01/12/2025
যে সাফল্য পেতে তুমি ভুলে গেছ নিজেকে, হারিয়ে ফেলেছো তোমার সুখের স্মৃতি।
আর, দূরে সরে গেছ স্বজনদের কাছ থেকে, যারা তোমার অভাব অনুভব করে।
তুমি কি মনে কর?
জীবন পথের ব্যস্ততায়, নিজেকে ভুলে, সুখ স্মৃতি হারিয়ে, স্বজনদের কাছ থেকে দূরে গিয়ে, সাফল্য নামের যে সুখ আছে তা পাওয়া যায়?
না কখনোই না। পূর্ণ সাফল্যের সুখ সেখানেই-যেখানে নিজেকে উপলব্ধি করার সুখ পাওয়া যায়,
যেখানে সুখ স্মৃতি কখনো হারায় না, যেখানে স্বজনদের কাছে পাবার সুখ, নিজ আত্মা দিয়ে স্পর্শ করা যায়।
আর নয়তো, সাফল্যের পরিতৃপ্তি মেলে না। জীবন পথের ব্যস্ততা শেষে, মেলে শুধুই হতাশা আর অস্থিরতা।