Nazim Uddin Zihad 5

Nazim Uddin Zihad  5 This is my 1st page where you can see Islamic post.

06/11/2025

-যেদিন থেকে আমি জানতে পেরেছি, আমার রিজিক আমি ছাড়া অন্য কেউ ভোগ করতে পারবে না, সেদিন থেকে আমার হৃদয়ে একটা অদ্ভুত প্রশান্তি তৈরি হয়েছে।

সেদিন থেকে আমি কাউকে নিজের প্রতিদ্বন্দ্বী ভাবিনা। কারও ভালো দেখলে আমি কাতর হইনা। জীবনে যা যা পাইনি তার কোনটাই আমার রিজিকে ছিলোনা বলে বিশ্বাস করেছি। সেজন্য আফসোস হয়নি কখনো। বরণ আলহামদুলিল্লাহ বলে আমি একটা শান্তির দীর্ঘশ্বাস ছেড়ে সবকিছু আল্লাহর হাতে ছেড়ে দিয়েছি। আর আল্লাহ যা করেন বান্দা ভালোর জন্যই করেন এই কথা আমি বিশ্বাস করি।তাই তো আল্লাহ উপর ভরসা করি..।

তাই তো আল্লাহর প্লান আমার প্লানের চাইতে অনেক বড়...
Nazim Uddin Zihad

06/11/2025

Egyptian nostalgic recitation
Anyone know the reciter?
゚viralvideo

06/11/2025

কিছু মানুষের থেকে দূরে গিয়ে বুঝলাম...!

04/11/2025

ভালোবাসা গোপনেই সুন্দর... 🌸

02/11/2025

এই ভাবেই সবাইকে প্রতিবাদ করতে হবে... 🫂❤️‍🩹
Sazzad Official respect brother.. 🫰❤️‍🩹

01/11/2025

ওহে বিশ্বের মুসলিম, su*দানের ভাই - বোনদের কান্না কি তোমাদের কানে পৌঁছায় না... 🥲

01/11/2025

Alhamdulillah _ আলহামদুলিল্লাহ

01/11/2025

মৃত্যুর পর ভাই বোনের আর কখনো দেখা হবে না, ইসলাম কি

বলে?"

এ প্রশ্নের ইসলামের দৃষ্টিভঙ্গি নিচে ব্যাখ্যা করা হলো:

ইসলামের দৃষ্টিতে মৃত্যুর পর আত্মার সাক্ষাৎ বা সম্পর্ক:

1. আখিরাতে সবাই একত্রিত হবে: কুরআন ও হাদীস অনুযায়ী, কিয়ামতের দিন সকল মানুষকে আবার উঠানো হবে এবং হাশরের মাঠে সমবেত করা হবে। সেখানে ভাই-বোন, মা-বাবা, সন্তান সবাই থাকবে। তবে তখনকার সম্পর্ক হবে দুনিয়ার মতো না।

"যেদিন মানুষ তার ভাই, মাতা, পিতা, স্ত্রী ও সন্তান হতে পলায়ন করবে..."

(সূরা আবাসা: ৩৪-৩৬)

অর্থাৎ, সেদিন আত্মীয়তার সম্পর্ক থাকবে না সবাই নিজের আমলের চিন্তায় থাকবে।

2. জান্নাতে গেলে প্রিয়জনদের সঙ্গে মিলন সম্ভব: যদি ভাই বা বোন উভয়েই নেককার হয় এবং জান্নাতে প্রবেশ করে, তবে আল্লাহর রহমতে তারা একে অপরকে চিনতে পারবে এবং মিলিত হতে পারবে।

"আর যারা ঈমান এনেছে, এবং তাদের সন্তান-সন্ততি ঈমানে তাদের অনুসরণ করেছে, আমি তাদের সঙ্গে মিলিত করে দেব..."

সূরা তুর: ২১3. জাহান্নামে গেলে যোগাযোগের সুযোগ থাকবে না: যদি কেউ জান্নাতে আর কেউ জাহান্ন বা সম্পর্কের কোন সুযোগ থাকবে না।

সারাংশ:

হ্যাঁ, মৃত্যুর পর দেখা হতে পারে, যদি উভয় ব্যক্তি জান্নাতে যায়।

কিয়ামতের দিনে দুনিয়ার মতো ভাই-বোন সম্পর্ক থাকবে না, কিন্তু জান্নাতে থাকলে আল্লাহর দয়ায় পুনর্মিলন সম্ভব।

