28/09/2023
সাউথের চিন্দি চোরদের অহংকার বরাবরই বেশি। বিশেষ করে তেলুগু ইন্ডাস্ট্রি আর কন্নড় ইন্ডাস্ট্রির মেকার থেকে শুরু করে অনেকেই অতি ফাপরবাজ। বাহুবলী ২ এর পরে এরাই আলগা পুশ মেরে প্রভাসকে খানদের বাপ ট্যাগ দিয়েছিলো। বিভিন্ন ইভেন্টে এসব উলফাল ফাপর নিতো। রীতিমতো প্রভাসও সেটার বিরোধিতা করেন।
Andhraboxoffice গতকাল Dunki নিয়েও ফ্যানওয়ার টাইপ টুইট করেছে। এদের হিন্দুদের Caste Feeling, Religion Feeling ইন্ডাস্ট্রির ভিতর৩ বেশি। এদের প্রতি জুলুম হয়েছে আদ্দিকালে এটা মানি তবে এরা বাহুবলীর পর হাতির পাচ পা দেখা এটিটিউড নেয়।
এদের ভাগ্য ভালো যে North এর অডিয়েন্স সাউথ সিনেমা দেখছে আর এই জিনিশ নিয়ে হিংসার ঠেলায় বলিউড ফিল্মমেকার কাফনের কাপড় নিয়ে আন্দোলনে নামে না। বলিউড ইন্ডাস্ট্রির ইউনিটি তেলুগু ইন্ডাস্ট্রির মত উগ্র ও একাগ্র যদি হতো তবে এদের "খানে কা লালে পরে যেত"। এদের বাজার এখনো এতটাই লিমিটেড যে হিন্দী ডাবিং না চললে ৫০০ কোটিও Avatar লেভেলের Word Of Mouth পেলেও সাউথ আর ওভারসীস থেকে তুলতে পারবে না। এরা হিন্দী বাজারের মুখাপেক্ষী। এরা মুখ ফিরিয়ে নিলে এদের বিগ বাজেটের প্যান ইন্ডিয়া সিনেমা করার জাতে ওঠার স্বপ্ন নিমিশেই ধূলিসাৎ হয়ে যাবে।
সমস্যা হলো বলিউডের বাজে টাইমে এবং কিছু সুযোগসন্ধানী মেকাররা সাউথের তারকা ও ডিরেক্টরদের মাথায় তুলে নাচতেছে,, কয়টা টাকা কামানোর আশায়। আর ওদের অহংকারও চরম সীমায় উঠছে। তামিল - কেরালার অডিয়েন্স ও মেকাররা সেক্যুলার ও ওপেন মাইন্ডসেটের হলেও বাকি স্টেটের মালগুলো বেশিই ফাপরে চলে। যদি একবার বলিউডের ফিল্মমেকাররা তেলুগুদের মত এক্সট্রিম মাইন্ডসেট আসে তো ভাতও পাবেনা সাউথের সিনেমা।
ধরেন কাল যদি শাহরুখ যেয়ে Dharma Productions, Yash Raj Films এর দুই বন্ধু Karan Johar আর Aditya Chopra কে বলে লাভের ভাগ বেশি নিলে নে তোরা দুজন ডিস্ট্রিবিউট কর Dunki। তো ৮০-৯০ ভাগ থিয়েটার চেইন Dunki এর হাতে আসবে ভাংগাচোরা সিংগেল স্ক্রীণ ছাড়া হাতে কিছু জুটবে না Salaar টিমের।
কিন্ত খান সাহেব এমন নিচু মেন্টালিটির না এজন্যেই বেচে যাবে হয়ত।
আগের PAN INDIA সিনেমা এরা চিপায় চাপায় রিলিজ দিতো যাতে লোকাল হিন্দী বিগ সিনেমার চাপে তারা না পরে ফাকা সময় কামাই করতে পারে। কিন্ত দুই তিনটা সিনেমা ভালো চড়ার পর এরা যদি নিজেদের অনেক বড় কিছু মনে করে তো এদের অওকাদ বুঝিয়ে দেওয়াটাই ভালো।
পাঠান আর জওয়ান ইন্ডাস্ট্রি হিট Done। বলিউড, তামিল, তেলুগু কোনো ইন্ডাস্ট্রিতে এমন কোনো মাইকালাল স্টার পয়দা হয়নি যে এক বছরে দুইটা ইন্ডাস্ট্রি হিট দিয়েছে। আর শাহরুখ ইতিমধ্যেই সেই ইতিহাস করে ফেলেছে। অন্তত এই সদ্য শুক্কুর শুক্কুর দুই জুম্মায় পেছনে চবর হওয়া কয়লা শ্রমিক ভার্সের লটারী স্টারেরা যদি ইন্ডিয়ার বিগেস্ট স্টার ও বিগেস্ট ডিরেক্টরের সাথে ক্ল্যাশের কলিজা দেখায় তো, সেই কলিজা টেনে ছিড়ে তাদের অওকাদ বুঝানো উচিৎ।
হ্যা, ডাংকি ক্ল্যাশের কারণে হয়ত ইন্ডাস্ট্রি হিট মিস করতে পারে তবে গলার টুটি টা চিপে ধরে মারা দেওয়ার যে শান্তি সেটা পাওয়া যাবে। সেজন্যেও চাই ক্ল্যাশ টা যাতে হোক।
--------------------
✍️ KING MAKER