সনাতন ধর্ম প্রচার

সনাতন ধর্ম প্রচার 🔱সনাতন আদি ধর্ম 🚩

30/06/2025
27/06/2025

প্রতি বছর ন্যায় এবছরও শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয় গোলদিঘির পাড়ে।
#

27/06/2025
🙏🚩শ্রীশ্রী জগন্নাথ দেব কি🙏🚩 জয়🙏🚩
18/06/2025

🙏🚩শ্রীশ্রী জগন্নাথ দেব কি🙏🚩 জয়🙏🚩

সুধী সনাতনী ভক্তবৃন্দ,আগামী ০৯/০৬/২০২৫ ইং রোজ সোমবার আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ ইসকন এর উদ্যোগে প্রতি বছরের ন্যায় পা...
07/06/2025

সুধী সনাতনী ভক্তবৃন্দ,
আগামী ০৯/০৬/২০২৫ ইং রোজ সোমবার আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ ইসকন এর উদ্যোগে প্রতি বছরের ন্যায় পানিহাটি চিড়া দধি মহোৎসব মহাসাড়ম্বরে উদযাপিত হতে যাচ্ছে। দিন ব্যাপি অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে মঙ্গল আরতি, শ্রী শ্রী জগন্নাথের বলদেব সুভদ্রা, গৌরনিতাই , রাধা দামোদরের রাজবেশ দর্শন, গুরু পূজা, চিড়া দধি মাহাত্ম্য পর্যালোচনা, মহাপ্রসাদ বিতরণ, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও মঞ্চ নাটক।
প্রধান আশীর্বাদক হিসেবে উপস্থিত থাকবেন শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ, সহ-সভাপতি ইসকন বাংলাদেশ, আশীর্বাদক হিসেবে আরো উপস্থিত থাকবেন শ্রীপাদ হংস কৃষ্ণ দাস ব্রহ্মচারী, যুগ্ম সাধারণ সম্পাদক ইসকন বাংলাদেশ, শ্রীমান পণ্ডিত গদাধর দাস, বিভাগীয় সম্পাদক, চট্টগ্রাম। সমগ্র অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শ্রীমান রাধা গোবিন্দ দাস ব্রহ্মচারী, যুগ্ম সাধারণ সম্পাদক চট্টগ্রাম।
উক্ত অনুষ্ঠানের প্রতিটি পর্বে আপনারা সকলে আমন্ত্রিত।
স্থান শ্রী শ্রী রাধা দামোদর মন্দির ঘোনারপাড়া কক্সবাজার।

28/03/2025
27/03/2025

চলছে মহানামযজ্ঞ #কক্সবাজার #খুরুশকুল #মহোৎসব

ধর্ম বলতে কি বুঝায়?উত্তরঃ- শব্দগত অর্থে ‘ধর্ম’ শব্দটি সংস্কৃত ‘ধৃ’ ধাতু থেকে নেয়া হয়েছে, যার অর্থ ধারণ করা। সুতরাং শব্দগ...
27/03/2025

ধর্ম বলতে কি বুঝায়?

উত্তরঃ- শব্দগত অর্থে ‘ধর্ম’ শব্দটি সংস্কৃত ‘ধৃ’ ধাতু থেকে নেয়া হয়েছে, যার অর্থ ধারণ করা। সুতরাং শব্দগত অর্থে বলা যায় যে, জীবনকে যা ধারণ করে তাই ধর্ম। সাধারণত ব্যক্তিগত জীবনের এবং জাতীয় জীবনে যা যথার্থ সংহতি আনে তাই ধর্ম। আর ধর্মের কাজ সত্য ও সুন্দরকে নিয়ে, ধর্মবোধ মানুষের নীতিবোধকে উন্নত করে আবার উন্নত নীতিবোধ ধর্মবোধের অগ্রগতিকে সহায়তা করে এবং ধর্ম হল এক ধরনের বিশ্বাস। ধর্ম বলতে আমরা কোন এক বিশেষ ধর্মকে বুঝি না। ধর্ম বলতে আমরা বুঝি-কোন অতিপ্রাকৃত সত্তায় মানুষের বিশ্বাস, যে তার জীবনের সকল মূল অনুভূতিকে এবং ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে। (ধর্মদর্শন)

২. সনাতন ধর্মের মূল বৈশিষ্ট্য কি?

