Latifa Prasanga

Latifa Prasanga Informations de contact, plan et itinéraire, formulaire de contact, heures d'ouverture, services, évaluations, photos, vidéos et annonces de Latifa Prasanga, Création digitale, Democratic Republic of the.

প্রয়োজনীয় ইলিম তলব করা পত্যেক মুসলিম নর,নারীর জন্য ফরজ,উপযুক্ত শিক্ষিকা দ্বারা ছাত্রীদের হাফেজিয়া,ক্বারীআনা,মৌলভী ও সাধারণ শিক্ষা নবম শ্রেণি পর্যন্ত শিক্ষা দেওয়া হয় তৎসঙ্গে কম্পিউটার শিক্ষার ব্যবস্থা রয়েছে।
(বরাকে সর্ব প্রথম স্থাপিত হয় ১৯৯৪ ইং )

02/10/2025

ইদ্রিস মীরা মহিলা মাদ্রাসা। পথহারা মানুষের আলোর দিশা। উক্ত মাদ্রাসার ছাত্রীদের কন্ঠে।

Today On Monday 29th September 2025 for the good health and long life of Allama Sarimul Haque Laskar Bastendi Huzur Sahe...
29/09/2025

Today On Monday 29th September 2025 for the good health and long life of Allama Sarimul Haque Laskar Bastendi Huzur Saheb.. the Chief Adviser of North East Ahle Sunnat Wal Jamaat..a Khatm Sharif was recited by the teachers nd all the students of Nilambazar Idris Mira Girls Madrassa Alamkhani-Mirabari..On this occasion another Khatm and Dua Mahfil along with Shirni distribution was organized by the Secretary of the Idris Mira Chatri Parishad... Idris Mira Girls Madrassa..May Allah accept this sacred Khatm Sharif Dua nd Shirni gathering nd may he accept everyones noble intentions...May Allah grant good health and long life to Bastendi Saheb as well as to Shah Sufi Alhaj Maulana Sayed Ibrahim Hussain (Mirabari) Huzur Saheb,the Principal of Idris Mira Girls Madrasa.. Ameen.

29/09/2025

অনলাইন ম্যাগাজিন লতিফা প্রসঙ্গ পত্রিকা উন্মোচন। ছাত্রী পরিষদের সম্পাদিকার কন্ঠে। ঈদে মীলাদুন্নবী (সাঃ) মাহফিল ২০২৫

Zaman Trust Zaman Bhai Foundation Latifa Prasanga Mirabari Idris Mira Madrassa Idris Mira Girls Madrassa Sayed Jamu Md Amir Hussain

দোয়ার আবেদন:-আমি সৈয়দ জামু মুহাম্মদ আমীর হুসেইন সম্পাদক লতিফা প্রসঙ্গ পত্রিকা ও ম্যানেজিং ডিরেক্টর ও সম্পাদক ইদ্রিস মী...
26/09/2025

দোয়ার আবেদন:-
আমি সৈয়দ জামু মুহাম্মদ আমীর হুসেইন সম্পাদক লতিফা প্রসঙ্গ পত্রিকা ও ম্যানেজিং ডিরেক্টর ও সম্পাদক ইদ্রিস মীরা গালর্স মাদ্রাসা।
আমার চাচা হজরত মীরাবাড়ী সাহেব (রহঃ) এর দ্বিতীয় সাহেবজাদা, শত শত ছাত্র ছাত্রী ও আলেমদের উস্তাদ, মীরাবাড়ী টাইটেল মাদ্রাসার সম্মানিত শিক্ষক, শাহ সুফী আলহাজ্ব মাওলানা সৈয়দ আব্দুর রৌফ সাহেব (মাস্টার মিয়া সাহেব) হঠাৎ স্ট্রোক আক্রান্ত হয়ে অসুস্থ রয়েছেন।দেশবাসীর কাছে এবং আমার চাচা সাহেবের সকল সাগেরদান ও ভক্তবৃন্দের নিকট আন্তরিক ভাবে দোয়ার অনুরোধ রইল, আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ যেন দ্রুত সুস্থতা ও দীর্ঘ জীবন দান করেন। আমিন।

