজেকে উন্নত?
ব ই পড়ে উন্নত হয় না। অবনত হয় না। নেশা হয়, দুই একদিন থাকে,তার পর আর নেশা থাকেনা, তবে নেশার একটা মৃদু ছাপ থেকে যায়। জগতের নেশা গুলো যতক্ষণ নেশায় ডুবে থাকা ততক্ষণ থাকে নেশার সুন্দরতা। কিন্তু নেশা করার পর নেশা কেটে যাওয়ার পর কিছুদিন নেশা না করলেও নেশার অল্প ছাপ থাকে এমন নেশা কিছুদিন থাকুক।
বই Online আপনাকে অনেক ধন্যবাদ 🙂🙏🏻❤️