লাইজি আরজুমান জুহি

লাইজি আরজুমান জুহি লাইলী আরজুমান জুহি

চট্টগ্রাম মহিলা কলেজ।চট্টগ্রাম
(2)

নিজের কলিজার টুকরোকে হারিয়ে হতবাক পিতার আল্লাহু আকবর, আল্লাহু আকবর বলে বলে গগনবিদারী আর্তনাদ  কে দিবে, কি দিয়ে দিবে আদরে...
05/06/2025

নিজের কলিজার টুকরোকে হারিয়ে হতবাক পিতার আল্লাহু আকবর, আল্লাহু আকবর বলে বলে গগনবিদারী আর্তনাদ কে দিবে, কি দিয়ে দিবে আদরের জান্নাতের টুকরো হারানো এই পিতাকে সান্ত্বনা? কত আনন্দে ঈদে পরিবার নিয়ে যাচ্ছিল বাড়ি, মুহুর্তেই সব আনন্দ বিষাদে পরিণত। মহান রাব্বুল আলআমীন এই পিতা ও তার পরিবারকে এই শোক সইবার শক্তি দিক আমিন।

খবর: কালুরঘাট সেতুতে সিএনজি-ট্রেন মুখোমুখি সং'ঘ'র্ষ, এখন পর্যন্ত নি'হ'ত ২, আ'হ'ত অনেক।
মহান সৃষ্টিকর্তা সবাইকে নিরাপদ রাখুক আমিন

ওরা হয়তো জানে না যে, ওরা ওদের জীবনের বে'স্ট সময়'টা পার করছে!🥹❤️
23/05/2025

ওরা হয়তো জানে না যে, ওরা ওদের জীবনের বে'স্ট সময়'টা পার করছে!🥹❤️

ইউনুস স্যারকে যদি কাজ করতে দিতো উনি এই দেশকে ঢেলে সাজাতে পারতেন কিন্তু আমাদের দেশের কিছু রাজনৈতিক নেতারা তাদের নিজেদের স...
22/05/2025

ইউনুস স্যারকে যদি কাজ করতে দিতো উনি এই দেশকে ঢেলে সাজাতে পারতেন কিন্তু আমাদের দেশের কিছু রাজনৈতিক নেতারা তাদের নিজেদের সার্থের জন্য উনাকে কোন কাজ করতে দিচ্ছে না। এছাড়া প্রশাসনের অনেক লোক তারাও চায় না উনি দেশটাকে উন্নত করুক। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দিক এবং দেশ ও দেশের জনগণকে নিরাপদ রাখুক।