Mirabari Idris Mira Madrassa Idris Mira Girls Madrassa

23/09/2025

অসমের গর্ব ও জনপ্রিয় কণ্ঠশিল্পী জুবিন গার্গের অন্তিম সংস্কার উপলক্ষে আজকে আসামের সরকারি ও বেসরকারি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ জারি করা হয়েছে। এ উপলক্ষে আসাম এদারায়ে মাদারিছে ইসলামিয়া বোর্ডের অনুমোদিত প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়েছে।এরই ধারাবাহিকতায় আজ আমাদের এই ঐতিহ্যবাহী মহিলা শিক্ষা প্রতিষ্ঠান নিলামবাজার ইদ্রিস মীরা গালর্স মাদ্রাসায় গভীর শ্রদ্ধার সঙ্গে দুই মিনিট নিরবতা পালন করা হয় এবং পরবর্তীতে ছুটি ঘোষণা করা হয়। শিক্ষক-শিক্ষিকাদের পাশাপাশি ছাত্রী পরিষদও গভীর শোক প্রকাশ করে।

Mirabari Idris Mira Madrassa
Idris Mira Girls Madrassa

23/09/2025
17/09/2025

আজি ঈদে মীলাদুন্নবীর জুলুস চলতেছে|ঈদে মীলাদুন্নবী (সাঃ) মাহফিলে ইদ্রিস মীরা গালর্স মাদ্রাসার ছাত্রীদের কন্ঠে।।১১/০৯/২৫ ইং বৃহস্পতিবার।


Mirabari Idris Mira Madrassa Latifa Prasanga

অসীমের প্রশংসিত রসুল (সাঃ)-পৃষ্ঠা ৩"শ্রেষ্ট নবীর (সাঃ) আগমনে"(পুস্তক) লেখক: সৈয়দ ইব্রাহিম হুসেইন প্রিন্সিপাল ইদ্রিস মীর...
15/09/2025

অসীমের প্রশংসিত রসুল (সাঃ)-পৃষ্ঠা ৩
"শ্রেষ্ট নবীর (সাঃ) আগমনে"(পুস্তক)
লেখক: সৈয়দ ইব্রাহিম হুসেইন
প্রিন্সিপাল ইদ্রিস মীরা গালর্স মাদ্রাসা।

