Latifa Prasanga

Latifa Prasanga Informations de contact, plan et itinéraire, formulaire de contact, heures d'ouverture, services, évaluations, photos, vidéos et annonces de Latifa Prasanga, Création digitale, Democratic Republic of the.

প্রয়োজনীয় ইলিম তলব করা পত্যেক মুসলিম নর,নারীর জন্য ফরজ,উপযুক্ত শিক্ষিকা দ্বারা ছাত্রীদের হাফেজিয়া,ক্বারীআনা,মৌলভী ও সাধারণ শিক্ষা নবম শ্রেণি পর্যন্ত শিক্ষা দেওয়া হয় তৎসঙ্গে কম্পিউটার শিক্ষার ব্যবস্থা রয়েছে।
(বরাকে সর্ব প্রথম স্থাপিত হয় ১৯৯৪ ইং )

পিতা ও পুত্র মাশাআল্লাহ।
26/12/2025

পিতা ও পুত্র মাশাআল্লাহ।

18/12/2025

মাশাআল্লাহ নবী রহমতে আলম নাতে রাসুল (সাঃ) ইদ্রিস মীরা গালর্স মাদ্রাসার ছাত্রীদের কন্ঠে।

17/12/2025
17/12/2025

゚viralシviralシfypシ゚viralシalシ

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন:- নিলামবাজার বাহাদুরপুর নিবাসী আমাদের মীরাবাড়ী ইদ্রিস মীরা গালর্স মাদ্রাসার প্রত...
15/12/2025

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন:-
নিলামবাজার বাহাদুরপুর নিবাসী আমাদের মীরাবাড়ী ইদ্রিস মীরা গালর্স মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল শাহ সুফী আলহাজ্ব মাওলানা সৈয়দ ইব্রাহিম হুসেইন সাহেবের শিক্ষক ও আমাদের মাদ্রাসার কোষাধ্যক্ষ আলহাজ্ব মাস্টার রেজাউল করিম চৌধুরী সাহেবের মামা আলহাজ্ব মাস্টার খলিলুর রহমান চৌধুরী সাহেব উরফে (ফরই মাস্টার) মাহমুদুর রহমান চৌধুরী (মাসুক মিয়া) সাহেবের ভাই আজ ভোর ৩-১৫ মিনিটের সময় ইন্তেকাল হইয়াছেন।
মরহুমের পবিত্র নামাজের জানাজা আগামী কাল রোজ মঙ্গলবার বিকাল ৩-৩০ মিনিটের সময় অনুষ্ঠিত হইবে মরহুমের মাগফেরাতের ইদ্রিস মীরা গালর্স মাদ্রাসায় কোরআন শরীফের খতম চলছে ।
আল্লাহ উনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন আমিন।



Sayed Jamu Ahmed

আজ ০৯-১২-২৫ ইং মঙ্গলবার নিলামবাজার ইদ্রিস মীরা গালর্স দারুল কেরাত ও হাফিজিয়া মাদ্রাসায় ছাত্রীদের কম্পিউটার ক্লাস একটি ...
09/12/2025

আজ ০৯-১২-২৫ ইং মঙ্গলবার নিলামবাজার ইদ্রিস মীরা গালর্স দারুল কেরাত ও হাফিজিয়া মাদ্রাসায় ছাত্রীদের কম্পিউটার ক্লাস একটি সুন্দর ও শিক্ষণীয় পরিবেশে অনুষ্ঠিত হয়। ছাত্রীদের মুখে ছিল শেখার আগ্রহ,আর চোখে ছিল ভবিষ্যতের স্বপ্ন। আধুনিক প্রযুক্তির মাধ্যমে তারা নিজেদের কে দক্ষ করে তুলছে, যেন ইসলামীক ও সাধারণ শিক্ষার পাশাপাশি সময়োপযোগী কম্পিউটার জ্ঞানেও তারা অগ্রগামী হতে পারে। এই মনোরম মুহূর্তটি ছিল সত্যিই অনুপ্রেরণামূলক।।

সকলের নিকট দোয়ার অনুরোধ:-    হঠাৎ গত রাত ১১ ঘটিকায় দাঁড়ানো অবস্থা থেকে জড়িয়ে পড়ে খুব বেশি অসুস্থ হয়ে পড়েন বরাক উ...
06/12/2025

সকলের নিকট দোয়ার অনুরোধ:-
হঠাৎ গত রাত ১১ ঘটিকায় দাঁড়ানো অবস্থা থেকে জড়িয়ে পড়ে খুব বেশি অসুস্থ হয়ে পড়েন বরাক উপত্যকার ঐতিহ্যবাহী ইসলামীক মহিলা শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও মহামান্য প্রিন্সিপাল শত শত হাফেজ ক্বারী আলেমদের উস্তাদ শাহ সুফী আলহাজ্ব মাওলানা সৈয়দ ইব্রাহিম হুসেইন সাহেব। আমাদের হুজুরের ভক্তবিন্দ ও ছাত্র ছাত্রী দেশ বিদেশের সকলের নিকট দ্রুত সুস্থতার জন্য দোয়ার অনুরোধ রইল।।

