06/11/2025
-যেদিন থেকে আমি জানতে পেরেছি, আমার রিজিক আমি ছাড়া অন্য কেউ ভোগ করতে পারবে না, সেদিন থেকে আমার হৃদয়ে একটা অদ্ভুত প্রশান্তি তৈরি হয়েছে।
সেদিন থেকে আমি কাউকে নিজের প্রতিদ্বন্দ্বী ভাবিনা। কারও ভালো দেখলে আমি কাতর হইনা। জীবনে যা যা পাইনি তার কোনটাই আমার রিজিকে ছিলোনা বলে বিশ্বাস করেছি। সেজন্য আফসোস হয়নি কখনো। বরণ আলহামদুলিল্লাহ বলে আমি একটা শান্তির দীর্ঘশ্বাস ছেড়ে সবকিছু আল্লাহর হাতে ছেড়ে দিয়েছি। আর আল্লাহ যা করেন বান্দা ভালোর জন্যই করেন এই কথা আমি বিশ্বাস করি।তাই তো আল্লাহ উপর ভরসা করি..।
তাই তো আল্লাহর প্লান আমার প্লানের চাইতে অনেক বড়...
Nazim Uddin Zihad