"লা-ইলাহা ইল্লাল্লাহু'র পরেই অতঃপ্রোত ভাবে বিজড়িত রয়েছে 'মুহাম্মদুর রসুলুল্লাহ'। যাঁর আভিধানিক মর্মে "আল্লাহ ব্যতীত অন্য কেহ উপাস্য নেই, মুহাম্মদ (সাঃ) তাঁর প্রেরিত রসুল"। এই অনুপম বানীর ব্যাখ্যা সুদূর প্রসারী। যা" স্বীয় জবানে জানে ও জরুরী রূপে কর্ম্মে রূপান্তরীত করা ঈমানের বৈশিষ্ট। উহা কোর-আন হাদিসের মূল উৎস। এতে রসুলুল্লাহ (সাঃ) কে পেরিয়ে আল্লাহর নৈকট্যতা সম্ভব নয়। তাঁ'কে ব্যতীত সৃষ্টি জগতের জল্পনা কল্পনা ও নেই। লতিফাহ প্রসঙ্গে নফি ইসবাতের ঝলকে তৎ সমূহ জৌলুসে উদ্ভাসিত হয়। তাই তো কবির ভাষায় বলতে ইচ্ছা করে "চন্দে ছুজম দর ফেরাকৃত ইয়া মুহাম্মদ মুস্তাফা, কয় ববিনম - জামালত ইয়া মুহাম্মদ মুস্তাফা"। রসুলুল্লাহ (সাঃ) কে স্বাগতের অভিপ্রায়ে সার্ব্বজনীন খুশীর পয়গাম নিয়ে আসে "ফাতেহা দোয়াজ দাহম" যা" স্মরনীয় বিশ্বের কেন্দ্র বিন্দুর পাশে অন্ধকারের তমিস্রা ভেদ করে জ্যোতির্ম্ময়ের আলোতে পরি পূর্ন করেছে। অনু সন্ধিৎসুদের তত্ব তালাশে প্রতীয়মান যোগ্য যে, সৃষ্টি কর্তার আদেশ বর্তিকায় হজরত আদম (আঃ) থেকে যুগ যুগান্তের ঘূর্নীতে এক লক্ষ চব্বিশ হাজার মতানৈক্যে দু' লক্ষ চব্বিশ হাজার বিশ্ব বরেন্য নবীর শুভাগমন ঘটে। যা'তে শান্তি বানীর প্রকল্পে একেশ্বরবাদের প্রকাশ পায়। সবার শেষে শ্রষ্টার সৃষ্টির মূল নিদর্শন সর্ব্ব শ্রেষ্ট হবিব ও প্রশংসিত রসুল (সাঃ) ৫৭০ খ্রীষ্টাব্দের ৯ই জুন ১২ই রবিউল আউওয়াল সোমবার দিবারাত্রীর ফায়সালাতে নির্নায়ক। সুবেহ ছাদিকের শুভলগ্নে আরবের মক্কানগরে বিশ্বের কেন্দ্রবিন্দু পবিত্র কা'বার নিকটবর্তীতে মা আমেনার তুলনাবিহীন আসনে সমুদ্ভাসিত হন। নির্নেয় তারিখ থেকে "ঈদে মিলাদুন্নবী" বা "ফাতেহা দোয়াজ দাহম" সারা জাহানে উদযাপিত হয়ে থাকে। সৃষ্টি কর্তার শ্রেষ্ট রসুলের (সাঃ) আলমে দুনিয়াতে আগমনের পূর্ব্বে স্বীয় পিতা আব্দুল্লাহ ও আবির্ভাবের কিছুকাল পরে মাতা আমেনাহ আল্লাহ পাকের আদেশে ইহ দুনিয়া ত্যাগ করেন।
রাসুলুল্লাহ (সাঃ) জীবনে বহুধরনের বাধাবিপত্তিকে ত্যাজিয়ে ৬১১ খ্রীষ্টাব্দের ১লা ফেব্রুয়ারী ১৭ই রমজান ৪০ বৎসর বয়সে পরম কৌশলী সুমহান আল্লাহ পাকের আদেশে পয়গাম প্রাপ্ত বা রসুল হিসাবে ঘোষিত হন।৬২২ খ্রীষ্টাব্দে পূন্যময়ী ভূমি মক্কা থেকে মদিনা শরীফ অভিনন্দিত হয়ে প্রত্যাবর্তনের তারিখ থেকে হিজরত বা হিজরী সন গননা করা হয়। যা'র প্রথম হিজরীতে মসজিদে নববী স্থাপন, যেখানে প্রতি নামাজের ফজিলত পঞ্চাশ হাজারের সম্পূরক। দ্বিতীয় হিজরীতে আজান জাকাত ও রোজা নির্ধারিত এবং বদরের যুদ্ধ। অতঃপর তৃতীয় হিজরীতে ওহুদের যুদ্ধ পৃথিবীর ইতিহাসে দুঃখ ও সূচনীয় অধ্যায় রচনা করে। পুনরায় ৬ষ্ট হিজরীতে খন্দকের যুদ্ধ ও হুদাইবিয়ার সন্ধি এবং পর্দা প্রথা তৎসঙ্গে প্রবিত্র হজ্বের তাৎপর্য্য ও উহা জরুরী বলে গুরুত্ব আরোপ করে। ৬২৯ খ্রীষ্টাব্দে অর্থাৎ ৭ম হিজরীতে মদ্যপান সম্পূর্ন ভাবে মনসুখ বা হারাম ঘোষনা করা হয়। ৬৩০ খ্রীষ্টাব্দে বা ৮ম হিজরীতে মক্কাশরীফ বিজয় করেন তিনি। ১ম হিজরীতে তাবুক অভিযানের পর ১০ম হিজরীতে তাঁঞ্জর পবিত্র জীবনের সবর্বশেষ হজব্রত পালন করেন এব অসংখ্য সঙ্গী সাহাবী বা অনুগামী নিয়ে। উক্ত সাহাবীদের হৃদয় তন্ত্রীতে ছিল জেহাদী প্রয়াস।