゚viralシviralシfypシ゚viralシalシ

05/12/2025

বরাক উপত্যকার ঐতিহ্যবাহী ইসলামীক মহিলা শিক্ষা প্রতিষ্ঠান নিলামবাজার মীরাবাড়ী ইদ্রিস মীরা গালর্স মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল বিশিষ্ট লেখক শাহ সুফী আলহাজ্ব ক্বারী মাওলানা সৈয়দ ইব্রাহিম হুসেইন সাহেবের নজরকাড়া গরম আবৃত্তি মাওলানা আব্দুল বাছিত সাহেবের সংবর্ধনায়। সুবহানাল্লাহ। আল্লাহ হুজুরের সুস্থতা ও দীর্ঘ জীবন দান করুন আমীন।।


Zaman Trust

05/12/2025

নিলামবাজার ইদ্রিস মীরা গালর্স মাদ্রাসার ছাত্রীদের কে নিয়ে মাদ্রাসায় মাওলানা বাসিত সাহেবের সংবর্ধনা অনুষ্ঠানে কছিদা পাঠ করেছেন ক্বারী মাওলানা সৈয়দ আবু সালেহ নজমুদ্দিন সাহেব,মীরাবাড়ী
゚viralシviralシfypシ゚viralシalシ

সংবর্ধনা অনুষ্ঠান:-‌     মাওলানা আব্দুল বাছিত সাহেবের।বরাক উপত্যকার ঐতিহ্যবাহী ইসলামীক মহিলা শিক্ষা প্রতিষ্ঠান নিলামবাজা...
05/12/2025

