Barishal Today-বরিশাল টুডে

Barishal Today-বরিশাল টুডে আসুন সঠিক তথ্য জানি, স্মাট বাংলাদেশ গড়ি।

09/03/2025

ঝালকাঠিতে বোমা ফাটিয়ে স্বর্নের দোকানে ডাকাতির চেষ্টা । BHS News

09/03/2025
05/03/2025

মাছ চুরি দেখে ফেলায় প্রান হারালেন ৩ বছরের শিশু । BHS News

03/03/2025

জমি দখলদার

13/02/2025

আপন ভাইয়ের ছেলের হাতে চাচা খুন!
নিখোঁজ ১১দিন পরে সন্ধ্যা নদী থেকে লাশ উত্তোলন।

নিজ বাসায় দুর্বৃত্ত কর্তৃক হামলার শিকার এক ব্যক্তি। বরিশাল জেলা শহরের বটতলা এলাকায় নিজ বাসায় অবস্থান করছিলেন এস এম জিহ...
01/02/2025

নিজ বাসায় দুর্বৃত্ত কর্তৃক হামলার শিকার এক ব্যক্তি। বরিশাল জেলা শহরের বটতলা এলাকায় নিজ বাসায় অবস্থান করছিলেন এস এম জিহাদ মোর্শেদ সজল নামের এক ব্যক্তি এ সময় মুখোশ পরিহিত ৪-৫ জন ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে তার বাসায় প্রবেশ করে এবং বাসায় থাকা বিভিন্ন স্বর্ণালংকার ও টাকা ছিনতাই করে নিয়ে যায় এ সময় তিনি বাধা প্রদান করিলে তাকে ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করে এতে ঘটনা স্থলে সে লুটেপরে। পরবর্তীতে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে শেরে বাংলা মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করেন। ঘটনাটি ০১-০২-২০২৫ইং তারিখ বেলা ৩ ঘটিকার সময় ঘটে।প্রাথমিকভাবে কাউকে চিনতে পারেননি বলে ভুক্তভোগী জানান

15/01/2025

ঢাকা-বরিশাল মহাসড়কের রহমতপুর ও গড়িয়ারপাড় এর মাঝামাঝি স্থানে ইঞ্জিন হিট হয়ে হানিফ এন্টারপ্রাইজ এর একটি বাসে আগুন ধরে যায়। সকলের সহায়তায় আগুন নিভানো সম্ভব হয়েছে এবং কারো কোন ক্ষয়ক্ষতি হয়নি।

03/12/2024

সাতলা মাথা কাটা মিজানের অত্যাচার অতিষ্ঠ সাধারন মানুষ।

25/11/2024

টাঙ্গাইল থেকে কাঠের সাইকেল চালিয়ে চরমোনাই মাহফিলে এক যুবক।

টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার সারাংপুর এলাকার বাসিন্দা ওমেদ আলীর পুত্র আবু বকর মিয়া পেশায় একজন কাঠমিস্ত্রি। যাতায়াতের জন্য দৈনিক প্রায় ১০০ থেকে ১২০ টাকা খরচ হয়। আর্থিকভাবে সচ্ছল না হওয়ায় প্রায়ই পায়ে হেটে কাজে যেতে হতো, এতে সময় সঠিক কাজে যেতে পারতেন না তিনি। তাই প্রায় ১ বছর ধরে নিজ উদ্যোগে কাঠের সাইকেল তৈরি করেন। তার সাইকেলে চাকা, পেডেল, চেইন বাদে সবই কাঠের তৈরি।

এছাড়াও সাইকেল রয়েছে ব্যাটারি, ব্যাটারি চার্জের জন্য সামনে পেছনে সোলার, সাউন্ড বক্স, মোবাইল হোল্ডার, ডিজিটাল হন, হেডলাইট ব্যাগ লাইট।

আবু বকর মিয়া, ২০১৯ সাল থেকে চরমোনাই মাহফিলে আসেন। তার মনের ইচ্ছা ছিল এবার নিজের হাতে বানানো কাঠের সাইকেল নিয়ে চরমোনাই মাহফিলে আসবেন।

ইচ্ছা পূরণ করতে আজ ২৫/১১/২০২৪ইং তারিখ ভোর ০৪টার দিকে টাঙ্গাইল থেকে বরিশাল চরমোনাই মাহফিলের উদ্দেশ্যে রওনা দেন।

টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার সারাংপুর গ্রাম থেকে দীর্ঘ ১৪ ঘন্টা কাঠের সাইকেল চালিয়ে বরিশালে এসে পৌঁছান আবুবকর মিয়া।

তার সাথে কথা বলে জানা যায়, অত্যাধুনিক সাইকেলটি তৈরি করতে তার নিজ পারিশ্রমিক বাদে প্রায় ২৮ হাজার টাকা খরচ হয়।

03/04/2024

চোরের দশ দিন, জনতার একদিন।

20/03/2024

ঢাকা-বরিশাল মহাসড়কে দুর্ঘটনায় নিহত ৫

Adresse

Democratic Republic Of The

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque Barishal Today-বরিশাল টুডে publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Partager