স্বার্থবাদী বিধর্মীদের জুলুম অত্যাচার ও ধর্মীয় হস্তক্ষেপ রোধ যা করতঃ অন্যায়ের বিপক্ষে ন্যায়ের রক্তে রাঙ্গা। সংগ্রাম ছিল তাঁদের আদর্শ। সা নিষ্টুর জেহাদক্রান্তির অন্তরালে বৈপ্লবিক সংগ্রামের সুপ্ত রেখায় লিপ্ত হয়ে যাঁরা ক শহীদ বরন করছে তাঁরাই বেহেস্তের মানচিত্রে ধন্য হয়েছে। এতে জিহাদ ক কালের মল্লভূমিতে প্রতি নামাজের সমন্বয়ে বিশ হাজারের মর্যাদা রাখে। আবার বা ওয়ারাসাতুল আম্বিয়াদের প্রভাবে ও তথ্যাদির চ্যানেলে ধর্মীয় প্রগতির পরিলক্ষ্যে হ আন্তর্জাতিক উদ্বেগে মানসুর হয়ে যাঁরা শক্তভাবে হালধরছে তাঁরাই মানজিলে যা মাকছুদে সিরাতে মুসতাক্বিমে পৌচেছে।
সৃষ্টি কর্তা যুগে যুগে তাঁর বন্দাদের হিদায়েতের অভিসিক্তে ওহী কিতাব পয়গাম ছহিফা এমন কি-তা' ব্যতিরেখে ও অসংখ্য নবী বা রসুল পাঠিয়েছেন, তন্মধ্যে ৩১৩ (কাহারও মতে ৩১৫) জন ছিলেন পয়গাম প্রাপ্ত। রসুল। তথ্যাদির সহন ক্ষমতায় নিরাপত্তার প্রযুক্তিতে সংযত রাখার বাস্তবায়নে আসমানী কিতাবের মধ্যে সর্ব্ব শেষ ও সর্ব্ব শ্রেষ্ট গ্রন্থ কোর-আন মজিদ। এতে ২৫জন নবী বা রসুলের নাম প্রকাশ পায়। মূলত শ্রষ্টার সৃষ্টির প্রতি এই অতুলনীয় কেতাব নাজেল হয়েছে। 'যা' শব্দালঙ্কারের পরিপাঠ্যে, ছন্দের সু বিন্যাসে ভাষার মাধুর্যে ও ভাবের গাম্ভীর্যে এ' দুনিয়ায় অতুলনীয় ও অদ্বিতীয়। মহাগ্রন্থ হঞ্চলে ও অলৌকিকত্বের দিক নিয়ে একেবারেই অনুপম"। সমস্যা বহুল পরিক্ষেত্রে আচমকা রূপের ক্রমবিকাশে পবিত্র ক্লোর আনই হচ্ছে সত্যের প্রান কেন্দ্র। তাই তো অতীতের তুচ্ছ কথার রেফারেন্স টেনে আজ - চ্যালেঞ্জের বার্তায় ইন্টারনেট ম্যাসেজের যুগ পেরিয়ে যাওয়ার পথে। যৌক্তি - কতার খসড়া প্র্যাকটিসে অবর্ননীয় সিদ্ধান্তে উপনীত হওয়ার বর্ণোজ্জ্বল রূপ পরিগ্রহ করছে আল কোর-আন। সত্যতা নিয়ে সন্দিহানের বিতর্কে সকলের সার্ভিক সহযোগীতায় নিত্যানন্দে রাজনৈতিক অথবা অরাজ নৈতিক আলোচনা চক্রে নৈতিকতার ক্ষেত্রে একমাত্র কোর-আন হদীসই যথেষ্ট। তথ্যাদির চ্যানেলে প্রচারিত ও বিশেষজ্ঞর প্রভাবে আন্তর্জাতিক উদ্বেগনিয়ে ধর্মীয় প্রগতির পরিলক্ষ্যে যাঁরা শক্তভাবে হাল ধরছে তাঁদের জীবন অবশ্যই ধন্য। ধর্মীয় উপাসনার কেন্দ্রস্থল খানায়ে কা'বার মোকাবেলাতে প্রতি নামাজের পরিলক্ষ্যে এক লক্ষের সমকক্ষ। রসুলুল্লাহর (সাঃ) সমুদ্ভাসিতের আসন সেই কাবা শরীফ সংলগ্ন হতে অনুদূরত্বে ২৫০ মাইল বা ৩৭৫ কিঃমিঃ উত্তরে মদিনা শরীফের অন্তরায় মসজিদে নববীর পাশে রিয়াজুল জান্নাত অবর্ণনীয় রূপে জলসাচ্ছে। যা' মাকামে মাহমুদের উপমাতে প্রত্যক্ষদর্শীতার অনুধাবনে তাঁর প্রতি সাক্ষাতের সাক্ষ্যদেয়। অতঃ বায়তুল আতিকের পাশে মৌলুদুন নবী (সাঃ) গৃহ পরিদর্শন করতঃ মুমেনেরা রিয়াজুল জান্নাতের মহিমায় দাড়িয়ে দরুদ সালাম পেশ করে। বিশ্বাসের তাৎপর্য্যে হজরত আদম (আঃ) থেকে কিয়ামত পর্যন্ত একই বর্নে বা জবানে ওইলমের কোন মানুষ হতে পারেনা। আবার আল্লাহ ও তাঁর হবিবের (সাঃ) প্রশংসা অনুযায়ী কোন দিক নিয়ে তুলনা বা পরিবর্তন হবেনা, যা' সৃষ্টি কর্তার অপরূপ নিদর্শন।
আল্লাহ,ছাড়া নাইতো মা'বুদ মুহাম্মদ রসুল
সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ নবী রহমতে রসুল।