উত্তরঃ- সনাতন ধর্মের কথা হচ্ছে- “আত্মনঃ মোক্ষার্থং জগদ্ধিতায় চ”- অর্থাৎ নিজের মোক্ষ ও জগতের কল্যাণের জন্যই মানব জীবন। সুতরাং এক কথায় ঈশ্বরের প্রতি বিশ্বাস রেভে নিজের মুক্তি ও জগতের কল্যাণের জন্য কাজ করাই সনাতন তথা হিন্দু ধর্মের মূল বৈশিষ্ট্য। (জ্ঞান-মঞ্জুরী)

৩. সাকার পূজা মানে কি?

উত্তরঃ- “যেমন বাপের ফটোগ্রাফ দেখলে বাপকে মনে পড়ে, তেমনি প্রতিমার পূজা করতে করতে সত্যের রূপ উদ্দীপন হয়”। (শ্রীরামকৃষ্ণ)

৪. হিন্দুদের সর্বশ্রেষ্ঠ তীর্থস্থান কোথায়?

উত্তরঃ- আধ্যাত্মিক তত্ত্বের দিক থেকে মাতৃসেবাই সর্বশ্রেষ্ঠ তীর্থ।

৫। শ্রীমদ্ভগবদ্‌গীতা সম্পর্কে মহাত্মা গান্ধী কি বলেছেন?

উত্তরঃ- “যখন সন্দেহ আমাকে ঘিরে ধরে, হতাশা সম্মুখে উপস্থিত হয় আর আমি দুরান্তে কোন আশার আলোক দেখতে পাই না, তখন ভগবদ্‌গীতা আশ্রয় করে শান্তি পাওয়ার মতো কোন শ্লোক খুঁজে পাই। সঙ্গে সঙ্গে আমি অত্যন্ত দুঃখের মধ্যে হাসতে আরম্ভ করি। যাঁরা গীতার ওপর ধ্যান করবেন, তাঁরা প্রতিদিন পরম আনন্দ ও নব নব অর্থ পাবেন।

পাপমোচনী একাদশী ব্রত মহাত্ম্য:🌸🌼যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ কে বললেন--হে জনার্দন!  চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম...
27/03/2025

পাপমোচনী একাদশী ব্রত মহাত্ম্য:🌸🌼

যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ কে বললেন--হে জনার্দন! চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপা করে আমাকে বলুন।

শ্রীকৃষ্ণ বললেন-- হে ধর্মরাজ যুধিষ্ঠির! আপনি ধর্মবিষয়ক প্রশ্ন করেছেন। এই একাদশী সকল সুখের আধার, সিদ্ধি প্রদানকারী ও পরম মঙ্গলময়। সমস্ত পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথি 'পাপমোচনী' নামে প্রসিদ্ধ।

চৈত্রমাসের কৃষ্ণপক্ষীয়া পাপমোচনী একাদশী, সর্বপাপ ক্ষয়কারিণী। সেই ব্রত পালনে তোমার পিচাশত্ব দূর হবে। চৈত্র মাসের কৃষ্ণপক্ষীয়া পাপমোচনী একাদশী ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে। যারা এই পাপমোচনী একাদশী পালন করেন, তাদের পূর্বকৃত সমস্ত পাপই ক্ষয় হয়।

একাদশীর পারণ মন্ত্র:-
'''একাদশ্যাং নিরাহারো ব্রতেনানেন কেশব।

প্রসীদ সুমুখ নাথ জ্ঞানদৃষ্টিপ্রদো ভাব।।

এই মন্ত্র পাঠ করে নির্দিষ্ট সময়ের মধ্যে পারণ করতে হয়।🙏

🙏 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
�হরে রাম হরে রাম রাম রাম হরে হরে 🌸🙏

মহাভারতের ১ম অধ্যায়ের আদিপর্বের প্রথম গণেশ বন্দনা....
31/01/2025

মহাভারতের ১ম অধ্যায়ের আদিপর্বের প্রথম গণেশ বন্দনা....

24/01/2025

🙏সরস্বতি মহাভাগে বিদ্যে কমললোচনে। বিশ্বরূপে বিশালাক্ষি বিদ্যাং দেহি নমোঽস্তু তে॥ 🙏
সরস্বতী পূজা ও কূলের সম্পর্ক কি তা আজ জানবো
#সরম্বতী_পূজা
#পূজা

Adresse

Democratic Republic Of The

Téléphone

+8801511101030

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque সনাতন ধর্ম প্রচার publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Contacter L'entreprise

Envoyer un message à সনাতন ধর্ম প্রচার:

Partager