14/05/2025

এখনকার ছেলেমেয়েরা জানেই না আগে আমাদের ছোট বেলায় কী কী কারণে পেটানো হতো - 🙂

১. মাইর খাবার পরে কাঁদলে।
২. মাইর খাবার পর না কাঁদলে।
৩. না-মারা সত্ত্বেও কান্নাকাটি করলে।
৪. খেলা নিয়ে বেশি মেতে থাকলে।
৫. খেলতে গিয়ে মাইর খেয়ে আসলে বা কাউকে মারার নালিশ আসলে।
৬. বড়দের আড্ডায় ঢুকলে।
৭. বড়দের কথার উত্তর না-দিলে।
৮. বড়দের কথায় ত্যাড়া উত্তর দিলে।
৯. অনেকদিন মাইর না-খেয়ে থাকলে।
১০. কেউ উপদেশ দেওয়ার সময় গুনগুন করে গান করলে।
১১. বাড়িতে অতিথি এলে বা কারও বাড়ি গিয়ে সালাম না করলে।
১২. অতিথি এলে তাকে খাবারের প্লেট দিতে যাওয়ার সময় প্লেট থেকে খাবার মুখে দিয়ে ধরা পড়লে।
১৩. অতিথিরা খাওয়ার সময় খাবারের দিকে হাঁ করে তাকিয়ে থাকলে।
১৪. অতিথি বাড়ি চলে যাওয়ার সময় তার সাথে যাওয়ার বায়না ধরলে।
১৫. খেতে না-চাইলে।
১৬. সন্ধ্যা নামার আগে বাড়ি না-ফিরলে।
১৭. প্রতিবেশীর বাড়িতে গিয়ে খেয়ে চলে এলে।
১৮. জেদ দেখালে।
১৯. কারও সাথে মারামারি করে হেরে এলে।
২০. কাউকে বেশ করে পিটিয়ে এলে।
২১. স্লো মোশনে খেলে।
২২. ফাস্ট ফরোয়ার্ড স্কেলে খেলে।
২৩. সকালে ঘুম থেকে উঠতে না চাইলে।
২৪. রাতে ঘুমোতে না-চাইলে।
২৫. শীতকালে গোসল করতে না চাইলে।
২৬. গ্রীষ্মকালে বেশিক্ষন গোসল করলে।
২৭. অন্যের গাছ থেকে আম, পেয়ারা পেড়ে খেলে।
২৮. স্কুলে টিচারদের কাছে মার খেয়েছি খবর পেলে।
২৯. জোরে উচ্চারণ করে না পড়ে চুপচাপ বসে পড়ার ভান ধরলে বা বিড়বিড় করে পড়লে।
৩০. পড়ার বইয়ের মধ্যে গল্পের বই রেখে পড়ছি ধরা পড়ে গেলে।
৩১. পরীক্ষার আগে টিভি দেখলে।
৩২. দুধ খেতে না চাইলে।
৩৩. আচার চুরি করে খেলে।
৩৪. উষ্ঠা খেয়ে পড়ে গেলে উঠিয়ে আবার মারা হতো।
৩৫. কারও বাসায় বেড়াতে গিয়ে নিজের বাসা মনে করে লন্ডভন্ড করলে।
৩৬. স্কুলের সামনের কোনো দোকান থেকে বাকিতে কিছু খেলে বা খেলনা কিনলে।
৩৭. দুপুরে না ঘুমালে।
৩৮. পাশের বাসার কেউ পরীক্ষায় বেশি নাম্বার পাইলে।
৩৯. খাতার পৃষ্ঠা নষ্ট করলে।
৪০. বই দাগাদাগি করলে।
৪১. শোকেস থেকে নতুন প্লেট, গ্লাস বের করলে।
৪২. পুকুরে ডুবাইতে ডুবাইতে চোখ লাল করে ফেললে।

12/05/2025
1)বঙ্গবন্ধু নির্বাচন ছাড়ায় ক্ষমতায় ছিলেন 1.5 বছর2) জিয়া ছিলেন 4.5 বছর 3) এরশাদ ছিলেন10বছর4)2006 সালে খালেদা জিয়া ছিলেন ক...
17/04/2025

1)বঙ্গবন্ধু নির্বাচন ছাড়ায় ক্ষমতায় ছিলেন 1.5 বছর
2) জিয়া ছিলেন 4.5 বছর
3) এরশাদ ছিলেন10বছর
4)2006 সালে খালেদা জিয়া ছিলেন কিছু দিন
5) শেখ হাসিনা 2014 -25 পুরাটাই অ'বৈধ
তখন কোথায় ছিল ভোটের অধিকার❓❓❓
আর যখন বাংলদেশ খুজে পেয়েছে তার যোগ্য নেতাকে তখন 2টি মাত্র দলের নির্বাচন চাই নির্বাচন চাই বলে গলা ফাটায় ।
নোভোটিং। বিপ্লবী সরকারের ভোট লাগেনা। বিপ্লবী মানেই অটো বৈধ। পৃথিবীর ইতিহাস তাই বলে। এদেশের মানুষ আমরা ভোটের অধিকার চাই না । ভালো একজন নীতিবান শাসক চাই!

সাধারণ জনগণের এটাই দাবী বলে চারদিকে ভার্চুয়াল এ ভাইরাল হচ্ছে..!!!

Adresse

Democratic Republic Of The

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque লাইজি আরজুমান জুহি publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Partager