Zaman Trust Zaman Bhai Foundation Mirabari Idris Mira Madrassa
Purvanchal Pratidin

14/09/2025

"শ্রেষ্ট নবীর (সাঃ) আগমনে"
শ্রেষ্ট নবীর(সাঃ)আগমনে প্রকাশিত-
লেখক: সৈয়দ ইব্রাহিম হুসেইন
সংকলনে:
সৈয়দ জামু মুহাম্মদ আমীর হুসেইন
সম্পাদক
"লতিফা প্রসঙ্গ" পত্রিকা
সূচিপত্র

ক্রমিক মহিমায় পৃষ্টা
১। লা-শরীক আল্লাহ ১
২| মুহম্মদুর রসুলুল্লাহ ২
৩। অসীমের প্রশংসিত রসুল (সা:) ৩
৪| রিসালাতের অগ্রদূত ৫
৫। রহমানের রহমতে আলম ৬
৬। সৃষ্টিকর্তার নৈকট্যতায় ৮
৭। শ্রেষ্ট রসুলের (সাঃ) অনুগত্যে। ১১
৮| আল্লাহ ও রসুলের (সাঃ) স্মরনে ১৩
৯| রসুলুল্লাহর (সাঃ) শ্রেষ্ট বিধান ১৪
১০| ভ্রান্তির আগুনে শান্তির পয়গাম্বর
১১| বিশ্ব শান্তির অগ্রদূত ১৯ ১২। সৃষ্টিকর্তার নির্বাচিত ২১
১৩। হুসনে জামালত ২৩
১৪। করুনাময়ের করুনাসিক্ত ২৬
১৫। সর্ব্ব সীমাতে রহমত ২৯
১৬।প্রকাশনায়:ইদ্রিস মীরা ছাত্রী পরিষদ৩২

