Ashanondo Krishna das

Ashanondo Krishna das Video creator personal Vlog

28/06/2025

জগন্নাথের রথযাত্রা পুরিধাম

26/06/2025

গুন্ডিচা মন্দির মাসির বাড়ি জগন্নাথের শ্রীক্ষেত্র পুরিধাম

25/06/2025

Jagannath puriDham

 #শ্রীজগন্নাথদেবের রথযাত্রা মাহাত্ম্য🌹ভবিষ্যোত্তর পুরাণ-🍀 শ্রীহরি জাগরণান্তে রথারূঢ় হয়ে যে যে স্থান দর্শন করেন সে সে স...
22/06/2025

#শ্রীজগন্নাথদেবের রথযাত্রা মাহাত্ম্য🌹

ভবিষ্যোত্তর পুরাণ-

🍀 শ্রীহরি জাগরণান্তে রথারূঢ় হয়ে যে যে স্থান দর্শন করেন সে সে স্থান স্বর্গে পরিণত হয়।

🍂 শ্রীহরির রথের দড়ি ধরে যত পথ আকর্ষণ করা যায় তা যজ্ঞভূমিতে পরিণত হয়।

🍁. কৌতুকী হয়েও রথোপবিষ্ট শ্রীহরিকে দর্শন করলে চন্ডালগণও দেবতায় পরিণত হয়।

🍂 রথপরায়ণা হলে নারীজাতিরও মোক্ষ লাভ হয় এবং পিতৃকূল, মাতৃকূল ও পতিকূলকে বৈকুণ্ঠে নিয়ে যেতে পারেন।

🍁যারা রথের সম্মুখে গীতবাদ্যাদি করেন বহুদিন স্বর্গে অবস্থান করে সসাগরা পৃথিবীর রাজা রূপে জন্ম লাভ করেন।

🍂 বেতন নিয়েও রথের সম্মুখে গান করলে সেই গায়কেরা বাদকগণসহ হরিধামে গমন করেন।

🍁রথোৎসব দর্শন করে যারা আনন্দিত হয় তাদের নরকযন্ত্রণা ভোগ করতে হয় না।

🍂যারা পুণ্যলাভের আশাতেও রথযাত্রা মাহাত্ম্য প্রচার করেন তারা সপ্তদীপ সমন্বিত সসাগর পৃথিবী দানের ফল লাভ করেন।

🍁যে সকল ব্যক্তি রথারূঢ় শ্রীহরিকে আরাধনা করেন জগন্নাথ তাদের অভীস্পিত ফল প্রদান করেন।

🍂যিনি নিজ সামর্থ অনুসারে প্রফুল্ল চিত্তে রথ সাজান সূর্যাদি সমস্ত গ্রহ তার প্রতি প্রীত হয়ে সমস্ত অভীষ্ট প্রদান করেন।

🍁 শ্রীহরি রথারূঢ় হলে যিনি জয় ধ্বনি করেন হরিদ্বার, প্রয়াগ, গঙ্গাসাগর, কাশী প্রভৃতি সমস্ত তীর্থ দর্শনের ফল লাভ করেন।

🍂 রথারূঢ় জগন্নাথকে ভক্তি সহকারে কুসুম পুষ্প অর্পন করলে তার সমস্ত বাসনা পুরণপূর্বক অন্তিমে পরমপদ লাভ করেন।

🍁বিপ্রহন্তা, গোহন্তা, ভ্রূণহন্তা, বেদনিন্দক, মহাপাপী, ব্রহ্মঘ্ন, গুরুদারগামী, সুরাপায়ী, কলিবিমুগ্ধ ও সর্ব্বপাপে পাপী হয়েও রথের সামনে পদমাত্র গমন করলে নিখিল পাপ হতে মুক্ত হয় হরিধামে প্রস্থান করেন।

🍂 রথ গৃহের সামনে আগত হলে যিনি ভক্তি সহকারে ভোগ নিবেদন করেন তার সমস্ত বাসনা পূর্ণ হয় এবং অন্তিমে বৈকুন্ঠে গমন করেন।

#জগন্নাথ
#হরিবোল

19/06/2025

গায়ে হলুদের গঙ্গাজল এবং আরতী নিবেদন Mayapur Dham

নৃসিংহদেব
17/06/2025

নৃসিংহদেব

Adresse

Democratic Republic Of The

Téléphone

+8801947552510

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque Ashanondo Krishna das publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Contacter L'entreprise

Envoyer un message à Ashanondo Krishna das:

Partager