পাপী হলে ও জাহান্নামে গেলে মিলন হবে না।

আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতে একত্রিত হওয়ার তাওফিক দান করুন। আমিন।🤲🖤
-নাজিম উদ্দিন জিহাদ

শতাব্দীর সেরা কসাই, আল-ফাশির শহরের কয়েক ডজন গণহত্যা এবং আবাসিক এলাকা পুড়িয়ে দেওয়ার জন্য দায়ী - ধর্ম ও করুণাবিহীন এই...
31/10/2025

শতাব্দীর সেরা কসাই, আল-ফাশির শহরের কয়েক ডজন গণহত্যা এবং আবাসিক এলাকা পুড়িয়ে দেওয়ার জন্য দায়ী - ধর্ম ও করুণাবিহীন এই অমানবিক দানব, র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আবু লুলু) ডাকনামধারী অপরাধী আবদুল্লাহ ইদ্রিস, ইতিহাসের সবচেয়ে জঘন্য এবং নৃশংস দরজা দিয়ে প্রবেশ করেছে।

তিনি একটি সরাসরি সম্প্রচারে উপস্থিত হয়ে বলেছিলেন যে তিনি একদিনে ২০০০ জনকে হত্যা করেছেন, যাদের সবাই অসহায় নিরপরাধ, এবং তিনি ভুল গণনা করেছেন তাই তিনি আরও ২০০০ জনকে হত্যা করবেন কারণ তিনি একই সময়ে ২০০০ জনকে হত্যা করার শপথ নিয়েছিলেন। সমস্ত আন্তর্জাতিক সংবাদপত্র তার সম্পর্কে এবং তিনি নিরপরাধদের সাথে কী করছেন তা নিয়ে কথা বলেছেন, এবং কারণ তিনি নিরপরাধ নিরপরাধদের হত্যা এবং তাদের মৃত্যুদণ্ড - নারী, শিশু এবং নিরস্ত্র বেসামরিক যুবকদের - সমগ্র বিশ্বের সামনে পোস্ট এবং গর্ব করে বলেন।

হে আল্লাহ, তার মধ্যে আমাদের আপনার শক্তি এবং আপনার কঠোর প্রতিশোধের বিস্ময় দেখান, হে বাধ্যকারী, এবং যারা তাদের সমর্থন করেছেন তাদের সকলের উপর। হে আল্লাহ, তাদেরকে শক্তিশালী, শক্তিশালী হাত দিয়ে পাকড়াও করো। তার ধ্বংসের জন্য প্রার্থনা করতে ভুলো না যাতে সুদানের জনগণ তার অনিষ্ট থেকে মুক্তি পায়।

প্রচার মিডিয়া : নাজিম উদ্দিন জিহাদ

31/10/2025

সুদানের যু*দ্ধবি*ধ্ব*স্ত পশ্চিমাঞ্চলীয় শহর এল-ফাশের (El-Fasher) থেকে পা*লিয়ে আসা মানুষজন বর্ণনা করছেন র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (RSF) কর্তৃক সং*ঘটিত ভয়া*বহ স*হিং*সতার চিত্র। ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে মানবতার এক ভয়া*ল অধ্যায়—যেখানে রাস্তাজুড়ে পড়ে আছে শত শত মৃত*দেহ, আর কব*র দেওয়ার মতো মানুষও নেই।

গত রবিবার শহরটি দখলের পর থেকে কমপক্ষে ১,৫০০ জনকে হ**ত্যা করেছে RSF। এর মধ্যে শুধুমাত্র একটি হাসপাতালে ৪৬০ জনেরও বেশি মানুষকে হ**ত্যা করা হয়েছে। ভ*য়া*বহ এই গণহ**ত্যা*র পর থেকে শহর ছেড়ে পালিয়েছে ৩৬ হাজারেরও বেশি মানুষ, যাদের বেশিরভাগই হেঁটে ৭০ কিলোমিটার দূরের তাভিলা শহরে পৌঁছেছেন—যেখানে আগেই ৬ লাখ ৫০ হাজার বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছিল।

পাঁচ সন্তানের জননী হায়াত এএফপিকে জানান, সাতজন RSF যোদ্ধা তাদের বাড়িতে লুটপাট চালিয়ে তার ১৬ বছর বয়সী ছেলেকে তার সামনেই হত্যা করে। তিনি বলে

প্রচার মিডিয়া : নাজিম উদ্দিন জিহাদ
Promotional Media: Nazim Uddin Zihad

Adresse

Democratic Republic Of The

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque Nazim Uddin Zihad 5 publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Partager