Mirabari Idris Mira Madrassa

শ্রেষ্ট নবীর (সাঃ) আগমনে নামক পুস্তকটি:২০১৫ ইং পবিত্র ১২ ই রবিউল আউয়াল উপলক্ষে প্রকাশিত হয়।                 শ্রেষ্ট নব...
14/09/2025

শ্রেষ্ট নবীর (সাঃ) আগমনে নামক পুস্তকটি:২০১৫ ইং পবিত্র ১২ ই রবিউল আউয়াল উপলক্ষে প্রকাশিত হয়।

শ্রেষ্ট নবীর (সাঃ)আগমনে
প্রনেতা: সৈয়দ ইব্রাহিম হুসেইন
প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল
ইদ্রিস মীরা গালর্স মাদ্রাসা
প্রযত্নে: সৈয়দ জামু মুহাম্মদ আমীর হুসেইন

সৈয়দ শাহু মুহাম্মদ ইব্রাহিম।
প্রকাশনায়: "ইদ্রিসমীরা ছাত্রী পরিষদ"
নিলামবাজার ইদ্রিস মীরা গালর্স এরাবিক এন্ড টেকনিকেল ইনষ্টিটিউট।
ইদ্রিস মীরা গালর্স মাদ্রাসা
আলমখানি-মীরাবাড়ী,জিলাঃকরিমগঞ্জ,
প্র যুক্ত রেজি নং- RS/KARIM/258/29/OF 1998-99
প্রকাশ: ২০১৫ইং
প্রতি সহযোগিতায়: পঞ্চাশ টাকা।

শ্রেষ্ট নবীর (সাঃ) আগমনে                         কিতাব:পৃষ্ঠা-০২              লেখক:সৈয়দ ইব্রাহিম হুসেইন                ...
12/09/2025

শ্রেষ্ট নবীর (সাঃ) আগমনে
কিতাব:পৃষ্ঠা-০২
লেখক:সৈয়দ ইব্রাহিম হুসেইন
প্রকাশনায়:"লতিফা প্রসঙ্গ"
সংকলনে সম্পাদক
সৈয়দ জামু মুহাম্মদ আমীর হুসেইন।

মুহম্মদুর রসুলুল্লাহ (সাঃ)
নাতে রাসুল (সাঃ)

লা-ইলাহা ইল্লাল্লাহর পরেই মুহম্মদুর রসুলুল্লাহ, স্রষ্টার নুরেই সৃষ্টি রসুল নুরুম মিন নুরিল্লাহ, মুহম্মদুর রসুলুল্লাহ।
সৃষ্টির প্রথম শেষ নবী -নুরে মুজাসসাম রহমতুল্লাহ,
মুহম্মদুর রসুলুল্লাহ।
একত্ববাদের প্রচারক ইসলাম ধর্ম্মের সংস্কারক নুরে আলম উজাল মুহাম্মদুর রসুলুল্লাহ।
সায়্যিদুল মুরসালেন শাফেউল মুজনেবীন ফাখরুল আম্বিয়া নবীউল্লাহ
মুহাম্মদুর রসুলুল্লাহ।
রহমতে আলম মুফাখ খারে মাওজুদা তাজদারে মদিনা উম্মত ওয়া
মুহম্মদুর রসুলুল্লাহ।
বুরাক্ব পৃষ্টে ছিদরাতুল মুনতাহা রফরফেতে আরশে আল্লাহ মুহম্মদুর রসুলুল্লাহ।
মুজাম্মিল মুদাসসির সুর লহরীতে কমলি ওয়ালা, মুহম্মদুর রসুলুল্লাহ।
সামছিদ্বোহা বাদরিদ্বোজা নূরিল হুদা সাল্লিআলা মুহম্মদুর রসুলুল্লাহ।
সারোয়ারে কায়েনাত আহমদে মুযতাবা মুহম্মদ মুস্তাফা হবিবুল্লাহ মুহম্মদুর রসুলুল্লাহ (সাঃ)।

Zaman Trust
Mirabari Idris Mira Madrassa

Adresse

Democratic Republic Of The

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque Latifa Prasanga publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Partager