সংবর্ধনা অনুষ্ঠান:-‌
মাওলানা আব্দুল বাছিত সাহেবের।
বরাক উপত্যকার ঐতিহ্যবাহী ইসলামীক মহিলা শিক্ষা প্রতিষ্ঠান নিলামবাজার ইদ্রিস মীরা গালর্স দারুল কেরাত ও হাফিজিয়া মাদ্রাসায় গত কাল ০৪-১১-২৫ ইং বৃহস্পতিবার বাদ জোহর ইদ্রিস মীরা গালর্স মাদ্রাসার ইদ্রিস মীরা ছাত্রী পরিষদের ব্যবস্থাপনায় এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপনকারী ক্বারী মাওলানা আব্দুল বাছিত সাহেবকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা প্রদান করা হয়।গত ০২ ডিসেম্বর ২৫ ইং ঠান্ডার রাত,ভোর চারটার অন্ধকারে বাহাদুরপুর বড়বাড়ী জাতীয় সড়কের নিকটবর্তী বড়বাড়ী জামে মসজিদের পুকুরে একটি ইকো ভ্যান দুর্ঘটনাবশত পড়ে যায় গাড়ির ভেতরে থাকা ব্যক্তি প্রাণসংকটে পড়ে যান। গাড়ির লাইট পানির নিচে জ্বলতে দেখা যায় এবং ভেতর থেকে ভেসে আসে আতঙ্কিত কান্নার শব্দ।ঠিক সে মুহূর্তে মসজিদের ইমাম ক্বারী মাওলানা আব্দুল বাছিত সাহেব শব্দটি শুনে তাৎক্ষণিক উনার রোম থেকে বেরিয়ে দেখেন পুকুরের মাঝখানে গাড়ি ডুবে গেছে,তখন দেরি না করে সঙ্গে সঙ্গে মসজিদের মাইক দিয়ে গ্রামবাসীদের উদ্দেশ্যে জরুরি ঘোষণা দেন হামছায়া ও এলাকাবাসী আসুন ওদের প্রান বাঁচান,উনার আহ্বানে সাড়া দিয়ে হামছায়া এলাকার ৮৫ বছরের বৃদ্ধ ব্যক্তি সহ বহু যুবক ভাই ও ইমাম আব্দুল বাছিত সাহেব সহ সবাই পানিতে নেমে গাড়ির দরজা ভেঙ্গে ৭ জন বিপদগ্রস্ত ব্যক্তিকে উদ্ধার করেন।সবার যৌথ প্রচেষ্টায় সাতজন ব্যক্তিকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। মাওলানা বাসিত সাহেব সহ এলাকার ব্যক্তিদের এই মানবিক ভূমিকা এলাকাজুড়ে ব্যাপক প্রশংসা কুড়ায়।ক্বারী মাওলানা আব্দুল বাছিত সাহেব বর্তমানে বড়বাড়ী জামে মসজিদের ইমাম এবং মীরাবাড়ী টাইটেল মাদ্রাসার শিক্ষক।উনার শিক্ষাগত যোগ্যতা,চারিত্রিক দৃঢ়তা ও যোগ্যতা বিবেচনা করে মাওলানা সাহেব কে এই ইমামতির দায়িত্বে পাঠিয়ে দিয়েছিলেন‌ নিলামবাজার ইদ্রিস মীরা গালর্স মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল শাহ সুফী আলহাজ্ব ক্বারী মাওলানা সৈয়দ ইব্রাহিম হুসেইন সাহেব। দীর্ঘ বছর ধরে খুব সুন্দর ভাবে মাসজিদের খেদমতে আছেন মাওলানা আব্দুল বাছিত সাহেব।বড়বাড়ী জামে মসজিদের জন্মলগ্ন থেকে দীর্ঘ ৩৭ বছর এই মাসজিদের ইমামতি করেছেন ইদ্রিস মীরা গালর্স মাদ্রাসার প্রিন্সিপাল সাহেবের পিতা,
পীরে কামেল শাহ সুফী আলহাজ্ব মাওলানা সৈয়দ ইদ্রিস আলী বড় সাহেব কেবলাহ মীরাবাড়ী(রহঃ)।পরবর্তীতে প্রিন্সিপাল সাহেব নিজেও বহু বছর ধরে এই মসজিদের ইমামতির দায়িত্ব পালন করেছেন এবং পাশাপাশি মীরাবাড়ী টাইটেল মাদ্রাসায় শিক্ষকতা করেছেন। পরবর্তীতে যেসব ইমাম নিয়োগ করা হয়েছে এই মাসজিদে সেই ইমামদের মধ্যে প্রায় ইমাম সৈয়দ ইব্রাহিম হুসেইন সাহেবের পরামর্শ ও অনুমতি অনুযায়ী মাসজিদে রাখা হয়েছে মাওলানা আব্দুল বাছিত সাহেব সহ প্রায় ইমাম এই মাসজিদে তিনি পাঠিয়ে দিয়েছেন। মাওলানা আব্দুল বাছিত সাহেব হলেন আমাদের প্রিন্সিপাল সাহেবের ছাত্রদের ছাত্র এতে প্রিন্সিপাল সাহেব গৌরববোধ করেন। আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাদ্রাসার সম্পাদক ও লতিফাহ প্রসঙ্গ পত্রিকার এডিটর সৈয়দ জামু মুহাম্মদ আমীর হুসেইন সাহেব। তিনি বলেন মাওলানা আব্দুল বাছিত সাহেব অত্যন্ত ভালো মানুষ, সৎ, নম্র, ভদ্র এবং মাদ্রাসা ও সাধারণ শিক্ষায় উচ্চশিক্ষিত ব্যক্তি তা আমি জানি তিনি আমার সহপাঠী ও তিনি একটি মানপত্র রচনা করে মানপত্র ও মালা কোরআন শরীফ সহ বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন মাওলানা বাছিত সাহেব কে এই মানপত্রের লেখক হলেন মাদ্রাসার সম্পাদক সাহেব। মানবতার কাজে আমার স্নেহ প্রতিম ভাই মাওলানা সাহেব আত্মত্যাগ সত্যিই বিরল। আমি তাঁর জন্য সরকারি চাকরির দাবি জানাই এই রকম বক্তব্য জানান সম্পাদক সৈয়দ জামু মুহাম্মদ আমীর হুসেইন। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মীরাবাড়ী টাইটেল মাদ্রাসার শিক্ষক ক্বারী মাওলানা সৈয়দ আবু সালেহ নজমুদ্দিন সাহেব উনারা সকলেই আজকের এই আয়োজিত অনুষ্ঠান কে সাধুবাদ জানান ও নাজিমউদ্দিন সাহেব বলেন হজরত মীরাবাড়ী সাহেব (রহ:) বলতেন যে এই মাদ্রাসায় পড়ুয়া ছাত্র যেখানেই যাবেন ইজ্জত সম্মান পাবেন ও সমগ্র অঞ্চল আলোকিত করবেন আলহামদুলিল্লাহ সাহেব কেবলাহ যে যে কথা বলেছিলেন সব অক্ষরে অক্ষরে প্রকাশ পেয়েছে। আল্লাহ হজরত সাহেব কেবলাহ মীরাবাড়ী (রহঃ) ও উনার পূর্ব পুরুষ ওলী আউলিয়াদের রোহানি ফয়েজ আমাদের সকল কে দান করুন ও মাওলানা বাছিত সাহেবের মতো এভাবে বিপদগ্রস্ত ব্যক্তিদের উদ্ধার করার মতো বুদ্ধি দান করুন আমীন।


Zaman Trust Zaman Bhai Foundation
Sayed Jamu Ahmed
ইদ্রিস মীরা গালর্স মাদ্রাসা
Idris Mira Girls Madrassa

Adresse

Democratic Republic Of The

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque Latifa Prasanga publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Partager