25/08/2024
ভেলাগুড়ী ইউনিয়নের মধ্যে ভেলাগুড়ী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে সবচেয়ে বেশি অনিয়ম হয়ে আসছে।
কিন্তু কেউ কোনো কথা বলে না,,, মাধব স্যার তো ২-৩ বছর ধরে স্কুল না এসেও অনায়াসে বেতন ওটাচ্ছে। স্কুলে প্রতিদিন রান্নাবান্না করে পিকনিক স্পষ্ট বানায় ফেলছে। স্কুলের টিচাররা স্কুল আসে ১০ টার পর যদিও তাদের আসার কথা ৯ টা বা ৯.৩০। যাই হোক স্কুল ১০ টায় শুরু হলেও স্কুল ছুটি হওয়া শুরু করে ১১ টায়।
স্কুল শুরু হওয়ার পর থেকে শিক্ষককেরা বিনা প্রয়োজনে বাজারে ঘোরাফেরা করে সাথে ছাত্র-ছাএীরাও। মজার বিষয় হলে স্কুলের একটা রুমে বিছানাও আছে সেখানে আবার ঘুম ও পারে অনেকে। আমরা চাচ্ছি স্কুলটি ভালো ভাবে চলুক।এবং সকল শিক্ষকদের প্রতি আহ্বান রইলো অতি বিলম্বে স্কুলের সকল পাঠদান উন্নতি করার সাথে স্কুল চলাকালীন সময়ে শিক্ষক এবং শিক্ষার্থীদের বাজারে ঘুরোঘুরি বন্ধ করুন।স্কুলের এই অরাজকতা আমরা সকল স্টুডেন্ট ও এলাকাবাসী গভীর ভাবে পর্যবেক্ষণ করছি।